হীরকের প্রথম পাঠশালা – দোয়াপ্রার্থী

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১২ এপ্রিল, ২০১৬, ০৩:৩৩:৪৯ রাত



হীরকের প্রথম পাঠশালা

একি! পরম স্বর্ণপূর্ণ থালা!

Bee

আঁখি জ্বলে তারার মেলা

চন্দ্রাকাশে করছে খেলা।

Bee

হীরক দ্যুতি রঙ ছড়ায়

বিস্ময়ে মোর মন ভরায়।

Bee

উল্লসিত মন কানন

উথলে উঠে হর্ষবান।

Bee

স্বপ্ন হলো মিষ্টি মধুর

রিমঝিমঝিম, টাপুর টুপুর।

Bee

আহা! অদ্ভুত শিহরণ

মনে মধু হয় বরিষণ।

Bee

সবার দোয়া করি আহরণ

জ্যোতির্ময় হোক কচি প্রাণ।

Bee

হে প্রভু! পূর্ণ করো জ্ঞান

মাগি দয়া, আসমানী দান।



বিষয়: বিবিধ

১৬২৫ বার পঠিত, ৪১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365430
১২ এপ্রিল ২০১৬ রাত ০৩:৫৮
আবু তাহের মিয়াজী লিখেছেন : আমীন।
অসাধারণ পাঠশালা কবিতা।
১২ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৩৩
303208
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ বড় ভাই।

আপনার মূল্যবান প্রথম উপস্থিতি ও প্রেরণা দারুণ ভালো লাগলো।

আমীন। ছুম্মা আমীন।

জাজাকাল্লাহু খাইর।
365432
১২ এপ্রিল ২০১৬ রাত ০৪:০৪
শেখের পোলা লিখেছেন : আসসালামু আলাইকুম,
অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর হয়েছে৷
আপার আর্জী পুরা কর প্রভু,
অশান্তি তারে না ছোঁয় কভু৷
১২ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৩৬
303209
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমাস সালাম ওয়ারাহমাতুল্লাহী ওয়া বারাকাতুহু সুহৃদ বড় ভাই।

আপনার অসাধারণ দোয়া হৃদয় ছুঁয়ে দিলো। সোবহানাল্লাহ।

জাজাকাল্লাহু খাইর।
365437
১২ এপ্রিল ২০১৬ সকাল ০৯:০১
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : অসাধারন
১২ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৩৭
303210
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ ভাই।

আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণা দারুণ ভালো লাগলো।

জাজাকাল্লাহু খাইর।
365442
১২ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৩২
গাজী সালাউদ্দিন লিখেছেন : পাওয়ার জন্য আর কি দোয়া করব, সবাইতো পেয়েছেন। তো পাওয়াগুলো যেন না পাওয়ায় পরিণত না হয়, তাই দোয়া করে দিলাম।
১২ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৩৯
303211
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

মন্দ বলার চেয়ে চুপ থাকা উত্তম নয় কি সুহৃদ ছোট ভাই?!!
১২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:০৫
303217
গাজী সালাউদ্দিন লিখেছেন : তবে চুপ করেই থাকি, তাতে যদি আপনাদের সবার কষ্টের কারণ না হই, সে যে আরও ভালো।
১২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:২০
303222
সন্ধাতারা লিখেছেন : সবার কষ্টের থেকেও বড় কথা হল এতে আপনার অনেক কষ্টের কারণও নিহিত আছে। বিচার দিনে আমাদের প্রত্যেকটি কথার ও কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। তাই ......

আপনাকে কষ্ট দেয়া আমার উদ্দেশ্য নয়। ছোট ভাই।
১২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:২৪
303223
সন্ধাতারা লিখেছেন : হঠাৎ করে এভাবে ক্ষেপে উঠেছেন কেন বুঝতে একটু কষ্টই হচ্ছে!!
১২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৫৮
303227
গাজী সালাউদ্দিন লিখেছেন : যে কেউ আমার কষ্টের কারণ হতে পারে, তবে আমি যেন কারও কষ্টের কারণ না হই। আল্লাহর কাছে সে তাওফীক কামনা করি।
আমিও আপনার কোন কথায় কষ্ট নেই বোন।
১৮ এপ্রিল ২০১৬ রাত ১০:৩৫
303757
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক শুকরিয়া।
365445
১২ এপ্রিল ২০১৬ সকাল ১১:০৮
বিবর্ন সন্ধা লিখেছেন : Love Struckআসসালামু আলাইকুম

আপু কি স্কুলে যোগ দিচ্ছেন নাকি!! Surprised


মহান আল্লাহ আমাদের মনের সকল নেক আশা পুরন করুন,
আমিন Good Luck
১২ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৫০
303202
আবু জান্নাত লিখেছেন : না! না!! এ বয়সে স্কুলে যাবে কেন! Crying

আমার জান্নাতের জন্য লিখেছে। জান্নাত জীবনের প্রথম পাঠশালায় তো! তাই। Good Luck Good Luck
১২ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৪৪
303212
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমাস সালাম ওয়ারাহমাতুল্লাহী ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয়া আপি।

জ্বি আপু কচি কাঁচাদের সাথে আমিও কিছুটা আনন্দঘন মূল্যবান সময় অতিবাহিত করলাম।

সবকিছু মিলিয়ে অসাধারণ অনুভূতি!

আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণা দারুণ ভালো লাগলো।

হৃদয়গ্রাহী দোয়ায় আমীন। ছুম্মা আমীন।

জাজাকাল্লাহু খাইর।
১২ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৪৮
303213
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

জান্নাতী পাখীটাকে ভীষণ মনে পড়ছে আংকেলজ্বি। জান্নাতী বাগিচায় দ্বীনি জ্ঞানের সুবাসিত ফুল ও ফলে ভরে উঠুক এটাই একান্ত আন্তরিক কামনা ও দোয়া।
365450
১২ এপ্রিল ২০১৬ সকাল ১১:৪৯
আফরা লিখেছেন :
আসসালামু আলাইকুম ওয়া রহমাতল্লাহী ওয়া বারাকাতুহু আপু ।
হে আল্লাহ আমাদের দ্বীনি ইলম দান করুন । আমীন ।
১২ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৫২
303214
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমাস সালাম ওয়ারাহমাতুল্লাহী ওয়া বারাকাতুহু আফ্রাম্নি।

তোমার উপস্থিতি ও মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো।

তোমার সুন্দর দোয়ায় আমীন। ছুম্মা আমীন।

জাজাকাল্লাহু খাইর।
365479
১২ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৩৫
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ছন্দের যাদুতে মুগ্ধ হলাম।
১২ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৫৪
303215
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ ভাই।

আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ মন্তব্যে প্রীত হলাম।

জাজাকাল্লাহু খাইর।
365493
১২ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৪৮
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শ্রদ্ধেয়া।
প্রথম পাঠশালাতে জান্নাত নিয়মিত যাচ্ছে।

সবার দোয়া করি আহরণ
জ্যোতিময় হোক কচি প্রাণ।


এই কথাটি জান্নাতের বেলায় ভালো মানিয়েছে । সুন্দর পোষ্টটির জন্য অনেক অনেক শুকরিয়া হে শ্রদ্ধেয়া।
১২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:০২
303216
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমাস সালাম ওয়ারাহমাতুল্লাহী ওয়া বারাকাতুহু আংকেলজ্বি।

একেই বলে মমতাপূর্ণ পিতৃহৃদয়! অন্তরের গভীর থেকে দোয়া করি আপনার কথাগুলো যেন মহান রব জান্নাতী পাখীটার জন্য কবুল করে নেন।

ওর ছবিগুলো চোখের সামনে মূর্ত হয়ে উঠলো আরেকবার।

জান্নাত্মনিটার জন্য অনিঃশেষ দোয়া।

আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
365520
১২ এপ্রিল ২০১৬ রাত ০৮:১৬
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম আপি। কেমন আছ? তুমি মাসাআল্লাহ এখনো কত সুন্দর করে সব লিখতে পারো। আসলে সুন্দর কিছু লেখইআর জন্য সুন্দর, পাপমুক্ত মনের প্রয়োজন। এই কদিন ধরে কত ইস্যু নিয়ে লেখার কথা মাথায় কাজ করছে কিন্তু লিখতে গেলে পারিনা। একটু লিখে আবার কেটে দিই মন খারাপ করে উঠে যাই। মন নষ্ট হয়ে গেছে, নিজের ব্যক্তিগত সমস্যাগুলি জীবনের জন্য রীতিমত বাধাঁ হয়ে দাড়িয়েছে। দোয়া কোরো আমার জন্য যেন আল্লাহ আমাকে আবার সঠিক রাস্তায় পরিচালিত করেন, ব্যক্তিজীবন যেন বড় না হয়ে দাড়ায়। জাঝাক আল্লাহ প্রিয় বড় বোন।
১৮ এপ্রিল ২০১৬ রাত ১০:৪৬
303761
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রাণপ্রিয় ছোট বোন।

তোমার উপস্থিতি অন্নেক ভালো লাগলো। তোমার বিষণ্ণতা নিয়ে ছোট্ট একটু কথা বলতে ইচ্ছে হচ্ছে। তা হল তুমি কিন্তু অনেক বুদ্ধিমতী। আমল করা একজন আল্লাহ্‌র বান্দি। তবে হতাশা তোমাকে স্পর্শ করবে কেন? যখন আমাদের একজন উত্তম কর্মবিধায়ক আছেন। আমাদের উচিৎ চেষ্টা চালিয়ে যাওয়া আর প্রতিফল দানকারী তো ঐ একজনই।

মহান রব একমাত্র সিদ্ধান্ত গ্রহণকারী। ফলাফল নির্ধারনে। তাই দুঃখ কষ্ট বিপদে ধৈর্যচ্যুতি নয় বরং আশায়, ভীতিতে ও উদ্দীপনায় দয়াময়ের উপর পূর্ণ ভরসা রাখা চাই।

তোমার জন্য দোয়া নিরন্তর......;
১০
365562
১৩ এপ্রিল ২০১৬ রাত ০১:২১
১৮ এপ্রিল ২০১৬ রাত ১০:৪৮
303762
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ বড় ভাই। আপনার রেখে যাওয়া ফুলগুলো দেখে অন্নেক আনন্দ হল। সুস্থবোধ করছেন ভেবে। অনিঃশেষ দোয়া রইলো।
১১
365740
১৪ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:০৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

সুন্দর পাঠশালা,
গুর্বী-ও, মা শা আল্লাহ Rose Thumbs Up


আমার কাটাছেঁড়ার স্বভাবটা Tongue ছাড়তে পারিনা বলে নিজের লেখাও প্রকাশ করা হয় কম!
আপনারটাও কেটে-ছিঁড়ে ফেললাম-

আঁখি জ্বলে তারার মেলা
[অশ্রু জলে তারার মেলা]
চন্দ্রাকাশে করছে খেলা।


উল্ল সিত মনকা নন
উথলে উঠে আনন্দ বান।
[উথলে উঠে হর্ষ বান। ]

স্বপ্ন হলো মিষ্টি মধুর
রিমঝিম, টাপুর টুপুর।
[রিমঝিমঝিম, টাপুর টুপুর।]

সবার দোয়া করি আহরণ
জ্যোতিময় হোক কচি প্রাণ।
[জ্যোতির্ময় হোক কচি প্রাণ।]

কবিতার আগাগোড়া না হলেও অন্ততঃ একেকটা ৪-৬লাইন পর্বের ছন্দ-মাত্রায় মিল থাকলে পাঠকের আনন্দ বেড়ে যায়!

Praying Praying
১৮ এপ্রিল ২০১৬ রাত ১১:০০
303764
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ বড় ভাই। আপনার কাঁটা ছেঁড়া দেখে আনন্দিত হলাম।

লিখার জন্য সময় আর নির্জনতা প্রয়োজন। আমার দু’টোরই বড্ড অভাব। আর দিনটি আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল অনেক। তাই খুব তাড়াতাড়ি করে ঘরে ফিরে দিনটিকে স্মরণে রাখার জন্যই লিখাটুকুর অবতারণা।

ভেবেছিলাম সময় হলে একটু পরিবর্তন করবো।

যাক প্রথম অংশে আঁখি জ্বলে অর্থ আনন্দে, জলে বা পানিতে নয়।
আর শেষাংশে জ্যোতির্ময় শব্দ অনেক কষ্টেও আনতে পারিনি কী বোর্ডে।

বাকীটুকু অনেক সুন্দর লাগলো মাশাআল্লাহ।
২১ এপ্রিল ২০১৬ রাত ০১:৩১
304087
আবু সাইফ লিখেছেন : তাহলে অশ্রু-র বদলে নয়ন জ্বলে

আপনার স্মরণীয় দিন বরকতময় হয়ে থাকুক!!
২৬ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:২০
304666
সন্ধাতারা লিখেছেন : আপনার মূল্যবান ইনপুট অনেক শিক্ষণীয় ও মূল্যবান। আলহামদুলিল্লাহ্‌। সুন্দর দোয়ার জন্য অনেক অনেক শুকরিয়া।

দোয়া করবেন বোনটির জন্য। আরও বেশী বেশী করে।
Good Luck Good Luck Good Luck
১২
366043
১৭ এপ্রিল ২০১৬ রাত ১০:৫৯
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুমআপু।

তারা ঝিল মিল কবিতার ছন্দ দারুন উপভোগ করলাম আলহামদুলিল্লাহ! জাযাকিল্লাহ আপু! Love Struck
১৮ এপ্রিল ২০১৬ রাত ১১:১০
303766
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রাণপ্রিয় ছোট বোন। বহুদিন পর তোমার উপস্থিতির আনন্দ ঢেউ অনুভব করলাম।

তোমার অনুপস্থিতি আসলেই ভীষণ কষ্টদায়ক।

যদিও ইচ্ছে থাকা সত্ত্বেও আমি নিয়মিত হতে পারি না। তাতে কি।

নিয়মিত হবার অনুরোধ রইলো।

সকলেই ভালো আছো তো আপু? তোমাদের জন্য সবসময়ই দোয়া।Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor আপুর জন্য দোয়া করিও। ভালো থেকো খুব ভালো এই প্রত্যাশা। হৃদয় ভরে। Love Struck Love Struck Love Struck Good Luck Good Luck Good Luck Love Struck Love Struck Love Struck Love Struck
০৬ মে ২০১৬ রাত ০৪:২৩
305503
সাদিয়া মুকিম লিখেছেন : আলহামদুলিল্লাহ আপু! এখন বাচ্চাদের স্কুল -কলেজের শেষ পর্যায় শুধু এক্সাম চলছে, সিজন চেন্জ হচ্ছে , আমার এলার্জি জনিত সমস্যটা অনেক বেড়ে যায় সব মিলিয়ে খুব একটা ফ্রী টাইম পাচ্ছি না!

আশাকরি আপনারাও ভালো আছেন। Love Struck Praying
০৯ মে ২০১৬ বিকাল ০৫:৪৯
305847
সন্ধাতারা লিখেছেন : জ্বি আপু আমরা সবাই ভাল আছি আলহামদুলিল্লাহ্। তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া রইলো।
১৩
366245
১৯ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৫২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : চমৎকার লিখনী! ধন্যবাদ।
২৬ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:২২
304667
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাই। আপনার রেখে যাওয়া প্রেরণা পাথেয় হোক।

আপনার আন্তরিক উপস্থিতির জন্য জাজাকাল্লাহু খাইর।
Good Luck Good Luck Good Luck
১৪
366254
১৯ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:১১
হককথা লিখেছেন : কবিতার এক অসাধারণ পাঠশালা ! এমন পাঠশালার একজন ছাত্র হতে পারাটাও ভাগ্যের ব্যপার। আল্লাহ আপনাকে যোগ্যতা বাড়িয়ে দিন।
২৬ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:২৫
304669
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাই। একি কথা বললেন?!! আপনার রেখে যাওয়া প্রেরণা ও সুন্দর দোয়া লিখার জগতে পাথেয় হয়ে থাক।

আপনার আন্তরিক ও মূল্যবান উপস্থিতির জন্য জাজাকাল্লাহু খাইর।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
১৫
366422
২০ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৪৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে
২৬ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:২৬
304670
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাই। আপনাদের নিরন্তর প্রেরণা চিন্তারাজ্যে সাথী হয়ে থাক।

আপনার আন্তরিক ও মূল্যবান উপস্থিতির জন্য জাজাকাল্লাহু খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File