Give Up Give Up নীতুর চেপে রাখা কষ্ট Give Up Give Up

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০১ মে, ২০১৬, ০৩:০১:০৪ রাত



কষ্টের কাঁটাগুলো বুকে আছে বিঁধে

বিশ্বাস খোয়া যায় ডাকাতির সিঁধে।

Give Up Give Up

জীবনের সুর ছন্দে, শুরু হয় দ্বন্দ

অনন্ত দহনের রাত, বারুদের গন্ধ।

Give Up Give Up

সুরের ব্যঞ্জনা, হয়ে যায় বেসুরা

প্রবল বর্ষণে ঘুচে নাতো খরা।

Give Up Give Up

আশার আলয়ে, ছেয়ে থাকে নিরাশা

অকূল দরিয়ায় যেন মরণের দশা।

Give Up Give Up

উতলা দ্বীপের হাজারো রঙিন স্বপ্নে

উত্তাল ঢেউ উঠে, প্রচণ্ড ঝড় তুফানে।

Give Up Give Up

সাগরের পানি সদা ভরে থাকে চোখে

ভালোবাসা নয়, যন্ত্রণা চেপে রয় বুকে।

Give Up Give Up

শক্ত বৃন্ত থেকে ঝরে যায় ফোঁটা ফুল

অতল সমুদ্রের মাঝে, হারায় দু’কূল।

Give Up Give Up

ফোঁটা ফোঁটা রক্ত ঝরে অবিরত বুকে

মনে প্রশ্ন জাগে শত, নাহি আসে মুখে।

Give Up Give Up

স্বপ্নের বাগিচায় অজগর সাপ

প্রতিহিংসায় মত্ত, পাহাড়সম পাপ।

Give Up Give Up

বিজয়মাল্য গলে, কলঙ্কের বেশ

জলন্ত জীবনের হয়নিকো শেষ।

Give Up Give Up

ভ্রান্তির ফুলে গাঁথা জীবনের মালা

সময় ফুরিয়ে যায়, বাড়ে শুধু জ্বালা।



বিষয়: বিবিধ

১৪৪৯ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367616
০১ মে ২০১৬ রাত ০৩:২৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
০১ মে ২০১৬ রাত ০৩:৩৭
304990
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। প্রথম উপস্থিতিসহ আপনার ভালোলাগা রেখে যাওয়ার জন্য পরম করুণাময় আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমীন।
367617
০১ মে ২০১৬ রাত ০৩:৩৭
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। প্রথম উপস্থিতিসহ আপনার ভালোলাগা রেখে যাওয়ার জন্য পরম করুণাময় আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমীন।
367633
০১ মে ২০১৬ সকাল ১১:৩৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ প্রাণপ্রিয় সন্ধ্যাতারাপি আপনার লেখা নিয়ে কোন মন্তব্য নেই। শুধু প্রার্থনা আল্লাহর কাছে তিনি আরো এগিয়ে নিয়ে যান আপনার চিন্তাধারাকে। জাযাকুমুল্লাহ খাইরান ফিদ্দারইন।
০১ মে ২০১৬ দুপুর ০৩:০৪
305036
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট বোন। হৃদয়স্পর্শী দোয়া ও সুন্দর মন্তব্য দিয়ে উৎসাহ ও প্রেরণা যুগিয়ে যাওয়ার জন্য আপ্লুত হলাম।

লিখায় মন্তব্য নেই কেন?.........

তুমি ও তোমার পরিবারের জন্য নিরন্তর দোয়া ও শুভ কামনা।
367641
০১ মে ২০১৬ দুপুর ০১:১৭
আফরা লিখেছেন : ভ্রান্তির ফুলে গাঁথা জীবনের মালা

সময় ফুরিয়ে যায়, বাড়ে শুধু জ্বালা। জী আপু সত্য কথা ।

অনেক ভাল লাগল ধন্যবাদ আপু ।
০১ মে ২০১৬ দুপুর ০৩:০৮
305037
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রাণপ্রিয় আফ্রামনি। তোমার ভালোলাগাসহ প্রেরণাপূর্ণ মন্তব্য রেখে যাওয়ার জন্য পরম করুণাময় তোমাকে উত্তম প্রতিদান দান করুন। আমীন।

তুমি ও তোমার পরিবারের জন্য নিরন্তর দোয়া ও শুভ কামনা।
367643
০১ মে ২০১৬ দুপুর ০১:১৯
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ
০১ মে ২০১৬ দুপুর ০৩:১১
305038
সন্ধাতারা লিখেছেন :
ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেলজ্বি। বরাবরের ন্যায় আপনার উপস্থিতি আনন্দিত করলো।

মন্তব্য দিয়ে উৎসাহ ও প্রেরণা যুগিয়ে যাওয়ার জন্য নিরন্তর দোয়া ও শুভ কামনা।
367720
০২ মে ২০১৬ রাত ০১:২৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

সুন্দর!! জাযাকিল্লাহ..

সাগরের পানি সদা ভরে থাকে চোখে
ভালোবাসা নয়, যন্ত্রণা চেপে রয় বুকে।


ভালোবাসা নয় কেন সেটা ঠিক বুঝলামনা!!
হয়তো ভাবটা ঠিকমত ধরতে পারছিনা!
ভালোবাসা, যন্ত্রণা চেপে রয় বুকে। এটাই তো যথার্থ হতো মনে হয়!!

ভুলের খেসারত দিতে হচ্ছে বটে! কিন্তু ভালোবাসাও যদি হারিয়ে যায় তবে তো আরেকটা অপরাধ হয়!!
সত্যলিখন আপুর পোস্টে আপনার নীতুর সমস্যার সমাধান দেয়া হয়েছে-
"সর্বক্ষেত্রে ইসলামের জন্য প্রয়োজন নারী জাগরণ"
০৫ মে ২০১৬ রাত ০৯:২৫
305465
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

নিজের কষ্টবোধ থেকে একান্ত ভাবনাপ্রসূত লিখা! যদিও অতিচেনা আপন এক শুভাকাঙ্ক্ষীর বাস্তবতাকে ঘিরে।

তাই বলতেই হয়! তারা এখনো একসাথে নিশিযাপন করলেও মনের দিক থেকে একেবারেই ভালোবাসাহীন যন্ত্রণাময় জীবনযাপন করছে! আর ধুঁকে ধুঁকে মরছে। অশান্তির অনলে।

আর হ্যাঁ আপনি যে ব্যবস্থাপত্র দিয়েছেন তাতে এখন আর কাজ হবে বলে মনে হচ্ছে না। রোগ জটিল এবং অন্নেক পুরানো।

আপনার মূল্যবান মতামত সত্যিই অনন্য।
367763
০২ মে ২০১৬ দুপুর ০১:২৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :
ভ্রান্তির ফুলে গাঁথা জীবনের মালা
সময় ফুরিয়ে যায়, বাড়ে শুধু জ্বালা।

--কী মন্তব্য করবো? প্রতিটি পংক্তিই চমৎকার !

০৫ মে ২০১৬ রাত ০৯:২৮
305466
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আপনার উৎসাহ ও প্রেরণা পাথেয় হয়ে থাক।

বরাবরের ন্যায় আপনার উপস্থিতি আনন্দিত করলো অনেক।
Good Luck Good Luck Good Luck
367782
০২ মে ২০১৬ বিকাল ০৪:০৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : কিন্তু নিতুটা কে??? আজ কিন্তু বলাই লাগবে।
মাহদিয়া, নিতু এরা কারা?

মাহদিয়া নাহ আপাকেই ধরে নিলাম, তাহলে নিতু!

কবিতা কিছু কিছু বুঝি, কিন্তু কমেন্ট কি করব তা ভেবে পাইনা।
০৫ মে ২০১৬ রাত ০৯:৩৪
305468
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় ছোট ভাই।

সত্যিই করেই বলছি! মাহদিয়া বা নীতু কোনটাই আমি নই। গল্পের প্রয়োজনে আমার প্রিয় নামগুলো ব্যবহার করেছি মাত্র!

তবে ঘটনাগুলো একেবারেই বাস্তব........যদিও

কবি মানুষ...... কবিতা বোঝে না?!!
০৭ মে ২০১৬ সকাল ১১:৪১
305623
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি তো আপনাকে অবিশ্বাস করিনা আপা। এতো জোর দিয়ে বলতে হবে।
হ্যাঁ, বাস্তব ঘটনার আলোকে বলেই লেখাগুলো হয়ে উঠে জীবন্ত।
কে বলেছে আমি কবি মানুষ!!!!!! সত্যিই কবিতা বুঝতে আমার বেশ কষ্ট হয়।
০৭ মে ২০১৬ দুপুর ১২:১৪
305644
সন্ধাতারা লিখেছেন : Salam. Are you alright little brother? What happened? I am still looking forward your comment on the holly month of Ramadan. Plz let me know as soon as you can. Jajakallah.
০৭ মে ২০১৬ দুপুর ০১:১৩
305656
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
আলহামদুলিল্লাহ, আপা খুব ঠিক আছি।
গত কয়েক দিন একটু কম আসা হয় ব্লগে। তবে নিশ্চয় খুব আসব আল্লাহ চাহেতো।
রমজানের আগেই একটা ব্লগীয় আয়োজন করার চিন্তা আমার আছে। সবকিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যে সেটা হতে পারে।
জাযাকাল্লাহু খাইর।
০৭ মে ২০১৬ দুপুর ০৩:১৬
305669
সন্ধাতারা লিখেছেন : Does it mean something different in ur mind? Bcoz still you did not attend that post n did not say anything whether u agree or not! Plz clear it.
০৭ মে ২০১৬ দুপুর ০৩:৫২
305673
গাজী সালাউদ্দিন লিখেছেন : হায় হায় হায়, আমি আপনার সর্বশেষ পোস্ট না দেখেই আপনার জবাবটা দিয়েছি! সরি!!!!!! দাড়ান, আগে পড়ে নেই আপনার সর্বশেষ লেখাটা।
০৯ মে ২০১৬ রাত ০৮:০৬
305905
সন্ধাতারা লিখেছেন : এখনো কি দাঁড়ায়ে থাকবো?
০৯ মে ২০১৬ রাত ০৯:২৭
305915
গাজী সালাউদ্দিন লিখেছেন : মাঝে মাঝে একটু পায়চারি করার অনুমতি দেওয়া হল।
০৯ মে ২০১৬ রাত ০৯:৪৬
305916
সন্ধাতারা লিখেছেন : খুবিই রহস্যপূর্ণ! স্ক্রিন পোস্টে মন্তব্য নেই। আর চুপি চুপি এখানে?
367884
০৩ মে ২০১৬ দুপুর ০১:৫৯
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সংসার সাগর দুঃখ তরঙ্গের খেলা,
আশাই তার একমাত্র ভেলা।
সুখ দুঃখ নিয়েই তো সংসার জীবন, দোয়া রইলো আপনার জন্য
০৫ মে ২০১৬ রাত ০৯:৪০
305469
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

ছন্দময় গুরুত্বপূর্ণ মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।

দোয়ার জন্য শুকরিয়া। যদিও লিখাটি আরেকজনকে কেন্দ্র করেই লিখা।
১০
368067
০৫ মে ২০১৬ বিকাল ০৪:৩৬
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

আমার কেনো জেনো মনে হয়
জন্ম থেকে ই এই জ্বালা আমাদের পিছু নেয় Crying
০৫ মে ২০১৬ রাত ০৯:৪৫
305470
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপুম্নি।

অনেকাংশে সত্যি! আমার মনে হয় অনেকের জন্যই প্রযোজ্য।

গুরুত্বপূর্ণ উপস্থিতি ও মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
১১
369226
১৬ মে ২০১৬ সকাল ১১:০৫
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সালাম। আপনার কবিতাগুলি সুন্দর, সুখপাঠ্য ও অর্থবহ।
১৯ মে ২০১৬ দুপুর ০২:০৪
306707
সন্ধাতারা লিখেছেন : Salam. Jajakallahu for your beautiful comment.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File