নিলীয়মান নিলম্বিত নিলয়ে....Good Luck Day Dreaming Good Luck

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৬ জুলাই, ২০১৬, ০৬:১৭:৪৬ সন্ধ্যা



কল্পতরুর কল্লোলে কামিনী কাঞ্চন

কল্লোলিত কণ্টকভরা কুসুম কানন।

Good Luck

কাকলীর কৃষ্ণ আঁচড় হয় না শোধন

কালস্রোতে ভেসে যায় শুভ্র কাশবন।

Good Luck

কিশলয় মরু ঢাকা নেই তো কিরণ

আলোহীন ঘোর বরষায় নাহি বর্ষণ।

Good Luck

উদ্যম বাতাসে কুঞ্চিত কেশ উড়ে

কাঙ্গালিনী ছুটে কালবৈশাখীর ঝড়ে।

Good Luck

স্বপ্ন বিলাসী মন, মরে জ্বলে পুড়ে

বিদ্রূপ বাক্যে বক্ষস্থল আঁচড়ে পরে।

Good Luck

হৃদয়াবেগ ঝর্ণাধারা অশ্রু বর্ষণে

আঁধারিতে কূলে একা কষ্ট শ্রাবণে।

Good Luck

নিলীয়মান অভাগিনী ভস্ম হয়ে

নিস্তব্ধ রজনী নিলম্বিত নিলয়ে।



বিষয়: বিবিধ

১২৩৭ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375320
২৬ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:৩১
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : কবিতা আমি তেমন বুঝিনা। কিন্তু যে দুটো ছবি দিয়েছ দেখে লোভ হয়। হাজারহোক মানুষ তো। আল্লাহ সব দূর্বলতা দূর করুক আমার। জাঝাক আল্লাহ
২৬ জুলাই ২০১৬ রাত ০৮:২০
311208
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট আপি।

হতাশ না হওয়ার পরামর্শ ও অনুরোধ রইলো। নিশ্চয়ই এভাবেই আল্লাহ্‌ পাক আমাদের ঈমানের পরীক্ষা নেন।

তোমার জন্য প্রাণভরা দোয়া। মহান রব তোমার সুপ্ত বাসনাগুলোকে পূর্ণ করুণ। আমীন।
375325
২৬ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৪৩
শেখের পোলা লিখেছেন : যথা রীতি সালাম নিবেদনের পর জানাই কবিতা চমৎকার হয়েছে মা শাআল্লাহ। ধন্যবাদ।
২৬ জুলাই ২০১৬ রাত ০৮:৩৭
311209
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

অন্নেক ভালো লাগলো।
375326
২৬ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৪৫
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
অনেক ব্যস্ত সময় পার করছি, সময় করে বিস্তারিত জানাবো। অনেক অনেক ধন্যবাদ হে শ্রদ্ধেয়া।

২৬ জুলাই ২০১৬ রাত ০৮:৪০
311210
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেলজ্বী।

অনুভব করছি আপনার ব্যস্ততা। তারপরও বিডি পরিবার অন্নেক মিস করে আপনাকে।

ব্যস্ততার ভীড়েও একটু সময় বিডি পরিবারের জন্য সযত্নে তুলে রাখুন!!!

প্লিজ...
375334
২৬ জুলাই ২০১৬ রাত ০৮:৪৭
কুয়েত থেকে লিখেছেন : চমৎকার হয়েছে কবিতাটি নিলীয়মান অভাগিনী ভস্ম হয়ে নিস্তব্ধ রজনী নিলম্বিত নিলয়ে। খুবই ভালো লাগলো অসংখ্যবার ধন্যবাদ
২৮ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:০৩
311308
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ শ্রদ্ধেয় ভাইয়া।

সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য ভীষণ আনন্দিত হলাম।

জাজাকাল্লাহু খাইর।
375372
২৭ জুলাই ২০১৬ দুপুর ০১:১০
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়াও ওয়াও!! আপনার কাব্যের মনমাতানো শব্দবুননে আমি মুগ্ধ। Rose Rose Rose Rose
২৮ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:০৫
311309
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য ভীষণ আনন্দিত হলাম।

জাজাকাল্লাহু খাইর।
375395
২৭ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৩১
২৮ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:০৬
311310
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ শ্রদ্ধেয় ভাইয়া।

জাজাকাল্লাহু খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File