প্রশ্নের উত্তর খুঁজি......। কেউ বলবেন কী????
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১০ ফেব্রুয়ারি, ২০১৬, ১০:১২:৫২ রাত
সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি, শিক্ষানীতি থেকে শুরু করে নিত্য দিনের বড় ও ছোট ব্যবসা বাণিজ্যে পর্যন্ত বিরাজ করছে আকাশচুম্বী অশুভ প্রতিযোগিতা। শূন্য থেকে রাতারাতি বনে যাচ্ছে কোটি কোটি পতি। শিক্ষকতার নামে শ্লীলতাহানি, ব্যাংকিং ব্যবস্থায় লুণ্ঠন আর লুটতারাজ। সাংবাদিকতার নামে মিথ্যার বেশাতি।
দার্শনিক, বুদ্ধিজীবী ও বিচারপতি থেকে শুরু করে এমন কোন গোত্র নেই যেখানে এই সর্বনাশা কার্যক্রম সংগঠিত হচ্ছে না। সর্বত্রই এই ভয়াবহ সর্বগ্রাসী আগ্রাসন মানব জাতীর বিবেক বুদ্ধি ও সঠিক সিদ্ধান্তের মানসিকতা কেড়ে নিচ্ছে। মনোবলে চিড় ধরাচ্ছে। ভেঙ্গে দিচ্ছে ঐক্যের মেরুদণ্ড। কেড়ে নিচ্ছে প্রতিবাদের ভাষা।
আত্মিক ও সামাজিক এই বিপর্যয়ের প্রলয়ঙ্করী ধারা কে রুখবে?
মাবসভ্যতাকে কবরস্থ করে গড়ে উঠছে উন্মুক্ত নেশা, জুয়াসহ আত্মবিনাশি মরণ ফাঁদ। বিশ্বব্যাপী মুষ্টিমেয় কিছু রাজনৈতিক নেতার ধূর্ততার আবর্তে জিম্মি আজ গোটা জনগোষ্ঠী। সহজ সরল প্রাণ অসহায় মানুষ ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুণছে। রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে প্রতিকারবিহীন।
সুস্থ ও শান্তিপূর্ণভাবে এদের বেঁচে থাকার অধিকার কে দেবে??? এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় কী?
প্রতিক্ষণে হৃদয়ের গভীরে উদিত ও পোষিত জলন্ত প্রশ্নের উত্তর খুঁজি আপনাদের কাছে......
বিষয়: বিবিধ
১৫৫৪ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কষ্ট করে হলেও লিখুন, আপুর মত অনেকেই জানতে উতসুক!!
তোমার প্রথম উপস্থিতি দেখে আশান্বিত হয়েছিলাম। কিছু জ্ঞানগর্ভ কথা শুনতে পাবো বলে।
কিন্তু অপ্রত্যাশিতভাবে নিরাশ হলাম। ভালো আছো তো আপি?
অনেক দোয়া করি তোমার জন্য। সবসময়।
তবে আপনার কাছ থেকেও জানার ব্যগ্রতা রইলো।
কী বলেন ভাইয়া?!
সারা পৃথিবীর মুসলিমদের দুরাবস্থার কারনটা বুঝতে পারছেন না????
কিন্তু শায়খ বললেন, আপনার প্রস্তাবে রাজী হলে তো আমার মাসিক দশ টাকা আয় বন্ধ হয়ে যাবে! মিস্টার হকিন্স তখন বিস্মিত হয়ে বললেন, আপনি তো এক আজব মানুষ! আড়াইশ টাকার স্থলে আপনার দশ টাকা প্রাপ্তির আফসোস!
শায়খ তখন বললেন, এছাড়াও আমার বাড়ীতে একটি বরই গাছ আছে। সে বরই আমার ভীষণ পছন্দ। বেরেলীতে তো সেটা পাওয়া যাবে না।
ইংরেজ শাসক যে কোন উপায়ে শায়খকে নিজের কাজে ব্যবহৃত করার জন্য উদগ্রীব ছিলেন। তাই তিনি বললেন, ঠিক আছে তা আমি ব্যবস্থা করে দেবো।
শায়খ এবার বললেন, আমি রামপুর থেকে চলে গেলে যারা আমার কাছে পড়ে, তাদের পড়া বন্ধ হয়ে যাবে। চৌকস ইংরেজ তখনো হাল ছাড়তে নারাজ। তিনি প্রত্যুত্তরে বললেন, তাদের জন্য বৃত্তি বরাদ্দ করা হবে। যাতে তারা আপনার কাছে পড়া চালিয়ে যেতে পারে।
শায়খ এবার সর্বশেষ তীরটি ছুঁড়লেন! যার উত্তর সেই ইংরেজের কাছে অজানা ছিল। শায়খ তখন বললেন, সবকিছুই ঠিক আছে। কিন্তু আগামীকাল আল্লাহ্ যখন জিজ্ঞাসা করবেন, বেশী মূল্যে ইলম বিক্রি করেছো কেন? তখন কী উত্তর দেবো?!
ইংরেজ শাসক তখন এই মুসলিম আলিমের আকাঙ্ক্ষা বুঝতে পেরে তাঁর প্রতি শ্রদ্ধায় অভিভূত হলেন। আর শায়খ মাসিক দশ টাকা মাসোহারায় জীবন জিন্দেগী গুজরান করলেন। এই হল সত্যিকার মুসলমানের একটি নমুনা মাত্র।
ঘটনাটা বেশ ভালো লাগলো
ঘটনাটি পড়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
কেন ভাই???
রাগ করেছেন বুঝি......??
তাইনা সুহৃদ ছোট ভাই?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
সম্মানিতা প্রিয়া শ্রদ্ধেয়া খালাম্মুনি, আমারও মাঝে মাঝে এমন প্রশ্ন মাথায় ঘুরপাক খায়। কিন্তু পরক্ষণে নিজে নিজে চুপষে যাই।
অনেক অনেক শুকরিয়া, হয়তো আপনার প্রশ্নের কারণে কিছুটা হলেও উত্তর পাবো আশা করি।
জাযাকিল্লাহ খাইর
আপনার মত আমিও প্রতীক্ষায় আছি......
তাই আমি ও কিছু বলব না ।
তাই আমি ও কিছু বলব না ।
আমি বরাবরই জানি তুমি খুব স্পষ্টবাদী। কিন্তু অন্যদের নীরব ভূমিকার জন্য তুমিও চুপ মেরে গেলে ছোট বোন......
ফাকিবাজি হয়ে গেলো না ??
তাই বুঝি ভাইয়া??!!
এটাই বুঝি সহজ এবং উত্তম সমাধান ভাইয়া??!!
বিদগ্ধজনেরা সঠিক উত্তর দিতে পারবেন!
'ক্বিয়ামতের বর্ণিত আলামত বাস্তবায়িত হবেই একেক করে! এরই ধারাবাহিকতায় এমন কঠিণ পরিস্হিতি বর্তমানের!'
অসহায় অক্ষমের থেকে এর চেয়ে ভাল জবাব আসে না যে মুহতারামা আপুজ্বী!
করুণাময় মহান পরাক্রমশালী আল্লাহ হেফাজত করয়ন স্বীয় রহমতে!আমিন!!
অসাধারণ মানের একটি মুল্যবান মন্তব্য রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার হৃদয়স্পর্শী সুন্দর দোয়ায় আমীন!
মুল্যবান একটি মন্তব্য রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার হৃদয়স্পর্শী সুন্দর দোয়ায় আমীন!
কিছুই বলতে পারবো না ,
তবে লোভ এবং হিংসা
অনেক অঘটন ঘটায় বলে
আমার ধারনা
নিজেকে বোকা ভাবে ধীমানরাই!
আপনার মূল্যবান মন্তব্যটিও সেই কথাই বলে!!
সুন্দর একটি মন্তব্য রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
ঠিকই বলেছেন! আমরা সবাই যেন জড় পদার্থ বনে বসে আছি!!
আপনার মূল্যবান উপস্থিতি ও সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন