সূরা আত তাকবীর - ভাবার্থ
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৪ ডিসেম্বর, ২০১৬, ০৫:৫৬:২৯ বিকাল
পরম করুণাময় অসীম দয়ালু
মহান আল্লাহ্র নামে শুরু,
বিশ্বজাহান তোমারি সৃজন
শ্রেষ্ঠ মানবকূল গাছপালা তরু।
সূর্য যখন হবে নিষ্প্রভ
নক্ষত্ররাজি সব পড়বে খসে,
পর্বতমালা হবে চলমান
পূর্ণগর্ভা উষ্টী যাবে ধসে।
যখন হিংস্র বন্য পশুগুলোকে
একত্রে করা হবে জড়ো,
সাগরসমূহ হবে অগ্নিউত্তালে
প্রকম্পিত থরো থরো।
আত্মাগুলো যখন দেহের সাথে
দেয়া হবে জুড়ে,
জীবন্ত সমাধিস্থ কন্যা জিজ্ঞাসিত হবে
হত্যা! হয়েছিলো কী অপরাধের তরে?
যখন আমলের নথিপত্র
হবে উন্মোচন,
উন্মুক্ত করে দেয়া হবে যখন
আকাশের আবরণ।
জাহান্নাম যখন প্রজ্জ্বলিত
করা হবে,
জান্নাত মানুষের নিকটবর্তী
হবে যবে।
প্রতিটি মানুষ কী নিয়ে হাযির
তা সে জানবে,
ভ্রাম্যমাণ তারকাপুঞ্জের শপথ
যা দৃশ্য বা ক্ষণিকেই হারাবে।
শপথ রাত্রির যখন তার
হয় অবসান,
শপথ প্রভাত কালের যখন
হয় আগমন।
নিশ্চয়ই আল্লাহ্রই বাণী
আল কোরআন,
শক্তিশালী আরশপতির কাছে
আছে মর্যাদা সম্মান।
সে মান্য সেখানে
গভীর আস্থাভাজন,
তোমাদের সাথী সে
উন্মাদ নন।
তিনি তো দেখেছেন তাঁকে
স্বচ্ছ দিগন্তে,
ওহী প্রকাশে উদার তিনি
নন কার্পণ্যের অন্তে।
এটা কোন শয়তানের
বাক্য নয়,
পথ বিভ্রমে তোমরা
চলেছো কোথায়?
সৃষ্টিকূলের জন্য এতো উপদেশ
বৈ অন্য কিছু নয়,
তোমাদের মধ্যে যারা
সোজা পথে চলতে চায়।
ইচ্ছে করলেই মিলে না
এ পথ সবার নসীবে,
ইচ্ছে যদি না করেন
মহান সৃষ্টিকূলের রবে!
বিষয়: বিবিধ
১২৪১ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ত্রুটি তুলে ধরার জন্য আন্তরিক ধন্যবাদ সবুজ ভাই। সংশোধন করে দিয়েছি।
জাজাকাল্লাহু খাইর।
মূল্যবান উপস্থিতিসহ উৎসাহদানের জন্য আন্তরিক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
তবুও আশাবাদী ভাইয়া, আপনার মূল্যবান উপস্থিতিসহ অনুপ্রেরণা ও উৎসাহদানের জন্য আন্তরিক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
আপনার হৃদয়স্পর্শী দোয়ায় আমীন।
বেশী বেশী করে দোয়া চাই।
আপনার মূল্যবান উপস্থিতিসহ উৎসাহদানের জন্য আন্তরিক ধন্যবাদ।
আপনার হৃদয়স্পর্শী দোয়ায় আমীন।
বেশী বেশী করে দোয়া চাই।
আপনার মূল্যবান উপস্থিতিসহ উৎসাহদানের জন্য আন্তরিক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন