Music Music বিধবার আর্তনাদ Music Music

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৫ মে, ২০১৬, ০৮:৩১:০৩ রাত



ধরাপৃষ্ঠে ডুবে যায় অবেলায় সূর্য

নিশীথে গগণভেদী ক্রন্দন মৃত তূর্য।

Music

বন্য পশুর তাণ্ডবে স্বপ্ন বিরান ভূমি

ফাঁসির দড়িতে ঝুলে প্রাণপ্রিয় স্বামী।

Music

হৃদয় রাঙিয়ে আছে মেহেদীর দাগ

ব্যথাতুর দরিয়ায় অমলিন ত্যাগ।

Music

কষ্টের পাঁপড়ি ঝরে প্রচণ্ড তুফান

সুখ লগ্ন শেষ হল ধূলিতে কিষাণ।

Music

মুদিত আঁখি অসার দেহ ভাবনায় বিস্ময়

ব্যথার প্রাবাল্যে মরে আকণ্ঠ পিপাসায়।

Music

বুকে আগ্নেয়গিরির জলন্ত দাবানল

হৃৎপিণ্ড ক্ষত বিক্ষত দগদগে রক্তলাল।

Music

উত্তপ্ত দীর্ঘ নিঃশ্বাসে উড়ে বিধবার আঁচল

পাষাণে পাথর বেঁধে অপ্রতিরোধ্য যাত্রীদল।

Music

বিবেকের দ্বার রুদ্ধ আজি নিগৃহীত শিকারী

লাঞ্ছনা নিরাপত্তাহীন দুঃস্বপ্ন রাখে সদা ঘিরি।

Music

লুণ্ঠিত সম্মান, সভ্রম অসূয়ায় বিদ্ধ তীব্র দহন

মৃত্যুর প্রহর গুনে বিধবার দগ্ধ-বিষাক্ত মন।

Music

নিষ্ঠুর পৃথিবীর নিকৃষ্ট হিংস্রতা শ্রেষ্ঠ উপহার

আর্তনাদ করে ডুকরে কাঁদে ভোরের মিনার।



বিষয়: বিবিধ

১৫১৩ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368085
০৫ মে ২০১৬ রাত ০৯:০২
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম Good Luck


যার যায়
সে ই বুঝে কি হারাচ্ছে Crying
আমরা তো শুধু হায়-হুতাস করে ই ক্ষান্ত Broken Heart
০৫ মে ২০১৬ রাত ০৯:১৪
305464
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপুম্নি।

ঠিক বলেছেন আপু। এই বেদনার ভার ভুক্তভোগী ছাড়া অন্য কেউ বুঝবে না। একেবারে সত্যি কথা!
তারপরও ভীষণ খারাপ লাগে!

তো আপনি আছেন কেমন আপু?
Good Luck Good Luck Good Luck
368103
০৬ মে ২০১৬ রাত ১২:৫১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
০৬ মে ২০১৬ রাত ০২:২৮
305487
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আপনার গুরুত্বপূর্ণ উপস্থিতি ও প্রেরণাদানসহ মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
368105
০৬ মে ২০১৬ রাত ০১:৩০
আফরা লিখেছেন : মানুষকে ফাঁসি দিয়ে মারছে ভাবলেই কেমন যেন লাগে । যার স্বামী যার বাবা তাদের কেমন লাগে --- !!

আল্লাহ উনাদের সবর করার তৌফিক দিন । আমীন ।

নিদৃষ্ট হায়াত শেষে মানুষ তো মরবেই উনাদের মৃতু্্যটা তো গৌরবের , উনাদের জীবন সফল ।

০৬ মে ২০১৬ রাত ০২:৩২
305488
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রাণপ্রিয় আফ্রাম্নি।

আসলেই ভাবতে গেলেই বুকের ভিতর মোচড় দিয়ে উঠে।

তোমার হৃদয়স্পর্শী দোয়ায় আমীন।

সরব উপস্থিতিতে মনে হচ্ছে সুস্থ আছো আলহামদুলিল্লাহ্‌! প্রত্যাশাও তাই......
368110
০৬ মে ২০১৬ রাত ০২:৪০
দ্য স্লেভ লিখেছেন : নিশ্চয় কষ্টের পরে আছে স্বস্তি,অবশ্যই কষ্টের পরে আছে স্বস্তি।...আলকুরআন

খুব দ্রত সময় শেষ হবে,তখন সব হারানো মানুষেরা সব পাবে,,,কিন্তু তাদের কি হবে !!
০৬ মে ২০১৬ রাত ০২:৫৭
305493
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় ছোট ভাই।

ঠিক বলেছেন ছোট ভাই। মহান রবের বাণী একশত ভাগ সত্যিই। কিন্তু এসব দুঃখী মানুষের অবর্ণনীয় যন্ত্রণা অসহনীয়।

তাদের কি হবে? কাদের? মানে কি যারা ফাঁসি দিচ্ছে??

পুটীর মায়ের খবর কি?
০৬ মে ২০১৬ রাত ০৩:০৬
305497
দ্য স্লেভ লিখেছেন : হ্যা যারা ফাসি দিচ্ছে বা াযলিম তাদের খবর আছে।

পুটির মা ভালো আছে। ইনশাআল্লাহ অঅগামী বছর আপনার কপালে দাওয়াত আছে Happy কব্জী ডুবিয়ে খাবেন
০৬ মে ২০১৬ রাত ০৩:০৮
305498
সন্ধাতারা লিখেছেন : স্যরি! ল্যাপটপ শ্লো হয়ে যাওয়ার জন্য কিছুটা বিড়ম্বনা পোহাতে হচ্ছে!!
০৬ মে ২০১৬ রাত ০৩:১৩
305499
সন্ধাতারা লিখেছেন : তাহলে তো এখন থেকেই দানাপানি খাওয়া বন্ধ করে দিতে হবে। তা না হলে তো কব্জী ডুবিয়ে খাওয়া হবে না...... কী বলেন? ছোট ভাই?
০৬ মে ২০১৬ রাত ০৩:৪৩
305501
দ্য স্লেভ লিখেছেন : জি খাওয়া বন্ধ করে দেন। পুটির মা ঝোল ঝোল করে গোস্ত রান্না করবে অঅর ডাল। তেলাপোকা ডলে আলুভর্তাও আমি বেশ ভালো বানাই,তবে সেটা আপনাকে খেতে হবে না....Happy
০৬ মে ২০১৬ রাত ০৩:৪৮
305502
সন্ধাতারা লিখেছেন : আবারো তেলাপোকা!! যাক তবে বাঁচা গেল!!!
বোঝাই যাচ্ছে আমার ছোট ভাইয়ের বউরাণী অনেক অনেক গুণী......
368122
০৬ মে ২০১৬ রাত ০৪:৪০
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম আপু।

সবার মনের দুঃখ,কষ্টগুলোকে এতো চমৎকার ভাবে অনুভূতির শব্দে প্রকাশ করতে পারেন আপনি - সত্যি অভিভূত হয়ে যাই!

মজলুমদের পক্ষেই আল্লাহ আছেন।
জাযাকিল্লাহ!
০৬ মে ২০১৬ দুপুর ০২:৩০
305539
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রাণপ্রিয় আপুম্নি। তোমার অন্তরস্পর্শী মন্তব্য সবসময়ই আমাকে প্রেরণা দেয়। আপ্লূত করে বোন।

অনেকদিন পর তোমার সরব উপস্থিতি মুগ্ধ করলো।

হারিয়ে যেওনাকো তুমি আর...... কেমন?

গুরুত্বপূর্ণ উপস্থিতি ও মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
Love Struck Good LuckLove Struck
০৬ মে ২০১৬ দুপুর ০২:৪৫
305542
ধ্রুব নীল লিখেছেন : ভাষাগুলো একটু বেশি কঠিন আপু। আমিতো প্রথম দুই লাইন পড়ার পর ভাবলাম, থাক আজ আর না পড়ি। Tongue
তবে শেষ পর্যন্ত পড়ে বুঝলাম, লেখিকা অসাধারণ একটি কবিতা লিখেছেন।
০৬ মে ২০১৬ দুপুর ০২:৫২
305543
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপুম্নি।

অন্নেক দিন পর ধ্রব তারা হয়ে আবির্ভূত হলেন। তাও আবার অন্যের মন্তব্যে। উপস্থিতি আনন্দিত করলো।

জানিনা আপু! আমার কাছে তো মনে হয় অনেক......

কেমন আছেন আপু? নিয়মিত হবার অনুরোধ রইলো।
368133
০৬ মে ২০১৬ সকাল ০৭:১৯
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আজ সমগ্র বাংলাদেশ যেন মৃত্যুপুরী, বিধবা বোনদের নিরব আহাজারিতে যেন আল্লাহর আরশ কম্পমান। ধন্যবাদ আপনাকে
০৬ মে ২০১৬ দুপুর ০২:৩৪
305540
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাই।

ঠিক বলেছেন। আল্লাহ্‌ পাক মজলুমের রক্ষক।

মূল্যবান উপস্থিতি ও মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
Good Luck Good Luck Good Luck
368145
০৬ মে ২০১৬ সকাল ০৮:০৮
কুয়েত থেকে লিখেছেন : ব্যথাতুর দরিয়ায় অমলিন ত্যাগ ধন্যবাদ ভালো লাগলো
০৬ মে ২০১৬ দুপুর ০২:৩৬
305541
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাই।

ভালোলাগাসহ আপনার মূল্যবান উপস্থিতি ও মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
368164
০৬ মে ২০১৬ দুপুর ০২:৪৮
ধ্রুব নীল লিখেছেন : সত্যি অসাধারণ হয়েছে। যদিও ছড়ার প্রেক্ষাপট কষ্টের, তবে লেখিকার শব্দ ব্যবহার আলাদাভাবে প্রশংসার দাবি রাখে। অনেক ভাল একটি কবিতা পড়লাম। আলহামদুলিল্লাহ্‌। Rose Rose Rose
০৬ মে ২০১৬ দুপুর ০৩:০১
305544
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রাণপ্রিয় আপুম্নি।

ধ্রব নীল আসলেই অনেক দুস্প্রাপ্য!! তাইনা আপু?.........

আপনার মূল্যবান অভিব্যক্তিতে উৎসাহিতবোধ করছি। নিজের সীমাহীন দুর্বলতাকে আড়ালে রেখে।

আপনার আন্তরিক সরব উপস্থিতি মুগ্ধ করলো।

অন্নেক দোয়া রইলো আপনার জন্য। বোনের জন্য বেশী বেশী দোয়ার আবেদন রইলো।
Good Luck Good Luck Good Luck
০৬ মে ২০১৬ দুপুর ০৩:১২
305545
সন্ধাতারা লিখেছেন : আর একটি অনুরোধ বোন! সম্ভব হলে মাহে রমযানের লিখায় অংশগ্রহণ করুণ।
০৬ মে ২০১৬ দুপুর ০৩:১৫
305546
ধ্রুব নীল লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম। একটু কারেকশন করে দেই,
ধ্রুব নীল নামের আড়ালের মানুষটি আপু নয়, ভাইয়া। তবে ছোট নাকি বড় ভাইয়া হবো বুঝতে পারছিনা।
০৬ মে ২০১৬ দুপুর ০৩:৪৮
305549
সন্ধাতারা লিখেছেন : আন্তরিকভাবে দুঃখিত। ভুল সম্বোধন করার জন্য।
368286
০৭ মে ২০১৬ দুপুর ১২:২১
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
হটাৎ মৃত্যু, এক্সিডেন্ট মৃত্যু মেনে নেওয়া যত সহজ, কিন্তু ফাঁসির মুত্যু মেনে নেওয়া অনেকটা কঠিন।

নিষ্ঠুর পৃথিবীর নিকৃষ্ট হিংস্রতা শ্রেষ্ঠ উপহার
আর্তনাদ করে ডুকরে কাঁদে ভোরের মিনার।

নিষ্ঠুর পৃথিবীর এটাই যেন বাস্তবতা। ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File