সূরা ‘আলাক... কাব্যানুবাদ
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৭ আগস্ট, ২০১৬, ০৫:৩৫:৫২ বিকাল
শুরু করি কর্ম মহান আল্লাহ্র নামে,
দয়ার সাগর যিনি কৃপা বরিষণে।
পাঠ করুণ, প্রভূর নামে যিনি
মানুষকে করেছেন সৃজন,
বিশ্ব নিখিল তাঁরই কৃপাগ্রাহী
তিনি যে মহীয়ান গরীয়ান।
পাঠ করুণ, মালিকের নামে
যিনি দয়ালু মেহেরবান,
কলম দিয়ে শিক্ষা দিয়েছেন
আঁধারিকে আলো দান।
মানুষকে শিক্ষা দিয়েছেন
যা তারা নাহি জানে,
বস্তুত মানুষ বড়ই অকৃতজ্ঞ
সর্বদা সীমালঙ্ঘনে।
নির্বোধ মানুষ নিজেকে সদা
অভাবমুক্ত ভাবে,
যদিও একদিন রবের কাছে তার
প্রত্যাবর্তন হবে।
আপনি কি দেখেছেন,
দাম্ভিক শুধু করে বারণ!
এমনকি বান্দা সালাত রত
থাকে যখন।
আপনি কি দেখেছেন! হেদায়তের উপর
তিনি থাকেন তখন,
আল্লাহ্র পথে ডাকে, করতে বলে
সাবধানতা অবলম্বন।
অথচ সে মিথ্যা আরোপ করে
ফিরিয়ে নেয় মুখ,
অপেক্ষা করছে তার জন্য
অনন্ত কালের দুখ।
বিষয়: বিবিধ
১১৩৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোমার প্রথম উপস্থিতি ও উৎসাহব্যঞ্জক মন্তব্য অনেক ভালো লাগলো।
হৃদয়স্পর্শী দোয়ায় আমীন।
জাজাকাল্লাহু খাইর।
মূল্যবান উপস্থিতিসহ উৎসাহব্যঞ্জক মন্তব্য অনেক ভালো লাগলো।
জাজাকাল্লাহু খাইর।
মূল্যবান উপস্থিতিসহ উৎসাহব্যঞ্জক মন্তব্য অনেক ভালো লাগলো।
আল্লাহ্ সুবহানু তা’আলা আপনাকেও উত্তম প্রতিদান দিন।
জাজাকাল্লাহু খাইর।
কেমন আছেন আপনি?
ভাইয়া কেমন আছেন?
বাবুরা সবাই কেমন আছে?
আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপুসহ তুমি কেমন আছো? হ্যারির খবর কি? গতকাল দেখলাম সুন্দর একটি জায়গায় হ্যারির ভ্রমণ আনন্দ।
খুউউউববববব ভালো লাগ্লো
অন্নেক শুকরিয়া।
নিয়মিত লিখো। তোমার লিখা অন্নেক হৃদয়স্পর্শী মাশাআল্লাহ।
জাজাকাল্লাহু খাইর।
মাশাআল্লাহ! খুবই ভাল লেগেছে।
মূল্যবান উপস্থিতিসহ উৎসাহব্যঞ্জক মন্তব্য অনেক ভালো লাগলো। বিশেষ করে এই লিখাটিতে আপনার মন্তব্যটি নিঃসন্দেহে অন্নেক গুরুত্বপূর্ণ আমার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
মূল্যবান উপস্থিতিসহ উৎসাহব্যঞ্জক মন্তব্য অনেক ভালো লাগলো।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন