খুনে রাঙা ফোরাতের তীরে
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৩ মে, ২০১৫, ১০:৫০:৪২ রাত
ভাবনার অতলান্তে রক্তস্নাত মন
দজলা ফোরাতের তীরে
অশ্রুবিগলিত আঁখি চেয়েছিল
অগণিত জনতার ভীড়ে।
নবীজির প্রিয় দৌহিত্র, মা ফাতিমার
নয়নের মণি
ইমাম হোসাইন (রাঃ) সওয়ার হয়েছিলেন
কারবালার পথে জানি।
উটের কাফেলা ছুটে চলেছিল
বালুময় মরু কারবালা প্রান্তরে
ভাবনাগুলো আজো কেঁপে কেঁপে উঠে
কোটি মজলুমের অন্তরে।
কুফাবাসীর বেঈমানী ছিল নাতো
ঈমাম হোসাইন (রাঃ) কল্পনায়
বিশ্বাসভঙ্গের জঘন্য চিত্র
আজো ভেসে উঠে যন্ত্রণায়।
কুফা রক্ষায় যাদের জন্য
হোসাইনের হৃদয় কাঁদে
তারাই সেদিন পা রেখেছে
যালিম শাসকের ফাঁদে।
তাইতো সেদিন পিপাসায় কাতর
জান্নাতের যুবক দলের সরদার
আরও তৃষ্ণায় ছটফট করে
মাসুম শিশু আজগর।
কচি শিশুর ছাতি ফেটে যায়
অসহ্য পিপাসায়
এক কাতরা পানির আবেদন
তবুও মিলেনি হায়!
ফোরাতের বুক কষ্ট সাগরে
খুনে রাঙা হয়ে যায়
মুমিনের ক্রন্দন রাশি ঝরছে সেথায়
অঝোর ধারায়।
গগণ বিদারী মাতমে
কলিজা ছিঁড়ে যায়
সকরুণ কান্নার সুর
ফোরাতের দরিয়ায়।
পরিণাম জেনেও জিহাদ থেকে
সেদিন করেননি পলায়ন
বুক ফুলিয়ে শহীদি বেশে
হয়েছেন আল্লাহর মেহমান।
মুমিনের গর্ব আবেগের উত্তাল ঢেউ
এই অবিস্মরণীয় ত্যাগে
দ্বীনের হেফাজতে তাঁর বীরত্ব
মনে শহীদের স্বাদ জাগে।
জীবন দিয়ে রক্ষা করেছেন
নানাজানের দ্বীন
যুগে যুগে জ্বলজ্বলে স্মৃতিতে
থাকবে অমলিন।
বিষয়: বিবিধ
১৩৫১ বার পঠিত, ৬১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোমার জন্য দোয়া ও ফুলেল শুভেচ্ছা।
কবিতা ভাল লেগেছে আপু ।জাজাকাল্লাহ খাইরান আপু ।
কেমন আছো ছোটমনি অনেক ধন্যবাদ
তোমার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
মেয়ে আছে মানে জান্নাতের চাবি আছে, বুকে নেয়ার উমু তো দিবেই। আপনারতো হাতুড়ি আছে, কি করে বুকে নিবে? @ হ্যারি।
চাঁদমণির জন্য অন্নেক অন্নেক দোয়া রইলো। মঙ্গলময় এই মামনিটাকে বিবি আয়েশা (রাঃ) এর মত বিদ্যা, বুদ্ধিতে, ধর্মীয় আচরণে ও গুণে বিদুষী করে হায়াতে তৈয়বা দান করুণ। অসুস্থ থেকেও আপনার মূল্যবান উপস্থিতির জন্য জাজাকাল্লাহু খাইর।
আমি কিন্তু ১ম ৪ কলি পড়েই বিসমিল্লিাহ বলে কমেন্ট শুরু করছি।
স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং প্রেরণাময় মূল্যবান সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
মা শা আল্লাহ চমৎকার। ইন শা আল্লাহ আখিরাতে হুসাইন (রাঃ) থেকে আসল ঘটনা শুনার অপেক্ষা করবো। অনেক ধন্যবাদ আমার খালাম্মুনিকে।
আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
ধন্যবাদ আপু।
আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং প্রেরণাপূর্ণ মূল্যবান মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর। আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
'ইসলাম জিন্দা হ্যোতা হ্যায় হার কারবালা কে বা'দ'
ইমাম হুসাইন রাঃএর নির্ভিক পদক্ষেপে কারবালা প্রান্তরে ইসলামের ন্যায়পরায়ণতা নতুন ভাবে প্রস্ফুটিত হয়েছে!
বিদ্যমান কারবালার অসহ্য পরিস্হিতির অবসান কবে হবে???
জাযাকিল্লাহ জানাচ্ছি শ্রদ্ধেয়া আপুজ্বী!!
আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং প্রেরণাপূর্ণ মূল্যবান মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর। আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
সেইসাথে আপনার ফিস ফ্রাই এবং পটেটো চিপসের শুভেচ্ছার জন্য আন্তরিক মুবারকবাদ। আপনার জন্য অনিঃশেষ দোয়া, শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
হৃদয় যখন ভার,কন্ঠ স্তব্ধ!
ধন্যবাদ আপু৷
আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং প্রেরণাপূর্ণ মূল্যবান মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
ইতিহাসের স্মৃতিবিজরিত ঘটনা নিয়ে লিখা কবিতাটি পড়ে ভালো লাগলো! সুন্দর লিখনীর শুভকামনা রইলো
কষ্ট করে পড়ে মন্তব্য রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন