পাখী মোরে নিয়ে চলো.........
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৭ জানুয়ারি, ২০১৬, ০৪:৩৪:৩৩ বিকাল
হৃদয় তলে মোর নবী (সাঃ) নাম নিশিদিন
দোল খায়
অন্তরে সদা গেঁথে রাখি তোমা
ফুল তুলে মালিকায়।
পাখী মোরে নিয়ে চলো সোনার মদীনায়
বক্ষ মাঝে অশ্রু সাগর
বাঁধ মানে না হায়
ছন্দহীন হৃদয়খানি কোথাও
সুখ খুঁজে নাহি পায়।
পাখী মোরে নিয়ে চলো সোনার মদীনায়
ঢেলে দাও বারিধারা
শুষ্ক এই দরিয়ায়
ভিখারিনী হয়ে মাগি
পথপানে করুণায়।
পাখী মোরে নিয়ে চলো সোনার মদীনায়
তুমি বিনে সুখ নাহি মোর
ভবের দুনিয়ায়
পাগল মন সদা তোমার
গৃহে পরে রয়।
পাখী মোরে নিয়ে চলো সোনার মদীনায়
অষ্ট প্রহর কাটে মোর
অধীর অপেক্ষায়
পবিত্র ভূমির স্বাদ পেতে মন
কেবলিই ছুটে যায়।
পাখী মোরে নিয়ে চলো সোনার মদীনায়
যত ভাবি ততই দহি
অশেষ মহিমায়
কী এক অভাবিত আলোড়ন
ছিনায় ছুঁয়ে যায়।
পাখী মোরে নিয়ে চলো সোনার মদীনায়
ফুল-পাখি, লতা-পাতা
ডাকে মোরে ইশারায়
সবুজ গম্বুজে মাখা শান্তি
ভরে শুধু কলিজায়।
পাখী মোরে নিয়ে চলো সোনার মদীনায়
ভালবাসার অনুভব কষ্টে মিশে
বিচ্ছেদ বেদনায়
দহন যন্ত্রণা বিঁধে থাকে
স্বপ্নের আঙিনায়।
পাখী মোরে নিয়ে চলো সোনার মদীনায়
তাপ দাহ, ক্ষত মুছে জীবন মোর
করো প্রশান্তিময়
হে প্রভু! তোমা তরে সঁপি মোর প্রার্থনা
পরম কৃতজ্ঞতায়।
পাখী মোরে নিয়ে চলো সোনার মদীনায়
বিষয়: বিবিধ
১৬২১ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
মতামতের জন্য জাজাকাল্লাহু খাইর।
وَعَلَيْكُمْ السَّلاَمُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُه
কী যে লাগে সালাম জানাতে এলে পাদদেশে!
মদিনারই সেই ফুলটির সুবাস ছড়ালো দুনিয়াময়
ইচ্ছে হয় যখন তখন উড়াল দিই পাখি বেশে।
-আপনার কাব্যখানা অনেক হৃদয়গ্রাহী হয়েছে।জাযাকাল্লাহ!ধন্যবাদ।
সুন্দর মতামতের জন্য জাজাকাল্লাহু খাইর।
তারপরও স্বার্থপরের ন্যায় কেন জানি মনে হচ্ছে আপনার অভিভূত করা অসাধারণ শিক্ষণীয় মতামত থেকে বঞ্চিত হচ্ছি কিংবা মিস করছি।
যদিও নিজের অভিজ্ঞতায় বুঝতে পারি অনেক সময়ই লম্বা মন্তব্য করার ইচ্ছা থাকা সত্বেও তা সম্ভব হয়ে উঠে না।
আশাকরি কিছু মনে করবেন না। ভালো থাকুন এই প্রত্যাশা।
ঠিকই ধরেছেন- ব্যস্ততার কারণে তো ঠিকমত পড়তেও পারছিনা! [না পড়ে মন্তব্য করা আরেকটা অপরাধ!]
কোনমতে শুধু হাজিরাটা চালু রাখতেই হিমিসিম খাচ্ছি!
মন্তব্য থেকে বঞ্চিত হলেও দোয়া থেকে তো আর নয়!!
দোয়া তো করেই-ছি,
মানে, নিজের অক্ষমতাকে সর্বময় ক্ষমতাধরের কাছে সঁপে দিয়েছি! আপনারটা তিনি যথাসময়ে বহুগুণে বাড়িয়ে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ!
এখন কিন্তু আরও খারাপ লাগছে!!
আপনাকে দিয়ে এতো স্বীকারোক্তি নিলাম বলে!
সোলেমানী চাদর খানা পেতাম যদি হাতে,
চোখের পলকে উড়ে চলে যেতাম মদীনাতে৷
অসাধারণ ছন্দ ও কথার বুনণে মূল্যবান এক প্রাণ জুড়ানো অনুভূতি।
খুবিই ভালো লাগলো।
আপনার মূল্যবান উপস্থিতি ও গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
হৃদয়কে স্পর্শ করে। জাজাকিল্লাহ খালামুনি।
প্রাণভরে দোয়া করি মেহেরবান আল্লাহ্ যেন তোমাকেও নবীজির রওযায় নিয়ে যাওয়ার সৌভাগ্য দান করেন। আমীন।
প্রেরণাপূর্ণ চমৎকার অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
আপু কবিতাটা পড়ে মন চাচ্ছে সত্যি যদি আপনাকে মদীনায় নিয়ে যেতে পারতাম ....কি করব আপু আমি তো শুধু নামে পাখি ,পাখা তো নাই ।
আহারে! তোমার হৃদয়ের আকুতিমাখা মন্তব্য পড়ে অন্তরে কেমন জানি এক হিম শীতল ভালোলাগার স্পর্শ অনুভব করলাম।
জান আফ্রাম্নি যেদিন সোনার মদীনা থেকে বিদায় নেই সেদিন মনে হচ্ছিল আমার প্রিয়তম জনকে ফেলে রেখে আমি চলে যাচ্ছি দূরে বহুদূরে......।
চোখ দু’টো ছিল সারাক্ষণই ভেজা। কিছুতেই মনটা বিদায় নিতে চাচ্ছিল না।
তোমার দরদী চিত্তের মিষ্টি অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
অনেক সুন্দর করে মনের আকুতি পেশ করেছেন। অনেক অনেক শুকরিয়া। জাযাকিল্লাহ খাইর।
আপনার আন্তরিক ও সদয় উপস্থিতি এবং সেইসাথে প্রাণস্পর্শী মন্তব্য আমাকে ভীষণভাবে আপ্লুত করলো।
তারপর সবাইকে নিয়ে কেমন কাটছে দিনগুলো?
আপনার ব্যস্ততা এখনো কমেনি বুঝি!
জ্বি না আংকেলজ্বী ব্যস্ততা এখনো কমেনি। আর কমবে বলে কোন লক্ষণও দেখছি না।
ভালো থাকুন। খুব ভালো। দোয়া রইলো।
আমাদের জন্যও দোয়া করবেন।
যাক আপনার উপস্থিতি দেখে স্বস্তি পেলাম। কোথাও আপনার অস্তিত্ব না পেয়ে ভাবছিলাম আবার কোন অসুস্থতা...।
অবশেষে আপনার মূল্যবান উপস্থিতি ও গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
উৎসাহব্যঞ্জক ও প্রেরণাপূর্ণ চমৎকার অনুভূতি রেখে যাওয়ার জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাই।
মহান করুণাময় আপনাকে সুস্থতাসহ ভালো রাখুন ও উভয় জাহানের কামিয়াবী দান করুণ এই দোয়া রইলো। আমীন।
আমিন ছুম্মা আমিন!!
আপনার জন্য প্রাণভরে দোয়া করি মেহেরবান আল্লাহ্ যেন আপনাকে ও ভাবীজানকে একসাথে আল্লাহ্র ঘর ও প্রিয় নবীজির রওযায় নিয়ে যাওয়ার সৌভাগ্য দান করেন। আমীন।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ.... শ্রদ্ধেয়া আপুজ্বী! আল্লাহ অনাগত ক্ষণ গুলো প্রকৃত ভাল ও কল্যাণে ভরপুর করুন আপনার-সবার এই-ই দুয়া!
প্রিয় নবী সা: এর প্রতি অন্তরের নিখাদ টান-ভালবাসা মুমিন জীবনের অবশ্যই একটা অংশ!মহান রব কবুল করুন!
ছন্দময় সুন্দর উপস্হাপনায় চমৎকার ভাবেই রাহমাতুল লিল আলামীন প্রিয় রাসুল সা:এর প্রতি ভালবাসা ফুটে উঠেছে!
জাযাকুমুল্লাহু খাইর!
আপনাদের সকলের দোয়ার অসিলায় মেহেরবান আল্লাহ্ যেন আবারো আল্লাহ্র ঘর ও প্রিয় নবীজির রওযায় নিয়ে যাওয়ার সৌভাগ্য দান করেন। আমীন।
আপনার জন্যও একই দোয়া রইলো।
সর্বাবস্থায় ভালো থাকুন। খুউব ভালো। কায়মনোবাক্যে এই প্রত্যাশা।
মন্তব্য করতে লগইন করুন