আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৪ নভেম্বর, ২০১৫, ০৬:০৮:২৭ সন্ধ্যা
শ্রদ্ধেয়, সন্মানিত এবং স্নেহের ব্লগারবৃন্দ। কেমন আছেন সবাই? ভালো তো? প্রত্যাশাও তাই। পরম শ্রদ্ধাভাজন ভাইয়া-আপু, আংকেল, ছোট ভাইয়া-ছোট আপু ও হ্যারি-আওনসহ সকলকেই অনেক মিস করেছি এই ব্লগের আঙিনায়। তাই একটু প্রশান্তির শ্বাস ফেলে নিই! আপন আলয়ে ফিরে!
আচমকা হারিয়ে যেতে বাধ্য হয়েছিলাম আপনাদের সুবাসিত এই সান্নিধ্য থেকে। সময় স্বল্পতার জন্য। কোন কিছু না বলেই! সে জন্য ক্ষমাপ্রার্থী। তবে আপনাদের দোয়া, উপদেশ, অকৃত্রিম ভালোবাসা এবং সুন্দর অনুভূতিগুলো মিশে ছিল প্রেরণা হয়ে। আমার সকল কাজের মাঝে। আলহামদুলিল্লাহ্। আপনাদের জন্য প্রাণভরে প্রভূর সমীপে আকুল প্রার্থনা করি। সর্বাবস্থায়।
আমার পরিবারের জন্যও দোয়ার আবেদন রইলো। আমার প্রিয় সকলের কাছে। এখন থেকে নিয়মিত না হলেও অনিয়মিতভাবে আমার দীর্ঘ বিরতির উদ্দেশ্যগুলো আপনাদের জ্ঞাত করার প্রচেষ্টা থাকবে। ইনশাল্লাহ।
বিষয়: বিবিধ
৭২৭৩ বার পঠিত, ৩৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পুনরায় ব্লগে ফিরে এসেছেন আপনাকে স্বাগতম জানাই
:D/
আল্লাহতায়ালা আপনাদের সকল কল্যানকর আকাঙ্খা পূর্ণ করুন, সকল অকল্যান থেকে রক্ষা করুন, আমীন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
এভাবে তো হারিয়ে যাওয়ার কথা ছিল না।
সাদিয়াপি থেকে অনেক খোজ নিয়েছি, ফেসবুকেও অনেকট মেসেজ দিয়েছি।
কিন্তু.............. অজানা আশঙ্কায় ভুগছিলাম।
এত অল্প দিনে আসলে আপনাকে যে এত ভালোবেসে ফেলেছি, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না।
ব্লগ থেকে হারিয়ে গেলেও আমার মন থেকে তো হারিয়ে যান নি, আমার ভাই বোনরা ভালো তো!
অবশ্যই আখিরাতে সাক্ষাতের প্রত্যাশী ছিলাম।
আলহামদু লিল্লাহ ফিরে আসায় অনেক অনেক যার পর নাই বিমোহীত হলাম। তাহাজ্জুদের সময় বিশেষ দোয়ায় আমার অবশ্যই শরীক করবেন। দুনিয়ার জীবন যুদ্ধে ঈমানী হালাত অত্যন্ত নাজুক। প্রাণভরে আপনার জন্য দোয়া করছি। আমার জন্যও দোয়া চাই। ভালো থাকুন। নিয়মিত হোন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
নিয়মিত আগের মত যেন পাই, এটাই প্রত্যাশা।
আলহাদুল্লিলাহ ! আমি ভাল আছি ।
ফিরে আসার জন্য অনেক ধন্যবাদ আপু ।
'যেখানেই থাকুন,যেভাবেই থাকুন মহান আল্লাহ আপনাদের কে কল্যানময়তায় আচ্ছাদিত রাখুন-এই দুয়াই ছিল সব সময়ই!'
অনেক অনেক মিস করেছি মুহতারামা আপুজ্বী!
বড় বোনের অভাববোধ সব সময়ই ছিল!
ফিরে এসেছেন তাই 'আলহামদুলিল্লাহ'
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো। বোনের জন্যও দোয়া রাখবেন সবসময়।
বড় বোনের আন্তরিক দুয়ায় করুণাময় মহান রব আমাদের সকল কে অাওতাভুক্ত করে কবুল করুন,আমিন ছুম্মা আমিন!
খুশি হলাম।
কত্তো দিন পর! আলহামদুলিল্লাহ আশাকরি চমৎকার কেটেছিলো দিন গুলো । ভাই বোনরা তো অস্থির করে ফেলেছিলো আপনি কোথায় , কেনো আসেন না প্রশ্ন করতে করতে যাক এখন আশাকরি নিজেই ঢালি খুলে বসবেন আমাদের জন্য এবং সুখবরগুলো জানাবেন!
ব্লগ পরিবারের বন্ধন অন্নেক খাঁটি এবং পরিশুদ্ধ। যা হারিয়ে গিয়ে হাড়ে হাড়ে আমিও উপলব্ধি করেছি। কীসের যেন অভাব ঘিরে ছিল সারাক্ষণ। %%
তুমি তোমরা তো ছিলে মোর সকল প্রার্থনায়......
অদ্ভুত এক আনন্দের ঝর্ণাধারা বয়ে গেল তোমার উপস্থিতি দেখে। ইস! কী যে ভালো লাগছে আপু!
ভালো আছি মহামহিমের অশেষ করুণায় এবং তোমাদের অসীম দোয়ায় বরকতে। আলহামদুলিল্লাহ্।
তুমি কেমন আছো আপু? পড়াশুনার খবর কী? ভীষণ জানতে ইচ্ছে হয়!!
তোমার জন্য প্রাণ উজাড় করা অনিঃশেষ দোয়া ও শুভ কামনা।
জাযাকিল্লাহ খাইর।
মন্তব্য করতে লগইন করুন