সূরা ‘আলাক... Thumbs Up Thumbs Up কাব্যানুবাদ

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৭ আগস্ট, ২০১৬, ০৫:৩৫:৫২ বিকাল



শুরু করি কর্ম মহান আল্লাহ্‌র নামে,

দয়ার সাগর যিনি কৃপা বরিষণে।

Thumbs Up

পাঠ করুণ, প্রভূর নামে যিনি

মানুষকে করেছেন সৃজন,

বিশ্ব নিখিল তাঁরই কৃপাগ্রাহী

তিনি যে মহীয়ান গরীয়ান।

Thumbs Up

পাঠ করুণ, মালিকের নামে

যিনি দয়ালু মেহেরবান,

কলম দিয়ে শিক্ষা দিয়েছেন

আঁধারিকে আলো দান।

Thumbs Up

মানুষকে শিক্ষা দিয়েছেন

যা তারা নাহি জানে,

বস্তুত মানুষ বড়ই অকৃতজ্ঞ

সর্বদা সীমালঙ্ঘনে।

Thumbs Up

নির্বোধ মানুষ নিজেকে সদা

অভাবমুক্ত ভাবে,

যদিও একদিন রবের কাছে তার

প্রত্যাবর্তন হবে।

Thumbs Up

আপনি কি দেখেছেন,

দাম্ভিক শুধু করে বারণ!

এমনকি বান্দা সালাত রত

থাকে যখন।

Thumbs Up

আপনি কি দেখেছেন! হেদায়তের উপর

তিনি থাকেন তখন,

আল্লাহ্‌র পথে ডাকে, করতে বলে

সাবধানতা অবলম্বন।

Thumbs Up

অথচ সে মিথ্যা আরোপ করে

ফিরিয়ে নেয় মুখ,

অপেক্ষা করছে তার জন্য

অনন্ত কালের দুখ।



বিষয়: বিবিধ

১১৩৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376417
১৭ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৬:১৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আআসসালামু আলাইকুম আপি। মাসা আল্লাহ খুব সুন্দর হয়েছে। শেষ জামানার চিহ্ন হল, মানুষ কুরআন পড়বে সুন্দর ভাবে তিলাওয়াত করবে কিন্তু তার অনুসরণ এর ব্যাপারে গুরুত্ব দিবেনা। আর এটাও আরেকটা হাদিস যে, ইসলাম এসেছিল গরীব ও অপরিচিত অবস্থায় অল্প কিছু অপরিচিত লোকের দ্বারা আর ইসলাম বিদায়ও নিবে গরীব ও অপরিচিত অবস্থায়, অল্প কিছু অপরিচিত লোকের মাধ্যমে। সুতরাং সেই অপরিচিত লোকদের জন্য তুবাহ ও সুসংবাদ। আল্লাহ যেন সেই অপরিচিত লোকদের কাতারেই আমাদের অন্তর্ভুক্ত করেন।
১৭ আগস্ট ২০১৬ রাত ১১:০৯
312085
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট আপি।

তোমার প্রথম উপস্থিতি ও উৎসাহব্যঞ্জক মন্তব্য অনেক ভালো লাগলো।

হৃদয়স্পর্শী দোয়ায় আমীন।

জাজাকাল্লাহু খাইর।
376424
১৭ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৭:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৭ আগস্ট ২০১৬ রাত ১১:১২
312086
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

মূল্যবান উপস্থিতিসহ উৎসাহব্যঞ্জক মন্তব্য অনেক ভালো লাগলো।

জাজাকাল্লাহু খাইর।
376426
১৭ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৭:৪৩
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। অতি উত্তম। সর্বোত্তম প্রতিদান দিন আল্লাহ
১৭ আগস্ট ২০১৬ রাত ১১:১৪
312087
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট ভাই।

মূল্যবান উপস্থিতিসহ উৎসাহব্যঞ্জক মন্তব্য অনেক ভালো লাগলো।

আল্লাহ্‌ সুবহানু তা’আলা আপনাকেও উত্তম প্রতিদান দিন।

জাজাকাল্লাহু খাইর।
376427
১৭ আগস্ট ২০১৬ রাত ১০:০১
আওণ রাহ'বার লিখেছেন : আসসালামুআলাইকুম খাম্মুনি।
কেমন আছেন আপনি?
ভাইয়া কেমন আছেন?
বাবুরা সবাই কেমন আছে?
১৭ আগস্ট ২০১৬ রাত ১১:১৭
312088
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আওন্মনি।

আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপুসহ তুমি কেমন আছো? হ্যারির খবর কি? গতকাল দেখলাম সুন্দর একটি জায়গায় হ্যারির ভ্রমণ আনন্দ।
376428
১৭ আগস্ট ২০১৬ রাত ১০:০২
আওণ রাহ'বার লিখেছেন : সুবহানআল্লাহ কী কথা। Happy
খুউউউববববব ভালো লাগ্লো Happy
অন্নেক শুকরিয়া।
১৭ আগস্ট ২০১৬ রাত ১১:১৯
312089
সন্ধাতারা লিখেছেন : অনেক দিন তোমার মূল্যবান উপস্থিতিসহ উৎসাহব্যঞ্জক মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো।

নিয়মিত লিখো। তোমার লিখা অন্নেক হৃদয়স্পর্শী মাশাআল্লাহ।

জাজাকাল্লাহু খাইর।
376448
১৮ আগস্ট ২০১৬ বিকাল ০৪:৫৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আস্ সালামু আলাইকুম।
মাশাআল্লাহ! খুবই ভাল লেগেছে।
২২ আগস্ট ২০১৬ রাত ১২:৫২
312219
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

মূল্যবান উপস্থিতিসহ উৎসাহব্যঞ্জক মন্তব্য অনেক ভালো লাগলো। বিশেষ করে এই লিখাটিতে আপনার মন্তব্যটি নিঃসন্দেহে অন্নেক গুরুত্বপূর্ণ আমার জন্য।

জাজাকাল্লাহু খাইর।
376449
১৮ আগস্ট ২০১৬ বিকাল ০৪:৫৭
কুয়েত থেকে লিখেছেন : পাঠ করুণ মালিকের নামে যিনি দয়ালু মেহেরবান, যিনি কলম দিয়ে শিক্ষা দিয়েছেন অনেক অনেক ভালো লাগলো ধন্যবাদ
২২ আগস্ট ২০১৬ রাত ১২:৫৪
312220
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

মূল্যবান উপস্থিতিসহ উৎসাহব্যঞ্জক মন্তব্য অনেক ভালো লাগলো।

জাজাকাল্লাহু খাইর।
২২ আগস্ট ২০১৬ বিকাল ০৪:৩২
312254
কুয়েত থেকে লিখেছেন : আপনাকেও অসংখ্যবার ধন্যবাদGood Luck Good Luck
০১ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:১৪
312544
সন্ধাতারা লিখেছেন : সর্বাবস্থায় ভালো থাকুন দোয়া রইলো। বোনের জন্যও দোয়ার আবেদন রইলো।
377056
০১ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:১৬
সন্ধাতারা লিখেছেন : আপু ছেলেটি বর্তমানে ভীষণ ব্যস্ত তাই …।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File