মোহিত করা অলৌকিক সৌন্দর্যে ঘেরা “বায়তুল্লাহ শরীফ”

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৯ নভেম্বর, ২০১৫, ০৯:৩৮:৫০ রাত



বায়তুল্লাহ শরীফে সজ্জিত আছে জান্নাতী পাথর

হাজরে আসওয়াদ

চারিপাশ তার মনোরম বৃত্তে ঘেরা জ্বলজ্বলে

রূপার পাত।



কাবা প্রান্তরে শোভিত আছে

রুকনে ইয়ামানী

প্রভূর মহব্বতে মানুষ সেথা ফেলছে

চোখের পানি।

Good Luck Rose

হাতীমের প্রাণের মাঝে বেষ্টিত আছে

মীযাবে রহমত

চিরন্তন আছে সেথা লুকায়িত

অফুরান বরকত।

Good Luck Rose

আল্লাহ্‌র ঘরে বিরাজিত

মাকামে ইব্রাহীম

ভিতরে শোভিত একটি বেহেশতী

পাথরের নাম।



যেথায় দাঁড়িয়ে ইব্রাহীম (আঃ) কাবাঘর

করেন নির্মাণ

মাতাফের পূর্বপ্রান্তে অবস্থিত মিম্বর এবং যমযমের

মধ্যবর্তী স্থান।



হারাম শরীফে আছে প্রবাহিত পানীয়

কুদরতী যমযম

জগৎবিখ্যাত অলৌকিক একটি

ফোয়ারার নাম।

Good Luck Rose

মহতী গুণে আর স্বাদে ভরা এ এক

অফুরান পানি

মহান প্রভূর দেয়া হৃদয় শীতল করা

অপূর্ব খনি।



বিষয়: বিবিধ

২০৭৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352056
২৯ নভেম্বর ২০১৫ রাত ১০:০২
রফিক ফয়েজী লিখেছেন : মাশা আল্লাহ খুব সুন্দরভাবে তুলে ধরেছেন কাবার চারিপাশ। এ জন্যে আপনাকে অনেক ধন্যবাদ।
৩০ নভেম্বর ২০১৫ রাত ০১:২৪
292305
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় ভাইয়া।

প্রেরণাময় সুন্দর অনুভূতিসহ প্রথম উপস্থিতি ভীষণ ভালো লাগলো।

মূল্যবান উপস্থিতির জন্য জাজাকাল্লাহু খাইর।
352061
২৯ নভেম্বর ২০১৫ রাত ১০:২৪
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
মনমাতানো ভাষা আর চমৎকার উপস্থাপনার কবিতাময় ছন্দে দারুন বর্ণনা করেছেন, মহান প্রভূর ঘর ও ঘরের প্রতিবেশীদের।
জাযাকিল্লাহ খাইর, অনেক অনেক শুকরিয়া খালামনি।
৩০ নভেম্বর ২০১৫ রাত ০১:২৯
292306
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনার হৃদয়ছোঁয়া কথাগুলো পড়ে যেন জীবন্ত কাবা প্রাণের মাঝে বিমূর্ত হয়ে উঠছে।
আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাময় সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

জান্নাত্মাম্নিসহ সকলেই ভালো থাকবেন খুব ভালো। এটাই প্রার্থনা।

আমাদের জন্যও দোয়ার আবেদন রইলো।
352065
২৯ নভেম্বর ২০১৫ রাত ১১:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার এই কবিতাটির জন্য অনেক ধন্যবাদ। কাবার এত সুন্দর কাব্য বর্ণনা আর পড়িনি। এটা শিশুদের জন্য পাঠ্য হওয়ার উপযুক্ত কবিতা।
৩০ নভেম্বর ২০১৫ রাত ০১:৪১
292313
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় ভাইয়া। আপনার অসাধারণ হৃদয়ানুভূতির আবেগপূর্ণ কথাগুলো পড়ে অশ্রুসিক্ত হলাম। পরম দয়ালু আপনার আকাঙ্ক্ষাকে কবুল করুণ। আমীন।

আপনার সর্বদা মূল্যবান উপস্থিতি ও প্রেরণাময় সুন্দর গঠনমূলক অনুভূতি আমার লিখার জগতে অন্যান্যদের ন্যায় এক আলোকময় মোহনা। পাহাড়সম অযোগ্যতা ও শত সীমাবদ্ধতার ভীড়েও তাই অব্যাহত লিখার প্রচেষ্টা।

আপনার জন্য প্রাণভরে দোয়া করি যেন মহান রব আপনাকে দ্রুত তাঁর সন্মানিত মেহমান বানিয়ে নেন এবং সবকিছু অন্তরচক্ষু দিয়ে দেখার সৌভাগ্য নসীব করেন। ভালো থাকবেন। খুব ভালো।
352074
৩০ নভেম্বর ২০১৫ রাত ১২:৪১
শেখের পোলা লিখেছেন : মাশাআল্লাহ৷ বর্ণনা শুনলাম৷ ধন্যবাদ৷
৩০ নভেম্বর ২০১৫ রাত ০১:৪৩
292314
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় বড় ভাইয়া।

আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাময় সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
352083
৩০ নভেম্বর ২০১৫ রাত ০২:১৪
হককথা লিখেছেন : চমৎকার লিখেছেন, ধন্যবাদ আপনাকে।
৩০ নভেম্বর ২০১৫ রাত ০৮:০৭
292394
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় হককথা ভাই।

আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাময় সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
352086
৩০ নভেম্বর ২০১৫ রাত ০৩:৩৫
কাহাফ লিখেছেন : মানবের পাপ স্বীয় অস্তিত্বে ধারণ করতে করতে 'হাজরে আবইয়াদ(শুভ্র পাথর)' থেকে 'হাজরে আসওয়াদ(কালো পাথর)' মহান রবের অপার এক রহমত!
মুমিনের চির কাংখিত জায়গা 'বায়তুল্লাহ শরীফ'এ অবস্হিত জিনিস সমুহের চমৎকার বর্ণনা ভাল লাগল!
জাযাকিল্লাহু ওয়ালি কুল্লি মুসলিমীন,আমিন!
৩০ নভেম্বর ২০১৫ রাত ০৮:১২
292395
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ছোট ভাই।

বরাবরের মত হৃদয়স্পর্শী একটি মন্তব্য রেখে যাওয়ার জন্য আন্তরিক মুবারকবাদ।

বিশেষতঃ 'হাজরে আবইয়াদ(শুভ্র পাথর)' থেকে 'হাজরে আসওয়াদ(কালো পাথর)' এর চমৎকার ব্যাখ্যা দানের জন্য।

মহান করুণাময় প্রভূ আপনার মঙ্গল করুণ। আমীন।
০১ ডিসেম্বর ২০১৫ রাত ০৩:৪৯
292448
কাহাফ লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ..... মুহতারামা আপুজ্বী! বড় বোনের উৎসাহময় প্রতি মন্তব্য অনুপ্রাণিত করে বরাবরই!
সুন্দর দুয়ায় আমিন ছুম্মা আমিন!
মহান পরওয়ার আপনাদের কেও যথার্থ প্রতিদান দান করুন,আমিন!
০১ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৭
292486
সন্ধাতারা লিখেছেন : Many many shukria adorable little brother.
352122
৩০ নভেম্বর ২০১৫ দুপুর ০১:১৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনন্য, অনবদ্য,অসাধারণ!! অনেক ধন্যবাদ!!!
৩০ নভেম্বর ২০১৫ রাত ০৮:১৬
292396
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় ভাইয়া।

নিজের সীমাবদ্ধতা ও অপারগতা জেনেও আপনার মন্তব্য পড়ে চিত্ত প্রশস্থ হল যেন।

আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাময় সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

দোয়ার আবেদন রইলো।
352482
০৩ ডিসেম্বর ২০১৫ রাত ১২:২৩
আফরা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপু !! খুব ভাল লাগল আপু।
০৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৩:১৭
292656
সন্ধাতারা লিখেছেন : Salam aframoni. How r u? I am missing u!! I am really delighted for your presence. How is untymoni. May Allah (SWT) give you valuable returns in regards of everything. Heartful wishes for you my little api.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File