হীরকের প্রথম পাঠশালা – দোয়াপ্রার্থী
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১২ এপ্রিল, ২০১৬, ০৩:৩৩:৪৯ রাত
হীরকের প্রথম পাঠশালা
একি! পরম স্বর্ণপূর্ণ থালা!
আঁখি জ্বলে তারার মেলা
চন্দ্রাকাশে করছে খেলা।
হীরক দ্যুতি রঙ ছড়ায়
বিস্ময়ে মোর মন ভরায়।
উল্লসিত মন কানন
উথলে উঠে হর্ষবান।
স্বপ্ন হলো মিষ্টি মধুর
রিমঝিমঝিম, টাপুর টুপুর।
আহা! অদ্ভুত শিহরণ
মনে মধু হয় বরিষণ।
সবার দোয়া করি আহরণ
জ্যোতির্ময় হোক কচি প্রাণ।
হে প্রভু! পূর্ণ করো জ্ঞান
মাগি দয়া, আসমানী দান।
বিষয়: বিবিধ
১৬২৫ বার পঠিত, ৪১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অসাধারণ পাঠশালা কবিতা।
আপনার মূল্যবান প্রথম উপস্থিতি ও প্রেরণা দারুণ ভালো লাগলো।
আমীন। ছুম্মা আমীন।
জাজাকাল্লাহু খাইর।
অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর হয়েছে৷
আপার আর্জী পুরা কর প্রভু,
অশান্তি তারে না ছোঁয় কভু৷
আপনার অসাধারণ দোয়া হৃদয় ছুঁয়ে দিলো। সোবহানাল্লাহ।
জাজাকাল্লাহু খাইর।
আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণা দারুণ ভালো লাগলো।
জাজাকাল্লাহু খাইর।
মন্দ বলার চেয়ে চুপ থাকা উত্তম নয় কি সুহৃদ ছোট ভাই?!!
আপনাকে কষ্ট দেয়া আমার উদ্দেশ্য নয়। ছোট ভাই।
আমিও আপনার কোন কথায় কষ্ট নেই বোন।
আপু কি স্কুলে যোগ দিচ্ছেন নাকি!!
মহান আল্লাহ আমাদের মনের সকল নেক আশা পুরন করুন,
আমিন
আমার জান্নাতের জন্য লিখেছে। জান্নাত জীবনের প্রথম পাঠশালায় তো! তাই।
জ্বি আপু কচি কাঁচাদের সাথে আমিও কিছুটা আনন্দঘন মূল্যবান সময় অতিবাহিত করলাম।
সবকিছু মিলিয়ে অসাধারণ অনুভূতি!
আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণা দারুণ ভালো লাগলো।
হৃদয়গ্রাহী দোয়ায় আমীন। ছুম্মা আমীন।
জাজাকাল্লাহু খাইর।
জান্নাতী পাখীটাকে ভীষণ মনে পড়ছে আংকেলজ্বি। জান্নাতী বাগিচায় দ্বীনি জ্ঞানের সুবাসিত ফুল ও ফলে ভরে উঠুক এটাই একান্ত আন্তরিক কামনা ও দোয়া।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতল্লাহী ওয়া বারাকাতুহু আপু ।
হে আল্লাহ আমাদের দ্বীনি ইলম দান করুন । আমীন ।
তোমার উপস্থিতি ও মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো।
তোমার সুন্দর দোয়ায় আমীন। ছুম্মা আমীন।
জাজাকাল্লাহু খাইর।
আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ মন্তব্যে প্রীত হলাম।
জাজাকাল্লাহু খাইর।
প্রথম পাঠশালাতে জান্নাত নিয়মিত যাচ্ছে।
এই কথাটি জান্নাতের বেলায় ভালো মানিয়েছে । সুন্দর পোষ্টটির জন্য অনেক অনেক শুকরিয়া হে শ্রদ্ধেয়া।
একেই বলে মমতাপূর্ণ পিতৃহৃদয়! অন্তরের গভীর থেকে দোয়া করি আপনার কথাগুলো যেন মহান রব জান্নাতী পাখীটার জন্য কবুল করে নেন।
ওর ছবিগুলো চোখের সামনে মূর্ত হয়ে উঠলো আরেকবার।
জান্নাত্মনিটার জন্য অনিঃশেষ দোয়া।
আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
তোমার উপস্থিতি অন্নেক ভালো লাগলো। তোমার বিষণ্ণতা নিয়ে ছোট্ট একটু কথা বলতে ইচ্ছে হচ্ছে। তা হল তুমি কিন্তু অনেক বুদ্ধিমতী। আমল করা একজন আল্লাহ্র বান্দি। তবে হতাশা তোমাকে স্পর্শ করবে কেন? যখন আমাদের একজন উত্তম কর্মবিধায়ক আছেন। আমাদের উচিৎ চেষ্টা চালিয়ে যাওয়া আর প্রতিফল দানকারী তো ঐ একজনই।
মহান রব একমাত্র সিদ্ধান্ত গ্রহণকারী। ফলাফল নির্ধারনে। তাই দুঃখ কষ্ট বিপদে ধৈর্যচ্যুতি নয় বরং আশায়, ভীতিতে ও উদ্দীপনায় দয়াময়ের উপর পূর্ণ ভরসা রাখা চাই।
তোমার জন্য দোয়া নিরন্তর......;
সুন্দর পাঠশালা,
গুর্বী-ও, মা শা আল্লাহ
আমার কাটাছেঁড়ার স্বভাবটা ছাড়তে পারিনা বলে নিজের লেখাও প্রকাশ করা হয় কম!
আপনারটাও কেটে-ছিঁড়ে ফেললাম-
আঁখি জ্বলে তারার মেলা
[অশ্রু জলে তারার মেলা]
চন্দ্রাকাশে করছে খেলা।
উল্ল সিত মনকা নন
উথলে উঠে আনন্দ বান।
[উথলে উঠে হর্ষ বান। ]
স্বপ্ন হলো মিষ্টি মধুর
রিমঝিম, টাপুর টুপুর।
[রিমঝিমঝিম, টাপুর টুপুর।]
সবার দোয়া করি আহরণ
জ্যোতিময় হোক কচি প্রাণ।
[জ্যোতির্ময় হোক কচি প্রাণ।]
কবিতার আগাগোড়া না হলেও অন্ততঃ একেকটা ৪-৬লাইন পর্বের ছন্দ-মাত্রায় মিল থাকলে পাঠকের আনন্দ বেড়ে যায়!
লিখার জন্য সময় আর নির্জনতা প্রয়োজন। আমার দু’টোরই বড্ড অভাব। আর দিনটি আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল অনেক। তাই খুব তাড়াতাড়ি করে ঘরে ফিরে দিনটিকে স্মরণে রাখার জন্যই লিখাটুকুর অবতারণা।
ভেবেছিলাম সময় হলে একটু পরিবর্তন করবো।
যাক প্রথম অংশে আঁখি জ্বলে অর্থ আনন্দে, জলে বা পানিতে নয়।
আর শেষাংশে জ্যোতির্ময় শব্দ অনেক কষ্টেও আনতে পারিনি কী বোর্ডে।
বাকীটুকু অনেক সুন্দর লাগলো মাশাআল্লাহ।
আপনার স্মরণীয় দিন বরকতময় হয়ে থাকুক!!
দোয়া করবেন বোনটির জন্য। আরও বেশী বেশী করে।
তারা ঝিল মিল কবিতার ছন্দ দারুন উপভোগ করলাম আলহামদুলিল্লাহ! জাযাকিল্লাহ আপু!
তোমার অনুপস্থিতি আসলেই ভীষণ কষ্টদায়ক।
যদিও ইচ্ছে থাকা সত্ত্বেও আমি নিয়মিত হতে পারি না। তাতে কি।
নিয়মিত হবার অনুরোধ রইলো।
সকলেই ভালো আছো তো আপু? তোমাদের জন্য সবসময়ই দোয়া। আপুর জন্য দোয়া করিও। ভালো থেকো খুব ভালো এই প্রত্যাশা। হৃদয় ভরে।
আশাকরি আপনারাও ভালো আছেন।
আপনার আন্তরিক উপস্থিতির জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার আন্তরিক ও মূল্যবান উপস্থিতির জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার আন্তরিক ও মূল্যবান উপস্থিতির জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন