কেন জাগবে না ?! ......
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৮ মার্চ, ২০১৬, ০৭:৫০:২৪ সন্ধ্যা
জাগো আজ গৃহবধূ ক্ষেতমজুর কৃষাণ চাষী।
ফসল ভরা মাঠশূন্য দেখো চেয়ে গ্রামোবাসী।।
চারিদিক চেয়ে দেখো কালো মেঘে ঢেকে আছে।
ঠাঁই নেই ধরণীতে বজ্র আঘাত আসছে পিছে।।
মরণ জয়ের ঝাণ্ডা নিয়ে তৈরি হবার ক্ষণ এসেছে।
মাতম তোমার বন্ধ করো শত্রু আজ বন্ধু সেজেছে।।
দিনের আলোয় সন্তানহারা বুক ফেটে কেন কাঁদো।
রণাঙ্গনে যেতে হবে সময় যে নেই দ্রুত সাজো।।
শিক্ষার্থীরা জেগে উঠো হয়ো না আর ভোগের সাথী।
শিক্ষা তোমার হরণ করে ললাটে দিচ্ছে কলঙ্ক রাতি।।
আদর্শের নামে দিচ্ছে তারা দগ্ধ জ্বালা মিথ্যাশ্রয়ী।
মরীচিকা আসছে ধেয়ে বক্ষে চেপে ছলনাময়ী।।
কলুষিত শিক্ষা নিয়ে দিচ্ছো ফাঁকি আপন তরে।
নরক কুণ্ডে পুড়ছে নারী শহর থেকে গ্রামান্তরে।।
মানুষ নামের অমানুষ আজ বন্য পশু ঘরে ঘরে।
আলেমগণ নিদ্রারত তাই মসজিদ ভেঙ্গে প্রতিমা গড়ে।।
ভোগের নেশায় মত্ত যারা প্রলয় শিখা আসছে ধেয়ে।
হতভাগ্য অভিশাপে রক্তমাখা মৃত্যুপথ অগ্নি ছেয়ে।।
অপমান গ্লানিময় লেন্দুপ দর্জির উপাধিতে মিশে।
ভ্যাবাগঙ্গারামের মত রিক্ত, খুঁজে পাবে না দিশে।।
বিষয়: বিবিধ
১৫৮০ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আরো লিখতে খাকুন আপু । অনেক ধন্যবাদ আপু ।
বোনের জন্য অন্নেক বেশী বেশী দোয়ার দরখাস্ত রইলো।
দেশের এই অবস্থাটায় সবচাইতে বেশী মর্মাহত হই৷যারা নিজেদের নায়েবে রসুল বলে মুরগীর রান খায়৷৷ তারা কি ভাবে তাদের দায়িত্ব এড়ায়৷ আল্লাহ আমাদের প্রতিবাদ করার সাহস দাও৷
আপনার এ জ্বালাময়ী কবিতা সেই প্রতিবাদের সাহস যোগাবে ইন শাআল্লাহ৷ অসম্ভব সুন্দর হয়েছে৷ আরও লিখুন৷ধন্যবাদ৷
আর আলেম নামের... মানুষগুলোকে ভয়ানকভাবে মূল্য দিতে হবে। সময় অত্যাসন্ন।
আপনার মূল্যবান উপস্থিতি ও অসাধারণ মন্তব্যটির সাথে প্রেরণা যোগানোর জন্য জাজাকাল্লাহু খাইর।
এক সময়ের আপোষহীন ছাত্রী নেতৃর কণ্ঠে আবারো সেই সেই পুরনো তেজ।
জাযাকাল্লাহু খাইর
এ যে কবিতা নয় মনের জ্বালা!
তাও তো ভালো যে জ্বালা নিবারণের একটি জায়গা আছে, আছে কিছু সমমনা মানুষ। ভালো আছেন তো? আপনার দিনকাল কেমন কাটছে ছোট ভাই?
কেমন আছেন আন্টি মনি? বিদ্রোহী কবিতা, দারুন হয়েছে।
আজ যেন কৃষক শ্রমিক থেকে শুরু করে বৃত্তশালী পর্যন্ত সবার রক্ত জমে গেছে, সবাই শুধু আজ মুসলিম দাবীদার। কিন্তু ইসলামী সম্পদ রক্ষায় কেউ এগিয়ে আসে না। কেউ বা আলেমদের দোষ দিয়ে নিজেদের দায়িত্ব পার করছে, কেউবা জালিম শাহীর দোহাই দিয়ে নিজেদের অবস্থান পরিস্কার করছে, কেউবা শিক্ষা ব্যবস্থার কারণ দেখিয়ে নিজেদের গুটিয়ে রেখেছে, কেউবা ঐক্য ঐক্য বলে ঝড় তুলছে।
আসলে এর দায়ী থেকে কেউ অব্যহতি পাবে না। আল্লাহ তায়ালা বলেছেনঃ মুসলিম দাবীদার হলেই কি তোমাদের ছেড়ে দেওয়া হবে? তোমাদেরকে কি পরীক্ষা করা হবে না?
এখানে আল্লাহ তায়ালা সব মুসলমানকেই সম্ভোধন করেছেন। সুতরাং অন্যের উপর দোষ দিয়ে কেউ ছাড় পাবে না। সুতরাং সবাইকে জেগে উঠতে হবে। জাযাকিল্লাহ খাইর
আপনি কেমন আছেন? জান্নাতমণিসহ দেশের সবাই ভালো তো?
অবশ্যই প্রত্যেককেই নিজ নিজ কর্মের জবাবদিহিতা করতেই হবে একদিন। সেখান থেকে কারই নিষ্কৃতি নেই। পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে সেদিনের সেই ভয়ংকর দিনের জন্য তৈরি থাকতে হবে।
আল্লাহ্ পাক অদূরদর্শী মুসলমানদেরকে সঠিক বুঝ দান করুণ।
আপনার মূল্যবান উপস্থিতি ও অসাধারণ মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনিও আমাদের জন্য বেশী বেশী করে দোয়া করবেন।
আপনি ভালো আছেন তো? সবুজ ভাই?
এতো কিছুর পরেও ব্লগে গুরুত্বপূর্ণ উপস্থিতির জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
আপু এবার জ্বরের রোগীর জন্য কবিতা লিখুন! মাথাঘোরা, খাবারে অরুচি, হাত পা ব্যথা সব ফেলে যেনো আবার কর্মজগতে দৌড় মারতে পারি!
সুন্দর কবিতার জন্য শুকরিয়া!
আসসালামু আলাইকুম
জেগে উঠার কবিতা কিনতু
পড়ে কেন যেন মনমরা হয়ে গেলাম
তোমার মত গুণবতী মেধাবী একটি মেয়ে এভাবে হাহাকার করলে চলবে কেন? জীবন যুদ্ধে জয়ী হবার সৎ বাসনা ও কৌশল থাকা চাই!
তোমার জন্য দোয়া নিরন্তর......
367538 ৩০ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৪১
সন্ধাতারা লিখেছেন : Salam. Jajakallah for ur first presence in my writing.
মন্তব্য করতে লগইন করুন