Thumbs Up Thumbs Up কে তুমি ...... ? .... হে মহীয়ান Thumbs Up Thumbs Up

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:৩৪:৫৭ রাত



উপহার দিয়েছো মোদের

নিরানব্বইটি সুমধুর নাম

সর্বত্র বিরাজিত তুমি তবুও

হও না কেন দৃষ্টি নন্দন?

কে তুমি? ...... হে মহীয়ান

Thumbs Up Thumbs Up

চাঁদ-সুরুজ, নক্ষত্র-তারা, সাগর-নদী

তোমারিই তো অলৌকিক দান

ভালোবেসে মানুষকে দিয়েছো তুমি

শ্রেষ্ঠ মাখলুকাতের সন্মান।

কে তুমি? ...... হে মহীয়ান

Thumbs Up Thumbs Up

মহব্বতের করুণাধারায় পাঠিয়েছো

মোদের আল কোরআন

শান্তি ও সাম্যের কী অপূর্ব

শিক্ষণীয় মধুর বন্ধন।

কে তুমি? ...... হে মহীয়ান

Thumbs Up Thumbs Up

ফলে-ফুলে, তৃণমূলে নানান জাতি

পাখ পাখালীর তান।

বৈচিত্রে ভরা সমগ্র ধরা

করে তোমারিই স্মরণ।

কে তুমি? ...... হে মহীয়ান

Thumbs Up Thumbs Up

দিয়েছো তুমি কর্মমূখর দিন

আর রাতে ঘুমের আরাম

কী মহানুভবতায় রাখে ঘিরে

তোমার অসামান্য আয়োজন।

কে তুমি? ...... হে মহীয়ান

Thumbs Up Thumbs Up

চেতনার সমুদ্র তীরে উথলি উঠে

তোমারিই দয়ার বাণ

গভীর মমতায় দিয়েছো ঢেলে

অপরূপ চাঁদের কিরণ।

কে তুমি? ...... হে মহীয়ান

Thumbs Up Thumbs Up

জীবন দিলে, আহার দিলে, আরও দিলে

নেয়ামত অফুরাণ

তবুও কেন অকৃতজ্ঞ মোরা দীর্ঘশ্বাসে

কাটাই জীবন?

কে তুমি? ...... হে মহীয়ান

Thumbs Up Thumbs Up

ধরণীর পথে পথে রহস্যঘেরা

অলৌকিক সৃজন

আবার দিয়েছো স্বর্গ-নরকের

সহজ সমীরণ।

কে তুমি? ...... হে মহীয়ান

Thumbs Up Thumbs Up

জানিনা কোথায় কখন হবে

জীবনের সমাপন

সকলকেই ক্ষমিও প্রভূ

হে ক্ষমাকারী মহাজন।

তুমি তো অতি মেহেরবান.........



বিষয়: বিবিধ

১৬৩৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357926
২৯ জানুয়ারি ২০১৬ রাত ০৩:৩৭
কাহাফ লিখেছেন :
তিনি মহান করুণাময় খালেক,পালনেওয়ালা!
পাঠিয়েছেন মোদের জন্যে মুরশিদ কামলিওয়ালা!

২৯ জানুয়ারি ২০১৬ সকাল ০৫:০০
297008
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় ছোট ভাই।

আপনার প্রথম উপস্থিতি ও মূল্যবান মন্তব্যে অনেক প্রীত হলাম।

চমৎকার বলেছেন। আসলেই মেহেরবান আল্লাহ্‌ তো বাদশাহর বাদশা এবং সমগ্র আসমান ও যমীনের মালিক।

মহান রব! আমাদের সকলকেই ক্ষমা করুণ এবং কবুল করুণ। আমীন।
৩০ জানুয়ারি ২০১৬ রাত ০৩:৪৯
297052
কাহাফ লিখেছেন : ওয়ালাইকুমুস্ সালাম ওয়ারাহমাতুল্লাহ.....।

সুন্দর দোয়ায় আমিন ছুম্মা আমিন শ্রদ্ধেয়া আপুজ্বী!
১০ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৩৮
297808
সন্ধাতারা লিখেছেন : আমীন! ছুম্মা আমীন! ছোট ভাই।
357927
২৯ জানুয়ারি ২০১৬ রাত ০৩:৩৭
দ্য স্লেভ লিখেছেন : তিনি হলেন সুমান আল্লা সুবহানাহু ওয়া তায়ালা। অসিম দয়াময়
২৯ জানুয়ারি ২০১৬ সকাল ০৫:০২
297009
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় ছোট ভাই।

সঠিক বলেছেন। আসলেই মেহেরবান আল্লাহ্‌ তো বাদশাহর বাদশা এবং সমগ্র আসমান ও যমীনের মালিক।

মহান রব! আমাদের সকলকেই ক্ষমা করুণ এবং কবুল করুণ। আমীন।
357928
২৯ জানুয়ারি ২০১৬ রাত ০৩:৩৮
আফরা লিখেছেন : আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লিলাহী ওয়া বারাকাতুহু আপু ।

মনের অবেগ দিয়ে লিখা কবিতা খুব ভাল লেগেছে আপু ।
২৯ জানুয়ারি ২০১৬ সকাল ০৫:০৫
297010
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রাণপ্রিয় আফ্রাম্নি।

উৎসাহব্যঞ্জক ও প্রেরণাপূর্ণ চমৎকার অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
357934
২৯ জানুয়ারি ২০১৬ সকাল ০৫:২০
শেখের পোলা লিখেছেন : চমৎকার৷ ধন্যবাদ৷
বিশ্ব সৃজন করিয়া তিনি আরশে আসীন,
তাঁরই ইবাদত তরে সৃজিলেন ইনসান ও জ্বীন৷
বন বনাণী তরুলতা বৃক্ষ সাগর নদী,পাহাড়,
দিবানীশি আনাদি অনন্ত বন্দনা গায় তাহার৷
তিনিই প্রভু তিনিই মালিক মহীয়ান গরীয়ান,
তিনিই মোদের আল্লহ তায়ালা রহিম রহমান৷

১০ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৪১
297809
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাইয়া। আপনার অসাধারণ মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
357946
২৯ জানুয়ারি ২০১৬ সকাল ১০:০৯
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : বিশেষায়িত করার মতো বিশেষণের অভাব নেই। তিনি তিনিই।
১০ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৪২
297810
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাইয়া। অনেক সুন্দর বলেছেন।
মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
357992
২৯ জানুয়ারি ২০১৬ রাত ১০:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১০ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৪৩
297811
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাইয়া। আপনাকেও অনেক ধন্যবাদ।

মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
358029
৩০ জানুয়ারি ২০১৬ দুপুর ০২:২২
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হে শ্রদ্ধেয়া প্রাণের আত্মীয়। কেমন আছেন আপনি?

মহান প্রভূর দয়া নিয়ে হৃদয়ের স্পন্দন জাগানো ছড়া ছড়িয়ে দিয়েছেন ব্লগ জুড়ে, কে আপনি ....... হে শ্রদ্ধেয়া?

জাযাকিল্লাহ খাইর

১০ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:১২
297817
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেলজ্বী। ভালো আছি সবাই আলহামদুলিল্লাহ।

আমি অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র একজন। মহান রবের অনুগ্রহে ও আপনাদের সকলের দোয়ায় মনে যখন যা আসে তাই লিখার চেষ্টা করি মাত্র। শুধুমাত্র আমার সৃষ্টিকর্তার সন্তুষ্টিকল্পে।

অত্যন্ত হৃদয়গ্রাহী একটি মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
358114
৩১ জানুয়ারি ২০১৬ রাত ০৯:৪১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : তিনি আর কেউ নন সর্বশক্তিমান
সৃষ্টিকুলের প্রতি তিনি রহিম-রহমান
আমরা সদা গাইব তারই গুণ-গান।

.....অনবদ্য লিখনি।ধন্যবাদ।
১০ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:১৪
297818
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

অতি চমৎকার একটি মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File