কাবার প্রেমময় পথে………।
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২১ ডিসেম্বর, ২০১৬, ০৫:২৮:২৪ বিকাল
অবশেষে মনে হল মহামহিম আল্লাহ্ সুবহানুতা’আলার অবারিত দয়া ও অজস্র করুণার সিন্ধুধারা উথলে উঠলো। শত ঝড় ঝাপটা পেরিয়ে মমতাময়ী মা আর স্নেহের ভাইসহ তখন আকাশে উড়ছি। তারপরও কেন যেন ক্ষণে ক্ষণে গত দু’মাসে ঘটে যাওয়া অযাচিত ঘটনার দৃশ্যপটগুলো অন্তরে অজানা আশঙ্কা, উৎকণ্ঠা ও ভয়-ভীতি আষ্টেপৃষ্ঠে ঘিরে রইলো। মনে হল মরুভূমির তপ্ত বালুকাময় বিশাল বিস্তর অজানা অচেনা প্রান্তর পেরিয়ে আদৌ নসীবে জুটবে কী প্রভুর প্রাসাদে হাযির হওয়ার! আশা নিরাশার দোলাচলে ভাসছিল আমার সুপ্ত স্বপ্নগুলো। স্বপ্নের বীজগুলো কখন অঙ্কুরিত হবে সেই প্রতীক্ষায় দিলটা পরে রইলো কল্পনায় বায়তুল্লাহর বিমোহিত বাগিচায়। একে একে মানসপটে উদিত হতে লাগলো গৌরবোজ্জ্বল ইতিহাসের সেই রোমাঞ্চকর কাহিনী! বিশাল হস্তীবাহিনীর পরাজয়! হাজরে আসওয়াদ! রুকনে ইয়ামেনী! প্রিয় মাকামে ইব্রাহীম! কদম মুবারকের ছাপ! সাফা মারওয়ার হৃদয়স্পর্শী ঐতিহাসিক পবিত্র প্রান্তর! শ্বেত মর্মর পাথরের তৈরি কাবার আঙিনা বা মাতাফ! দোয়া কবুলের স্থান! যা প্রচণ্ড রৌদ্র তাপেও গরম হয় না! মদীনা মুনাওয়ারার হৃদয় বিগলিত করা ইতিহাস! একইসাথে আমার প্রাণপ্রিয় নবীজি (সাঃ) যেখানে শুয়ে আছেন সোনার মদীনায় সেখানে রওযা মোবারকে কখন কীভাবে স্পর্শ করবো কতো ভাবনায় দোলায়িত হয়ে উঠলো মন। নবীজি (সাঃ) এর রওযায় হাজির হয়ে দরূদ ও সালামের নযরানা পেশ করার জন্য ব্যাকুল হৃদয় হাহাকার করে উঠলো। আহা! সবুজ গম্বুজের সুরম্য সুদৃশ্য সৌন্দর্য দেখে যদি দু’নয়ন জুড়াতে পারতাম!
দিলের ভিতর স্পন্দিত হল আর বিচিত্র ভাবনার কলিগুলো ফোঁটার মুহূর্তের অনুভূতি কেমন হবে তা ভেবে ভেবে অস্থির হয়ে উঠলো! রোমাঞ্চকর কতো শত অনুভূতিতে ভরে যাচ্ছিল দিল। স্বপ্নের ফুল-ফল, শাখা-প্রশাখা, আলো-ছায়া ক্রমেই বিস্তৃত ও বর্ধিত হতে থাকলো। পিপাসিত মন ছটফট করে উঠলো তৃষ্ণা নিবারণের জন্য। মাঝে মাঝে ব্যথাতুর মন অনেক কষ্টে বলে উঠলো বায়তুল্লাহর দীদার আসলেই ভাগ্যে জুটবে কী? স্বর্ণখচিত কালো গিলাফে ঢাকা বায়তুল্লাহর সৌন্দর্য দু’নয়ন ভরে দেখার মত পরম পুন্যময় মুহূর্ত জীবনে আসবে তো? ইস! জীবনে একটিবারের জন্য হলেও যদি আমি আমার মাওলার ঘরখানি দেখতে পেতাম! হৃদয়ের ব্যাকুলতা ও গভীর আকুতি ক্রমেই যেন গভীরতর হতে লাগলো।
রহস্যাবৃত্তের অতলান্তে ডুবে গিয়ে অদ্ভুত এক বেদনায় বুকের গভীরে সুমধুর এক প্রত্যাশিত যন্ত্রণার তরঙ্গ অনুভব করলাম। তৃষ্ণাকাতর মন আর বর্ষণোন্মুখ আঁখি সেজদায় লুটিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো বায়তুল্লাহ যিয়ারতের জন্য। ব্যথা বর্ষিণী বুক প্রহর গুণে গুণে হয়রান মহান রবের মহব্বতের প্রতীক্ষায়! প্রাণে প্রাণে পাওয়ার বাঁধনে আকুলিত মন পিপাসা নিবারণে উন্মুখ হয়ে রইলো। যন্ত্রনাকাতর দগ্ধীভূত মনের আকাঙ্ক্ষিত বাসনার সবটুকু প্রভূর নিকট সমর্পণ ও নিবেদন করে তাঁরই দিকে ভিখারিনী হয়ে চেয়ে রইলাম। হে মাবুদে এলাহি আপনার ঘরে আমাদেরকে মেহমান হওয়ার ভাগ্য নসীব করুণ। আশায় নিরাশায়, অস্থিরতায় ব্যাকুল হয়ে ডাকছি আমার মাওলাকে। হে মাওলা সাড়া দেন এই পাপীর ডাকে, পূর্ণ করুণ হৃদয়ের কাঙ্ক্ষিত বাসনা। “মাবরুর হজ্জ (ত্রুটিবিহীন হজ্জ) ভাগ্যে নসীব করুণ, যার প্রতিদান জান্নাত ভিন্ন আর কিছু নয়”। (বূখারি ও মুসলিম)
হে মহান রব! হে প্রাচীন ও সুন্দরতম ঘরের মালিক! হে অনুগ্রহ, অবদান, বদান্যতা, উদারতা, কৃপা ও করুণার আঁধার! হে মঙ্গলময়! আমাদের মাতাপিতাকে, আমাদের সকল মুসলিম ভাই-বোনদেরকে, সন্তান-সন্ততিকে ও আত্মীয় স্বজনকে আপনার দরবারে অবনমিত শিরে হাযির হওয়ার সৌভাগ্য নসীব করুণ। আমীন!
দিলের মধ্যে দ্বীনি মুহাব্বত সঞ্চিত হতে লাগলো আর এই মুহাব্বত একমাত্র আল্লাহ্র সন্তুষ্টি ও আখিরাতের আশায়। বাংলাদেশ বিমানে ইহরাম অবস্থায় আমরা। মুখে তালবিয়ার অন্তরস্পর্শী ধ্বনি। অদ্ভুত শিহরণ জাগলো, হৃদয়াকাশে উদয় হল হাজারো মহব্বতের, রঙের ও ভাবের আনাগোনা। নিজেকে প্রস্তুত করার বহুমুখী আয়োজন। আখিরাতির মুসাফির হয়ে দুনিয়াকে পেছনে ফেলে কাঙ্ক্ষিত লাব্বায়েক ধ্বনির স্পন্দনে মুখরিত কাফেলার সাথে বাতুল্লাহর ছায়ায় মিশে যেতে ছটফট করছিলাম তখন। আচমকা কর্ণে ভেসে এলো অল্প কিছুক্ষণের মধ্যেই জেদ্দা বিমান বন্দরে বিমানটি অবতরণ করতে যাচ্ছে! সেই কথাগুলোর দীপ্ততা ও সুরের অপূর্ব ব্যঞ্জনাময় মাধুর্য হৃদয়কে শিহরিত, রোমাঞ্চিত, আলোড়িত ও অস্থির করে তুললো ক্রমশই………।
বিষয়: বিবিধ
১৪৯১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মাশাআল্লাহ! অসাধারণ লিখনী, জাযাকাল্লাহ খায়রান....
প্রেরণা ও উৎসাহব্যঞ্জক মতামতসহ মূল্যবান উপস্থিতির জন্য আন্তরিক মুরাকবাদ।
জাজাকাল্লাহু খাইর।
আল্লাহ আপনাকে পুরুস্কার দিক
দোয়া, প্রেরণা ও উৎসাহব্যঞ্জক মতামতসহ মূল্যবান উপস্থিতির জন্য আন্তরিক মুরাকবাদ।
জাজাকাল্লাহু খাইর।
লিখাটি লিখার সময় আপনার ওমরা পালনের কথা স্মরণ করেছিলাম।
আমাদের সবার জন্য দোয়া করেছেন তো ভাইয়া?
প্রেরণা ও উৎসাহব্যঞ্জক মতামতসহ মূল্যবান উপস্থিতির জন্য আন্তরিক মুরাকবাদ।
প্রেরণা ও উৎসাহব্যঞ্জক মতামতসহ মূল্যবান উপস্থিতির জন্য আন্তরিক মুরাকবাদ।
সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন এই দোয়া করি।
জাজাকাল্লাহু খাইর।
অবশ্যই চেষ্টা থাকবে ইনশাআল্লাহ্।
প্রেরণা ও উৎসাহব্যঞ্জক মতামতসহ মূল্যবান উপস্থিতির জন্য আন্তরিক মুরাকবাদ।
জাজাকাল্লাহু খাইর।
আল্লাহ্ সুবহানুতা’আলা করুণাময় ও অত্যন্ত দয়াবান। তিনি তাঁর বান্দার নেক ইচ্ছা অবশ্যই পূর্ণ করেন। সবসময় প্রাণভরে দোয়া করি আপনি হবু ভাবীকে ঘরে তুলে দু’জনেই মহান রবের মেহমান হবেন ইনশাআল্লাহ্। আল্লাহ্ যেন আপনাকে সেই সৌভাগ্য নসীব করেন।
আর সেই মহান দরবারে পৌঁছে আমাদের সকলের জন্য অন্নেক দোয়া করবেন ইনশাআল্লাহ্।
প্রেরণা ও উৎসাহব্যঞ্জক মতামতসহ মূল্যবান উপস্থিতির জন্য আন্তরিক মুরাকবাদ।
আপনার হৃদয়ের আকুতিতে অশ্রুসিক্ত হলাম। আল্লাহ্কে স্মরণ করুণ এবং তাঁরই কাছে নিজের অন্তরের একান্ত পবিত্র চাওয়া ও মনোস্কামনা নিবেদন করুণ। তিনিই তো দয়াময় দাতা! মহান প্রভু! আপনার ব্যথিত হৃদয়ের অনুভূতিতে নিশ্চয়ই মহান রব সাড়া না দিয়ে থাকতে পারবেন না।
আপনার জন্য প্রাণভরে দোয়া করি, যেন করুণাময় আল্লাহ্ আপনার হৃদয়গ্রাহী প্রার্থনা কবুল করেন এবং আপনার আমার সকলের অন্তরের নেক ইচ্ছে ও মুসলিম উম্মাহর জন্য কল্যাণকর সব সুন্দর মনোবাসনাগুলো পূর্ণ করে দেন। আমীন।
মন্তব্য করতে লগইন করুন