Bee Bee পাখী মোরে নিয়ে চলো......... Bee Bee

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৭ জানুয়ারি, ২০১৬, ০৪:৩৪:৩৩ বিকাল



হৃদয় তলে মোর নবী (সাঃ) নাম নিশিদিন

দোল খায়

অন্তরে সদা গেঁথে রাখি তোমা

ফুল তুলে মালিকায়।

পাখী মোরে নিয়ে চলো সোনার মদীনায়

Bee Bee

বক্ষ মাঝে অশ্রু সাগর

বাঁধ মানে না হায়

ছন্দহীন হৃদয়খানি কোথাও

সুখ খুঁজে নাহি পায়।

পাখী মোরে নিয়ে চলো সোনার মদীনায়

Bee Bee

ঢেলে দাও বারিধারা

শুষ্ক এই দরিয়ায়

ভিখারিনী হয়ে মাগি

পথপানে করুণায়।

পাখী মোরে নিয়ে চলো সোনার মদীনায়

Bee Bee

তুমি বিনে সুখ নাহি মোর

ভবের দুনিয়ায়

পাগল মন সদা তোমার

গৃহে পরে রয়।

পাখী মোরে নিয়ে চলো সোনার মদীনায়

Bee Bee

অষ্ট প্রহর কাটে মোর

অধীর অপেক্ষায়

পবিত্র ভূমির স্বাদ পেতে মন

কেবলিই ছুটে যায়।

পাখী মোরে নিয়ে চলো সোনার মদীনায়

Bee Bee

যত ভাবি ততই দহি

অশেষ মহিমায়

কী এক অভাবিত আলোড়ন

ছিনায় ছুঁয়ে যায়।

পাখী মোরে নিয়ে চলো সোনার মদীনায়

Bee Bee

ফুল-পাখি, লতা-পাতা

ডাকে মোরে ইশারায়

সবুজ গম্বুজে মাখা শান্তি

ভরে শুধু কলিজায়।

পাখী মোরে নিয়ে চলো সোনার মদীনায়

Bee Bee

ভালবাসার অনুভব কষ্টে মিশে

বিচ্ছেদ বেদনায়

দহন যন্ত্রণা বিঁধে থাকে

স্বপ্নের আঙিনায়।

পাখী মোরে নিয়ে চলো সোনার মদীনায়

Bee Bee

তাপ দাহ, ক্ষত মুছে জীবন মোর

করো প্রশান্তিময়

হে প্রভু! তোমা তরে সঁপি মোর প্রার্থনা

পরম কৃতজ্ঞতায়।

পাখী মোরে নিয়ে চলো সোনার মদীনায়



বিষয়: বিবিধ

১৬২১ বার পঠিত, ৩৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357793
২৭ জানুয়ারি ২০১৬ বিকাল ০৪:৪০
বিবর্ন সন্ধা লিখেছেন : আমিন Good Luck

(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
২৭ জানুয়ারি ২০১৬ বিকাল ০৪:৫২
296871
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বিবর্ণ সন্ধা ভাইয়া। আমার গৃহে আপনার প্রথম শুভাগমন আনন্দিত করলো অনেক।

মতামতের জন্য জাজাকাল্লাহু খাইর।
Good Luck Good Luck Good Luck
২৭ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৫৪
296882
বিবর্ন সন্ধা লিখেছেন :
وَعَلَيْكُمْ السَّلاَمُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُه Good Luck
২৭ জানুয়ারি ২০১৬ রাত ১০:৫৯
296897
সন্ধাতারা লিখেছেন : বারাকাল্লাহু ফিক Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
357797
২৭ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:০৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন প্রিয় নবীজি
কী যে লাগে সালাম জানাতে এলে পাদদেশে!
মদিনারই সেই ফুলটির সুবাস ছড়ালো দুনিয়াময়
ইচ্ছে হয় যখন তখন উড়াল দিই পাখি বেশে।

-আপনার কাব্যখানা অনেক হৃদয়গ্রাহী হয়েছে।জাযাকাল্লাহ!ধন্যবাদ।

২৭ জানুয়ারি ২০১৬ রাত ১১:০২
296898
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। ছন্দময় চমৎকার অনুভূতিপূর্ণ মতামত। ভীষণ ভালো লাগলো।

সুন্দর মতামতের জন্য জাজাকাল্লাহু খাইর।
357809
২৭ জানুয়ারি ২০১৬ রাত ০৮:০৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


Thumbs Up Rose Praying Praying Praying Praying
২৭ জানুয়ারি ২০১৬ রাত ১১:০৯
296899
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আপনার মূল্যবান উপস্থিতির জন্য জাজাকাল্লাহু খাইর।

তারপরও স্বার্থপরের ন্যায় কেন জানি মনে হচ্ছে আপনার অভিভূত করা অসাধারণ শিক্ষণীয় মতামত থেকে বঞ্চিত হচ্ছি কিংবা মিস করছি।

যদিও নিজের অভিজ্ঞতায় বুঝতে পারি অনেক সময়ই লম্বা মন্তব্য করার ইচ্ছা থাকা সত্বেও তা সম্ভব হয়ে উঠে না।

আশাকরি কিছু মনে করবেন না। ভালো থাকুন এই প্রত্যাশা।

Good Luck Good Luck Good Luck Good Luck
২৭ জানুয়ারি ২০১৬ রাত ১১:৩০
296904
আবু সাইফ লিখেছেন : এর পরেও কিছু না বললে "কৃপণ" হওয়া থেকে নিজেকে বাঁচানো কঠিন হবে!

ঠিকই ধরেছেন- ব্যস্ততার কারণে তো ঠিকমত পড়তেও পারছিনা! [না পড়ে মন্তব্য করা আরেকটা অপরাধ!]
কোনমতে শুধু হাজিরাটা চালু রাখতেই হিমিসিম খাচ্ছি!

মন্তব্য থেকে বঞ্চিত হলেও দোয়া থেকে তো আর নয়!!
দোয়া তো করেই-ছি,
মানে, নিজের অক্ষমতাকে সর্বময় ক্ষমতাধরের কাছে সঁপে দিয়েছি! আপনারটা তিনি যথাসময়ে বহুগুণে বাড়িয়ে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ!
Praying Praying Praying
২৭ জানুয়ারি ২০১৬ রাত ১১:৪৬
296907
সন্ধাতারা লিখেছেন : অপরাধ কিন্তু আপনার নয় ভাইয়া। সব দোষ এই হতভাগিনী ভগিনীর। অকারণেই আপনাকে দোষী বানানোর প্রচেষ্টা!

এখন কিন্তু আরও খারাপ লাগছে!!

আপনাকে দিয়ে এতো স্বীকারোক্তি নিলাম বলে!
Good Luck Good Luck Good Luck
357819
২৭ জানুয়ারি ২০১৬ রাত ০৯:০৮
শেখের পোলা লিখেছেন : চমৎকার৷ ধন্যবাদ৷
সোলেমানী চাদর খানা পেতাম যদি হাতে,
চোখের পলকে উড়ে চলে যেতাম মদীনাতে৷
২৭ জানুয়ারি ২০১৬ রাত ১১:১৪
296900
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাইয়া।
অসাধারণ ছন্দ ও কথার বুনণে মূল্যবান এক প্রাণ জুড়ানো অনুভূতি।

খুবিই ভালো লাগলো।

আপনার মূল্যবান উপস্থিতি ও গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
357822
২৭ জানুয়ারি ২০১৬ রাত ০৯:২৫
আওণ রাহ'বার লিখেছেন : আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
২৭ জানুয়ারি ২০১৬ রাত ১১:১৫
296901
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাই লাভ্লি সান।
357823
২৭ জানুয়ারি ২০১৬ রাত ০৯:২৭
আওণ রাহ'বার লিখেছেন : মাশাআল্লাহ হৃদয় নিংড়ানো কবিতা।
হৃদয়কে স্পর্শ করে। জাজাকিল্লাহ খালামুনি।
Good Luck Good Luck Good Luck
২৭ জানুয়ারি ২০১৬ রাত ১১:২২
296902
সন্ধাতারা লিখেছেন : তোমাদের প্রাণবন্ত উপস্থিতি, অকৃত্রিম ভালোলাগা ও হৃদয় নিংড়ানো দোয়া এবং অনুভূতি আমাকেও অশ্রুসিক্ত করে তোলে মাই লাভ্লি সান।

প্রাণভরে দোয়া করি মেহেরবান আল্লাহ্‌ যেন তোমাকেও নবীজির রওযায় নিয়ে যাওয়ার সৌভাগ্য দান করেন। আমীন।
Good Luck Good Luck Good Luck
২৮ জানুয়ারি ২০১৬ রাত ১২:২৫
296909
সন্ধাতারা লিখেছেন : লিখছো না কেন মাই সান?
357830
২৭ জানুয়ারি ২০১৬ রাত ১০:২২
অনেক পথ বাকি লিখেছেন : কলিজা ঠাণ্ডা করা কবিতা। খুব সুন্দর হয়েছে।
২৭ জানুয়ারি ২০১৬ রাত ১১:২৬
296903
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

প্রেরণাপূর্ণ চমৎকার অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
357831
২৭ জানুয়ারি ২০১৬ রাত ১০:৩২
আফরা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপু ।

আপু কবিতাটা পড়ে মন চাচ্ছে সত্যি যদি আপনাকে মদীনায় নিয়ে যেতে পারতাম ....কি করব আপু আমি তো শুধু নামে পাখি ,পাখা তো নাই ।
২৭ জানুয়ারি ২০১৬ রাত ১১:৩৭
296905
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রাণপ্রিয় আফ্রামনি।

আহারে! তোমার হৃদয়ের আকুতিমাখা মন্তব্য পড়ে অন্তরে কেমন জানি এক হিম শীতল ভালোলাগার স্পর্শ অনুভব করলাম।

জান আফ্রাম্নি যেদিন সোনার মদীনা থেকে বিদায় নেই সেদিন মনে হচ্ছিল আমার প্রিয়তম জনকে ফেলে রেখে আমি চলে যাচ্ছি দূরে বহুদূরে......।

চোখ দু’টো ছিল সারাক্ষণই ভেজা। কিছুতেই মনটা বিদায় নিতে চাচ্ছিল না।

তোমার দরদী চিত্তের মিষ্টি অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
357836
২৭ জানুয়ারি ২০১৬ রাত ১০:৫৮
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
অনেক সুন্দর করে মনের আকুতি পেশ করেছেন। অনেক অনেক শুকরিয়া। জাযাকিল্লাহ খাইর।

২৭ জানুয়ারি ২০১৬ রাত ১১:৪০
296906
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রাণপ্রিয় আংকেলজ্বী।

আপনার আন্তরিক ও সদয় উপস্থিতি এবং সেইসাথে প্রাণস্পর্শী মন্তব্য আমাকে ভীষণভাবে আপ্লুত করলো।

তারপর সবাইকে নিয়ে কেমন কাটছে দিনগুলো?
২৮ জানুয়ারি ২০১৬ সকাল ১১:০৮
296939
আবু জান্নাত লিখেছেন : আলহামদু লিল্লাহ প্রবাসে দিনাতিপাত ভালই চলছে। দেশেও সবাই ভালো আছে।

আপনার ব্যস্ততা এখনো কমেনি বুঝি!

২৮ জানুয়ারি ২০১৬ দুপুর ০২:২৫
296949
সন্ধাতারা লিখেছেন : আপনারা সকলেই সহি সালামতে আছেন জেনে খুশী হলাম। আলহামদুলিল্লাহ।

জ্বি না আংকেলজ্বী ব্যস্ততা এখনো কমেনি। আর কমবে বলে কোন লক্ষণও দেখছি না।

ভালো থাকুন। খুব ভালো। দোয়া রইলো।

আমাদের জন্যও দোয়া করবেন।
১০
357846
২৮ জানুয়ারি ২০১৬ রাত ১২:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন। ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৮ জানুয়ারি ২০১৬ রাত ১২:২১
296908
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাইয়া।
যাক আপনার উপস্থিতি দেখে স্বস্তি পেলাম। কোথাও আপনার অস্তিত্ব না পেয়ে ভাবছিলাম আবার কোন অসুস্থতা...।

অবশেষে আপনার মূল্যবান উপস্থিতি ও গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
Good Luck Good Luck Good Luck
১১
357855
২৮ জানুয়ারি ২০১৬ রাত ০১:১৮
রফিক ফয়েজী লিখেছেন : আপনার কবিতা খুব সুন্দর হয়েছে। অনেক অনেক শুভ কামনা রইল। ধন্যবাদ।
২৮ জানুয়ারি ২০১৬ রাত ০১:২৯
296912
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

উৎসাহব্যঞ্জক ও প্রেরণাপূর্ণ চমৎকার অনুভূতি রেখে যাওয়ার জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাই।

মহান করুণাময় আপনাকে সুস্থতাসহ ভালো রাখুন ও উভয় জাহানের কামিয়াবী দান করুণ এই দোয়া রইলো। আমীন।
Good Luck Good Luck Good Luck
১২
357865
২৮ জানুয়ারি ২০১৬ রাত ০২:৪৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আমিন। আমার জন্যও একটু দোয়া করিয়েন, বায়তুল্লাহ তাওয়াফ করা ছাড়া এবং সোনার মদিনা প্রিয় রাসূলের রওজামোবারক তাওয়াফ করা ছাড়া আল্লাহ যেন আমার মৃত্যু নসিব না করেন।
২৮ জানুয়ারি ২০১৬ রাত ০৪:০৮
296924
কাহাফ লিখেছেন :
আমিন ছুম্মা আমিন!!
২৮ জানুয়ারি ২০১৬ দুপুর ০২:২৯
296950
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

আপনার জন্য প্রাণভরে দোয়া করি মেহেরবান আল্লাহ্‌ যেন আপনাকে ও ভাবীজানকে একসাথে আল্লাহ্‌র ঘর ও প্রিয় নবীজির রওযায় নিয়ে যাওয়ার সৌভাগ্য দান করেন। আমীন।
১৩
357868
২৮ জানুয়ারি ২০১৬ রাত ০৪:০৮
কাহাফ লিখেছেন :
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ.... শ্রদ্ধেয়া আপুজ্বী! আল্লাহ অনাগত ক্ষণ গুলো প্রকৃত ভাল ও কল্যাণে ভরপুর করুন আপনার-সবার এই-ই দুয়া!
প্রিয় নবী সা: এর প্রতি অন্তরের নিখাদ টান-ভালবাসা মুমিন জীবনের অবশ্যই একটা অংশ!মহান রব কবুল করুন!
ছন্দময় সুন্দর উপস্হাপনায় চমৎকার ভাবেই রাহমাতুল লিল আলামীন প্রিয় রাসুল সা:এর প্রতি ভালবাসা ফুটে উঠেছে!

জাযাকুমুল্লাহু খাইর!
২৮ জানুয়ারি ২০১৬ দুপুর ০২:৫৬
296951
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রাণপ্রিয় ছোট ভাই। অত্যন্ত হৃদয়গ্রাহী একটি মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।

আপনাদের সকলের দোয়ার অসিলায় মেহেরবান আল্লাহ্‌ যেন আবারো আল্লাহ্‌র ঘর ও প্রিয় নবীজির রওযায় নিয়ে যাওয়ার সৌভাগ্য দান করেন। আমীন।

আপনার জন্যও একই দোয়া রইলো।

সর্বাবস্থায় ভালো থাকুন। খুউব ভালো। কায়মনোবাক্যে এই প্রত্যাশা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File