হে মুসাফির! মোছরে আঁখিজল…
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১০ নভেম্বর, ২০১৬, ০৭:১৫:২৭ সন্ধ্যা
প্রায়ই দেশের কিছু অনভিপ্রেত সংবাদে অন্তর ব্যথিত ও আতঙ্কিত হয়ে উঠে। বোবা হয়ে থাকা মানব-মানবতাবোধ, ধর্মীয়বোধ, সংস্কৃতি-শিক্ষা ও স্বাধীনতার ভয়াল তাণ্ডব এখন শহর থেকে গ্রামেও পরিব্যাপ্ত। ইসলামী চেতনাকে টুকরো টুকরো করে গিলে ফেলার এক গভীর ষড়যন্ত্র চলছে যেন। ন্যায়ের পথকে নিশ্চিহ্ন ও বিষময় করতে মরিয়া হয়ে উঠেছে কিছু ক্রীতদাস পুষ্ট দুষ্টুচক্র। প্রবল ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হচ্ছে মুসলমানদের অস্তিত্ব ও পথভ্রষ্ট হচ্ছে আগামী প্রজন্মের আলোকিত সূর্য সন্তানরা। এর ভয়ানক পরিণতি কোন বিভীষিকাময় অতল গহ্বরে নিক্ষিপ্ত করবে একমাত্র সৃষ্টিকর্তাই ভাল জানেন।
দীর্ঘদিন যাবৎ একটি মুসলিম নারী কাফেলা অব্যাহতভাবে শহর থেকে গ্রাম পর্যন্ত তাঁদের দ্বীনি দাওয়াতী কাজ স্বতঃস্ফূর্তভাবে চালিয়ে যাচ্ছেন। তাঁদের এই দাওয়াতী কাজে কোন রাজনৈতিক আলোচনা হয় না। শুধুমাত্র কোরআন ও সুন্নাহর উপর আলোকপাত করা হয়। অথচ একটি গোষ্ঠী এঁদের উপর হামলে পড়েছে। বিপজ্জনকভাবে নজরদারি করছে এবং অসম্মানজনক আচরণ ও ভয়ভীতি দেখাচ্ছে। এমতাবস্থায় ইসলামের দুশমনদের কাছ থেকে পরিত্রাণের উপায় হিসাবে পারিবারিক চাপের মুখে বাসায় রাখা ইসলামী বইগুলো পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কেউ কেউ । যা একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের জন্য একটি কলঙ্কিত অনভিপ্রেত অধ্যায়।
আবার মানবতা ও ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবৎকালে অনেক মহৎপ্রাণ মুসাফিরগণের পদাঙ্গ অনুসরণ করে অনেকেই বেছে নিয়েছেন ত্যাগ ও কষ্টের কঠিনতম এই পরীক্ষার পথ। আল্লাহ্র বিধানই মানুষের একমাত্র মুক্তির পথ আর এর মধ্যেই নিহিত আছে দেহ-আত্মা, অনুভব-অনুভূতি, স্নায়ু ও চিত্তের প্রকৃত সুখ ও নির্মল প্রশান্তি। যা কেবল কুরআনিক অনুশীলন ও সুন্নাহর স্বচ্ছ প্রস্রবণের আদর্শতেই করে অবগাহন। দুর্ভাগা ও দিশেহারা জনগোষ্ঠীকে এই আলোর সন্ধান দিয়ে কিছুটা সুখ ও স্বস্তি আনায়নে তাই তাঁরা বদ্ধপরিকর।
যারা এই সুশোভিত সৌন্দর্যমণ্ডিত সুন্দর ধরণীর ক্ষণিক ভোগবিলাস ও আনন্দময় জীবনকে স্বেচ্ছায় দূরে ঠেলে দিয়েছো শুধুমাত্র আল্লাহ্র সন্তুষ্টির জন্য। তোমাদেরকে শ্রদ্ধাভরা চিত্তে জানাই অভিনন্দন ও সালাম…। হে ভারাক্রান্ত মুসাফির! তোমাদের আঁখিজল মুছে ফেল। তোমাদের তরে আমাদের ব্যাকুল প্রার্থনা …।। যারা এক হস্তে নিয়েছো কুরআন, অন্য হস্তে বজ্রমুষ্ঠি নবীজির শ্লোগান। মিথ্যা শক্তির হবেই হবে চূড়ান্ত শোচনীয় পতন। সভ্যতার প্রাচীর ভেঙ্গে ফেলতে যারা অসহায় মানুষের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত। গর্জে উঠুক তোমাদের নির্ভয় কণ্ঠ জিহাদে উদ্দীপ্ত। দম্ভের ভয়ঙ্কর জীবাণু করে আক্রমণ, তোমাদের নিদ্রাহীন কাফেলা লড়ছে মরণপণ! উদ্ধত অত্যাচারী শাসক একদিন করবেই পলায়ন। চরমভাবে ব্যর্থ হবে কুচক্রী শাসন। অন্ধকারে আলো আসবেই হবে পরিবর্তন।
নিশ্চয়ই আল্লাহ্ নৈরাজ্য সৃষ্টিকারীদের কর্মফল ব্যর্থ করবেন। আর কিয়ামতের সেই কঠিন দুর্যোগপূর্ণ দিনে মুমিনগণ হবে হর্ষোৎফুল্ল, আল্লাহ্র একান্ত করুণায়। আর এটিই মহামহিম আল্লাহ্ পাকের ঘোষণা। সত্যাশ্রয়ী ও পরোপাকারী মুমিন মুমিনাদের জন্য। আল্লাহ্ই মুমিনদের একমাত্র ভরসা ও আশ্রয়স্থল। আল্লাহু আকবর।
বিষয়: বিবিধ
১২৭১ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অসত্য কখনও চিরস্থায়ি হয়না।
সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
জাযাকাল্লাহু খাইরান।
লিখাটি আপনার ভালো লেগেছে জেনে আমিও আনন্দিত হলাম।
জাযাকাল্লাহু খাইরান।
সুন্দর মূল্যায়নপূর্বক চমৎকার একটি মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
জাযাকাল্লাহু খাইরান।
শুভ সংবাদের অপেক্ষায়…
সুন্দর মূল্যায়নপূর্বক চমৎকার একটি মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ্।
তোমার জন্য বেশী বেশী করে দোয়া করি। তোমার সবরকম বিপদাপদ যেন মহান রব আছান করে শান্তিপূর্ণ জীবন দান করেন। আমীন।
বাহ দারুন মা-শা আল্লাহ
আমার লিখায় আপনার উৎসাহব্যঞ্জক মন্তব্যসহ উপস্থিতিতে অনেক আনন্দিত হলাম।
জাযাকাল্লাহু খাইরান।
হাবসি বেলাল (রা, সুমাইয়া ( রা এদের
এদের কথা ভাবলে – দেখবেন, এ জামানায় দীনের দায়ীদের জন্য এত দুশ্চিন্তার কিছু নেই! আর আল্লাহ তো জান্নাতের বিনিময়ে মুমিনদের জান মাল ক্রয় করে নিয়েছেন! নয় কি?
আপনার মন্তব্যের সাথে সম্পূর্ণ সহমত।
জাযাকাল্লাহু খাইরান।
তোমার মূল্যবান উপস্থিতিসহ ভালোলাগা রেখে যাওয়ার জন্য জাযাকাল্লাহু খাইরান।
মন্তব্য করতে লগইন করুন