চাঁদবদনীর চতুর্থতম জন্মদিনে সকলের দোয়া কামনা
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১২ জুন, ২০১৫, ০২:৩৬:৩৭ রাত
হৃদয়েশ্বরী
শান্তির স্রোতাবেগে এলে মধুর ধরায় হাস্যময়ী তেজ্যোস্বিনী
হৃদয়াকাশে ভেসে ভেসে উতলা মায়াসঞ্চারিণী।
স্বপ্নঘোরে সুখাবেশে মধুর সুরে বেজে উঠে হৃদয়তন্ত্রী
স্নেহালিঙ্গনে সিক্ত হয়ে ময়ূরের পেখম মেলে মন মন্ত্রী।
স্বোপার্জিত স্বর্গলোকে মমভাণ্ডারে উথলি উঠে স্বর্ণরেণু
স্বরূপে আবির্ভূত স্বপ্নময়ী মনের হরষে বাজায় বেণু।
স্পর্শেন্দ্রিয় হৃষ্টচিত্তে আকুলিত স্ফুটনোন্মুখ কুসুমকলি
নেত্রস্পন্দনে অকপটে এঁকে যায় হাজারো রঙের তুলি।
সোহাগে সোহাগে আপ্লুত হয়ে উঠে সোহাগিনী।
ক্ষণিক মোহে নিদারুণ কষ্টের নেই সেথা কোন গ্লানি।
হিরণ্ময় বিকেলে বিপুল ঝড় তোলে সুরেলা কণ্ঠী
হৃদয়ে রাঙিয়ে যায় সুখময় শান্তির অবারিত ঘণ্টি।
স্বর্গসুখে বিভোর আমি হে স্বর্ণময়ী স্রোতস্বিনী
শূন্যভাণ্ডার পূর্ণ আজ স্বর্ণ সিন্ধুতে ওগো সুবচনী।
সূর্যকিরণে আলোকোজ্জ্বল বিকিরণ ভরে চন্দ্রবদনী
সূর্যমুখীর আপন সুষমায় দণ্ডায়মান সোনার খনি।
সূর্যকরোজ্জলে সুশোভিত হয়ে সুস্থিতি সূক্ষ্মদর্শিনী
সুলক্ষণা সুশীলা সুবিমল ছায়ায় সেথা সুহাসিনী।
হৃদয়োচ্ছাসে হিল্লোলে দোলে হীরা মুক্তার খনি
পরম মমতায় দুঃখ ভুলে দেয় মোর হিতাকাঙ্ক্ষিণী।
পবিত্রতা দান করো তারে হে মহিমাময় মেহেরবান
সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত রাখো এই শুধু নিবেদন।
বিষয়: বিবিধ
২৪৮৭ বার পঠিত, ৬৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত রাখো এই শুধু নিবেদন।
আলহামদুল্লিলাহ।আপু ভাল লাগলো। দোয়া রাখবেন।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো। বোনের জন্যও দোয়া রাখবেন সবসময়।
আপু চাঁদবদনীর জন্য এত্তোগুলো আদর! চমৎকার কবিতাখানি পড়িয়া আমার কবি হওয়ার সাধ জাগিছে মনে..
ভালো আছেন আপু? শুকরিয়া!
তোমরা সবাই ভালো আছোতো আপি?
এটি আনন্দের ইমো।
আহা কি সুধা... পাঠে চিত্ত হয় সুখে ভরপুর !
দেখুন দেখি আপু ! আপনার লেখনি এই কাঁচা হাতেও কবিতা এনে ছেড়েছে ! আসলেই খুব ভালো লাগলো কবিতাটি ...
আপনার মূল্যবান উপস্থিতি ও প্রাণস্পর্শী প্রেরনাময় সুন্দর অনুভূতি আনন্দ ছড়িয়ে দিলো। মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন প্রার্থনা রইলো। বোনের জন্যও দোয়া রাখবেন সবসময় আপু।
ছোট্ট বেলায় পঠিত কোন সুখ পাঠ্য কবিতার সুঘ্রাণ পাচ্ছি বলে মনে হচ্ছে কিন্তু ঠিক মনে করতে পারছিনা আপনার এই কবিতা থেকে কোন কবিতার সুন্ধ আসছে।
ধন্যবাদ।
মনে করুণ না প্লীজ...
এর পরেও আপনার চাঁদবদনীর জন্য আমার উপহার। ভাইয়া হিসেবে নাট ফর জন্মডে
সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত রাখো এই শুধু নিবেদন। দু'য়া রইল|
মা শা আল্লাহ, যেমন শব্দ চয়ন তেমনি শব্দের গাথুনি, এত বোকাব্যুলারী! হতভাগ করার মত।
প্রতিদিন আপনার লিখা চাই, অন্তত দুএকটি শব্দ হলেও আয়ত্ব করতে পারবো।
অনেক অনেক সালাম ও শুভেচ্ছা রইল। চাদবদনীর রইল, অনেক অনেক দোয়া।
আপনার শব্দ ভাণ্ডার অনেক সমৃদ্ধ। মাশাআল্লাহ।
দোয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত রাখো এই শুধু নিবেদন। আমিন।
আগে জানতাম আধুনিক কবিতা পড়তে দাঁত ভাঙ্গে এখন দেখি পুড়াত কবিতাও সহহজ ছিলনা বিশেষ করে নতুন করে লিখলে!!
সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত রাখো এই শুধু নিবেদন।
কে সেই জন,যার জন্যে এত সুপার কবিতা ? তবে আপনার শব্দচয়নে আমার দন্তক্ষয় হয়েচে। আছেন কেমন জনাবা বড় সিস্টার??/
তাই বুঝি?!
ভালো আছি আলহামদুলিল্লাহ্।
আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশাকরি আপনিও বোধহয় সুখের সাগরে ডুবে ভালই আছেন......দোয়া থাকল আমি এবং পুটির মায়ের পক্ষ থেকে
আমারও দোয়া ও শুভ কামনা রইলো আপনাদের জন্য।
উপস্থিতির জন্য জাজাকাল্লাহু খাইর।
দন্তের খবর কি?
সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত রাখো এই শুধু নিবেদন। আমিন।
চাঁদবদনীর উপমা নেই। সংজ্ঞায়িত করার ভাষা নেই। শুধু অনুভূতি দিয়ে অনুভব করতে পারি। সে আর আমি। এটুকুই!!
আপু তুমি ফিরে এসো হৃদয়ের আঙিনায়
যতই ভুলে থাকি, ভোলা নাহি যায়। ~X
তবে জম্মদিন পালনের বিপক্ষে
আমিও জন্মদিন পালন করার বিপক্ষে তবে দোয়ার আবেদনের পক্ষে।
আপনাদের জন্য অনেক দোয়া ও শুভ কামনা রইলো।
হৃদয়স্পর্শী দোয়ায় আমীন।
তোমাদের জন্য অনেক দোয়া ও শুভ কামনা রইলো।
খাম্মুনি এত এত সুন্দর শব্দবুনন মাশাআল্লাহ।
তোমার জন্য অনেক দোয়া ও শুভ কামনা রইলো।
আপনার জন্য অনেক দোয়া ও শুভ কামনা রইলো।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ....
শ্রদ্ধেয়া আপুজ্বী! কাজের চাপে ব্লগে বেশী আসতে না পারলেও মাঝে-মাঝে টু মেরে দেখি!
আপনাদের কয়েকজনের অনুপস্হিতি অনুভব করি!
সুন্দর আহবানময় ছান্দিক উপস্হাপনা মুগ্ধ করল অনেক!
আল্লাহর অপার করুণা ও রহমত 'চাঁদবদনী'র জন্যে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া!
'হে পরওয়ার দিগার!দুনিয়া-আখেরাতের প্রশান্তিময় রুপে ওকে গড়ে উঠার তৌফিক দাও! প্রকৃত কল্যাণের সমুহ ধারায় অবগাহন করাও ওকে!আমিন!
জাযাকিল্লাহু ওয়া ইয়্যানা খাইরাল জাযা-ই!!
আপনার জন্য শুধুই দোয়া ও শুভ কামনা। নিরন্তর।
দোয়ার জন্য অনেক অনেক শুকরিয়া।
তোমার জন্যও অনেক দোয়া ও শুভ কামনা রইলো।
এক বুক আশা নিয়ে প্রতীক্ষায় থাকলাম......
শ্রদ্ধেয়া আপুজ্বী!কেমন আছেন? আজ এসেই আপনার ছন্দময় চাঁদবদনীর চতুর্থতম জন্মদিনে সকলের দোয়া কামনা কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো । অনেক দোয়া রইলো চাঁদবদনীর জন্য
আপনি কেমন আছেন? হৃদয়স্পর্শী মন্তব্যের জন্য অনেক অনেক শুকরিয়া।
আপনার জন্যও অনেক দোয়া ও শুভ কামনা রইলো।
অনেক অনেকদিন পর এলাম ব্লগে এবং এসেই দেখি আপুর সুন্দর কবিতা ও কবিতার মাঝে তাঁর নাতনী(?) প্রতি তাঁর অকুন্ঠ ভালোবাসার সৃষ্টি এক অপূর্ব কাব্য গাঁথুনি!!! জাস্ট ওয়ান্ডারফুল। তবে এতো এতো মন্তব্যগুলোর জবাব দিতে কার্পণ্য কেন? আপা ভালো আছেন তো আপনি। আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন।
অনেক ব্যস্ততার ভীড়ে হারিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। কারণগুলো ধীরে ধীরে বলবো। ইনশাল্লাহ।
আপনি কেমন আছেন? হৃদয়স্পর্শী মন্তব্যের জন্য অনেক অনেক শুকরিয়া।
মন্তব্য করতে লগইন করুন