প্রণয়সিক্ত প্রণতি
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৫ জানুয়ারি, ২০১৬, ০৬:০৫:১০ সন্ধ্যা
(হীরকের তৃতীয় জন্মদিনে দোয়ার আবেদন)
প্রণয়াকাঙ্ক্ষী মনোলোভা প্রথম দর্শন
প্রফুল্লিত নয়নে ঝরে আনন্দের বর্ষণ।
প্রভাময় প্রভাতে গৃহে প্রমোদিত আলো
হেন ঝর্ণার দোলা মোরে কে এনে দিলো?
হে প্রশংসার্হ প্রভু মোর! আমি যে প্রসক্ত করুণাপ্রার্থিনী
প্রসুপ্তি মেখে প্রসাধিত হৃদয় শুধু তোমারিই নন্দিনী।
সুগভীর প্রলুব্ধতায় এযে প্রলাপী আলাপন
প্রলোভিত ব্যঞ্জনায় সদা ভরে উঠে মন।
আবেগ পিয়াসী মনে ভাসে প্রলেপক প্রশমন
প্রলম্বিত প্রার্থনায় পূর্ণতা পায় প্রশান্তবদন।
প্রস্ফুরিত প্রস্রবণে প্রহৃষ্টচিত্তে বহে প্রাচুর্যের প্রাঞ্জল
প্রীতিময় প্রান্তস্পর্শী প্রান্তরেখা রাঙিয়ে তোলে প্লাবী উজ্জ্বল।
দ্বীনি কর্মের বন্ধু বানিও, করো একজন দরদী মানুষ
আবীরের রঙে রাঙা আকাশে উড়ে চলে স্বপ্নের ফানুস।
অসামান্য বদান্যতায় বদলিয়ে দিবে ওমর-খালিদের মত
ধরণী জুড়ে গ্লানি, অসম্মান আর লাঞ্ছনা ঘুচে যাবে যত।
দয়া, মহানুভবতা, সবর হয় যেন তার জীবনের সাথী
দানশীলতায় চিত্ত প্রসারিত করো যেন হয় দু’জাহানের বাতি।
বিষয়: বিবিধ
১৬৫৪ বার পঠিত, ৭৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সন্ধ্যাকালে আকাশে আলো এক ঝলক!
--------------------
প্রাণভরে দোয়া রইল।....
সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন অনেক দোয়া রইলো।
ইতি
ঘুম।
আমার অতি আদরের আপিটার উপস্থিতি আমাকেও অন্নেক অন্নেক আনন্দ এনে দিলো।
বিয়ে করে ফেলো এতো এতো মিষ্টি মুখের সন্ধান মিলবে ইনশাল্লাহ! তখন আর চুরি করার দায়ে অভিযুক্ত হতে হবে না। কী বল?
আমার প্রাণপ্রিয় মানুষগুলোর জন্য সবসময় দোয়া করি একান্ত হৃদয়ের গভীর থেকেই। তুমিও আছো সেখানেই সাদিয়া সোনা আপিটার পাশেই।
তোমার হৃদয়স্পর্শী দোয়ায় আমীন।
ভালো থেকো খুব ভালো......।
বরং ইসলামের আলোকে সুস্থ, ধীর স্থির চিন্তা ও বিবেকের আলোকে সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা ঠিক নয় কি? ছোট আপি?
আপনার শুভাগমন ও সুন্দর দোয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
হে প্রভু সকাশে তোমার মম এ প্রার্থনা,
কবুল করিও মোর ভগিনীর মনোবাসনা৷
ছন্দে ছন্দে এতো মনোহরী প্রার্থনার জবাব দিবো কেমনে বসে ভাবছি তাই!
মাশাআল্লাহ! আপনার ভাষার ভাববোধ মন ভরে দিলো
মহান রব! শব্দগুলোকে কবুল করুণ এই মিনতি এলো।
আপনার জন্যও অন্নেক অন্নেক দোয়া করি প্রাণভরে
হে প্রভু মোর সুস্থ সবল রেখো এই চাওয়া তোমা তরে।
আপু কেমন আছেন ? আমাদের তো ভূলেই গিয়েছেন আপু !!
তোমার হৃদয়স্পর্শী দোয়ায় আমীন!
অনেক ব্যস্ততার ভীড়েও ভালো আছি আলহামদুলিল্লাহ্। তবে অনেক কষ্ট হয় যখন আমার প্রিয় ব্লগারদের লিখায় সমায়াভাবে কমেন্ট করতে পারি না।
তোমাদেরকে আসলেই কী কখনো ভোলা সম্ভব আপু??!!
অনেক দিন পরে চমৎকার নান্দনিক আয়োজনে দুয়ার ভান্ডার নিয়ে উপস্হিত হলেন!
আমিন আল্লাহুম্মা আমিন!
মহান রবের কাছে 'সর্বদা ভালাইর দুয়া' আমাদের!
জাযাকিল্লাহু ওয়া ইয়্যানা খাইরান ফিদ্ দারাইন!
অপরদিকে ঠিক তেমনি আপনাদের সগৌরব উপস্থিতি দ্যুতি ছড়ায় ও আনন্দে আলোকময় উঠে চারিদিক।
বরাবরের ন্যায় আপনার অত্যন্ত হৃদয়স্পর্শী দোয়ায় আমীন!
মহান রব সর্বাবস্থায় আপনাকে দয়া ও শান্তির ছায়াতলে ঘিরে রাখুন। সুস্থতা ও দীর্ঘায়ু দান করুণ। এই কামনা।
বড়বোনের বাড়ীতে ছোট ভাইয়ের জন্য দাওয়াতের প্রয়োজন হয় কী? আমার ছোট ভাই ও পুটীর মায়ের জন্য বোনের কুটীর সদা উন্মুক্ত।
আপনার ব্যাপক দোয়ায় আমীন! ভাইটির জন্যও প্রাণভরা দোয়া রইলো।
আল্লাহ তায়ালা আপনার প্রার্থনা কবুল করুক।
ভাষা জ্ঞান না থাকায় আপনার লিখার গভীরতা অনুভব করতে অক্ষম হয়েছি।
দোয়া চাই। জাযাকিল্লাহ খাইর
অনেক ব্যস্ততার ভীড়েও ভালো আছি আলহামদুলিল্লাহ্। তবে অনেক কষ্ট হয় যখন আপনাদের লিখায় সমায়াভাবে কমেন্ট করতে পারি না।
আপনার ভাষা জ্ঞান অনেক সুন্দর আঙ্গকেল।
আমাদের কথা সবসময় মনে পড়ে!
জান্নাতমণিসহ আপনাদের সকলের জন্য প্রাণভরা দোয়া রইলো।
খালাম্মুণিইইইইইইইইইইইইইইই..... আপনি কেমুন আছেন? মিসড্ ইউ এ্যালট এ্যলট
ক—ত—দি—ন পর খালামনির খোঁজ!!!
অনেক ব্যস্ততার ভীড়েও ভালো আছি আলহামদুলিল্লাহ্। তবে তোমাদের দু’জনকে খুঊব খুঊব মিস করি আমিও মাই সান।
তোমার লিখা পড়ার অপেক্ষায় প্রহর গুনছি। আর ফাঁকি নয় মাই সান।
মহান রব তোমাকেও সর্বাবস্থায় তাঁর অশেষ দয়া ও শান্তির ছায়াতলে ঘিরে রাখুন। কল্যাণময় সুস্থতা ও দীর্ঘায়ু দান করুণ। এই কামনা রইলো।
"স্টীল কোটেড্ কবিতা" এই ১ম দেখলুম! অর্থসহ ব্যাখ্যা প্রয়োজন!
প্রতিটি পঙ্ক্তিই সুন্দর!!
হৃদয়ে গেঁথে রাখার মত।
হীরকের জন্য দোয়ার আবেদন রইলো।
কেমন আছো?
কারণ উনি বিদেশে থেকেও একজন গুণবতী আদর্শ রমণী নির্বাচনে সক্ষম হয়েছেন!!
দয়াবান তোমাকে একজন উত্তম অর্ধাঙ্গিনীর সাথে জীবন জুড়ে দিন এই দোয়া রইলো মাই সান।
এত্ব খাবার হ্যারির জন্য : :
দোয়ার জন্য জাজাকাল্লাহূ খাইর।
নতুন মধুময় জীবন কেমন কাটছে ভাইয়া?
আমাদের ভাবী রাণী ভালো তো?
মহান করুণাময় আপনাদের দু’জনকেই উভয় জাহানে কামিয়াবী দান করুণ। আমীন।
ইস!! তোমার উপস্থিতি আচমকা আনন্দের ঢেউ এনে দিলো।
তুমি, বৃত্তাপু, গন্ধসুধা ও ফাতেমাপুসহ অনেককেই খু-উ-ব খু-উ-ব মিস করি। ভীষণ মনে করি তোমাদেরকে। ব্যস্ততার কারণে কোন যোগাযোগই করতে পারিনা। মাঝে মাঝে একটু বিরক্তই লাগে। কিন্ত কোন বিকল্প পথ জানা নেই।
তোমাদের সকলের জন্যই অন্তরের অন্তঃস্থল থেকে শুধুই দোয়া!! তোমাদের কাছেও আমার দোয়ার আবেদন রইলো।
মিষ্টিমণিদের জন্য এতো এতো আদর রইলো। ভালো থেকো অনেক ভালো। এই শুভ কামনায়......
খুশী তো ...?
মন্তব্য করতে লগইন করুন