ক্রন্দন....... Good Luck Good Luck Good Luck

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১০ জুলাই, ২০১৬, ০২:২৯:৫৪ রাত



অশ্রু ঝরে, অঝোর ঝরে

প্রভু শুধুই তোমার তরে।

নিবিড় রাতে গভীর ক্ষুধা

খোঁজে তোমার পরশ সুধা।

পাষাণ চিড়ে রক্ত বহে

তুষের অনল হৃদয় দহে।

অভাগিনী পড়ে সেজদায়

পাপ মোচনে লুটে ব্যথায়।

উথলে উঠে ভরাট নদী

তোমা করুণা মিলে যদি।

অশ্রু ভারে ক্ষুধিত দিলে

বক্ষ কাঁদে সাগর তলে।

ধরণী যেন উঠে কেঁপে

রোদন ভরা বক্ষ চেপে।

বুক ফেটে যায় আর্তনাদে

অথৈ সাগর শুধুই কাঁদে।

নিদ্রা বিহীন দুঃখ রাতে

স্বর্গ খোঁজে তোমা পথে।

প্রভু কেবল তৃষ্ণা জাগে

কৃপা পারার অনুরাগে।

নিশীথ রাতে রুদ্ধ ঘরে

ভিখারিনী খুঁজে তাঁরে।

জানি তুমি দয়ার সাগর

পরশ মাগি প্রভূ তোমার।

প্রাণের কাঁদন শোনাই যারে

সে কি কভু ফেলতে পারে?!



বিষয়: বিবিধ

১০৪৫ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374278
১০ জুলাই ২০১৬ সকাল ০৭:৪২
শেখের পোলা লিখেছেন : প্রাণের কাঁদন শোনাই যারে,
সে কি তারে ফেলতে পারে?
আস সালামু আলাইকুম। কবিতা সুন্দর হয়েছে। আল্লাহ আপনার দোওয়া কবুল করুক। আমিন।
১১ জুলাই ২০১৬ রাত ০৯:২৩
310602
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

আমীন। ছুম্মা আমীন!!
374287
১০ জুলাই ২০১৬ দুপুর ১২:০৮
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
Crying Crying Crying Crying পৃথিবীতে মানুষ কত কিছুই তো আশা করে, কিন্তু সবার পক্ষে সব কিছু পাওয়া সম্ভব হয়ে উঠে না।

শুভেচ্ছা রইল।

১১ জুলাই ২০১৬ রাত ০৯:২৯
310603
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেলজ্বী।

মহিমাময় প্রভু অন্নেক অন্নেক দয়াবান! চাওয়ার মত করে চাইলে নিশ্চয়ই উনি বিমুখ করেন না। এ বিশ্বাস আমার হয়েছে নিজের অভিজ্ঞতা দিয়ে।

মনটা আপনার অনেক খারাপ অনুভব করছি। ইনশাল্লাহ ভাল হয়ে যাবে।

ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
374295
১০ জুলাই ২০১৬ দুপুর ০৩:৪৪
কুয়েত থেকে লিখেছেন : প্রভু শুধুই তোমার তরে অশ্রু ঝরে অঝোর ঝরে জানি তুমি দয়ার সাগর। অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে
১১ জুলাই ২০১৬ রাত ০৯:৩০
310604
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
১১ আগস্ট ২০১৬ বিকাল ০৪:৫৭
311921
কুয়েত থেকে লিখেছেন : আল্লাহ আপনাকেও সর্বউত্তম জাজাদান করুনGood Luck Good Luck
374308
১০ জুলাই ২০১৬ বিকাল ০৫:২৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ সুন্দর কবিতার ভাষায় যেন হৃদয় গলিয়ে দিলেন। আল্লাহ্ তা'য়ালা কবুল করুন সকলের আন্তরিক প্রার্থনা। জাযাকুমুল্লাহ্
১১ জুলাই ২০১৬ রাত ০৯:৩২
310605
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রাণপ্রিয় আপি।

ব্যস্ততা সত্ত্বেও তোমার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর। আনন্দিত হলাম অনেক আপু।

ঈদ শুভেচ্ছা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File