Music শোকের সাগরে শান্তির নহর Music

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২২ সেপ্টেম্বর, ২০১৬, ০২:৩৫:১৭ দুপুর



কম্পিত দিলে বিধবা নারী অশ্রু মুছে ফেলে

কচি চাঁদ মুখ হাসে মুসলিম মায়ের কোলে।

Music

স্বপ্ন নিয়ে বাহাদুর মা মুজাহিদ গড়ে তোলে

সর্বশক্তি উজাড় করে দেয় মন প্রাণ ঢেলে।

Music

দিবারাত্রি কর্তব্যে কাটে চোখে নাহি নিদ

সবার অলক্ষ্যে বেড়ে উঠে বীর মুজাহিদ।

Music

অত্যাচারের ক্ষত লুকিয়ে রাখে দিলের গহীন তলে

আরাম আয়েশ হারাম করে, খোদায়ী হুকুম তামিলে।

Music

মওতকে তার নেইকো ডর দ্বীনি তামান্না বুকে

শহীদ পতির স্পর্শ পায়, শান্তির সুবাস শোকে।

Music

মুয়াজ্জিনের মধুর সুরে তরঙ্গ জাগে কূলে

মানব বাগিচায় ঢেউ জাগে সিঞ্চিত তরুমূলে।



বিষয়: বিবিধ

১১৪৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377802
২২ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:৪১
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
অনেক অনেক ধন্যবাদ
২২ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০৩:০২
313129
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেলজ্বী।

ওয়াও! অপ্রত্যাশিত প্রাপ্তি!!

কেমন আছেন সবাই? কোথায় আছেন এখন?

ঈদ মোবারক। অনেক দেরীতে হলেও।
377807
২২ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৪:২১
গাজী সালাউদ্দিন লিখেছেন : প্রেরণা পেলাম আপা। যদিও বিয়ে করি নাই, করলে এমন বউ আর সন্তান গড়ে তুলতে চাই। যদি আল্লাহ্‌ আমাকে কয়েকখান দেন আরকি।
ঈদ পুনর্মিলনীতে আপনার উপস্থিতি পেলাম না। আপনার বুঝি ঈদ স্মৃতি নেই?
২২ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৪:৪০
313140
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট ভাই। এ যুগে আপনাদের মত মানসিকতার মানুষদের খুব বেশী প্রয়োজন। তাই অন্তর থেকেই দোয়া করি মহান রব আপনার নেক নিয়্যত পূর্ণ করে আপন মঞ্জিলে পৌঁছার তৌফিক এনায়েত করুণ।

আর হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্য ঈদের পর থেকে এক নাগাড়ে ৯৭ ঘণ্টা কর্মস্থলে কেটেছে। তাই শত ইচ্ছে থাকা সত্ত্বেও ব্লগে ঢু মারতে পারিনি। তবে এবারের ঈদের অনুভূতি একটু ব্যতিক্রমী।

প্রথমবারের মত বাবা মা আমি ও সন্তানসহ সকলের কোরবানী ইউ কে-তেই দিয়েছি। তাই আনন্দের মাত্রাটাও একটু বেশীই ছিল।

নিজ হাতে সবাইকে পরিবেশন করেছি। দেশের মত। সবকিছু মিলিয়ে অনেক সুন্দর একটি ঈদ উদযাপন করেছি এখানে। যদিও আপনজনদের নাড়ীর টান অনুভব করেছি পাশাপাশি।

২২ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৪:৪৭
313141
সন্ধাতারা লিখেছেন : আমার প্রিয় ব্লগারদের লিখায় হাজির হতে না পারার মর্মবেদনা অনেক। কিন্তু কি করবো বলেন? উপায় যে নেই!!
২২ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৫:৪৮
313143
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাইরে থেকে অনেকেই আফসোস করে, ঈদ আনন্দের পরিবর্তে বেদনাই দিয়েছে বেশি, আপনজন বলতে কেউ নেই। কিন্তু আপনার এই শূন্যতা নেই।
এতোদিন যদিও বাবা মা ছাড়াই ঈদ করেছেন, এবার সেটাও পূর্ন হলো।
আপনার নিজ হাতে পরিবেশন করা খাবার আমিই শুধু খেতে পারলাম না!
আচ্ছা, আমাদের দেশে বড় দিনে ছুটি দেয়, সে দেশে ঈদে ছুটি নেই কেন নাকি আছে?
না, আপনি ব্লগে ভালোই সময় দেন। শুকরিয়া
২২ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:২০
313147
সন্ধাতারা লিখেছেন : আমার প্রিয় বাবাকে নিয়ে কিছু লিখা ব্লগে পোস্ট করেছিলাম অনেক আগে। হয়তো আপনার দৃষ্টি এড়িয়ে গেছে সেই লিখাগুলো। আপনার মন্তব্য পড়ে মনের অজান্তেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কেননা আমার প্রাণপ্রিয় বাবাকে অনেক আগেই হারিয়েছি। মৃত বাবার নামে কোরবানী দিয়েছি শুধু। স্মৃতির স্পর্শে মূর্ত করে রাখতে।

আর আমার মমতাময়ী জননী দেশেই আছেন। বহুবার চেষ্টা করেছি মাকে নিয়ে আসতে। কিন্তু মায়ের অনিচ্ছায় তা আর সম্ভব হয়নি। মায়ের নামে কোরবানী হয়েছে এখানে এই যা। না পাওয়ার বেদনার চেয়ে পাওয়ার আনন্দটুকু নিয়ে বেঁচে থাকা সঠিক নয় কি ছোট ভাই?

আর হ্যাঁ ঈদে সরকারী ছুটি নেই সত্যি। তবে কেউ ইচ্ছা করলে অবশ্যই ম্যানেজ করতে পারে বলে আমার বিশ্বাস। কেননা রমযানে ইতেকাফ করার সময় আমাকে ছুটি দিতে অস্বীকৃতি জানিয়েছিল। কিন্তু আমি ছিলাম অনড়। অবশেষে আমাকে ছুটি দিতে বাধ্য হয়েছিলো।

আপনাকে খাওয়াতে পারলে খুবিই ভালো লাগতো। উপায় তো নেই ছোট ভাই!
377817
২২ সেপ্টেম্বর ২০১৬ রাত ১১:২১
স্বপন২ লিখেছেন : আপা, লেখা হৃদ্ধয় ছুঁয়ে যায়।যেহেতু আপনার
প্রোফেশন মেডিক্যাল ফিল্ডে, এটাও ইবাদত সমতূল্য। তারপরও আগাম জানিয়ে রাখলে ছুটি
পেতে পারেন। এক নাগাড়ে ৯৭ ঘণ্টা কর্মস্থলে কেটিয়েছেন, সত্যিই কষ্ট দায়ক। তারপরও
ব্লগ বাচিয়ে রেখেছেন।
২৩ সেপ্টেম্বর ২০১৬ রাত ০২:৫৪
313156
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

আপনার মূল্যবান উপস্থিতি এবং আবেগঘন সুন্দর মন্তব্য সত্যিই হৃদয় নাড়িয়ে দেয়। আসলে বিডি পরিবারের সকলেই আমরা এই পরিবেশের মানুষগুলোকে অনেক বেশী আপন ভাবি। মনে হয় যেন জনম জনমের চেনা। তাইতো শত প্রতিকূলতা মাড়িয়ে হাজিরা দেয়ার আকুল তাড়না।

সকলেরই প্রাণান্তকর প্রচেষ্টায় তাই এখনো ব্লগটির মৃদু আলো টিপ টিপ করে আলো বিলিয়ে যাচ্ছে।

আপনাকে অনেক আন্তরিক মুবারকবাদ ভাইয়া।
377828
২৩ সেপ্টেম্বর ২০১৬ রাত ১২:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৩ সেপ্টেম্বর ২০১৬ রাত ০২:৫৮
313157
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

মাত্র চার টুকরো গোস্ত দিয়ে ঈদ করেছেন জেনে অনেক কষ্ট লাগলো। তারপরও আপনি যেভাবে বিরামহীনভাবে আপনার ভালোলাগা ব্লগটিতে ছড়িয়ে দেন তা সত্যিই অনেক প্রশংসনীয়।

মঙ্গলময় আপনাকে সদা ভালো রাখুন এই প্রার্থনা।
378390
০৬ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৭:৫৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : কাশ্মীর ও ফিলিস্তিনের ছোট ছোট বাচ্ছাদের কে যখন বুলেটের বিপরীতে পাথর ছুড়তে দেখি, তখন আপনার এই কবিতার কথাগুলোই যেন দেখতে পাই।
ধন্যবাদ আপনাকে
০৬ অক্টোবর ২০১৬ রাত ০৮:২৫
313528
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় ভাইয়া।

এসব দৃশ্য দেখলে সত্যিই বুক ফেটে যায়। কবিতায় কি এসব চিত্রিত করা সম্ভব!

তারপরও আপনার সুন্দর উপলব্ধি ও প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

ভালো থাকুন দোয়া রইলো। আমাদের জন্যও দোয়া করতে ভুলবেন না যেন।
382382
২২ মার্চ ২০১৭ দুপুর ০২:৪৪
জিহর লিখেছেন : ইশ্
২৫ মার্চ ২০১৭ রাত ১১:১০
316067
সন্ধাতারা লিখেছেন : ;Winking ;Winking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File