প্রাণপ্রিয় বিডি ব্লগের সম্মানিত পাঠক পাঠিকাগণের জন্য...
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০২ মার্চ, ২০১৭, ০৯:১৩:৪৪ রাত
বরেণ্য লেখক “জিয়াউল হক” যিনি বিডি পরিবারে “হককথা” নামে সুপরিচিত। ইতিপূর্বে উনার লিখা অনেক বই প্রকাশিত হয়েছে। আলহামদুলিল্লাহ্। এবারের একুশের গ্রন্থ মেলায়ও প্রকাশিত হয়েছে ওনার দু’টি জনপ্রিয় বই। একটি তথ্যবহুল সাড়া জাগানো বই “অন্তর মম বিকশিত কর” এবং অপরটি “কালচার নিয়ে অনাচার”। তা পাঠক মহলে ভীষণভাবে সমাদৃত হয়েছে।
স্বনাম ধন্য এই লেখক আমার অতি ক্ষুদ্র একটি প্রয়াস “মণি মুক্তোয় মোড়ানো মনোলোভা মালিকা” ছোট্ট সীরাত গ্রন্থটির বিষয়ে তাঁর নিজস্ব অভিমত প্রকাশ করেছেন।
আমার প্রাণপ্রিয় বিডি ব্লগের সম্মানিত পাঠক পাঠিকাগণের জন্য তা নীচে তুলে ধরলাম-
মণি মুক্তোয় মোড়ানো মনোনোভা মালিকা- গ্রন্থখানা নিয়ে একজন পাঠকের দু’টি কথা।
প্রিয় রাসুল সা: এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা, লেখা-লেখি নতুন কিছু নয়, অতিতে হাজার বসর ধরে যেমন এটা চলে এসেছে তেমনি তা ভবিষ্যতেও চলবে, তা নিশ্চিত। তবে আলোচনা ও লেখালেখির মধ্যে চমৎকারিত্ব বা নতুনত্ব যেটা আসবে সেটাই হলো আমাদের জন্য বাড়তি উপকরণ এই মহামানবকে জানার ও বোঝার।
ঠিক এরকম চমৎকারিত্ব নিয়ে ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সীরাতগ্রন্থ এসেছে সদ্যসমাপ্ত একুশে গ্রন্থমেলায় ' মনি মুক্তোয় মোড়ানো মনোনোভা মালিকা' নামে।
মোট ৬৪ পৃষ্ঠার এ বইটিতে প্রিয় রাসুল সা: এর জীবনের বিভিন্ন দিক নিয়ে ১৬টি লেখা ঠাঁই পেয়েছে। বিষয়বস্তু নির্বাচন ও উপস্থাপনায় মুন্সিয়ানার ছাপ স্পষ্ট। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো লেখিকার ভাষার গাঁথুনী ও শব্দচয়নে দক্ষতা। চমৎকার সব শব্দ নিয়ে গঠিত ছন্দময় বাক্যের কুশলী নির্মাণ চোখে পড়ার মত। পাঠকালীন পুরোটা সময়েই পাঠকের কানে এসব শব্দের ছান্দিক ঝনঝনানি বাজতে থাকে। প্রিয় রাসুল ও তাঁর স্ত্রীগণের জীবনে ঘটে যাওয়া টুকরো টুকরো জানা ঘটনাগুলো আবার যেন নতুন করে জীবন পায় লেখিকার সুনিপূণ বর্ণনা আর চৌকষ উপস্থাপনায়!
জেলা শহর বগুড়া থেকে পাথফাইন্ডার পাবলিকেশন্সের পক্ষে সুলতানা আক্তার কর্তৃক প্রকাশিত গ্রন্থখানা খোদ রাজধানী ঢাকার অনেক নামী দামী প্রকাশনা সংস্থাকেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে, মফস্বল শহর থেকেও উচ্চমান সম্পন্ন বই প্রকাশ করা যায়। ছেটো খাটো কিছু বানান ভূল সত্তেও প্রকাশনা সংস্থা ও প্রকাশিকা বইটি প্রকাশের ক্ষেত্রে নিজেদের কৃতিত্ব দাবী করতেই পারেন। বাইন্ডিং ও প্রচ্ছদ দুটোই চমৎকার ও আকর্ষণীয়। কাগজের উচ্চমূল্যও সত্তেও বইটির মূল্য সহনীয় রাখায় প্রকাশিকাকে ধন্যবাদ দিতেই হয়।
প্রবাসে বাস করেও লেখিকা মরিয়ম বানু আমাদের এমন একটা সীরাত গ্রন্থ উপহার দিয়েছেন, যা সত্যিই আনন্দের। লেখালেখির জগতে নতুন হতে পারেন, কিন্তু তিনি যে এ জগতে শক্ত অবস্থান নিশ্চিত করতেই এসেছেন নিজ যোগ্যতা বলে, সেটা তাঁর চমৎকার লেখনী দেখেই বোঝা যায়। বিষয়টা একইসাথে বাংলাভাষী পাঠকগণের জন্যও আশাব্যঞ্জক। তাঁর মত শক্তিশালী একজন লেখিকা আমাদেরকে আরও লেখা উপহার দেবেন, সেটাই আশা করি। বইটির বহুল প্রচার কামনা করি।
মনি মুক্তোয় মোড়ানো মনোনোভা মালিকা
লেখিকা- মরিয়ম বানু
প্রকাশনায়- দি পাথফাইন্ডার পাবলিকেশন্স।
প্রচ্ছদ- আফসার নিজাম
মূল্য-১০০ টাকা।
বিঃ দ্রষ্টব্যঃ আমার এই প্রাপ্তিটুকুর সাফল্যের মূলে জড়িয়ে আছেন আমার অগণিত প্রিয়জন। বিশেষ করে শ্রদ্ধেয় সুপ্রিয় ব্লগার ভাই বোনেরা ও ব্লগের সম্মানিত মডারেটরবৃন্দ। এই সুন্দর মহতীক্ষণে আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। যারা আমাকে নিরলস প্রেরণা দিয়ে উৎসাহ যুগিয়ে একজন নবীস ব্লগারকে বন্ধুর পথ অতিক্রমে সহযাত্রীর ভূমিকা পালন করেছেন। মহান রাব আমাদের সকলকেই ক্ষমা করুণ ও কবুল করুণ। আমীন।
বিষয়: বিবিধ
১২৪৪ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মোবারকবাদ উভয়কে!!
আল্লাহতায়ালা কবুল করুন, আমীন!
============
অ.ট.
আপা কি বগুড়ার??
"(বগুড়ার)মরিয়ম আপা" শব্দটা আমার মাথার মধ্যে নড়েচড়ে উঠলো, কিন্তু স্মৃতি হাতড়ে ঠাহর করতে পারলামনা!
হয়তো কাকতালীয়!!
ইনি কোন্ সুলতানা আপা?
[শ্রদ্ধেয়া বোন সুলতানা আখতার]
ব্লগের নাম কী?
আপনাদের প্রীতিবন্ধন চিরস্থায়ী হোক!
মন্তব্য করতে লগইন করুন