বধূয়ার ব্যথা
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১২ জুলাই, ২০১৬, ০৯:৪১:০১ রাত
ঝরে যায় শেফালী অপূর্ণ বাসনায়
নির্মম নিশীথে ভাবে জন্ম বৃথায়।
আষাঢ়ের সাঁঝে হিয়া করে ছলছল
চারিদিক ভরে উঠে শিশির সজল।
ধরণী চেয়ে থাকে সিন্ধু করুণায়
সিক্ত মন রুদ্র তাপে করে হায় হায়।
দুঃসহ দহনে নব বধূ নিভৃতে কাঁদে
জীবন জিন্দেগী যেন অসুরের ফাঁদে।
কাঙ্ক্ষিত স্বপ্ন পুস্প রঙ রূপ হীন
সুরেলা মধু কণ্ঠে নাহি বাজে বীণ।
সমুদ্র তটে শুষ্ক প্রাণ শূন্য মরুভূমি
পিপাসায় ছাতি ফাটে পাশে নেই স্বামী।
আঁখি করে টলমল বিলাসী কল্পলোকে
শুভ্র হৃদয় চৌচির ব্যাথাতুর শোকে।
কাঙ্গালিনী প্রতিক্ষাতুর চেয়ে পথপানে
কৃষ্ণ রেখা হানে সদা, অগ্নি বরিষণে।
স্বপ্ন ভঙ্গের আর্তনাদে ম্লান হয়ে উঠে
জীবনের চাওয়া পাওয়া সব যায় টুটে।
ধিকি ধিকি অনল জ্বলে, চিত্তাঞ্চলে
সারাবান তহুরা কেন মিশ্রিত গরলে?
উন্মাদনায় ছারখার অমৃত সাধনা
স্বর্গীয় সুখ নিশি, অসহ্য যাতনা।
পুড়ে মন, পুড়ে দেহ বেদনার দহে
কণ্টকাকীর্ণ কুঞ্জ, আর কত সহে?!
বিষয়: বিবিধ
১০৩১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার মূল্যবান প্রথম উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন