ক্রন্দন.......
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১০ জুলাই, ২০১৬, ০২:২৯:৫৪ রাত
অশ্রু ঝরে, অঝোর ঝরে
প্রভু শুধুই তোমার তরে।
নিবিড় রাতে গভীর ক্ষুধা
খোঁজে তোমার পরশ সুধা।
পাষাণ চিড়ে রক্ত বহে
তুষের অনল হৃদয় দহে।
অভাগিনী পড়ে সেজদায়
পাপ মোচনে লুটে ব্যথায়।
উথলে উঠে ভরাট নদী
তোমা করুণা মিলে যদি।
অশ্রু ভারে ক্ষুধিত দিলে
বক্ষ কাঁদে সাগর তলে।
ধরণী যেন উঠে কেঁপে
রোদন ভরা বক্ষ চেপে।
বুক ফেটে যায় আর্তনাদে
অথৈ সাগর শুধুই কাঁদে।
নিদ্রা বিহীন দুঃখ রাতে
স্বর্গ খোঁজে তোমা পথে।
প্রভু কেবল তৃষ্ণা জাগে
কৃপা পারার অনুরাগে।
নিশীথ রাতে রুদ্ধ ঘরে
ভিখারিনী খুঁজে তাঁরে।
জানি তুমি দয়ার সাগর
পরশ মাগি প্রভূ তোমার।
প্রাণের কাঁদন শোনাই যারে
সে কি কভু ফেলতে পারে?!
বিষয়: বিবিধ
১০৪৫ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সে কি তারে ফেলতে পারে?
আস সালামু আলাইকুম। কবিতা সুন্দর হয়েছে। আল্লাহ আপনার দোওয়া কবুল করুক। আমিন।
আমীন। ছুম্মা আমীন!!
পৃথিবীতে মানুষ কত কিছুই তো আশা করে, কিন্তু সবার পক্ষে সব কিছু পাওয়া সম্ভব হয়ে উঠে না।
শুভেচ্ছা রইল।
মহিমাময় প্রভু অন্নেক অন্নেক দয়াবান! চাওয়ার মত করে চাইলে নিশ্চয়ই উনি বিমুখ করেন না। এ বিশ্বাস আমার হয়েছে নিজের অভিজ্ঞতা দিয়ে।
মনটা আপনার অনেক খারাপ অনুভব করছি। ইনশাল্লাহ ভাল হয়ে যাবে।
ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
ব্যস্ততা সত্ত্বেও তোমার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর। আনন্দিত হলাম অনেক আপু।
ঈদ শুভেচ্ছা।
মন্তব্য করতে লগইন করুন