Roseসকলের দোয়াপ্রার্থী Rose পঞ্চমতম জন্ম দিনে..Cheer

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১১ জুন, ২০১৬, ০৮:৪৫:১১ সকাল



Rose “প্রাণপিয়াসী” Rose

আকাশ প্রদীপে ভরা, ধরণী উল্লসিত উর্বশী ,

স্বপ্নচুম্বী রঙ মেখে, হরষে হরিদ্রাবর্ণ শশী।

Cheer

ব্যাকুল প্রতীক্ষায়, আকাঙ্ক্ষিণী “প্রাণপিয়াসী”

মুহূর্ত সহে না যেন, নাহি কাটে দিবা নিশি।

Cheer

হৃষ্ট প্রাণ তুষ্ট আজি, আন্দোলিত অহর্নিশি,

স্পৃশ্য দেহ, মগ্নচিত্তে ডুবন্ত যেন সূক্ষ্মদর্শী।

Cheer

অভ্রভেদী জ্যোতি সদা বহমান অমর্ত্যলোকে,

সুমিষ্ট শব্দসুরের প্লাবণ, ঝংকৃত মর্ষিত বুকে।

Cheer

যাত্রা অভিষিক্ত হোক চিরাকাঙ্ক্ষী অভিনন্দনে,

বিষাদের বাণ হেরুক, মনোমুগ্ধকর সঙ্গোপনে।

Cheer

জীবন তোমা পূর্ণ হোক, পুণ্যে পুঞ্জিভূত প্রস্ফুটিত কাননে,

মানবতা ফিরে পাক, ভক্তি হৃদয়, সাম্যের মহতী কল্যাণে।

Cheer

দায়ী, দ্বীনি ইলম করো দান, ছড়াবে আঁধারিতে আলো,

আলোময় হবে কৃষ্ণ ধরণী, ঘুচে যাবে অশুভ কালো।

Cheer

হে পরওয়ারদিগার! ঘিরে রাখো প্রশান্তির অবগাহনে,

পিতামাতার চক্ষু শীতলকারী বানিও প্রার্থনা কায়মনে।

Cheer

দেউড়ি ঠেলে বুক মিলাবে, দাঁড়িয়ে এতীম মলিন মুখে,

কিশলয়ে ফোঁটাবে ফুল, মালি তুমি সদা, হাস্য দুঃখে।

Cheer

দোয়াপ্রার্থী তাই, প্রসক্তি মাখা, চিত্তগ্রাহী আকিঞ্চনে।

সূর্য্যি যেমন ছড়ায় কিরণ, সোনালী মায়ার বিচ্ছুরণে।



বিষয়: বিবিধ

১৩৯১ বার পঠিত, ৪৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371681
১১ জুন ২০১৬ সকাল ১০:৪৮
আওণ রাহ'বার লিখেছেন : খালামুনি কবিতাখানি কোন প্যাটার্ন এ লেখা?
১১ জুন ২০১৬ বিকাল ০৫:১১
308464
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রাণপ্রিয় আ’ওন। মাই সান। প্রথম উপস্থিতির জন্য অন্নেক খুশী হলাম।

হার্টের প্যাটার্নে লিখা।

জাজাকাল্লাহু খাইর।
১২ জুন ২০১৬ রাত ০১:৪৮
308503
দ্য স্লেভ লিখেছেন : হার্টের প্যাটার্নে লিখা। Happy Happy Happy
371682
১১ জুন ২০১৬ সকাল ১০:৫৫
আওণ রাহ'বার লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up Good Luck Good Luck Good Luck Good Luck Thumbs Up Thumbs Up Thumbs Up
১১ জুন ২০১৬ বিকাল ০৫:১৩
308465
সন্ধাতারা লিখেছেন : অনিঃশেষ দোয়া ও নিরন্তর শুভেচ্ছা। তোমার জন্য মাই সান।
371683
১১ জুন ২০১৬ সকাল ১০:৫৬
আওণ রাহ'বার লিখেছেন : ভালো লাগলো খুব অনেক ধন্যবাদ।
১১ জুন ২০১৬ বিকাল ০৫:১৪
308466
সন্ধাতারা লিখেছেন : তোমার ভালোলাগা অনুভূতি আনন্দিত করলো অন্নেক।
371685
১১ জুন ২০১৬ সকাল ১১:২৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপা, নানী বা দাদী হয়েছেন বুঝি?
১১ জুন ২০১৬ বিকাল ০৫:১৫
308467
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

জ্বী ছোট ভাইয়া।
371690
১১ জুন ২০১৬ দুপুর ০১:০৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, জন্মদিনের শুভেচ্ছা, যদিও জন্মদিন পালন করার কোনো বিধান ইসলামে নাই।
হে পরওয়ারদিগার! ঘিরে রাখো প্রশান্তির অবগাহনে,
পিতামাতার চক্ষু শীতলকারী বানিও প্রার্থনা কায়মনে। আমিন

এত কঠিন শব্দ ব্যবহার করেছেন, আমার মত স্বল্প এডুকেটেডের তো দাত ভেংগে যাওয়ার অবস্থা! ধন্যবাদ আপনাকে
১১ জুন ২০১৬ বিকাল ০৫:২১
308468
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

বিধান নেই সত্যিই। কিন্তু দোয়া করা দূষণীয় নয়!

দাঁত ভাঙ্গার উপক্রমের জন্য আন্তরিকভাবে দুঃখিত।

আপনার মূল্যবান উপস্থিতি ও মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
371697
১১ জুন ২০১৬ দুপুর ০১:৫০
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উপরের ছবিতে ঘোড়ার তাওয়াজ্জুহ নিচ্ছে মনে হয়! Surprised Surprised

পাথরী কবিতার মাঝে জিহ্বা চলতে অনেক বেগ পোহাতে হয়েছে। আচ্ছা আপনার নাতনীর নামটি কিন্তু জানা হলো না।

হে পরওয়ারদিগার! ঘিরে রাখো প্রশান্তির অবগাহনে,
পিতামাতার চক্ষু শীতলকারী বানিও প্রার্থনা কায়মনে।

আমীন আমীন।


১১ জুন ২০১৬ বিকাল ০৫:২৫
308469
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেলজ্বী।

পাথুরে কবিতা......!! না না হৃদয়ের কথা...।

সুন্দর দোয়ায় উপস্থিতি ও আপনার প্রেরণাপূর্ণ মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
১১ জুন ২০১৬ রাত ১০:০৭
308481
আবু জান্নাত লিখেছেন : নামটা এখনো অজানা রয়ে গেল।
১১ জুন ২০১৬ রাত ১০:৫৫
308490
সন্ধাতারা লিখেছেন : ...... জ্যোতি......
১২ জুন ২০১৬ রাত ১২:১৯
308499
আবু জান্নাত লিখেছেন : জ্যাতি এর আরবীতে অনুবাদ "নূর"। "নুওরাহ" ডাকতে পারেন। আরব দেশে এই নামের অনেক প্রচলন।
১২ জুন ২০১৬ রাত ১১:৪১
308555
সন্ধাতারা লিখেছেন : আপনার সুন্দর উপদেশ স্মরণে থাকবে ইনশাআল্লাহ। শ্রদ্ধেয় আংকেলজ্বী।
371702
১১ জুন ২০১৬ দুপুর ০২:২১
ইরফান ভাই লিখেছেন : পিলাচ
১১ জুন ২০১৬ বিকাল ০৫:২৭
308470
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

সুন্দর উপস্থিতি ও আপনার প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
371708
১১ জুন ২০১৬ দুপুর ০৩:০৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বড়াপি! কল্যাণ কামনা রইলো তার জন্য। ভালো লাগলো জাযাকুমুল্লাহ।
১১ জুন ২০১৬ বিকাল ০৫:২৯
308471
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রাণপ্রিয় ছোট আপি।

সুন্দর উপস্থিতিসহ কল্যাণ কামনা ও প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
371712
১১ জুন ২০১৬ বিকাল ০৪:৩০
১১ জুন ২০১৬ বিকাল ০৫:৩১
308472
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রাণপ্রিয় ছোট আপি।

সুন্দর ফুলেল উপস্থিতিসহ অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
১২ জুন ২০১৬ রাত ০৯:২২
308542
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Crying Crying Crying আমি আপি!Crying Crying Crying
১২ জুন ২০১৬ রাত ১১:৩৯
308554
সন্ধাতারা লিখেছেন : আন্তরিকভাবে দুঃখিত বড় ভাই। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য। আশাকরি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।
১৩ জুন ২০১৬ দুপুর ১২:৪৯
308580
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমি ছোটও না বড় ও না!!! মাঝারি!!!
১৪ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৪০
308728
সন্ধাতারা লিখেছেন : ঠিক আছে এখন থেকে মাঝারি ভাইয়া বলেই ডাকবো। অনুমতি দিলেন তো?
১০
371714
১১ জুন ২০১৬ বিকাল ০৪:৪২
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপা দ্বিতীয় পর্বের পরিচালকের কোনো একটিভিটিজ দেখলাম না. অথচ এই পর্বে ব্লগাররা প্রচুর সাড়া দিয়েছেন.
আপনি উনাকে পরিচালক বানাতে বলেছেন, কিন্তু তার আগে উনার সাথে যোগাযোগ করেছেন কি?
১১ জুন ২০১৬ বিকাল ০৫:৩৩
308473
সন্ধাতারা লিখেছেন : জ্বী যোগাযোগ হয়েছিলো ছোট ভাই। উনি জানতেন আমি উপস্থিত থাকবো। তাই ওনার কোন উপস্থিতি ছিল না।
১১
371728
১১ জুন ২০১৬ রাত ০৮:১০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

দায়ী, দ্বীনি ইলম করো দান,
ছড়াবে আঁধারিতে আলো,
আলোময় হবে কৃষ্ণ ধরণী,
ঘুচে যাবে অশুভ কালো।
Cheer
হে পরওয়ারদিগার! ঘিরে রাখো
প্রশান্তির অবগাহনে,
পিতামাতার চক্ষু শীতলকারী
বানিও প্রার্থনা কায়মনে।

আমীন Praying Praying

কবিতাখানি কোন প্যাটার্ন এ লেখা?
হার্টের প্যাটার্নে লিখা। Thumbs Up
১১ জুন ২০১৬ রাত ১১:০০
308491
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাইয়া।

কাটা ছেঁড়া ছাড়াই পরীক্ষায় পাশ গুরুজ্বী?

আপনার প্রতি ছোট্ট একটু অনুযোগ আছে! থাক আজ নয় অন্য আরেকদিন বলবো।

সুন্দর উপস্থিতি ও আপনার প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
১২ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:৩৬
308531
আবু সাইফ লিখেছেন : অনুযোগ Thinking Waiting
Praying Praying Praying
১২ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:২৪
308534
সন্ধাতারা লিখেছেন : জ্বী বড় ভাইয়া। ছোট বোনের অভিমানও বলতে পারেন!!
১৪ জুন ২০১৬ সকাল ০৫:১১
308654
আবু সাইফ লিখেছেন :
মান ভাঙানোর চেষ্টা না হয় করে দেখতাম! কিন্তু জানার উপায় কী??
****
কাটা-ছেঁড়া করতে ভয় পেয়েছি সৌন্দর্যহানির আশঙ্কায়!!

******
একটি মধুর স্মৃতি-

আমি একবার ইসলামীয়াতের একটা সহজ প্রশ্নের জবাব পূর্ণ না লিখেও সেটাতে পূর্ণ নম্বর পেয়েছিলাম! স্যারকে জিজ্ঞেস করাতে বললেন- নম্বর দিয়েছি, তবে কানমলাটা বাকি আছে!
মানে?
জানা থাকা সত্বেও না লেখার জন্য!
===
১৪ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৪৩
308729
সন্ধাতারা লিখেছেন : আপনার মধুর স্মৃতি পড়ে অনেক মজা পেলাম। একটু দুষ্টু ছিলেন বুঝি??
১৪ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৫৯
308743
আবু সাইফ লিখেছেন : খুবই শান্তশিষ্ট কিন্তু অসাধারণ জেদী ছিলাম! Tongue
নাহ্‌, বেশী বলা ঠিক না!Don't Tell Anyone

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
১৪ জুন ২০১৬ রাত ০৮:১০
308745
সন্ধাতারা লিখেছেন :
শেষে ছালাম??!!

এটাও কি জেদের অংশ?
১২
371732
১১ জুন ২০১৬ রাত ০৮:২৪
শেখের পোলা লিখেছেন : আস সালামু আলাইকুম। অদ্ভুত সুন্দর। উন্নত শব্দসামগ্রী সংযোযিত কবিতা। আরও চাই। আমিন। ধন্যবাদ।
১১ জুন ২০১৬ রাত ১১:০৬
308492
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাইয়া।

আপনার মন্তব্য পড়ে কেন জানি মনে হল, এযেন ডোবার কাছে সমুদ্রের চাওয়া!!

তারপরও আপনার এ অমূল্য মন্তব্য আমার লিখার জগতে প্রেরণার উৎস এবং পাথেয় হয়ে রবে ইনশাআল্লাহ্‌।

আপনার সুন্দর উপস্থিতি ও উজ্জ্বীবিত করা অসাধারণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
১৩
371750
১২ জুন ২০১৬ রাত ০১:৫০
দ্য স্লেভ লিখেছেন : খুব দারুন কবিতা। বান্দা তার মালিকের জন্যে নিবেদীত। তার রহমতেই লিখেছে।

পুটির মাকে নিয়ে একটা কবিতা যে কবে পাব !! Happy আমি তো আর কবিতা পারিনা তাই.....

জাজাকাল্লাহ খায়রান। অনেক অনেক শুকরিয়া রাধুনী সিস্টার।
১২ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:২৯
308535
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট ভাই। অনেক সুন্দর ও হৃদয়গ্রাহী একটি মন্তব্য আলহামদুলিল্লাহ্‌।

পুটীর মায়ের গুণ ও দোষের বিষয়গুলো জানিনা, জানলে হয়তো এই খোঁড়া হাতে একটু চেষ্টা করে দেখতাম।

পুটীর মা ও আপনার জন্য অনেক অনেক দোয়া ও মাহে রামাদ্বানের শুভেচ্ছা।
১২ জুন ২০১৬ রাত ১০:২৬
308547
দ্য স্লেভ লিখেছেন : পুটির মার গুনের কোনো শেষ নেই। এর আগে নিয়মিত লিখতাম। রমজানে পুটিদের নিয়ে লিখেছি
১৪ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৪৬
308730
সন্ধাতারা লিখেছেন : তাই তো ভাবছি!!
১৪
371754
১২ জুন ২০১৬ রাত ০৩:২৮
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম আপু।
প্রতিটি লাইন কিন্তু দুবার করে পড়তে হয়েছে Bee

অনেক অনেক দোআ, শুভেচ্ছা ও শুভকামনা রইলো প্রাণপিয়াসীর জন্য। Rose Bee Love Struck Good Luck Thumbs Up Angel Praying
১২ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৩৬
308538
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট আপি। খুব করে অনুধাবন করছি মাহে রামাদ্বানের গুরুত্বপূর্ণ মুহূর্তে আপুটাকে অনেক কষ্ট পোহাতে হয়েছে। স্যরি সেজন্য।

তোমার সুন্দর দোয়ায় মুগ্ধ হলাম।

তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া ও মাহে রামাদ্বানের শুভেচ্ছা।
Love Struck Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File