হে তরুণ নওজোয়ান!!
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:১৩:১১ রাত
হে তরুণ নওজোয়ান
গড়ে তোল আন্দোলন।
মানবো নাকো পিছন টান
রুখবোই মোরা নিপীড়ন।
উপড়ে ফেলো জুলুম শোষণ
পবিত্র হোক শহীদি ময়দান।
জগত জুড়ে অধঃপতন
হতেই হবে এর অবসান।
বন্ধ করো মাতম ক্রন্দন
জেগে উঠো যতো বিপ্লবী সন্তান।
ভেঙ্গে ফেলো তাজ, স্বৈরশাসন।
মানবো না আর ঝড় তুফান।
গাও সকলি সাম্যের গান
মজলুম হোক বেগবান।
রক্তাক্ত যমীনে মরণপণ
লড়বে যতো বীর পালোয়ান।
ডাকছে দেখো নবজাগরণ
উদ্দীপ্ত আজ নতুন প্রাণ।
ঝাণ্ডা ওড়াও মুসলমান
দেখুক চেয়ে বিশ্বজাহান।
বিষয়: বিবিধ
১৫৯৯ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অন্নেক দিন উদ্যমী ও উৎসাহী একটি মন্তব্য নিয়ে হাজির হওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
তা আছেন কেমন?
তারুন্যের দীপ্তি ছড়ানো কবিতাগুলো আসলেই আমাদের ভবিষ্যত প্রজন্মদের আশার আলো ছড়াবে!
শুকরিয়া আপুজ্বি!
আগামী প্রজন্মকে চরম আগ্রাসী মরণব্যাধি থেকে বাঁচানোর তাগিদে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে।
এক্ষেত্রে তরুণরাই কেবল পারে সঠিক দিক নির্দেশনা দিয়ে সকলকে ঐক্যবদ্ধ করতে।
এটাই উদাত্ত আহ্বান...।
স্বপ্ন জাগানিয়া উদ্দীপ্তময় একটি সুন্দর মন্তব্যের জন্য অন্নেক অন্নেক শুকরিয়া আপু।
সবাই ভালো আছো তো?
খুব ইচ্ছে করে কথা বলি কিন্তু......
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু আপু ।
রক্ত গরম করা কবিতা অনেক ভাল হয়েছে আপু।
মূল্যবান মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
জাগবে তরুন হানবে আঘাত,
লাফিয়ে তাগুত পড়বে তফাত৷
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ বড় ভাইয়া।
কাব্যিক ছন্দে স্বপ্ন জাগানিয়া উদ্দীপ্তময় একটি সুন্দর মন্তব্যের জন্য অন্নেক অন্নেক শুকরিয়া।
মূল্যবান মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
মূল্যবান উপস্থিতি ও অসাধারণ মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ ভাইয়া।
মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
মূল্যবান উপস্থিতি ও সুন্দর মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
কবিতাখানি হেভভি হয়েছে।
এ যুগের নজরুল আমাদের বানু আপা
আর হ্যাঁ। পাহাড়সম অযোগ্যতাকে দিলে রেখে এভাবে শুনতে কিন্তু লজ্জিত হচ্ছি। তবে অনুপ্রেরণা যে পাচ্ছি অনেক সেটাও কিন্তু মিথ্যে নয়।
উৎসাহ উদ্দীপনামূলক সুন্দর মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার জন্য সর্বাঙ্গীণ মঙ্গল কামনায়। সর্বতোভাবে।
মন্তব্য করতে লগইন করুন