প্রার্থনা ও দোয়া কামনা- হীরকের চতুর্থ জন্মদিনে!
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৫ জানুয়ারি, ২০১৭, ০৬:১১:৫৩ সন্ধ্যা
প্রভূ গো!
বাগিচায় দিয়েছ তুমি ফুটন্ত গোলাপ পূর্ণ সৌরভে
বুদ্ধির দীপ্ততায় অটুট রেখো, করো ত্যাগী এ ভবে।
ধৈর্যে-ঔদার্যে উদ্ভাসিত করো, বীরত্ব কুরবাণীতে
প্রজ্ঞা দাও প্রিয় দ্বীন প্রতিষ্ঠায় আল্লাহর যমীনেতে।
সৎ পুণ্য বাসনাগুলো পূর্ণ করো ভাণ্ডার অবারিত করে
কাঙ্ক্ষিত মনোস্কামনা হোক, প্রত্যাশিত মঞ্জিলের তরে।
আল্লাহ্ভীরু, সৎকর্মশীল বানিও জীবন জিন্দেগীতে
সুখশান্তি, সম্মান, সততায় ভরে দাও ঐক্য সম্প্রীতিতে।
মিষ্টভাষী-মার্জিত গুণগুলো ঢেলে দাও অকৃপণ দানে
দায়ীর সাফল্য দান করো, রাসূলের (সাঃ) অনুকরণে।
চেহারায় দাও নূরের আলো, পারদর্শী সুন্দর শব্দ চয়নে
কথার ভঙ্গিমার সৌন্দর্যকে বাড়িয়ে দাও শুদ্ধ উচ্চারণে।
ঈর্ষণীয় দক্ষতা দান করো চিন্তা, কর্মে ও সংলাপে
মানবিকগুণ প্রস্ফুটিত হোক আত্মিক সুবাসিত রূপে।
উত্তমকর্মে আদর্শ হবে দুঃখীদের মন জয় করে
দানশীলতায় অদ্বিতীয় করো বিশ্বমানবের তরে।
বিশ্বব্যাপী ছড়িয়ে দিবে তোমার মহান বাণী
সন্তুষ্ট হবে তুমি, উৎসর্গে সবার চোখের মণি।
বিষয়: বিবিধ
১২৪০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন