প্রিয়তমের (সাঃ) পথে…
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২১ মার্চ, ২০১৭, ১০:০১:১৮ রাত
ভালোবাসার অশ্রু ঝরে
নবী মোহাম্মদে (সাঃ)
সকল সৃষ্টি করুণা মাগে
এই ধরণীতে।
মুসাফির খোঁজে পথ
প্রিয়তমের পথে
মহান প্রভূর নাম
হৃদয়েতে গেঁথে।
তবু কেন নেই হিম্মত
আজি উম্মতে?
দলাদলি কোন্দল
মুমিন মুমিনাতে?!
কোথায় মুসলমান ভাই ভাই
আবেগ-অনুরাগ, কাজে?
সংগ্রামী কাফেলা কোথায়
ঝড় তুফানী সাঁঝে।
অসহায় আজ মরছে ধুকে
জালিমের কষাঘাতে
ন্যায়ের পথ রুদ্ধ কেন
এই পৃথিবীতে?
দ্বীনের পোশাক নিচ্ছে খুলে
বিপুল জনতার স্রোতে
ন্যায় সত্যের চিহ্ন খুঁজে
দেব দেবী মূর্তিতে!!
মুসলমানের খেতাব জঙ্গি
নিন্দিত বসে গদিতে
ধর্মপ্রথা বিলুপ করে
তাজা রক্তের নদীতে।
মৃত ধর্মে ভর করে বাঁচে
শুষ্ক তৃণ ভূমিতে
আপন আলয়ে বিভোর হয়ে
মুক্তি খোঁজে বেদীতে!!
বিষয়: বিবিধ
৯২১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি ভাল আছি আলহামদুলিল্লাহ্।
মন্তব্য করতে লগইন করুন