Roseসুরে সুরে…সূরা আর-রাহমান…ভাবানুবাদRose

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৯ জুন, ২০১৬, ০২:০৪:৫৩ রাত



( আয়াতঃ ১-২৮)

শুরু করি কর্ম রহমানুর রহীম আল্লাহ্‌র নামে,

অফুরান করুণা যিনি করেন বরিষণ এই ধরাধামে।

Rose

আর – রাহমান!

যিনি শিক্ষা দিয়েছেন আল কুরআন!

Rose

তিনিই করেছেন মানুষ সৃজন,

অতঃপর দান করেন ভাষা জ্ঞান।

Rose

নির্ধারিত কক্ষপথে সূর্য-চন্দ্র করে আবর্তন,

তারকারাজি মেনে চলে তাঁরই বিধান।

Rose

তামাম জগতের তৃণলতা বৃক্ষাদি সেজদায় রত,

মহান মালিকের করুণায় কাটে অবিরত।

Rose

আসমান সমুন্নত ও করেছেন ভারসাম্য স্থাপন,

যাতে দাঁড়িপাল্লায় তোমরা না করো সীমালঙ্ঘন।

Rose

ন্যায্য ওজন কায়েম করো, কম করোনা ওজন,

সৃষ্ট জীবের জন্য যমীন করেছেন স্থাপন ।

Rose

এতে রয়েছে ফলমূল, খেজুর গাছ নানান নতুন,

আর আছে খোসা বিশিষ্ট দানা, সুগন্ধি ফুল যা তাঁরই সৃজন।

Rose

তবে তোমাদের রবের কোন অনুগ্রহকে তোমরা করবে অস্বীকার,

মানুষকে সৃষ্টি করেছেন শুকনো মাটি হতে যার রূপ পোড়া মাটির।

Rose

নির্ধূম অগ্নিশিখা হতে জ্বীনকে করেছেন সৃজন,

অতএব রবের অনুগ্রহকে অস্বীকার করা নয় কি অমার্জন?

Rose

তিনিই দুই উদয়াচল ও দুই অস্তাচলের রব,

কেমনে করবে তোমরা রবের অনুগ্রহকে মিথ্যারোপ?

Rose

তিনিই প্রবাহিত করেন দুই সমূদ্র পাশাপাশি,

উভয়ের মধ্যে রয়েছে অনতিক্রমশীল অন্তরালের রাশি।

Rose

রবের কোন অনুগ্রহকে তোমরা করবে বর্জন?

যখন উভয় দরিয়া হতে মুক্তা ও প্রবাল হয় সৃজন!

Rose

রবের অনুগ্রহকে অস্বীকার করা নয় কি অমার্জন?

সাগরে বিচরণশীল পর্বতপ্রমাণ নৌযানসমূহ যখন রয়েছে দৃশ্যমান।

Rose

রবের কোন অনুগ্রহকে তোমরা করবে অস্বীকার?

ভূপৃষ্ঠের যা কিছু সবকিছুই যখন নশ্বর।

Rose

রবের কোন অনুগ্রহকে তোমরা করবে অস্বীকার?

তিনি মহিমাময়, মহানুভব! সকল সত্ত্বা তাঁর চির অবিনশ্বর।



বিষয়: বিবিধ

১২৬১ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372442
১৯ জুন ২০১৬ রাত ০৪:২০
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ছোটকালে এই সূরা টা আমি আব্বুর কাছে মুখস্ত করেছিলাম। এই সুরাটার মাঝে কেমন জানি একটা আকর্ষণ আছে এটা বারবার মানবমনকে কাছে টানে নেশার মত। তোমার কবিতা লেখার হাত মাশআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আপি
১৯ জুন ২০১৬ সকাল ০৭:২৬
309211
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপা থেকে আপালো, আপালো থেকে আপু, আপু থেকে আপি! ঢঙ্গিলা জাতির যত ঢং!
১৯ জুন ২০১৬ দুপুর ০২:০৮
309247
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হাহা! ঢংয়ের কি দেখলেন? আমি কাউকে আপালো ডাকিনা। আপি ডাকটা আমার ফ্যামিলিগত কালচার। আর যারা বেশি কাছের তাদের আপি ডাকি। অন্যদের ক্ষেত্রে আপু। আর ভাইয়া ডাকাটাই তো সেরা। অনেক মায়া-মমতা, দায়বদ্ধতা আছে এর মাঝে।
১৯ জুন ২০১৬ দুপুর ০৩:১৫
309254
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় ছোট আপি।

মাশাআল্লাহ! শ্রদ্ধেয় খালুজানের তেলওয়াত শুনে সূরাটি মুখস্থ করেছো জেনে ভীষণ খুশী হলাম।

ঠিকই বলেছো এই সূরাটি অন্তঃকরণ দিয়ে যতই পাঠ করবে এর মধুরতা যেন ততই বৃদ্ধি পেতে থাকে।

মূল্যবান প্রথম উপস্থিতি ও তোমার প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
১৯ জুন ২০১৬ দুপুর ০৩:১৬
309255
সন্ধাতারা লিখেছেন : আপি ডাক শুনে হিংসে হচ্ছে বুঝি ছোট ভাই।
372447
১৯ জুন ২০১৬ সকাল ০৭:৩২
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপাগো, এতো সুন্দর কবিতা, তাও আবার কুরআনের সূরাকে নিয়ে, কেমনে লিখতে পারেন গো!
আমিও আপার মত পারতে চাই।
আপা, মুজতবা আলীর ভাষায় বলতে চাই, আপনি হরফুন মাওলা।
আল্লাহ আপনার মাথাটাকে আরো বিরাট করে দিক
১৯ জুন ২০১৬ দুপুর ০৩:২২
309256
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় ছোট ভাই। আপনার মন্তব্যগুলো আমার মত একজন ক্ষুদ্রাতিক্ষুদ্র মানুষের সূক্ষ্ম চিন্তা চেতনাগুলোকে ভীষণভাবে অনুপ্রাণিত করে মাশাআল্লাহ!

মহান রব আপনার সুপ্ত শুভাকাঙ্ক্ষা পূর্ণ করুণ। এই মিনতি।

আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

অনেক দিন ব্লগে উপস্থিতি কারণ কি ছোট ভাই? ভাল আছেন তো?
১৯ জুন ২০১৬ দুপুর ০৩:৪৭
309261
সন্ধাতারা লিখেছেন : আমাকে আগামীকাল ভীষণ ব্যস্ত থাকতে হবে তাই হয়তো তাড়াতাড়ি একটি পোষ্ট দিয়েই দৌড়াতে হবে।সম্ভব হলে একটু নজর রাখবেন ছোট ভাই। আমিও চেষ্টা অব্যাহত রাখবো।
১৯ জুন ২০১৬ বিকাল ০৪:০৫
309264
গাজী সালাউদ্দিন লিখেছেন : আলহামদুলিল্লাহ্। ভালো আছি
রোমজানে অফিস করে ব্লগে বেশি সময় দেওয়া বেশ কঠিন, তা ...
আমিও যতদূর সম্ভব হয়, চেষ্টা করবো সময় দিতে
372451
১৯ জুন ২০১৬ সকাল ০৮:২৯
শেখের পোলা লিখেছেন : আসসালামু আলায়কুম। সুন্দর হয়েছে আপা। আল্লাহ আপনার পরিশ্রম কবুল করুন।ধন্যবাদ
১৯ জুন ২০১৬ দুপুর ০৩:২৬
309257
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাইয়া।


মূল্যবান সুন্দর উপস্থিতি ও আপনার উৎসাহব্যঞ্জক অনুভূতি সবসময়ই আমার প্রেরণার উৎস।

মহান প্রভু সর্বাবস্থায় আপনার মঙ্গল করুণ। আপনার সুন্দর দোয়ায় আমীন।
372481
১৯ জুন ২০১৬ দুপুর ০২:১৫
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মা-শা আল্লাহ যথাযত ভাবার্থ ফুটে উঠেছে।

এক স্থানে একটু দৃষ্টি দেওয়ার অনুরোধঃ
নির্ধারিত কক্ষপথে সূর্য-চন্দ্র করে আবর্তন,
তৃণলতা-বৃক্ষাদি মেনে চলে তাঁরই বিধান।

দ্বিতীয় চরণে তারকারাজির বিষয়টি রয়ে গেছে।
তারকা-বৃক্ষাদি মেনে চলে তাঁরই বিধান

এখানে সেজদার বিধানটি আপনার সাহিত্যের ভাষায় ফুটিয়ে তুললে আরো চমৎকার হবে।

খালামনি' আমার সমালোচনায় বেজার নয় তো!

জাযাকিল্লাহ খাইর

আপনার পথ চলা আরো সুগম হোক।

১৯ জুন ২০১৬ দুপুর ০৩:৩৭
309258
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেলজ্বী।

সত্যিই আপনার মূল্যবান ইনপুটে বেজায় আনন্দিত হলাম।

অসাধ্য সাধনে ব্রতী হয়েছি। আসলেই এটি একটি অত্যন্ত দুরূহ কাজ আমার জন্য। দোয়া চাই শুধু।
১৯ জুন ২০১৬ দুপুর ০৩:৩৯
309259
সন্ধাতারা লিখেছেন : আর হ্যাঁ আংকেলজ্বী। সংশোধন করে দিলাম। একটু কষ্ট করে চোখ বুলিয়ে নিন। দেখুন তো চলবে কিনা?
১৯ জুন ২০১৬ রাত ১০:০৫
309280
আবু জান্নাত লিখেছেন : মাশা আল্লাহ, এবার চমৎকার হয়েছে। শুকরিয়া।
২০ জুন ২০১৬ দুপুর ০২:১১
309329
সন্ধাতারা লিখেছেন : অনেক খুশী হলাম আংকেলজ্বী।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File