স্বাধীনতার অভিরূপ ?!
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১২ আগস্ট, ২০১৬, ০৭:৪৭:৩৬ সন্ধ্যা
ধর্মে নাকি জঙ্গি গজায়! দাড়ি-টুপি টানে
তাঁবেদার হিজড়া পুলিশ প্রতি ঘরে হানে।
মুসলমানের ঈমানী চেতনা গলাটিপে মেরে
মুসলিম নিধনে শোষকের দল ছুটছে তেড়ে।
বন্ধক আজ দেশপ্রেম বাংলার স্বাধীনতা
সত্য ন্যায় রুদ্ধ অনলাইন খবরের পাতা।
নারী শিশু অরক্ষিত জীবন নগর
চারিদিকে হাহাকার মৃত্যুর খবর।
উঃ আঃ যাবেনা করা, নেই প্রতিকার
জঙ্গিনাম জুটবে কপালে, ক্রস ফায়ার।
প্রাণভয়ে পুরুষশূন্য প্রতিটি গ্রাম ঘর
পুরোদমে চলছে আজ ধর্ষণ, ব্যভিচার।
রক্তিম কম্পিত বুক, বিনিদ্র রাতি
হায়েনার আস্ফালন, নিত্যসাথী।
অনুযোগ, অভিযোগ হয় নাতো যোগ
বাকরুদ্ধ জননীর নয় কোন শোক।
বুকফাটে বিধবার হয়না বিচার
প্রতিবাদ করলে, জুলুম অবিচার।
অস্তোন্মুখ অস্তিত্ব, অসুর শক্তির পথে
নগ্ন অসিযুদ্ধ অসহায় মানুষের সাথে।
ভিটেমাটী নাহি চাহি, বাঁচে যদি প্রাণ
দেশপ্রেম স্বাধীনতার অভিরূপ নাম।
বিষয়: বিবিধ
১১৫৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন