ইয়াতীমের প্রতি নবীজি (ﷺ) এর ভালোবাসা Rose Rose

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৩ অক্টোবর, ২০১৬, ০১:৪৮:০১ দুপুর



মোদের নবী, রহমত দয়া করুণার ছবি

বিশ্ব নিখিলের আলো

সারাটি জীবন যিনি ইয়াতীমকে

প্রাণ দিয়ে বেসেছেন ভালো।

Rose

তিনি ছিলেন অনাথ ইয়াতীমের

পরম দরদী বন্ধু

সাহচর্যে, সান্নিধ্যে ও আশ্রয়দানে

এক সুগভীর সিন্ধু।

Rose

ভালোবাসার পরশ মেখে

মাথায় বুলিয়ে দিতেন হস্ত

অপ্রত্যাশিত খাদ্য বস্ত্র পেয়ে

খুশী হতেন অভাবগ্রস্ত।

Rose

বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন

ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী

জান্নাতের বাগিচায় ইয়াতিমগণ

রবে রাসূলের সঙ্গ ঘিরি।

Rose

ইয়াতিমের সাথে বন্ধুত্ব স্থাপন

সৌভাগ্যের চাবি

হাশরের মাঠে জান্নাতে নিতে অসহায়গণ

করবেন দাবী।

Rose

দরদী নবীর উম্মত হয়ে

বন্ধু গড়ি ইয়াতীম মিসকিনে

সদা দুঃস্থদের পাশে থাকি

দয়া মায়া আদর্শ কল্যাণে।



বিষয়: বিবিধ

১২৩৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378228
০৩ অক্টোবর ২০১৬ বিকাল ০৪:৫১
আবু সাইফ লিখেছেন : ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ
Praying Praying Praying Praying Praying Praying
০৩ অক্টোবর ২০১৬ বিকাল ০৫:৩৭
313459
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

অনেক দিন পর আপনার সরব মূল্যবান উপস্থিতি ভালো লাগলো।

আপনার সদুপেশটি স্মরণে রেখে অনেক চেষ্টার পর হাল ছেড়ে দিয়ে লিখাটি পোষ্ট করলাম।

আশাকরি মার্জনা করবেন।
০৯ অক্টোবর ২০১৬ রাত ১২:৩৯
313559
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

সর্বনাশ!! আমি কি আপনার লেখার বাধা হয়ে গেলাম নাকি!!!

আমি যে কী বলেছিলাম তা এখন স্মরণ করতে পারছিনা!

অবশ্যই লেখা কমানো যাবেনা! তবে মানোন্নয়নের চেষ্টা চলতে থাকবে!!
দোয়া করি.Praying Praying
২৫ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৬:২৬
313924
সন্ধাতারা লিখেছেন : যাক বাঁচা গেল। স্বস্তি পেলাম।

বেশী বেশী দোয়া করবেন ভাইয়া।
378231
০৩ অক্টোবর ২০১৬ বিকাল ০৫:২৫
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ আমাদের রাসূলের আদর্শে চলার তাওফিক দিন। আমীন।
০৩ অক্টোবর ২০১৬ বিকাল ০৫:৩৯
313460
সন্ধাতারা লিখেছেন : ওGood Luck য়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

আপনার প্রার্থনায় আমীন।

মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
378232
০৩ অক্টোবর ২০১৬ বিকাল ০৫:২৫
মনসুর আহামেদ লিখেছেন :

Excellent
০৩ অক্টোবর ২০১৬ বিকাল ০৫:৪২
313461
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
378248
০৩ অক্টোবর ২০১৬ রাত ০৯:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন। অনেক ধন্যবাদ ভালো লাগলো
০৩ অক্টোবর ২০১৬ রাত ০৯:৪৯
313462
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু শ্রদ্ধেয় ভাইয়া।


আমীন।


মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
378259
০৪ অক্টোবর ২০১৬ সকাল ০৯:৫৫
মোঃ মোরশেদুল আলম আরিফ লিখেছেন : আসসালামু আলাইকুম।
অসম্ভব ভাল লাগলো। ধন্যবাদ
০৪ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৭:২২
313482
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় ভাইয়া।

সুন্দর প্রেরণাপূর্ণ মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File