প্রার্থনা ও দোয়া কামনা- হীরকের চতুর্থ জন্মদিনে!

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৫ জানুয়ারি, ২০১৭, ০৬:১১:৫৩ সন্ধ্যা



প্রভূ গো!

বাগিচায় দিয়েছ তুমি ফুটন্ত গোলাপ পূর্ণ সৌরভে

বুদ্ধির দীপ্ততায় অটুট রেখো, করো ত্যাগী এ ভবে।

Star

ধৈর্যে-ঔদার্যে উদ্ভাসিত করো, বীরত্ব কুরবাণীতে

প্রজ্ঞা দাও প্রিয় দ্বীন প্রতিষ্ঠায় আল্লাহর যমীনেতে।

Star

সৎ পুণ্য বাসনাগুলো পূর্ণ করো ভাণ্ডার অবারিত করে

কাঙ্ক্ষিত মনোস্কামনা হোক, প্রত্যাশিত মঞ্জিলের তরে।

Star

আল্লাহ্‌ভীরু, সৎকর্মশীল বানিও জীবন জিন্দেগীতে

সুখশান্তি, সম্মান, সততায় ভরে দাও ঐক্য সম্প্রীতিতে।

Star

মিষ্টভাষী-মার্জিত গুণগুলো ঢেলে দাও অকৃপণ দানে

দায়ীর সাফল্য দান করো, রাসূলের (সাঃ) অনুকরণে।

Star

চেহারায় দাও নূরের আলো, পারদর্শী সুন্দর শব্দ চয়নে

কথার ভঙ্গিমার সৌন্দর্যকে বাড়িয়ে দাও শুদ্ধ উচ্চারণে।

Star

ঈর্ষণীয় দক্ষতা দান করো চিন্তা, কর্মে ও সংলাপে

মানবিকগুণ প্রস্ফুটিত হোক আত্মিক সুবাসিত রূপে।

Star

উত্তমকর্মে আদর্শ হবে দুঃখীদের মন জয় করে

দানশীলতায় অদ্বিতীয় করো বিশ্বমানবের তরে।

Star

বিশ্বব্যাপী ছড়িয়ে দিবে তোমার মহান বাণী

সন্তুষ্ট হবে তুমি, উৎসর্গে সবার চোখের মণি।



বিষয়: বিবিধ

১২৪০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381309
১৬ জানুয়ারি ২০১৭ রাত ০৯:৪৯
দ্য স্লেভ লিখেছেন : আস সালামুআলাইকুম,,অসম্ভব সুন্দর দোয়া...আমিন,,আল্লাহ যেন কবুল করেন
০৭ ফেব্রুয়ারি ২০১৭ রাত ১০:৩৭
315619
সন্ধাতারা লিখেছেন : Amin Amin Amin
381310
১৭ জানুয়ারি ২০১৭ রাত ১২:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন। আমিন। আমিন।
০৭ ফেব্রুয়ারি ২০১৭ রাত ১০:৩৮
315620
সন্ধাতারা লিখেছেন : Amin Amin Amin

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File