মোহিত করা অলৌকিক সৌন্দর্যে ঘেরা “বায়তুল্লাহ শরীফ”
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৯ নভেম্বর, ২০১৫, ০৯:৩৮:৫০ রাত
বায়তুল্লাহ শরীফে সজ্জিত আছে জান্নাতী পাথর
হাজরে আসওয়াদ
চারিপাশ তার মনোরম বৃত্তে ঘেরা জ্বলজ্বলে
রূপার পাত।
কাবা প্রান্তরে শোভিত আছে
রুকনে ইয়ামানী
প্রভূর মহব্বতে মানুষ সেথা ফেলছে
চোখের পানি।
হাতীমের প্রাণের মাঝে বেষ্টিত আছে
মীযাবে রহমত
চিরন্তন আছে সেথা লুকায়িত
অফুরান বরকত।
আল্লাহ্র ঘরে বিরাজিত
মাকামে ইব্রাহীম
ভিতরে শোভিত একটি বেহেশতী
পাথরের নাম।
যেথায় দাঁড়িয়ে ইব্রাহীম (আঃ) কাবাঘর
করেন নির্মাণ
মাতাফের পূর্বপ্রান্তে অবস্থিত মিম্বর এবং যমযমের
মধ্যবর্তী স্থান।
হারাম শরীফে আছে প্রবাহিত পানীয়
কুদরতী যমযম
জগৎবিখ্যাত অলৌকিক একটি
ফোয়ারার নাম।
মহতী গুণে আর স্বাদে ভরা এ এক
অফুরান পানি
মহান প্রভূর দেয়া হৃদয় শীতল করা
অপূর্ব খনি।
বিষয়: বিবিধ
২০৭৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রেরণাময় সুন্দর অনুভূতিসহ প্রথম উপস্থিতি ভীষণ ভালো লাগলো।
মূল্যবান উপস্থিতির জন্য জাজাকাল্লাহু খাইর।
মনমাতানো ভাষা আর চমৎকার উপস্থাপনার কবিতাময় ছন্দে দারুন বর্ণনা করেছেন, মহান প্রভূর ঘর ও ঘরের প্রতিবেশীদের।
জাযাকিল্লাহ খাইর, অনেক অনেক শুকরিয়া খালামনি।
আপনার হৃদয়ছোঁয়া কথাগুলো পড়ে যেন জীবন্ত কাবা প্রাণের মাঝে বিমূর্ত হয়ে উঠছে।
আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাময় সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
জান্নাত্মাম্নিসহ সকলেই ভালো থাকবেন খুব ভালো। এটাই প্রার্থনা।
আমাদের জন্যও দোয়ার আবেদন রইলো।
আপনার সর্বদা মূল্যবান উপস্থিতি ও প্রেরণাময় সুন্দর গঠনমূলক অনুভূতি আমার লিখার জগতে অন্যান্যদের ন্যায় এক আলোকময় মোহনা। পাহাড়সম অযোগ্যতা ও শত সীমাবদ্ধতার ভীড়েও তাই অব্যাহত লিখার প্রচেষ্টা।
আপনার জন্য প্রাণভরে দোয়া করি যেন মহান রব আপনাকে দ্রুত তাঁর সন্মানিত মেহমান বানিয়ে নেন এবং সবকিছু অন্তরচক্ষু দিয়ে দেখার সৌভাগ্য নসীব করেন। ভালো থাকবেন। খুব ভালো।
আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাময় সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাময় সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
মুমিনের চির কাংখিত জায়গা 'বায়তুল্লাহ শরীফ'এ অবস্হিত জিনিস সমুহের চমৎকার বর্ণনা ভাল লাগল!
জাযাকিল্লাহু ওয়ালি কুল্লি মুসলিমীন,আমিন!
বরাবরের মত হৃদয়স্পর্শী একটি মন্তব্য রেখে যাওয়ার জন্য আন্তরিক মুবারকবাদ।
বিশেষতঃ 'হাজরে আবইয়াদ(শুভ্র পাথর)' থেকে 'হাজরে আসওয়াদ(কালো পাথর)' এর চমৎকার ব্যাখ্যা দানের জন্য।
মহান করুণাময় প্রভূ আপনার মঙ্গল করুণ। আমীন।
সুন্দর দুয়ায় আমিন ছুম্মা আমিন!
মহান পরওয়ার আপনাদের কেও যথার্থ প্রতিদান দান করুন,আমিন!
নিজের সীমাবদ্ধতা ও অপারগতা জেনেও আপনার মন্তব্য পড়ে চিত্ত প্রশস্থ হল যেন।
আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাময় সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
দোয়ার আবেদন রইলো।
মন্তব্য করতে লগইন করুন