কে তুমি ...... ? .... হে মহীয়ান
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:৩৪:৫৭ রাত
উপহার দিয়েছো মোদের
নিরানব্বইটি সুমধুর নাম
সর্বত্র বিরাজিত তুমি তবুও
হও না কেন দৃষ্টি নন্দন?
কে তুমি? ...... হে মহীয়ান
চাঁদ-সুরুজ, নক্ষত্র-তারা, সাগর-নদী
তোমারিই তো অলৌকিক দান
ভালোবেসে মানুষকে দিয়েছো তুমি
শ্রেষ্ঠ মাখলুকাতের সন্মান।
কে তুমি? ...... হে মহীয়ান
মহব্বতের করুণাধারায় পাঠিয়েছো
মোদের আল কোরআন
শান্তি ও সাম্যের কী অপূর্ব
শিক্ষণীয় মধুর বন্ধন।
কে তুমি? ...... হে মহীয়ান
ফলে-ফুলে, তৃণমূলে নানান জাতি
পাখ পাখালীর তান।
বৈচিত্রে ভরা সমগ্র ধরা
করে তোমারিই স্মরণ।
কে তুমি? ...... হে মহীয়ান
দিয়েছো তুমি কর্মমূখর দিন
আর রাতে ঘুমের আরাম
কী মহানুভবতায় রাখে ঘিরে
তোমার অসামান্য আয়োজন।
কে তুমি? ...... হে মহীয়ান
চেতনার সমুদ্র তীরে উথলি উঠে
তোমারিই দয়ার বাণ
গভীর মমতায় দিয়েছো ঢেলে
অপরূপ চাঁদের কিরণ।
কে তুমি? ...... হে মহীয়ান
জীবন দিলে, আহার দিলে, আরও দিলে
নেয়ামত অফুরাণ
তবুও কেন অকৃতজ্ঞ মোরা দীর্ঘশ্বাসে
কাটাই জীবন?
কে তুমি? ...... হে মহীয়ান
ধরণীর পথে পথে রহস্যঘেরা
অলৌকিক সৃজন
আবার দিয়েছো স্বর্গ-নরকের
সহজ সমীরণ।
কে তুমি? ...... হে মহীয়ান
জানিনা কোথায় কখন হবে
জীবনের সমাপন
সকলকেই ক্ষমিও প্রভূ
হে ক্ষমাকারী মহাজন।
তুমি তো অতি মেহেরবান.........
বিষয়: বিবিধ
১৬৩৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তিনি মহান করুণাময় খালেক,পালনেওয়ালা!
পাঠিয়েছেন মোদের জন্যে মুরশিদ কামলিওয়ালা!
আপনার প্রথম উপস্থিতি ও মূল্যবান মন্তব্যে অনেক প্রীত হলাম।
চমৎকার বলেছেন। আসলেই মেহেরবান আল্লাহ্ তো বাদশাহর বাদশা এবং সমগ্র আসমান ও যমীনের মালিক।
মহান রব! আমাদের সকলকেই ক্ষমা করুণ এবং কবুল করুণ। আমীন।
সুন্দর দোয়ায় আমিন ছুম্মা আমিন শ্রদ্ধেয়া আপুজ্বী!
সঠিক বলেছেন। আসলেই মেহেরবান আল্লাহ্ তো বাদশাহর বাদশা এবং সমগ্র আসমান ও যমীনের মালিক।
মহান রব! আমাদের সকলকেই ক্ষমা করুণ এবং কবুল করুণ। আমীন।
মনের অবেগ দিয়ে লিখা কবিতা খুব ভাল লেগেছে আপু ।
উৎসাহব্যঞ্জক ও প্রেরণাপূর্ণ চমৎকার অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
বিশ্ব সৃজন করিয়া তিনি আরশে আসীন,
তাঁরই ইবাদত তরে সৃজিলেন ইনসান ও জ্বীন৷
বন বনাণী তরুলতা বৃক্ষ সাগর নদী,পাহাড়,
দিবানীশি আনাদি অনন্ত বন্দনা গায় তাহার৷
তিনিই প্রভু তিনিই মালিক মহীয়ান গরীয়ান,
তিনিই মোদের আল্লহ তায়ালা রহিম রহমান৷
মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
মহান প্রভূর দয়া নিয়ে হৃদয়ের স্পন্দন জাগানো ছড়া ছড়িয়ে দিয়েছেন ব্লগ জুড়ে, কে আপনি ....... হে শ্রদ্ধেয়া?
জাযাকিল্লাহ খাইর
আমি অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র একজন। মহান রবের অনুগ্রহে ও আপনাদের সকলের দোয়ায় মনে যখন যা আসে তাই লিখার চেষ্টা করি মাত্র। শুধুমাত্র আমার সৃষ্টিকর্তার সন্তুষ্টিকল্পে।
অত্যন্ত হৃদয়গ্রাহী একটি মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
সৃষ্টিকুলের প্রতি তিনি রহিম-রহমান
আমরা সদা গাইব তারই গুণ-গান।
.....অনবদ্য লিখনি।ধন্যবাদ।
অতি চমৎকার একটি মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন