সুরে সুরে…সূরা আর-রাহমান…ভাবানুবাদ
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৯ জুন, ২০১৬, ০২:০৪:৫৩ রাত
( আয়াতঃ ১-২৮)
শুরু করি কর্ম রহমানুর রহীম আল্লাহ্র নামে,
অফুরান করুণা যিনি করেন বরিষণ এই ধরাধামে।
আর – রাহমান!
যিনি শিক্ষা দিয়েছেন আল কুরআন!
তিনিই করেছেন মানুষ সৃজন,
অতঃপর দান করেন ভাষা জ্ঞান।
নির্ধারিত কক্ষপথে সূর্য-চন্দ্র করে আবর্তন,
তারকারাজি মেনে চলে তাঁরই বিধান।
তামাম জগতের তৃণলতা বৃক্ষাদি সেজদায় রত,
মহান মালিকের করুণায় কাটে অবিরত।
আসমান সমুন্নত ও করেছেন ভারসাম্য স্থাপন,
যাতে দাঁড়িপাল্লায় তোমরা না করো সীমালঙ্ঘন।
ন্যায্য ওজন কায়েম করো, কম করোনা ওজন,
সৃষ্ট জীবের জন্য যমীন করেছেন স্থাপন ।
এতে রয়েছে ফলমূল, খেজুর গাছ নানান নতুন,
আর আছে খোসা বিশিষ্ট দানা, সুগন্ধি ফুল যা তাঁরই সৃজন।
তবে তোমাদের রবের কোন অনুগ্রহকে তোমরা করবে অস্বীকার,
মানুষকে সৃষ্টি করেছেন শুকনো মাটি হতে যার রূপ পোড়া মাটির।
নির্ধূম অগ্নিশিখা হতে জ্বীনকে করেছেন সৃজন,
অতএব রবের অনুগ্রহকে অস্বীকার করা নয় কি অমার্জন?
তিনিই দুই উদয়াচল ও দুই অস্তাচলের রব,
কেমনে করবে তোমরা রবের অনুগ্রহকে মিথ্যারোপ?
তিনিই প্রবাহিত করেন দুই সমূদ্র পাশাপাশি,
উভয়ের মধ্যে রয়েছে অনতিক্রমশীল অন্তরালের রাশি।
রবের কোন অনুগ্রহকে তোমরা করবে বর্জন?
যখন উভয় দরিয়া হতে মুক্তা ও প্রবাল হয় সৃজন!
রবের অনুগ্রহকে অস্বীকার করা নয় কি অমার্জন?
সাগরে বিচরণশীল পর্বতপ্রমাণ নৌযানসমূহ যখন রয়েছে দৃশ্যমান।
রবের কোন অনুগ্রহকে তোমরা করবে অস্বীকার?
ভূপৃষ্ঠের যা কিছু সবকিছুই যখন নশ্বর।
রবের কোন অনুগ্রহকে তোমরা করবে অস্বীকার?
তিনি মহিমাময়, মহানুভব! সকল সত্ত্বা তাঁর চির অবিনশ্বর।
বিষয়: বিবিধ
১২৬১ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মাশাআল্লাহ! শ্রদ্ধেয় খালুজানের তেলওয়াত শুনে সূরাটি মুখস্থ করেছো জেনে ভীষণ খুশী হলাম।
ঠিকই বলেছো এই সূরাটি অন্তঃকরণ দিয়ে যতই পাঠ করবে এর মধুরতা যেন ততই বৃদ্ধি পেতে থাকে।
মূল্যবান প্রথম উপস্থিতি ও তোমার প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
আমিও আপার মত পারতে চাই।
আপা, মুজতবা আলীর ভাষায় বলতে চাই, আপনি হরফুন মাওলা।
আল্লাহ আপনার মাথাটাকে আরো বিরাট করে দিক
মহান রব আপনার সুপ্ত শুভাকাঙ্ক্ষা পূর্ণ করুণ। এই মিনতি।
আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
অনেক দিন ব্লগে উপস্থিতি কারণ কি ছোট ভাই? ভাল আছেন তো?
রোমজানে অফিস করে ব্লগে বেশি সময় দেওয়া বেশ কঠিন, তা ...
আমিও যতদূর সম্ভব হয়, চেষ্টা করবো সময় দিতে
মূল্যবান সুন্দর উপস্থিতি ও আপনার উৎসাহব্যঞ্জক অনুভূতি সবসময়ই আমার প্রেরণার উৎস।
মহান প্রভু সর্বাবস্থায় আপনার মঙ্গল করুণ। আপনার সুন্দর দোয়ায় আমীন।
এক স্থানে একটু দৃষ্টি দেওয়ার অনুরোধঃ
দ্বিতীয় চরণে তারকারাজির বিষয়টি রয়ে গেছে।
তারকা-বৃক্ষাদি মেনে চলে তাঁরই বিধান।
এখানে সেজদার বিধানটি আপনার সাহিত্যের ভাষায় ফুটিয়ে তুললে আরো চমৎকার হবে।
খালামনি' আমার সমালোচনায় বেজার নয় তো!
জাযাকিল্লাহ খাইর
আপনার পথ চলা আরো সুগম হোক।
সত্যিই আপনার মূল্যবান ইনপুটে বেজায় আনন্দিত হলাম।
অসাধ্য সাধনে ব্রতী হয়েছি। আসলেই এটি একটি অত্যন্ত দুরূহ কাজ আমার জন্য। দোয়া চাই শুধু।
মন্তব্য করতে লগইন করুন