নীলাকাশের নীহারিকাপুঞ্জ !
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৪ মার্চ, ২০১৭, ০৬:২০:৫৭ সন্ধ্যা
প্রদীপমালায় সুসজ্জিত নীল আসমান
মহান আল্লাহ তা’আলার অপূর্ব নিদর্শন।
জ্বলে আলো জ্বালানিতে প্রদীপের মতন
কুরআন মাজিদ এক বৈজ্ঞানিক দর্শন।
নক্ষত্রপুঞ্জের চারিপাশে অসংখ্য ইলেক্ট্রন
বিচ্ছুরিত আলো একদিন হবে নিষ্প্রাণ।
শুভ্র গহ্বর-কৃষ্ণ গহ্বর নামে মহাকাশীয় অবস্থান
শুভ্র গহ্বরে শক্তি আছে অভাবনীয় পরিমাণ।
কৃষ্ণ গহ্বর নিঃশেষ হয় হলে সংকোচন
অলৌকিক সৃষ্টি রবের অনুপম নিদর্শন।
নীলাকাশ নীহারিকাপুঞ্জ যিনি করেছেন দান
অবিশ্বাস্য নিয়ামত চারিদিকে বিদ্যমান।
কতশত সর্বজ্ঞাতার চাক্ষুষ নিদর্শন
অন্ধ মানুষ মোরা করিনা প্রত্যক্ষণ।
বিষয়: বিবিধ
১৭১৬ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লাগলো খুবই সুন্দর,
ভরলো মনের অন্দর !!
ছন্দে ভরা প্রেরণা
জেগে উঠুক চেতনা।
জাজাকাল্লাহু খাইর।
প্রশংসা সবই কেবলই তোমারি রাব্বুল আলামীন।
জাযাকিল্লাহ
মাঝে মাঝে আপনার উপস্থিতি অনেকটা অপ্রত্যাশিত পাওনা। ভীষণ ভাল লাগলো।
সেইসাথে নিয়মিত হবার অনুরোধ রইলো।
জাজাকাল্লাহু খাইর।
মাশ আল্লাহ, খুব সুন্দর হয়েছে।
এখন কেমন আছেন ভাই?
মন্তব্য করতে লগইন করুন