সুমিষ্ট সূরে..সূরা আল-ক্বাদর
কাব্যানুবাদ
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৮ জুলাই, ২০১৬, ০৭:২০:৪১ সন্ধ্যা

আরম্ভ করছি মহান দয়ালু নামে আল্লাহ্র
পরম করুণাময় দাতা যিনি দয়ার ভাণ্ডার। ![]()
নিশ্চয়ই কোরআন নাযিল হয়েছে
এক মহিমান্বিত রাতে,
আপনি কি জানেন? কি আছে
এই ক্বদরের রজনীতে!! ![]()
মর্যাদাপূর্ণ এ রাতটি
হাজার মাসের চেয়ে উত্তম,
রবের আদেশে ভূপৃষ্ঠে
ফিরিশতাগণ করেন অবতরণ। ![]()
জিবরাঈলের বার্তায় আছে
কল্যাণ চিরন্তন,
ঊষার আবির্ভাব পর্যন্ত
শান্তি করেন আহ্বান। 
বিষয়: বিবিধ
১৩৯৭ বার পঠিত, ৯ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য ভীষণ আনন্দিত হলাম।
জাজাকাল্লাহু খাইর।
খুব সুন্দর !! জাজাকিল্লাহ আপু ।
অন্নেক দিন পর তোমার স্বতঃস্ফূর্ত উপস্থিতি মুগ্ধ করলো খুউব।
সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য ভীষণ আনন্দিত হলাম।
জাজাকাল্লাহু খাইর।
ছন্দে ছন্দে আল কুরআনের অনুবাদ খুব ভাল লাগল
সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য ভীষণ আনন্দিত হলাম।
জাজাকাল্লাহু খাইর।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
মা-শা আল্লাহ, মা-শা আল্লাহ
জাযাকিল্লাহ খাইর
আপনার স্বতঃস্ফূর্ত উপস্থিতি মুগ্ধ করলো অনেক। তবে কিছু উপদেশ রেখে গেলে আরও উপকৃত হতাম।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন