সূরা আত তাকবীর - ভাবার্থ

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৪ ডিসেম্বর, ২০১৬, ০৫:৫৬:২৯ বিকাল



পরম করুণাময় অসীম দয়ালু

মহান আল্লাহ্‌র নামে শুরু,

বিশ্বজাহান তোমারি সৃজন

শ্রেষ্ঠ মানবকূল গাছপালা তরু।

Good Luck

সূর্য যখন হবে নিষ্প্রভ

নক্ষত্ররাজি সব পড়বে খসে,

পর্বতমালা হবে চলমান

পূর্ণগর্ভা উষ্টী যাবে ধসে।

Good Luck

যখন হিংস্র বন্য পশুগুলোকে

একত্রে করা হবে জড়ো,

সাগরসমূহ হবে অগ্নিউত্তালে

প্রকম্পিত থরো থরো।

Good Luck

আত্মাগুলো যখন দেহের সাথে

দেয়া হবে জুড়ে,

জীবন্ত সমাধিস্থ কন্যা জিজ্ঞাসিত হবে

হত্যা! হয়েছিলো কী অপরাধের তরে?

Good Luck

যখন আমলের নথিপত্র

হবে উন্মোচন,

উন্মুক্ত করে দেয়া হবে যখন

আকাশের আবরণ।

Good Luck

জাহান্নাম যখন প্রজ্জ্বলিত

করা হবে,

জান্নাত মানুষের নিকটবর্তী

হবে যবে।

Good Luck

প্রতিটি মানুষ কী নিয়ে হাযির

তা সে জানবে,

ভ্রাম্যমাণ তারকাপুঞ্জের শপথ

যা দৃশ্য বা ক্ষণিকেই হারাবে।

Good Luck

শপথ রাত্রির যখন তার

হয় অবসান,

শপথ প্রভাত কালের যখন

হয় আগমন।

Good Luck

নিশ্চয়ই আল্লাহ্‌রই বাণী

আল কোরআন,

শক্তিশালী আরশপতির কাছে

আছে মর্যাদা সম্মান।

Good Luck

সে মান্য সেখানে

গভীর আস্থাভাজন,

তোমাদের সাথী সে

উন্মাদ নন।

Good Luck

তিনি তো দেখেছেন তাঁকে

স্বচ্ছ দিগন্তে,

ওহী প্রকাশে উদার তিনি

নন কার্পণ্যের অন্তে।

Good Luck

এটা কোন শয়তানের

বাক্য নয়,

পথ বিভ্রমে তোমরা

চলেছো কোথায়?

Good Luck

সৃষ্টিকূলের জন্য এতো উপদেশ

বৈ অন্য কিছু নয়,

তোমাদের মধ্যে যারা

সোজা পথে চলতে চায়।

Good Luck

ইচ্ছে করলেই মিলে না

এ পথ সবার নসীবে,

ইচ্ছে যদি না করেন

মহান সৃষ্টিকূলের রবে!



বিষয়: বিবিধ

১২৪১ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380702
১৪ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন। শুরুটা দুইবার হয়ে গেছে।
১৫ ডিসেম্বর ২০১৬ বিকাল ০৪:৪১
315027
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু।

ত্রুটি তুলে ধরার জন্য আন্তরিক ধন্যবাদ সবুজ ভাই। সংশোধন করে দিয়েছি।

জাজাকাল্লাহু খাইর।
380703
১৪ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৪৪
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপু খুব সুন্দর করে কোরানকে কবিতার আকারে পেশ করেেছেন জাযাকাল্লাহখায়ের
১৫ ডিসেম্বর ২০১৬ বিকাল ০৪:৪৩
315028
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় ভাইয়া।

মূল্যবান উপস্থিতিসহ উৎসাহদানের জন্য আন্তরিক ধন্যবাদ।

জাজাকাল্লাহু খাইর।
380707
১৫ ডিসেম্বর ২০১৬ রাত ১২:১৪
তবুওআশাবা্দী লিখেছেন : খুব সুন্দর হয়েছে|ভালো লাগলো|অনেক ধন্যবাদ |
১৫ ডিসেম্বর ২০১৬ বিকাল ০৪:৪৫
315029
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু।


তবুও আশাবাদী ভাইয়া, আপনার মূল্যবান উপস্থিতিসহ অনুপ্রেরণা ও উৎসাহদানের জন্য আন্তরিক ধন্যবাদ।


জাজাকাল্লাহু খাইর।
Good Luck Good Luck Good Luck
380769
১৮ ডিসেম্বর ২০১৬ রাত ০৯:২৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মাশাআল্লাহ! অনবদ্য লিখনি...আরো চাই। পুরো আমরা পারা..আল্লাহ আপনার লেখার শক্তিকে আরো বৃদ্ধি করে দিন। আমিন।
১৯ ডিসেম্বর ২০১৬ দুপুর ০৩:৫৯
315063
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় ভাইয়া।

আপনার হৃদয়স্পর্শী দোয়ায় আমীন।

বেশী বেশী করে দোয়া চাই।

আপনার মূল্যবান উপস্থিতিসহ উৎসাহদানের জন্য আন্তরিক ধন্যবাদ।
380780
১৯ ডিসেম্বর ২০১৬ দুপুর ০৩:৫৮
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় ভাইয়া।

আপনার হৃদয়স্পর্শী দোয়ায় আমীন।

বেশী বেশী করে দোয়া চাই।

আপনার মূল্যবান উপস্থিতিসহ উৎসাহদানের জন্য আন্তরিক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File