Rose Good Luck নীলপদ্মে লুকায়িত নীলাম্বরী নীলাঞ্জনা Good Luck Rose

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২০ এপ্রিল, ২০১৫, ০৭:০৫:২০ সন্ধ্যা



ইউ, কে-তে আমার সবচেয়ে প্রিয় ভালোলাগা জায়গাটির নাম এডিনবরা। বিদেশের মাটিতে যেখানে আমার শিক্ষালাভের জন্য প্রথম পদার্পণ সেই ১৯৯৬ সালে। অনেকগুলো বছর কাটিয়েছি সেখানে। পরিবারের প্রয়োজনে অন্য জায়গায় স্থানান্তরিত হলেও মনের মাঝে এখনো ভালোবাসার টান অনুভব করি ঠিক আগের মতই। সুখ দুঃখ, হাসি আনন্দ ও ক্ষুদ্র ক্ষুদ্র অর্জনের ভাবনাগুলো সজীবতায় থরে থরে সাজানো আছে নীলপদ্মে লুকায়িত নীলাম্বরী নীলাঞ্জনা হয়ে। আজ তাইতো প্রায় এক বছর পর নিজের ছোট্ট কুটীরের টানে কয়েকদিন সেখানে কাটানোর মানসে যাত্রা।

নিউক্যাসেলে কয়েকদিন ধরে ঠিক যেন বাংলাদেশী বসন্তের আবহাওয়া বিরাজ করছে। এবারই প্রথম আমার ভ্রমণের সময় ছিল মাঝ রাতে। বাসে উঠে বসার পর বাস ড্রাইভারের সংক্ষিপ্ত ঘোষণা “নিরাপত্তাজনিত কারণে সকলেই সিট বেল্ট পরিধান করুণ, বাসের মধ্যবর্তী অংশের ডান পাশের এক কর্ণারে আপনাদের জন্য টয়লেট ফ্যাসিলিটিস আছে, এয়ারকন্ডিশন চালু আছে, কারো কোন কিছু প্রয়োজন হলে ইত্যাদি ইত্যাদি”।

বাস ড্রাইভারের কথাগুলো কানে প্রবেশ করার সাথে সাথে কেন জানি আমার মনোপাখী ততোক্ষণে উড়াল দিয়েছে বাংলাদেশে। সেখানকার বাসের জীর্ণশীর্ণ চিত্রসহ সবকিছু এঁকে এঁকে মনের পর্দায় ভেসে উঠতে লাগলো। চলমান বাসে টেনে হেঁচড়ে যাত্রী উঠানো, গাদাগাদি ঠাসাঠাসি করে বাদুরের মত ঝুলে একে অপরের শরীরের মধ্যে আঁচড়িয়ে পড়া, কিশোরী কোন তরুণী হলে তো এর ঝড় ঝাঁপটা আরও অনেক মারাত্মক যা রীতিমত গাঁ শিউরে উঠার মত!! অনেক কিছু তখন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল আর দহন যন্ত্রণাও তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। এরই মধ্যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে সদ্য ঘটে যাওয়া বর্ষবরণের অজুহাতে মনুষ্যরূপী অসভ্য হায়েনাদের ঘৃণ্য অভিরুচির দৃশ্যগুলো ভাসছিল তখন চোখের সামনে। কোথায় যেন নিলীয়মান হয়ে যাচ্ছিলাম আমি।

কিছুক্ষণ পর অনুভব করলাম বাসের দু’ একজন যাত্রী ছাড়া সবাই বেঘোর ঘুমে নিদ্রাতুর। কেউবা নাক ডাকছে রীতিমত। নিদ্রালুতা যেন আষ্টেপৃষ্ঠে আমাকেও ভর করলো। আমিও মাথাটা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করলাম। তারপর সমূদ্রের ঢেউয়ের মনমোহনী মৃদু কম্পনে বা জিকিরের শব্দে চোখ মেলে তাকাতেই বিস্ময়াভিভূত হলাম নিশীথ সূর্যের অব্যক্ত মায়াবী রূপ দেখে। বিশাল আকাশের উচ্ছ্বসিত উছলে পড়া নববধূ রূপের সাথে নৌকা বিলাসী মানুষদের নৌকাবিহারের দৃশ্যের নিগূঢ়তায় মনে হচ্ছিল এযেন কোন কাল্পনিক এক স্বপ্নময় জগতে আমি। আহ! অচেনা আরোহীরা পাল তুলে হাওয়ায় দুলে ভেসে ভেসে যাচ্ছে কোন এক মনোমুগ্ধকর অজানা কিংবা চিরচেনা গন্তব্যে।

ভাবছিলাম কিছুদিন আগে আমাদের বিশাল বহর নিয়ে নৌকারোহণের রোমাঞ্চিত মুহূর্তের কথা। যেখানে কোন মাঝি ছিল না। আমরা যাত্রীরাই বিশাল নৌকা নিয়ে সাগরের বুকে একে একে সবাই ড্রাইভ করছিলাম। যা অনেক দূর থেকে নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ করছিলেন সেখানকার তত্ত্বাবধানে যারা ছিলেন। প্রথম দিকে কিছুটা ভয়ে কাঁপছিলাম আমি কিন্তু পরবর্তীতে সবার সাহস আর হাসাহাসি দেখে আমিও সাহস সঞ্চয় করেছিলাম। সে এক অবিশ্বাস্য অভিনব অভিজ্ঞতা। তারপর অন্য এক স্থানে সবাইকে লাইফ জ্যাকেট পড়িয়ে মাঝারী সাইজের একটি বোটে উঠানো হল। হঠাৎ ঝড় উঠলে যাত্রীদের কী করণীয় তার উপরে ছোট্ট একটি প্রশিক্ষণ দেয়া হল। বোটে ভ্রমণের সময় আমি এক মুহূর্তের জন্যও জিকির করতে ভুলিনি ভয়ে এবং আনন্দে।

আশেপাশে লক্ষ্য করলাম দলের অন্যান্যরা তখন ছবি তোলার প্রতিযোগিতায়। উত্তাল ঢেউয়ের মধ্যে বোটের গতি যখন বাড়ছিলো তখন কেউ কেউ চিৎকার করছিল। বোট চালক তখন সান্ত্বনা যুগিয়ে যাচ্ছিলেন। মনোমুগ্ধকর সাগর, পাহাড়, ছোট বড় ঝর্ণাধারা ও চোখ জুড়ানো টিলাসহ আল্লাহ্‌র পাকের বিশাল নেয়ামতের ভাণ্ডার এই প্রকৃতির বিমুগ্ধ করা অবিশ্বাস্য সৌন্দর্য রাশির পাশাপাশি মানবকূলের বিনোদনমুখী অত্যাধুনিক চিন্তা ভাবনা সত্যিই ছিল অবাক করার মত। ভ্রমণ পিয়াসী মানুষদেরকে বন্ধুসুলভ আচরণে পরম আতিথেয়তায় মুগ্ধ করে দিনে দিনে পর্যটকদের দ্বার করছে অবারিত ও প্রসারিত এবং সেইসাথে অতি অল্প সময়ে আয় করছে প্রচুর অর্থ।

যাহোক ক্রমেই নিশুতি রাতের প্রহর পেরিয়ে পাখীর কিচির মিচির কলরবে কেবলিই সুখের বার্তা বয়ে যাচ্ছিল চারিদিকে। জীবনের স্পন্দন আর ভালোবাসার আতিশয্যে সবকিছুই যেন সপ্রতিভ মুখরিত হয়ে উঠছিল। আর নীলপদ্মের অন্তরে লুকিয়ে থাকা নীলাম্বরীর নীলাঞ্জনা বা দহন যন্ত্রণাও যেন বেড়েই চলছিল মাতৃভূমির চলমান বেহাল বেসামাল করুণ চিত্র হৃদয়ে ধারণ করে। স্বাধীন দেশে পরাধীনতা, নিরাপত্তার বিপরীতে অস্বাভাবিক মৃত্যুর পরোয়ানা, বুকভরা নির্মল নিটোল নিঃশ্বাসের বদলে অনিশ্চয়তাময় বিষাক্ত বায়ুর ঘ্রাণ। যেখানে দিন দুপুরে ঘটছে নিঃসংকোচে আড়ষ্টহীনভাবে হাজার হাজার মানুষের সামনে যৌন নিপীড়নের সহিংস তাণ্ডব। যা ভাবতেই নিজের মন ও বিবেক অস্থির আর ভারাক্রান্ত হয়ে উঠলো। এই ভয়ঙ্কর পরিণতিতে সত্য সমাগত, মিথ্যা অপসারিত না হয়ে যেন মিথ্যা ক্রমেই অক্টোপাসের মত অবধারিত হয়ে উঠেছে জাতির ললাটে, কিন্তু কেন?!!

প্রবৃত্তিতাড়িত এসব বেপরোয়া হিংস্র দানব থেকে কবে জাতি মুক্তি পাবে? সেটা কি আদৌ জাতি জানে? তাদের অশ্লীলতা, নগ্নতা ও যৌনাচার থেকে জাতির কী পরিত্রাণ নেই?!! ক্ষমতাসীনদের দাপটে দেশ আজ নীতি নৈতিকতাবর্জিত লেলিহান নরক কুণ্ডে পরিণত হয়েছে। ঘটনাকে আড়াল করতে নির্লজ্জ মিথ্যাচার ও নারকীয় তাণ্ডব থেকে জাতির মুক্তির একটাই পথ উন্মুক্ত আছে আর তা হল ধর্মীয় জীবনাচারণ এবং দ্বীনি শিক্ষাব্যবস্থা। কেননা মানুষের মধ্যে খণ্ডিত সততা বলে কিছু নেই। সততার পূর্ণাঙ্গ রূপ হল মানুষের সার্বিক পরিশুদ্ধ চিন্তা ভাবনা যার উদ্দেশ্যই হল সর্বতোমুখী কল্যাণকামিতা।

তাই এই পশুরূপী ইবলিসদের মোকাবিলায় চাই ইনসাফ ও ন্যায়ের সংগ্রাম। প্রয়োজন আল্লাহ্‌র নির্দেশিত পথে সত্য ও শ্বাশত দ্বীন প্রতিষ্ঠার তামান্না বুকে নিয়ে নিজের জান ও মাল কোরবানী করার দৃঢ় প্রত্যয়ী বীরযোদ্ধাদের তাওহিদী এক আপোষহীন কাফেলা। ইত্যাদি... ভাবতে ভাবতে মনের ভিতরে প্রতিবাদের স্ফুলিঙ্গ বারুদের মত জ্বলে উঠলো। আর সাথে সাথে বাস ড্রাইভার লাউড স্পীকারে ঘোষণা করলেন তোমরা তোমাদের প্রত্যাশিত গন্তব্যে পৌঁছে গেছো। চলবে ইনশাআল্লাহ

২য় পর্ব

http://www.monitorbd.net/blog/blogdetail/detail/6327/mbanu/64353#.VTuiGpO9ia

শেষ পর্ব

http://www.monitorbd.net/blog/blogdetail/detail/6327/mbanu/64404#.VTu1XJO9iac



বিষয়: বিবিধ

৩৬১৬ বার পঠিত, ১৬৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316015
২০ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
আফরা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপু ।

আপু আমি লেখা পড়েই ফাষ্ট হয়েছি ।

২০ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
257050
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাই লাভ্লি ছোট্ট আপিম্নি। তোমার প্রাঞ্জল ভাললাগাময় উপস্থিতি অনেক আনন্দ এনে দিলো হৃদয়ে। ত্রুটির কারণে নীচে তোমার জন্য ফুলেল আদর রইলো আফ্রাম্নি।
২০ এপ্রিল ২০১৫ রাত ০৯:৪৪
257094
আওণ রাহ'বার লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Angel Angel Angel Angel Angel Angel Angel Angel Straight Face Straight Face Straight Face Straight Face Straight Face Straight Face Straight Face Straight Face Crying Crying Crying Crying Crying
২৩ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৫৮
257612
সন্ধাতারা লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Good Luck Good Luck Good Luck Good Luck
316016
২০ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মানুষ যখন দুনিয়ার উপভোগকেই জিবনের সাফল্য বানিয়ে নেয় তখন এমন ঘটনা স্বাভাবিক।
২০ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
257051
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সবুজ ভাইয়া। সঠিক কথাই বলেছেন ভাইয়া। কিন্তু এর থেকে উত্তরণের উপায় কি?
Good Luck Good Luck Love Struck Love Struck
২০ এপ্রিল ২০১৫ রাত ০৯:৪৪
257096
আওণ রাহ'বার লিখেছেন : Straight Face Straight Face Straight Face Straight Face Straight Face Straight Face Straight Face Straight Face Straight Face Straight Face Straight Face
২৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:০০
257613
সন্ধাতারা লিখেছেন : আওন্মনিকে...... Good Luck Good Luck Good Luck Love Struck Love Struck Love Struck Good Luck Good Luck Good Luck Good Luck
316028
২০ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫১
সন্ধাতারা লিখেছেন : পড়ে প্রথম উপস্থিতির জন্য বড় বোনের পক্ষ থেকে এতো এতো আদুরী ফুলেল শুভেচ্ছা আফ্রামনিকে......



২০ এপ্রিল ২০১৫ রাত ০৮:১৩
257066
আফরা লিখেছেন : Thank you very much আপু ।
২০ এপ্রিল ২০১৫ রাত ০৮:২১
257070
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক শুকরিয়া তোমাকে ছোট্টমণি...
২০ এপ্রিল ২০১৫ রাত ০৯:৪৭
257100
আওণ রাহ'বার লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck
২৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:০০
257614
সন্ধাতারা লিখেছেন : আওন্মনিকে...... Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Good Luck Good Luck Good Luck
316039
২০ এপ্রিল ২০১৫ রাত ০৮:৫৮
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপু!

আমরাও আপনার প্রিয় স্থান এডিনবর থেকে ঘুরে আসলাম! আপনার ভাবুক মনের চমৎকার ভাবনা এবং দুঃশ্চিন্তগুলো আজ আমাদের সবাইকেই ভাবিয়ে তুলছে! আমরা যেখানেই থাকিনা কেনো মাতৃভূমির চিন্ত যে আমাদের সবসময় সাথী হয়ে আছে!

চমৎকার লিখাটির জন্য শুকরিয়া! আমি আপনাকে রিকোয়েস্ট করতে চেয়েছিলাম আপনার সফরটি নিয়ে লিখার জন্য আলহামদুলিল্লাহ আপনি নিজে থেকেই লিখা শুরু করেছেন!

জাযাকিল্লাহু খাইর! Good Luck Love Struck Praying
২০ এপ্রিল ২০১৫ রাত ০৯:২০
257081
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট আপি। তার মানে কী তোমরা এডিনবরা এসেছিলে?!!

Good Luck Love Struck সত্যিই বলেছো এতগুলো বছর কাটালাম তারপরও দেশের কথা দেশের মানুষের কথা সারাক্ষণ ভাবনায় ঘুরপাক খেতে থাকে। ভীষণ কষ্ট হয়। তোমাকে ফোন দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশতঃ ...।

তোমার মনের কথা বুঝতে পেরেছিলাম বুঝেছো বোনটি আমার সেজন্যই বলার আগেই লিখা শুরু করে দিয়েছি। বেড়াতে এসো আমার এখানে। Good Luck Love Struck Good Luck


তোমার অনুপ্রেরণাময় ও উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
Good Luck Love Struck Love Struck Good Luck
২০ এপ্রিল ২০১৫ রাত ০৯:২৯
257089
সাদিয়া মুকিম লিখেছেন : আপু! আপনার সাথে সাথে, স্বপনে, চিন্তায়, কল্পনায়, বর্ননার সাথে ঘুরে এলাম! Love Struck
২০ এপ্রিল ২০১৫ রাত ০৯:৩৪
257091
সন্ধাতারা লিখেছেন : তাই বুঝি বোনটি আমার!! আমিতো লাইনটি পড়ে অবাক হয়েছি।
তোমাকে কিন্তু ফোন দিয়েছিলাম সেদিন ...
২০ এপ্রিল ২০১৫ রাত ০৯:৪৭
257101
আওণ রাহ'বার লিখেছেন : Surprised Surprised Surprised Surprised Angel Angel Angel Angel Angel Angel Angel Angel Angel Angel Angel Angel Angel Angel Clown Clown Clown Clown Clown Clown
২০ এপ্রিল ২০১৫ রাত ১১:৫০
257127
সাদিয়া মুকিম লিখেছেন : আপু ভলিউম অফ থাকায় শুনি নি! আমি বার পরে মেসেজে পাঠিয়েছিলামCrying
২১ এপ্রিল ২০১৫ রাত ১২:৫৩
257153
সন্ধাতারা লিখেছেন : ঠিক বলেছো তুমি কিন্তু পরে আমি আবার ব্যস্ত হয়ে পড়েছিলাম বোনটি। তাই আর কল ব্যাক করতে পারিনি। তবে তোমাকে অনেক মনে করেছিলাম।
২১ এপ্রিল ২০১৫ সকাল ১১:০০
257198
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @সাদিয়াপু - আমার খালাম্মুণি কে রিকুয়েস্ট করা লাগে না! প্রিয়জনদের মনের কথা খাম্মুণি বুঝিতে সক্ষম। Loser আলহামদুলিল্লাহ্ Good Luck Good Luck
২১ এপ্রিল ২০১৫ সকাল ১১:০৩
257199
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : সাদিয়াপুকে মনে করার পর আমাকেও মনে করছিলেন Don't Tell Anyone .... আমি জানি! তাইনা খাম্মুণি? Love Struck Love Struck @খালাম্মুণি
২১ এপ্রিল ২০১৫ সকাল ১১:০৯
257200
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @খালাম্মুণি - ওহ্ আচ্ছা, আওণ এর মোড্ কিরকম হয়েগেছে দেখছেন? Don't Tell Anyone সে মনে মনে বলতেছে, খাম্মুণি, প্রিয় জনদের মনের কথা বুঝে, কিন্তু ওরটা কেন বুঝে না? Surprised Surprised বেচারা রাতের আন্ধারে খাদে পড়ে পা ভেঙ্গে দেখালো, তবুও খাম্মুণি বুঝে না কেনু? Rolling Eyes Rolling Eyes

পা ভাঙ্গার মূল উদ্দ্যেশ্য কি ছিলো? কেও বুঝে না কেউ বুঝে না! Crying Crying Crying Crying
২১ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৪৭
257235
সন্ধাতারা লিখেছেন : ঠিকই বলেছ মাই সান খাম্মুণি তোমাকে মনে করছিলো Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Good Luck Good Luck Good Luck Good Luck Love Struck Love Struck Love Struck Love Struck
২১ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৪৯
257236
সন্ধাতারা লিখেছেন : খাম্মুণি না বুঝলেও বড় ভাইটি তো ঠিকই বুঝতে পেরেছে তাই না???Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২২ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৩৭
257369
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Tongue Tongue Love Struck Love Struck Crying Crying
২২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৫৯
257402
সন্ধাতারা লিখেছেন : Good Luck Love Struck Love Struck Good Luck
২৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:০১
257615
সন্ধাতারা লিখেছেন : আওন্মনিকে...... Good Luck Good Luck Good Luck Good Luck Love Struck Love Struck Love Struck Love Struck Good Luck Good Luck Good Luck
316045
২০ এপ্রিল ২০১৫ রাত ০৯:২৪
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : তোমার লেখাটা পড়ে মনটা আবারো খারাপ হয়ে গেল। আমরা হেরি গেছি আপু। সব কিছু ওরাই দখল করে নিবে আমরা শুধু একে অপরকে ঘৃণা করে নিজেরাই আত্নবিনাশী হয়ে উঠব। Click this link
২০ এপ্রিল ২০১৫ রাত ০৯:৩০
257090
সাদিয়া মুকিম লিখেছেন : সালাম ভাই! আমি যে ভাইটির স্মরনে একটি পোস্ট লিখলাম আর সেটি প্রথম পৃষ্ঠায় ঝুলছে, আমাদের ভাইটি কি একটু নজর বুলাবে?
২০ এপ্রিল ২০১৫ রাত ০৯:৪৩
257093
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট্ট আপি। দুঃখ করোনা ছোট্ট বন্ধু। আমরা এভাবেই ঘা খেয়ে খেয়ে আবার জেগে উঠবো একদিন দেখো...!!

এটাই আমাদের ঈমানী পরীক্ষা আপু। ধৈর্য হারালে হতাশ হলে চলবে কেন?!! সেটা কি মুমিনের জন্য শোভনীয় আপু তুমিই বল...???
তোমার জন্য কেন জানিনা খুউব খারাপ লাগে আপু। প্রাণভরে দোয়া করি করুণাময়ের কাছে। উনি তোমাকে সাহস, শক্তি, হিম্মত আর সান্ত্বনা যোগাবেন ইনশাআল্লাহ।
২০ এপ্রিল ২০১৫ রাত ০৯:৪৫
257097
সন্ধাতারা লিখেছেন : তোমার ঘরে বোনটির উপস্থিতি টের পাওনি বুঝি??!!! সাদিয়া আপি।
২০ এপ্রিল ২০১৫ রাত ০৯:৪৮
257102
আওণ রাহ'বার লিখেছেন : Worried Worried Crying Crying Crying Crying Crying Crying Crying Crying
২১ এপ্রিল ২০১৫ রাত ০১:০৫
257158
সাদিয়া মুকিম লিখেছেন : Broken Heart Crying Worried Happy Praying Good Luck
২১ এপ্রিল ২০১৫ রাত ০১:১৪
257159
সন্ধাতারা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২১ এপ্রিল ২০১৫ সকাল ১১:১২
257202
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : "ঘুম ভাঙাতে চাই" কি বোন?Surprised Surprised
২১ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫১
257237
সন্ধাতারা লিখেছেন : জ্বি মাই সান??!! আমার তো ৯৯ ভাগ তাই মনে হয়!! তুমি কী বল হ্যারি??
২২ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৩৭
257370
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Surprised Surprised Day Dreaming Day Dreaming Chatterbox Chatterbox
২২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০০
257403
সন্ধাতারা লিখেছেন : Love Struck Love Struck Good Luck Good Luck Good Luck Love Struck Love Struck
316056
২০ এপ্রিল ২০১৫ রাত ১০:৩৯
আওণ রাহ'বার লিখেছেন : কি সুন্দর ফুল সুবহান আল্লাহ Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up উপরের ফুলটা আমার Thumbs Up Thumbs Up m/ m/ m/ m/ m/ m/ phbbbbt phbbbbt phbbbbt phbbbbt phbbbbt phbbbbt phbbbbt
২০ এপ্রিল ২০১৫ রাত ১০:৫২
257110
সন্ধাতারা লিখেছেন : ঠিক আছে মাই লাভ্লি সান। ফুলটা তোমার। আমারও ভীষণ ভালো লাগলো যে খাম্মুনির দেয়া ফুলটি তোমার পছন্দ হয়েছে। জাজাকাল্লাহু খাইর।
২১ এপ্রিল ২০১৫ রাত ১২:৩৫
257145
আফরা লিখেছেন : কে বলেছে গো ভাইয়ামনি উপরের ফুলটা আপনার ? উটা আমাকে দিয়েছে আপু @আওণ রাহ'বার ভাইয়া ।

@সন্ধাতারা আপু এটা বল্লে হবে না উটা তো আপনি আমাকে দিয়েছেন এখন উটা আমার ।
২১ এপ্রিল ২০১৫ রাত ১২:৫৭
257155
সন্ধাতারা লিখেছেন : হায় হায়!! বল কী আফ্রাম্নি আমি তো ভেবেছিলাম উপরের ফুলটি মানে শিরোনামের ফুলটি এবং নীচেরটি হল লিখা শেষে যেটা দিয়েছি। তার মানে কী আমার ধারণাগত ত্রুটি ছিল???
২১ এপ্রিল ২০১৫ সকাল ১০:২৮
257193
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : খাম্মুণি..... লেখার উপ্রের ও লেখার নিচের দুটো ফুলই আমার! Don't Tell Anyone Don't Tell Anyone নো মোর কাড়াকাড়ি! Shame On You Shame On You হুম... তবে... ৩নং কমেন্টের ফুল টা কিন্তু আমার নয়। কারন ওটাতে "জোড়া লাভ রিং" এর মতো কিছু একটা দেখা যাচ্ছে, যেটা নেয়ার সময় আমার এখনও হয়নি! Love Struck Love Struck Love Struck
২১ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫৭
257238
সন্ধাতারা লিখেছেন : গুড বয় হ্যারি!! মাশাআল্লাহ্‌ সবই বোঝে। তোমরা দু’ ভাই সবকিছুই শেয়ার করবে যেমন খাবার দাবার, হাসি আনন্দ, উপহার ইত্যাদি কেমন। আমি জানি তুমি সেটা সবসময়ই করে থাকো তাই না মাই সান??
২২ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৩৫
257368
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আওণ এর সাথে ভাগ না করলে কি আমি খুশি থাকতে পারবো?... বলেন! Talk to the hand Talk to the hand
২২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০১
257404
সন্ধাতারা লিখেছেন : আমিতো সেটা খুব ভালো করেই জানি মাই লাভ্লি সান। Good Luck Good Luck Good Luck Good Luck Love Struck Love Struck Love Struck Love Struck Good Luck Good Luck Good Luck Good Luck
316057
২০ এপ্রিল ২০১৫ রাত ১০:৩৯
আওণ রাহ'বার লিখেছেন : হারিকেনের জন্য নিচের ফুলটা Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose
২০ এপ্রিল ২০১৫ রাত ১০:৫৫
257111
সন্ধাতারা লিখেছেন : তাই বুঝি? কাউকে কিছু দেয়ার সময় কিন্তু ভালোটি নির্বাচন করতে হয় তাই না মাই সান?!!
২১ এপ্রিল ২০১৫ সকাল ১০:৩০
257195
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @আওণ ..... লেখার উপ্রের ও লেখার নিচের দুটো ফুলই আমার! Don't Tell Anyone Don't Tell Anyone নো মোর কাড়াকাড়ি! Shame On You Shame On You

হুম... তবে... ৩নং কমেন্টের ফুল টা কিন্তু আমার নয়। কারন ওটাতে "জোড়া লাভ রিং" এর মতো কিছু একটা দেখা যাচ্ছে, যেটা নেয়ার সময় আমার এখনও হয়নি! Love Struck Love Struck Love Struck
২১ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫৮
257239
সন্ধাতারা লিখেছেন : গুড বয় হ্যারি!! মাশাআল্লাহ্‌ সবই বোঝে। তোমরা দু’ ভাই সবকিছুই শেয়ার করবে যেমন খাবার দাবার, হাসি আনন্দ, উপহার ইত্যাদি কেমন। আমি জানি তুমি সেটা সবসময়ই করে থাকো তাই না মাই সান??
২২ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৩৪
257366
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : জ্বী খাম্মুণি.. Love Struck Love Struck Love Struck
২২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০৩
257405
সন্ধাতারা লিখেছেন : মাই লাভ্লি সান হ্যারিGood Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Good Luck Good Luck Good Luck Good Luck
316058
২০ এপ্রিল ২০১৫ রাত ১০:৪০
আওণ রাহ'বার লিখেছেন : হারিকেনরে হাতুড়ি দিয়া মাইর দেয়া হবে হারিকেনটা কই গেলোরে Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out
২০ এপ্রিল ২০১৫ রাত ১০:৫৬
257112
সন্ধাতারা লিখেছেন : মনে হয় ঘুমুচ্ছে...
২১ এপ্রিল ২০১৫ সকাল ১০:৩৫
257197
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : খাম্মুণি ঠিকই বলেছেন! Applause Applause
২১ এপ্রিল ২০১৫ সকাল ১১:১০
257201
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ৪নং দেখো পাজ্জিLove Struck Love Struck
২১ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫৯
257240
সন্ধাতারা লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck Good Luck Good Luck Good Luck Good Luck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck
316059
২০ এপ্রিল ২০১৫ রাত ১০:৪৩
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খালাম্মুনি। আপনার লিখাটি খুব মনোযোগ সহকারে পড়লাম।
আমিও মাথাটা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করলাম। তারপর সমূদ্রের ঢেউয়ের মনমোহনী মৃদু কম্পনে বা জিকিরের শব্দে চোখ মেলে তাকাতেই বিস্ময়াভিভূত হলাম নিশীথ সূর্যের অব্যক্ত মায়াবী রূপ দেখে।

ফজরের নামাজ কোথায় পড়ছেন উল্লেখ নেই। দেশ নিয়ে আপনার ভাবনা দেখে সত্যিই আমি পুলকিত। আপনার অতীতের কিছুটা জেনে সত্যিই আমি সুষভিত। দেশের যুবকদের করুণ পরিণতির কথা জেনে সত্যিই আমি মর্মাহত। আপনার সাহিত্যিকতা দেখে সত্যিই আমি আবেগাপ্লুত। আমার জন্য দোয়া করবেন ভেবে সত্যিই আমি গর্বিত। আপনাকে জানাই হাজার সালাম।
২০ এপ্রিল ২০১৫ রাত ১১:১০
257113
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেল। আপনার মত একজন বিজ্ঞ আংকেল পাওয়া সত্যিই অনেক সৌভাগ্যের ব্যাপার। অনেক বিষয় ছিল যা এখানে তুলে ধরলে হয়তো লিখাটির কলেবর অনেক বৃদ্ধি পেত।
যাহোক আপনার অবগতির জন্য বলতেই হয় আমি সাধারণত কখনও বাসা থেকে বের হলে ওযু করে তারপরে বের হই। ফজরের নামায বাসে বসেই পড়েছি আর সেজন্য সবার শেষে যে লম্বা ৫ সিটের আসন সেখানেই বসেছিলাম। যাতে সবার দৃষ্টির আড়ালে থাকতে পারি।

আপনি এতো সুন্দর করে প্রশংসাসূচক মন্তব্য করেছেন যে নিজের ক্ষুদ্রতার কথা স্মরণ করে লজ্জা পাচ্ছি। জান্নাত্মনির জন্য অনেক অনেক আদর আর শুভেচ্ছা, বড়দের জন্য ছালাম রইলো।

আপনার স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সেইসাথে অনুপ্রেরণাময় ও উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
১০
316072
২১ এপ্রিল ২০১৫ রাত ০১:১৬
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। খুব সুন্দর লিখেছেন। শিরোনামটা খুব চমৎকার ও আকর্ষণীয় হয়েছে। বিস্তারিত জানার অপেক্ষায়। সে পর্যন্ত ভাল থাকুন, সুস্থ থাকুন। জাযাকিল্লাহু খাইরান।
২১ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:১৭
257242
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আযহারী ভাইয়া। আপনার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর। হাজারো অযোগ্যতার দায়বদ্ধতার ভারে থেকেও আপনার উদ্দীপ্ত করা মন্তব্যে উজ্জ্বীবিত হলাম। ভীষণ ভালো লাগলো জেনে যে আমার নির্বাচিত শিরোনামটি আপনারও ভালো লেগেছে।

কয়েকদিন আগে আমার এক প্রিয় মানুষকে বলতে শুনেছি ইসলামী লিখাতে সাহিত্য অনুপস্থিত আর একটু আধটু থাকলেও সেটা সাহিত্যের পর্যায়ে পরে না। সে কিছু যুক্তি ও উদাহরণও টেনে এনেছিল। কিন্তু এ বিষয়টি কেন জানি আমার অনুভূতিতে ঠিক ভিন্ন রূপে ধরা দেয়। ইসলামী সাহিত্য পড়ে আমি যতটা আনন্দ ও মনের খোরাক পাই তা অন্য কোন লিখাতে একদম পাইনা। আপনার অনুভূতি কী বলে জানিনা?!!
আপনার অভিভূত করা দোয়ায় আমীন। ছুম্মা আমীন।
সোনামণিসহ আপনাদের সকলের জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। মঙ্গলময় আপনাকেও যেন কৃতিত্বের সাথে উচ্চতর শিক্ষালাভ এবং সম্মান ও উত্তম কামিয়াবী দান করেন। সর্বাবস্থায় ভালো রাখুন সুস্থ থাকুন এই কামনা।
১১
316079
২১ এপ্রিল ২০১৫ রাত ০২:০৪
শেখের পোলা লিখেছেন : আপা আপনার লেখাটা দারুন হয়েছে৷ প্রবাসীরাই দেশকে ভাল চেনে, কারণ তারা বাইরে থেকে দেখে৷ এজন্যই হয়ত কবি বলেছেন;-ভক্তি পূঁজা দিইনি যারে ভুলেও যাহার বক্ষে ধেকে/নম্রশিরে প্রনাম করি দূর হতে তার মূর্তী দেখে৷ ধন্যবাদ৷
২১ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:২৩
257246
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি ও উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।

আমি আন্তরিকভাবে দুঃখিত এজন্য যে কবির চিন্তা প্রসূত মানসিকতার সাথে আমার চিন্তা ও কর্মের অমিলের জন্য। আমি দেশে থেকে যেমন দেশকে ভালবেসেছি, পরবাসী হয়ে আজও ঠিক তেমনি ভালোবাসি। এক্ষেত্রে আমার ভালোবাসার কোন তারতম্য হয়নি আজও।
আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। মঙ্গলময় আপনাকে সর্বাবস্থায় সুস্থ রাখুন ভালো রাখুন এই কামনা।

সেইসাথে বোনের জন্য বেশী বেশী করে দোয়া করার জন্য বিশেষ অনুরোধ থাকলো।
১২
316082
২১ এপ্রিল ২০১৫ সকাল ০৫:১১
কাহাফ লিখেছেন :
চমৎকার শব্দে গড়া, নান্দনিকতায় পুর্ণ দরদময় উপস্হাপনা উদ্দিষ্ঠ বিষয়কে গভীর থেকে ভাবতে বাধ্য করে পাঠক কে! এতো সুন্দর লেখেন আপুজ্বী! নিজেকেই ভাগ্যবান মনে হয় এমন একজন বড় বোনের সাথে পরিচয় হয়ে!
বৃহৎ কল্যাণেই পরাক্রমশালী আল্লাহ এই শর্দ্ধেয়া বোন কে 'হায়াতে তাইয়েবাহ' দান করুন-এই দরখাস্ত রবের কাছে সব সময়ই!!
২১ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩৩
257250
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় কাহাফ ভাইয়া। আপনার মন্তব্যটি পড়ে মনের অজান্তেই চোখ দুটি অশ্রুসজল হয়ে উঠলো। আপনাদের মত উত্তম ও বিজ্ঞ মনের মানুষদের কাছে আমি সত্যিই অনেক ঋণী ভাইয়া।

আপনাদের স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি, উৎসাহব্যঞ্জক সুন্দর সুন্দর মূল্যায়নমূলক পর্যালোচনা এবং অনুভূতি সবসময় আমার লিখার ভূবনকে করে রাখে আলোকময়। যার উত্তর দেয়ার ভাষা বা জ্ঞান আমার নেই।

ব্লগে আপনার উপস্থিতি ঠিক যেন জ্বলজ্বলে নক্ষত্রের মত।
আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। মঙ্গলময় আপনাকে সর্বাবস্থায় সুস্থ রাখুন ভালো রাখুন এবং মানসিকভাবে প্রফুল্ল রাখুন এই কামনা।

সেইসাথে বোনের জন্য বেশী বেশী করে দোয়া করার জন্য বিশেষ অনুরোধ থাকলো।
১৩
316094
২১ এপ্রিল ২০১৫ সকাল ১০:৫৭
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.. .. আপনি কেমন আছেন খালাম্মুণি? Happy Happy হুমমমম খুবি ভালো লাগছে ভ্রমন কাহিনি পড়ে! Day Dreaming Day Dreaming
আমারও বেড়াতে ইচ্ছে করতেছে, আপনি এত আকর্ষনীয় করে বর্ণনা করেছেন কেনু? Crying Crying Crying Crying
২১ এপ্রিল ২০১৫ রাত ০৯:৪৮
257290
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যারিম্নি। তোমার সংগৃহীত ছবিটি দেখে ভীষণ ভালো লাগলো!!
কেন বলো তো??
আমারও খুব ইচ্ছে করে আমার ছেলে দুটি তাদের মামুনির কাছে থাকুক। বিধাতাই ভালো জানেন।

তোমার জন্য রইলো অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা । মঙ্গলময় তমাকে সর্বাবস্থায় সুস্থ রাখুন ভালো রাখুন এবং মানসিকভাবে প্রফুল্ল রাখুন এই কামনা।

Good Luck Good Luck Love Struck Love Struck Good Luck Good Luck
২২ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:২৬
257362
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : পাহাড়ের উপর সেই স্থাপনাগুলো! Day Dreaming পাতা ছাড়া গাছ! Day Dreaming সারি সারি ফুল! Day Dreaming রাস্তা ও বসার বেঞ্চ! ইত্যাদি সব কিছু মিলে সেই চেনা কয়দিন আগের দেখা জায়গাটার মতোই লাগতেছে! Love Struck Love Struck এজন্যই বেশি ভালো লাগছে আপনার। তাইনা খাম্মুণি? Chatterbox Chatterbox

আসলে আমিও সেই সব দৃশ্যগুলোকে স্বরন করেই এই ছবিটা সংগ্রহ করছি। Loser Loser

পাহাড়ের নীচে ঘাসে বসে কল্পনার জগতে ঘোরে বেড়ানো, অথবা সমুদ্রের পাড়ে বসে বাতাসের সাথে কথা বলা আমার ভীষণ ভালো লাগে। তাই আমার এখন মন উড়ে বেড়াচ্ছে সেই সব জায়গাগুলোতে যেখানে থেকে আপনি ঘোরে আসছেন! Angel Angel Rolling Eyes Rolling Eyes
@খালাম্মুণি
২২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০৬
257406
সন্ধাতারা লিখেছেন : অবিশ্বাস্য হলেও সত্যিই এটা কিন্তু সেই জায়গাটিই মাই লাভ্লি সান ...
২৩ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৩৫
257594
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Applause Applause Applause Applause ওয়াওওওওও Cheer Day Dreaming Chatterbox সত্যিই? Cheer আমি এখন ফীলিং লাকি! Love Struck Love Struck লাভ ইউ মাই ডিয়ার খাম্মুণি Rose Rose লাভ ইউ অনেক অনেক। Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
২৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:০৩
257616
সন্ধাতারা লিখেছেন : জাজাকাল্লাহু খাইর মাই লাভ্লি সান।Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Love Struck Love Struck Love Struck Love Struck Good Luck Good Luck Good Luck Good Luck
১৪
316288
২২ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৪০
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : খাম্মুণি..... আমি কোথাও ঘোরে বেড়াতে যাবো! Talk to the hand Talk to the hand পাহাড়, নির্জন পার্ক কিংবা সমুদ্রের পাড়! Wave Wave Wave
২২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১২
257407
সন্ধাতারা লিখেছেন : খুউব ভালো তো। সুন্দর কোথাও থেকে বেড়িয়ে আসলে মনটা অনেক সতেজ আর প্রফুল্ল হয়। মহৎ চিন্তা ও সৃজনশক্তিও বৃদ্ধি পায়। Good Luck Good Luck Love Struck Love Struck Good Luck Good Luck

তোমার জন্য বরাবরের মত রইলো অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা । মঙ্গলময় তোমার প্রত্যাশিত আকাঙ্ক্ষা ও মনোবাসনা পূর্ণ করে দিয়ে সর্বাবস্থায় সুস্থ রাখুন ভালো রাখুন এবং মানসিকভাবে প্রফুল্ল রাখুন এই কামনা।Good Luck Good Luck Love Struck Love Struck Good Luck Good Luck
লেখাপড়া কেমন চলছে মাই সান?Love Struck Good Luck Love Struck

১৫
316639
২৪ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৩১
২৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:০৬
257778
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথায় যাচ্ছেন?? সামনে তো দেখি তিনটি বাঁকা পথ!!
২৪ এপ্রিল ২০১৫ রাত ০৮:৪২
257826
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
ইউ, কে-তে আমার সবচেয়ে প্রিয় ভালোলাগা জায়গাটির নাম এডিনবরা..........! খূজে দেখতিছি.....
২৫ এপ্রিল ২০১৫ রাত ১২:৫১
257862
সন্ধাতারা লিখেছেন : ভাইয়া ও ভাবী এডিনবরা পেলেন.......
২৫ এপ্রিল ২০১৫ রাত ১২:৫২
257863
সন্ধাতারা লিখেছেন : সালাহউদ্দীন গাজী ভাইয়াকে মিস করছি অনেক...............
২৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫৮
257966
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় গাজী সালাহউদ্দীন ভাইয়া। আপনার নামটা ভুল করে দিয়েছিলাম এই ভেবে যে অন্তত আপনি প্রতিবাদ করতে আসবেন কিন্তু তাও আসলেন না।
ভীষণ জানতে ইচ্ছে হচ্ছে আপনার শারীরিক অবস্থা এখন কেমন???
অনিঃশেষ দোয়া রইলো আপনার জন্য। জাজাকাল্লাহু খাইর।
Good Luck Love Struck Good Luck
২৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
257983
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপ কথা গাজী ভাইয়ের কাছে পৌঁছে দিয়েছি।
২৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
257993
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক শুকরিয়া ভাইয়া ও ভাবীকে। কষ্ট করে সংবাদ আদান প্রদান করে গাজী ভাইয়ার সর্বশেষ শারীরিক অবস্থা আমাদের সকলকেই অবহিত করার জন্য। খুবিই ভালো লাগলো উনার সুস্থতার সংবাদে।

আপনাদের পক্ষে সম্ভব হলে এই মর্মে গাজী ভাইয়াকে লিখতে অনুরোধ জানান এবং ব্লগে উনার উপস্থিতি আমাদের কাম্য সেটাও দয়া করে জানিয়ে দিন।
Good Luck Good Luck Love Struck Love Struck Good Luck Good Luck
১৬
316641
২৪ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৪০
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ষ্টিকি শুভেচ্ছা খালাম্মুনি।

২৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:১০
257781
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেলজ্বী। অনেক সুন্দর ফুল ও ফুলেল শুভেচ্ছামাখা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
১৭
316644
২৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:০০
আফরা লিখেছেন :
২৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:১৩
257783
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রাণপ্রিয় আফ্রামনি। অভিনন্দন জ্ঞাপনের জন্য জাজাকাল্লাহু খাইর।
১৮
316649
২৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫২
যুথী লিখেছেন : এমন সুন্দর ভাষা ও সাহিত্য আপনি কোত্থেকে রপ্ত করেছেন আপুনি!! চমৎকার। আভিভূত, বিমোহিত, মুগ্ধ এবং নির্বাক.....
২৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:২০
257787
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রাণপ্রিয় আপুজ্বি। এতোসব বিশেষণের সমাহারে আপনার উপলব্ধি ব্যক্ত করেছেন যে পড়ে সত্যিই লজ্জিত বোধ হচ্ছে যার যোগ্য আমি নই। বোনটির দোয়া করবেন যেন পরম করুণাময়ের কৃপায় আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত রাখতে পারি।
লিখার ময়দানে উৎসাহ ও অনুপ্রেরণাদানের এই আন্তরিক উদ্যোগকে কৃতজ্ঞ চিত্তে বরণ করে আপনার মূল্যবান মতামতের জন্য জাজাকাল্লাহু খাইর।

আপু কিছু মনে না করলে একটু জিজ্ঞেস করি? প্রপিকের ছবিটি কি আপনার নিজের??
১৯
316651
২৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:২৩
257788
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সদয় উপস্থিতি ও ভালোলাগা অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
২০
316661
২৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:০১
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
সম্মানিত সকলের প্রতি উৎসর্গীকৃত আমার অন্তরের অনুভূতি.........
সবুজের মিষ্টিতে ভাসছে মোর পদ্ম
এযেন প্রিয়জনের হাসি ফোঁটা সদ্য।
দোয়া মাগি সবার তরে লিখাটির নির্বাচন
সাথে যত লেখক, পাঠক আর মোর বন্ধুগণ।
হ্যারি-আওন, আংকেল-আপু, আরও আছে ছোট ভাই
মরণের পরেও মোরা মিলিত হতে চাই।
একসাথে ভাগাভাগি সুর আর সম্প্রীতি
এভাবেই কাটে যেন ব্লগের মম প্রীতি।
Rose Rose Rose Rose Star Star Star Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Rose
২৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
257810
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Love Struck Love Struck Rose Rose Day Dreaming Day Dreaming
২৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫৯
257967
সন্ধাতারা লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Love Struck Love Struck Love Struck Love Struck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
২১
316662
২৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:০৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :


Rose RoseCONGRATSSSSS KHAMMUNI Rose Rose

২৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৫৯
257790
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যারিম্নি। তোমার সদয় স্বতঃস্ফূর্ত ফুলেল উপস্থিতি ও ভালোলাগা আনন্দানুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর মাই সান।

অন্নেক অন্নেক দোয়া ও শুভ কামনা রইলো তোমার জন্য।
২৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
257805
আবু জান্নাত লিখেছেন : Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming
২৪ এপ্রিল ২০১৫ রাত ০৮:০১
257813
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওয়া-আলাইকুমাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.. Cool Cool Rose Rose Good Luck Good Luck Good Luck @খালাম্মুণি
২৫ এপ্রিল ২০১৫ রাত ১২:২৯
257856
সন্ধাতারা লিখেছেন : দু’গালে হাত কী ভাবছেন শ্রদ্ধেয় আংকেলজ্বী??
২৫ এপ্রিল ২০১৫ রাত ১২:২৯
257857
সন্ধাতারা লিখেছেন : দু’গালে হাত কী ভাবছেন শ্রদ্ধেয় আংকেলজ্বী??
২৫ এপ্রিল ২০১৫ রাত ০৮:৪১
258003
আবু জান্নাত লিখেছেন : মেয়েটির ছবিটি কেমন যেন জান্নাতের প্রতিচ্ছবি। তাই ভাবছি প্রায় চার মাস হল বাড়ী থেকে আসলাম।
২৬ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩১
258119
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কষ্টানুভূতির স্পর্শ আমাকেও ছুঁয়ে গেল। আমারও অনেক খারাপ লাগলো আংকেল।
২২
316667
২৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
মোহাম্মদ লোকমান লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
স্বদেশের জন্য প্রবাসীদের মায়া মমতা যে সবচেয়ে বেশী, তা আপনার লেখায় আবারও প্রমাণীত হলো।
সুন্দর লেখাটির জন্য অনেক ধন্যবাদ।
২৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০৪
257791
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যারিম্নি। ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আপনার সদয় স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও মূল্যবান অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।

আপনার জন্য অন্নেক অন্নেক দোয়া ও শুভ কামনা রইলো প্রেরণা ও উৎসাহদানের জন্য।
২৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২০
257793
সন্ধাতারা লিখেছেন : আমি আন্তরিকভাবে অত্যন্ত দুঃখিত ও ক্ষমাপ্রার্থী ভাইয়া অসতর্কজনিত কারণে ভুলক্রমে প্রথম লাইনটি এখানে সংযোজিত হয়েছে বলে। যা আমাকে অনেক অশান্তি আর অস্বস্তিতে ফেলে দিয়েছে। আশাকরি বোনের এ অপরাধ নিজ গুণে মার্জনা করবেন।
২৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
257803
আবু জান্নাত লিখেছেন : Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming
২৪ এপ্রিল ২০১৫ রাত ১০:২৭
257840
মোহাম্মদ লোকমান লিখেছেন : অশান্তি আর অস্বস্তিতে ভোগার মতো কোন ব্যাপার নয় এটি। Happy
২৫ এপ্রিল ২০১৫ রাত ১২:৩১
257858
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ লোকমান ভাইয়া। জাজাকাল্লাহু খাইর।
২৩
316691
২৪ এপ্রিল ২০১৫ রাত ০৮:৪২
নিমু মাহবুব লিখেছেন : বিশাল আকাশের উচ্ছ্বসিত উছলে পড়া নববধূ রূপের সাথে নৌকা বিলাসী মানুষদের নৌকাবিহারের দৃশ্যের নিগূঢ়তায় মনে হচ্ছিল এযেন কোন কাল্পনিক এক স্বপ্নময় জগতে আমি। আহ! অচেনা আরোহীরা পাল তুলে হাওয়ায় দুলে ভেসে ভেসে যাচ্ছে কোন এক মনোমুগ্ধকর অজানা কিংবা চিরচেনা গন্তব্যে।

Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose
চমৎকার!!!
২৫ এপ্রিল ২০১৫ রাত ১২:৩৩
257859
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আমার লিখায় আপনার প্রথম সদয় স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও মূল্যবান অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
২৪
316707
২৪ এপ্রিল ২০১৫ রাত ১০:৪২
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : আপনার লেখাটির শেষে পড়ে মন টা খুব খারাপ হয়ে গেলো!
উক্ত সমস্যা গুলো থেকে পরিত্রান পেতে হলে আমাদের (ছেলে মেয়ে) পারস্পরিক সহযোগিতা প্রয়োজন!
অবশেষে আপনাকে লেখাটির জন্য ধন্যবাদ!
২৫ এপ্রিল ২০১৫ রাত ১২:৩৬
257860
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আমার লিখায় আপনার প্রথম সদয় স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও মূল্যবান অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
পরিত্রাণের উপায় হিসাবে আসলে সকলেরই সহযোগিতা প্রয়োজন। ঠিক বলেছেন। সহমত
২৫
316716
২৫ এপ্রিল ২০১৫ রাত ১২:০৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : প্রথমে আপনাকে স্টিকি পোস্টার জন্য অভিনন্দন।
ব্লগ কতৃপক্ষের কাছে কৃতজ্ঞ উনারা আবার ব্লগের প্রতি দৃষ্টি দিয়েছেন।
২৫ এপ্রিল ২০১৫ রাত ১২:৫৬
257864
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় শাহীন ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ স্টিকি পোস্টে অভিনন্দন জানানোর জন্য।

আপনার পাশাপাশি আমিও ব্লগ কতৃপক্ষের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শত প্রতিকূলতা ডিঙ্গিয়ে ব্লগটিকে আকর্ষণীয় করে তুলতে প্রাণান্তকর প্রচেষ্টা অব্যাহতভাবে চালিয়ে যাওয়ার জন্য।

আপনার সদয় স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও মূল্যবান অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
২৬
316717
২৫ এপ্রিল ২০১৫ রাত ১২:৩১
বৃত্তের বাইরে লিখেছেন : স্টিকি পোস্ট দেখে খুব ভালো লাগলো আপু Roseআপনার সব লেখাই স্টিকি হওয়ার মত। দেশে যারা আছে তারাও যেন আপনার মত ভাবতে পারে। মন্তব্য তো আগেই করেছিলাম এখন শুধু দিগন্ত বিস্তৃত নীলের শুভেচ্ছা জানালাম।

২৫ এপ্রিল ২০১৫ রাত ০১:১৪
257865
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রাণপ্রিয় আপুজ্বী। আপনার উপস্থিতি অন্যরকম এক ভালোলাগার আনন্দানুভূতি এনে দিলো। আপনি ভিশু ভাইয়া আমাকে খুউব পছন্দ করেন তাইতো এভাবে বলতে দ্বিধা করেন না বোনটির শত অযোগ্যতা সত্ত্বেও। এ যে আমার বিশাল এক প্রাপ্তি আপু। ভাবলেই আবেগাপ্লুত হয়ে শুধুই চোখ দু’টি অশ্রুসজল হয়ে উঠে। ভিশু ভাইয়াকে ভীষণ মিস করছি।
Good Luck Love Struck Love Struck Good Luck
বোনের দেয়া এতো সুন্দর আসমান যমীন বিস্তৃত অগণিত নীলের সমাহারে লুকিয়ে থাকা অফুরান ভালোবাসার গন্ধ প্রাণভরে উপভোগ করছি Good Luck Good Luck আর আমার অন্নেক অন্নেক আদরের আপুর জন্য শুধুই দোয়ার মিনতি জানাচ্ছি মহান রাব্বুল আলামীনের দরবারে। ভালো থাকুন খুউব ভালো সবসময় এই প্রার্থনা। Good Luck Love Struck Good Luck
২৫ এপ্রিল ২০১৫ দুপুর ০২:২২
257936
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @খালাম্মুণি....... দোয়ার মিনতির সাথে সাথে আমার পক্ষথেকে (আপনার হয়ে) ইগুলোও দিচ্ছি প্রাণপ্রিয় বৃত্তমণি আপ্পিকে Good Luck Good Luck Good Luck






আশা করি গ্রহণ করিবেন। Rolling Eyes Hypnotised Don't Tell Anyone
২৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:০৩
257968
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্নেক অন্নেক ধন্যবাদ মাই লাভ্লি সান বৃত্তাপুর প্রিয় রঙের ফুল তাকে এনে দিয়েছো বলে। নিশ্চয়ই তোমার ফুল পেয়ে আপুম্নি অন্নেক খুশী হবেন।
অনিঃশেষ দোয়া রইলো তোমার জন্য। জাজাকাল্লাহু খাইর।
Good Luck Love Struck Love Struck Good Luck
২৭ এপ্রিল ২০১৫ রাত ০১:৫১
258184
বৃত্তের বাইরে লিখেছেন : ছবিগুলো আমার ক্যামেরা থেকে নেয়া মনে হচ্ছে। :Thinking
২৭ এপ্রিল ২০১৫ রাত ০১:৫৬
258187
বৃত্তের বাইরে লিখেছেন : ভিশু ভাই মিশুক, প্রানবন্ত, সবাইকে আপন মনে করেন। আমরা বাঙ্গালীরা এমনিতেই কথা বেশি বলতে পছন্দ করি। ফেসবুকে লাইক দেয়ার মত এমন বন্ধুর সংখ্যাও কারো কারো কম নয়। হতে পারে এমন লাইকপ্রেমী বন্ধুদের কথায় বা আচরণে আহত হয়েছেন। তবে ব্লগে যতটুকু দেখেছি ভিশু ভাইয়ের তুলনা একমাত্র ডাক্তার ভিশু নিজেইHappy ব্লগে সবাইকে এক করার অনেক চেস্টা করেছেন। বিশেষ করে গত রমজানে, রবিউল আওয়াল, শৈশবের আয়োজনে ওনার উদ্যোগ প্রশংসা করার মত ছিলো। উনি কিছু দাবীও রেখেছিলেন যা ব্লগ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে বারবার উপেক্ষিত হয়েছে। এই আয়োজোনে পুরনো সহব্লগারদের(ভাইয়া এবং আপুদের)ওনেকের আন্তরিকতারও যথেষ্ট অভাব ছিল। ভিশু ভাই নিজে যেহেতু ইসলামী আন্দোলন এবং ডাক্তারীর মত মহৎ পেশার সাথে জড়িত তাই উনি দায়িত্বের ব্যাপারে আবেগতাড়িত হয়ে কোনো সিন্দ্ধান্ত নিয়েছেন বা নিবেন বলে আমার মনে হয়না। ফিরে আসার সিদ্ধান্তটা ভাইয়ার ব্যাক্তিগত। বরারবরের মতই আহ্বান রইলো। সেই সাথে শুভকামনাওGood Luck Good Luck
ধন্যবাদ আপু আপনাকেHappy Good Luck Love Struck
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১১:০৭
258254
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @বৃত্তাপ্পি - আপনার ক্যামেরা আমার কাছে কবে পাঠাইছেন? Crying Crying ইগুলোতো গুগলমামার ক্যামরা থেকে নেয়া! Don't Tell Anyone Don't Tell Anyone
২৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:২০
258329
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রাণপ্রিয় আপুজ্বি। অতীত অভিজ্ঞতার আলোকে আপনার বিশ্লেষণাত্মক বক্তব্যকে যথাযথভাবে মূল্যায়ন করি ও শ্রদ্ধা জানাই এবং সেইসাথে পারস্পারিক সুন্দর মনোভাব নিয়ে আদান প্রদান, সীমাবদ্ধতা ও ত্রুটির বিষয়গুলো সুন্দরভাবে ব্যক্ত করে সেগুলো সাধ্যমত সমাধানেরও অনুরোধ জানাই। যাতে করে অহেতুক কারো মনে কষ্ট বা ক্ষতের সৃষ্টি না হয়। পক্ষান্তরে ব্লগ অঙ্গন হবে আনন্দে উৎসবে মুখর এক প্রতিভাধর সৃজনশীল ময়দানের সুবিশাল উর্বর ক্ষেত্র।

সেইসাথে ভিশু ভাইয়া, ইমরান ভাইয়াসহ হারিয়ে যাওয়া ভাই বোনদেরকে আন্তরিক উদাত্ত আহ্বান জানাই সমস্ত মান অভিমান ভুলে একাকীভূত হবার। সবার জন্য দোয়া ও শুভকামনা।
Good Luck Good Luck Love Struck Love Struck Good Luck Good Luck
২৭
316731
২৫ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৪
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।।ব্লগ কতৃপক্ষের কাছে কৃতজ্ঞ উনারা সমউপযোগি পোস্টকে স্টিকি করার জন্য।
আর শ্রদ্ধেয়া আপুজিকে জাযাকাল্লাহু খাইরান। এত্তসুন্দর করে আমাদের মাজে উপস্থাপন করার জন্য।
২৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:০৮
257971
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় ভাইয়া। আপনার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আন্তরিক প্রেরনাময় সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

আপনার সাথে আমিও ব্লগ কর্তৃপক্ষের মহানুভবতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
অনিঃশেষ দোয়া রইলো আপনার জন্য।
Good Luck Love Struck Good Luck
২৮
316733
২৫ এপ্রিল ২০১৫ রাত ০১:৫৬
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সুপ্রিয় আপুনি!

আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!

আনন্দধারা আজ বহিছে ব্লগের জমিনে........
আপনার প্রতিটি লিখা চমৎকার, পাঠক সমাদৃত! এটিও তার ব্যতিক্রম ছিলো না! আপু এডিট করে লিখার নিচে বাকি দুই পর্বের লিংক দিয়ে দিন!

সন্মানিত মডারেটবৃন্দদের আন্তরিক ধন্যবাদ জানাই চমৎকার পোস্টটিকে স্টিকি করে সব ভাই বোনদের আরো একবার পড়ার সুযোগ করে দেয়ার জন্য!

আপনার জন্য স্টিকি শুভেচ্ছা! ভিশু ভাইয়াকে মিস করছি উনি সবসময় আপনার লিখার স্টিকি দাবী করতেন! ভিশু ভাইয়া আপনি অনেক ব্যস্ত জানি ব্যস্ততার ফাঁকেও যদি ভিজিটর হয়ে আপুর পোস্ট দেখেন আশাকরি আমাদের আনন্দে শামিল হবেন!

অনেক অন্নেক শুভেচ্ছা আপুকে, আপুর লিখা হোক চিরকল্যানামীতার তরে, সুন্দরের তরে........




এবং




Rose Music Rose Bee Good Luck Praying Angel Love Struck Love Struck Love Struck
২৫ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৩১
257940
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : শুনেছি আজ কাল ভিশু ভাইয়া অপারেশ্যনে ব্যস্ত থাকায় ব্লগের সব পোস্ট নাকি ভিশু-ভাবিই পড়ে থাকেন নিয়মিত! Surprised Tongue Tongue Tongue
২৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪৫
257977
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার প্রাণপ্রিয় আপুন্নি। তোমার প্রাণভরা উচ্ছ্বাসের যে হৃদয় নিংড়ানো বহিঃপ্রকাশ তা তোমার মন্তব্য এবং তোমার মিষ্টি কথার মাধুর্যের স্পর্শে খুউব খুউব করে অনুভব করেছি গতকাল।

ঠিক আছে আপু এডিট করে দিচ্ছি। ভিশু ভাইয়াকে তোমার সাথে আমিও একই অনুরোধ রাখছি আমাদের সকলের আনন্দে শামিল হওয়ার জন্য। আপনার সাথে আমিও সন্মানিত মডারেটবৃন্দদের মহানুভবতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
Good Luck Love Struck Love Struck Good Luck
তোমার সাথে কথা বলার পর তোমার প্রাণের উষ্ণ ভালোবাসার উচ্ছলতা আমাকে বিস্ময়ের দোলায় তরঙ্গায়িত করেছে একান্ত আপন মানুষের সান্নিধ্যের ন্যায়। কখন যে আদরের ছোট বোনের আসনটি পাকাপোক্ত করে দখল করেছো টেরই পাইনি। Good Luck Love Struck ভীষণ মুগ্ধতায় ভেবেছি শুধু। Good Luck Love Struck অবিশ্বাস্য হলেও সত্য এই ব্লগের মধুময় ভালোলাগার আঙিনা কীভাবে সমস্ত সীমানার পাহাড় ডিঙ্গিয়ে ইউ কে আর ইটালিতে থাকা অপিরিচিত মানুষগুলোর হৃদয়গুলোকে একে অপরের জন্য মায়ায় পরিপূর্ণ করে তুলেছে যা মহান আল্লাহ্‌র অমূল্য নিয়ামত ছাড়া আর কী হতে পারে বলো আপু??!!Love Struck Love Struck Good Luck Good Luck Love Struck Love Struck

তোমাদের সকলের ভালোবাসার ঋণ আসলেই অপরিশোধিত!! যা শুধু হৃদয়ের অতলান্তে অনুভব করা যায় ভাষা দেয়া যায় না। বিনিময়ে দোয়া ছাড়া আর কী বা দিতে পারি বলো?!! তাই দিলাম......... Good Luck Good Luck Good Luck Good Luck
২৯
316744
২৫ এপ্রিল ২০১৫ সকাল ০৫:৪৮
সাদাচোখে লিখেছেন : আমার শব্দভান্ডার এতো সীমিত যে - এমন সাহিত্য সমৃদ্ধ লিখার রূপ, রস, ও ঘ্রান - আস্বাদন করলেও - যথাযথভাবে তা ব্যাক্ত করার সুযোগ পাচ্ছি না।

এর মধ্যে এমন 'মানুষের মধ্যে খণ্ডিত সততা বলে কিছু নেই। সততার পূর্ণাঙ্গ রূপ হল মানুষের সার্বিক পরিশুদ্ধ চিন্তা ভাবনা যার উদ্দেশ্যই হল সর্বতোমুখী কল্যাণকামিতা' পাওয়ারফুল অভিব্যাক্তি - নিঃসন্দেহে লিখাটিকে সুপারভ করেছে।

আল্লাহ আমাদের ভাই বোনদের মধ্যে কত না সুন্দর সুন্দর গুন দিয়েছেন - কিন্তু আমরা সে গুনাগুলো যেন বুঝতেই ব্যার্থ হচ্ছি।

অসংখ্য ধন্যবাদ এমন অনবদ্য লিখা ব্লগের পাঠকদের উপহার দেবার জন্য।
২৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:০৫
257978
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় ভাইয়া। ব্লগ অঙ্গনে আপনার মত একজন বিজ্ঞ, মেধাবী, অভিজ্ঞ ও গুণী ভাইয়ার সান্নিধ্য আমাদের অনেককেই মুগ্ধ করে, প্রেরণা যোগায় করে আলোকিত। তাইতো ভাইয়ার কাছ থেকে এহেন কথা শুনে অপ্রস্তুত হয়ে গেলাম নিজের অনেক সীমাবদ্ধতা আর অযোগ্যতার কথা ভেবে।

আপনার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আন্তরিক প্রেরণাদ্বীপ্ত সুন্দর অনুভূতি আমার লিখার জগতে পাথেয় হোক থাক এটাই প্রতাশা। আপনার জন্য প্রানভরা অন্নেক অন্নেক দোয়া ও শুভকামনা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
Good Luck Good Luck Love Struck Love Struck Good Luck Good Luck
৩০
316751
২৫ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৩৯
ডক্টর সালেহ মতীন লিখেছেন : ব্যস্ততা সত্ত্বেও আপনার লেখাটি গুরুত্ব ও আন্তরিকতার সাখে পড়েছি। ভ্রমণের গন্ধ আছে এমন যে কোন লেখা অঅমার কাছে সর্বাধিক উপাদেয়। তদুপরি আপনি শুধু শারিরীক ভ্রমণই করেননি, মনস্তাত্ত্বিক ভ্রমণ করিয়েছেন পাঠকদিগকে। এডিনবরা থেকে ঢাবি পর্যন্ত বিচরণ করেছেন। সাবলীল পরিবেশনার জন্য আন্তরিক মুবারকবাদ রইল।
অাপনার জন্য প্রিয় বাংলাদেশের কোন এক হাওরে এক দুরন্ত কিশোরের শাপলা তোলার আনন্দ কত সুখকর তার একটি ছবি উপহার দিচ্ছি

২৫ এপ্রিল ২০১৫ দুপুর ০২:২৭
257939
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : দুই কপি দিছেন! Chatterbox হয়তো আমার কথা চিন্তা করেই দুই কপি আপলোড করেছেন! Hypnotised Love Struck Love Struck
২৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:১৭
257979
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় ভাইয়া। ব্যস্ততা সত্ত্বেও আপনি আমার লিখাটি গুরুত্ব ও আন্তরিকতার সাখে পড়েছেন জেনে ভীষণ আনন্দিত হলাম। অনেক সুন্দর করে একটি হৃদয়গ্রাহী মন্তব্য করার জন্য জাজাকাল্লাহু খাইর।

আপনার দেয়া হৃদয়স্পর্শী উপহার আমাকে সেই শৈশবের দীঘিতে শাপলা তোলার বিশ্বজয়ের আনন্দানুভুতির কথা স্মরণ করিয়ে দিল। সেই সুখময় দিনগুলো আহা!! সত্যিই এযেন এক অভিভূত করা ভালোলাগা। উপহারটি পেয়ে অন্যরকম আপ্লুত হয়েছি ভাইয়া।

ভালো থাকুন খুউব ভালো, আপনার জন্য প্রানভরা অন্নেক অন্নেক দোয়া ও শুভকামনা রইলো।
Good Luck Good Luck Love Struck Love Struck Good Luck Good Luck
২৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:২২
257981
সন্ধাতারা লিখেছেন : তুমি কখনো দীঘি থেকে শাপলা তুলেছো হ্যারি?? Good Luck Good Luck Good Luck Love Struck Love Struck Love Struck Good Luck Good Luck Good Luck
২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৫৪
258235
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : হুম.. আমি পুকুর থেকে তুলেছিলাম শাপলা + শাপলা ফুলের কলি ও ডাটি! Day Dreaming ডুব দিয়ে শাপলা গাছের মূলও দেখছিলাম! Chatterbox আমার মনে আছে! Love Struck Love Struck @খাম্মুণি
২৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:২৪
258331
সন্ধাতারা লিখেছেন : শুনে ভীষণ আনন্দিত হলাম হ্যারিম্নি। Love Struck Love Struck Good Luck Good Luck Love Struck Love Struck

এই অভিজ্ঞতার আলোকে একটা লিখা পোষ্ট করোনা প্লিজ...
৩১
316809
২৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:০৮
আওণ রাহ'বার লিখেছেন :




২৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:২০
257980
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আওন্মনি। অন্নেক অন্নেক দোয়া ও ধন্যবাদ ফুলেল শুভেচ্ছায় সিক্ত করার জন্য। জাজাকাল্লাহু খাইর।
২৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:২৩
257982
সন্ধাতারা লিখেছেন : তুমি কখনো দীঘি থেকে শাপলা তুলেছো আওন্মনি?
২৬ এপ্রিল ২০১৫ সকাল ১০:২৬
258058
আওণ রাহ'বার লিখেছেন : Angel Angel Angel Angel Angel Angel Angel Straight Face Straight Face Straight Face Straight Face Straight Faceমনে করতে পারছি না। তবে বেশি মন দেয় না Talk to the hand Talk to the hand
Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৬ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩৪
258120
সন্ধাতারা লিখেছেন : তাই বুঝি? আমার কিন্তু মজার এক অনুভূতি আছে নানা বাড়ীতে ছোটবেলায় দীঘি থেকে শাপলা তোলার!
২৬ এপ্রিল ২০১৫ রাত ১১:০৭
258163
আবু জান্নাত লিখেছেন : তারাতারী লিখে ফেলুন। পড়তে ইচ্ছুক।
২৭ এপ্রিল ২০১৫ রাত ১২:২৩
258172
সন্ধাতারা লিখেছেন : আংকেল আমার শৈশব কে নিয়ে লিখাটি কী পড়েছেন?
৩২
316829
২৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
হককথা লিখেছেন : আলহামদুলিল্লাহ, যোগ্যতম পোষ্টকেই স্টিকি করা হয়েছে। আল্লাহ আপনার হাতকে আরও শক্তিশালী করে দিন। বেশি বেশি করে লিখুন। জাতির কাছে আমাদের অনেক অনেক দায, এ দায় মেটাতেই হবে। অভিনন্দন আপনাকে।
২৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
257995
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় হককথা ভাই। অনেক ব্যস্ততম সময়ের ভীড়েও আপনার উপস্থিতি সত্যিই অনেক মুগ্ধতা এনে দিলো। উপস্থিতি দিয়ে আবারো কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করলেন। ভীষণ ভালো লাগলো আপনার তেজ্যোদীপ্ত অঙ্গীকারময় বলিষ্ঠ উদ্দীপনা। জাজাকাল্লাহু খাইর।
সকলের জন্য শ্রেণীমত ছালাম ও শুভেচ্ছা রইলো।
কেমন কাটছে ব্যতিক্রমী সময়গুলো??
Good Luck Good Luck Love Struck Love Struck Good Luck Good Luck
৩৩
316902
২৬ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৪৪
সুমন আখন্দ লিখেছেন : চমৎকার, ধন্যবাদ
২৬ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩৬
258121
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আমার লিখায় আপনার প্রথম স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা।
৩৪
316915
২৬ এপ্রিল ২০১৫ সকাল ১০:৩৯
আবু জারীর লিখেছেন : মাশা'আল্লাহ।
চমৎকার লিখেছেন।
আমাদের দেশের কিছু কিছু না বরং অনেক মানুষের নামই মানুষের খাতা থেকে কেটে পশুর খাতায় লিখে দেয়া দরকার। অবশ্য তার আগে অবশ্যই পশুদের থেকে অনুমতি নিতে হবে। জাহান্নামের কীট গুলোকে পশুরাও তাদের দলে নিবে কিনা সন্দেহ আছে।
ধন্যবাদ।
২৬ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪০
258122
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আপনার বিজ্ঞ অভিভূত করা মূল্যবান মন্তব্যটি পড়ে ভীষণ ভালো লাগলো। আপনার সাথে সহমত ভাইয়া।
আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
Good Luck Love Struck Love Struck Good Luck
২৬ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:০২
258126
আহসান সাদী লিখেছেন : দ্বিমত করতে পারছি না আবু জারীর ভাই।
৩৫
316919
২৬ এপ্রিল ২০১৫ সকাল ১১:৩৬
প্রেসিডেন্ট লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

জাযাকাল্লাহ খাইরান।
অনেক সুন্দর লিখেছেন।
২৬ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪২
258123
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আমার লিখায় আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা।
Good Luck Good Luck Good Luck Love Struck Love Struck Love Struck Good Luck Good Luck Good Luck
৩৬
316980
২৬ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:০৫
আহসান সাদী লিখেছেন : ভালো লাগলো লেখাটা। আমার বেশ কয়েকবার চেষ্টার পরও এডিনবরা যাওয়া হয় নি আমার। যাইহোক, অনেকদিন পর টুডে ব্লগে আসলাম এবং আপনার লেখাটা পড়লাম। খুব ভালো লাগলো।
২৭ এপ্রিল ২০১৫ রাত ১২:২৬
258174
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শ্রদ্ধেয় ভাইয়া। আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
যদি কিছু মনে না করেন ভাইয়া আপনি কী ইউ কে তে থাকেন?

আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
২৭ এপ্রিল ২০১৫ রাত ০১:২৫
258179
আহসান সাদী লিখেছেন : লন্ডন, তবে এটা পাস্ট টেন্স। দেশে ফিরলাম কিছুদিন হয়।

ওগুলো আপনার জন্যেও রইলো, (অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা, শুভকামনা ইত্যাদি)।
২৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:২৬
258332
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক শুকরিয়া ভাইয়া।
৩৭
317050
২৭ এপ্রিল ২০১৫ রাত ০১:৫৮
বৃত্তের বাইরে লিখেছেন : ভিশু ভাই মিশুক, প্রানবন্ত, সবাইকে আপন মনে করেন. আমরা বাঙ্গালীরা এমনিতেই কথা বেশি বলতে পছন্দ করি, ফেসবুকে লাইক দেয়ার মত এমন বন্ধুর সংখ্যা ও কারো কারো কম নয়। হতে পারে এমন লাইক প্রেমী বন্ধুদের কথায় বা আচরণে আহত হয়েছেন। তবে ব্লগে যতটুকু দেখেছি ভিশু ভাইয়ের তুলনা একমাত্র ডাক্তার ভিশু নিজেই। ব্লগে সবাইকে এক করার অনেক চেস্টা করেছেন। বিশেষ করে গত রমজানে, রবিউল আওয়াল, শৈশবের আয়োজনে ওনার
উদ্যোগ প্রশংসা করার মত। উনি কিছু দাবীও রেখেছিলেন যা ব্লগ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে বারবার উপেক্ষিত হয়েছে। সহব্লগারদের (ভাইয়া এবং আপুদের)আন্তরিকতারও যথেষ্ট অভাব ছিল। ভিশু ভাই নিজে যেহেতু ইসলামী আন্দোলন এবং ডাক্তারীর মত মহৎ পেশার সাথে জড়িত তাই উনি দায়িত্বের ব্যাপারে আবেগতাড়িত হয়ে কোনো সিন্দ্ধান্ত নিয়েছেন বা নিবেন বলে আমার মনে হয়না। ফিরে আসার সিদ্ধান্তটা ভাইয়ার ব্যাক্তিগত। বরারবরের মতই আহ্বান রইলো। সেই সাথে শুভকামনাও Good Luck Rose
ধন্যবাদ আপু আপনাকে
Love Struck Rose
২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৫৬
258236
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Applause Applause Loser Loser
২৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:২২
258330
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রাণপ্রিয় আপুজ্বি। অতীত অভিজ্ঞতার আলোকে আপনার বিশ্লেষণাত্মক বক্তব্যকে যথাযথভাবে মূল্যায়ন করি ও শ্রদ্ধা জানাই এবং সেইসাথে পারস্পারিক সুন্দর মনোভাব নিয়ে আদান প্রদান, সীমাবদ্ধতা ও ত্রুটির বিষয়গুলো সুন্দরভাবে ব্যক্ত করে সেগুলো সাধ্যমত সমাধানেরও অনুরোধ জানাই। যাতে করে অহেতুক কারো মনে কষ্ট বা ক্ষতের সৃষ্টি না হয়। পক্ষান্তরে ব্লগ অঙ্গন হবে আনন্দে উৎসবে মুখর এক প্রতিভাধর সৃজনশীল ময়দানের সুবিশাল উর্বর ক্ষেত্র।

সেইসাথে ভিশু ভাইয়া, ইমরান ভাইয়াসহ হারিয়ে যাওয়া ভাই বোনদেরকে আন্তরিক উদাত্ত আহ্বান জানাই সমস্ত মান অভিমান ভুলে একাকীভূত হবার। সবার জন্য দোয়া ও শুভকামনা।
Good Luck Good Luck Love Struck Love Struck Good Luck Good Luck
২৭ এপ্রিল ২০১৫ রাত ১১:৩৮
258382
বৃত্তের বাইরে লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপু।Love Struck কথাগুলো আসলে ভিশু ভাইয়ের মাধ্যমে সবাইকে বলা। সিনিয়ার ব্লগাররা অনেকে সোনার বাংলা ব্লগের কথা বলেন। এসবি ব্লগ কতটা জনপ্রিয় ছিল আমার জানা নেই। এখন যেহেতু নেই তাই পুরাতন কথা বলেও লাভ নেই । কিন্তু ওই পর্যায়ে নিতে অজুহাত বাদ দিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। অনেকের অনেক অভিযোগ আছে,অভিযোগ থাকবে। সাথে এটাও ভেবে দেখা উচিত ব্লগটা অনেকবার বন্ধ হয়েছে ।নানা সীমাবদ্ধতা সত্ত্বেও ব্লগের দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিরা সফলতার সাথে একে এগিয়ে নিয়ে গেছেন। লেখা বা মন্তব্য নিয়ে মতবিরোধ হলে অনেকে মন খারাপ করে। বিশ্বে মুসলমানরা আজকে যে হারে নির্যাতিত তাদের চেয়ে ব্লগের ভাইয়া/আপুরা ভালো আছেন আশা করি। এইটুকু কষ্ট তো সহ্য করা যায় নাকি!Happy শুভকামনা সবার জন্যGood Luck Good Luck
২৯ এপ্রিল ২০১৫ দুপুর ০১:২১
258566
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রাণপ্রিয় আপুজ্বি। অনেক বিজ্ঞ ও গুরুত্বপূর্ণ কথা মাশাআল্লাহ্‌। অসাধারণ লাগলো। সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
৩৮
317160
২৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:০৩
শহর ইয়ার লিখেছেন : আপনার প্রাণবন্ত লেখায় ব্লগারদের যেরকম সাড়া দেখা যাচ্ছে তাতে পুরনো দিনগুলোর কথা মনে পড়ছে। আজকাল ব্লগে আগের সেই জৌলুস নেই। আপনি এডিনবরায় ছিলেন শুনে ভাল লাগছে। চমৎকার একটি লেখার জন্য আপনাকে অভিনন্দন। ভাল থাকুন।
২৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৪০
258333
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আমারও ভীষণ ভালো লাগছে আপনার উপস্থিতি দেখে। আমি জানতাম আপনি এডিনবরায় থাকেন। যদি সম্ভব হয় বলবেন কি আপনি এখনো এডিনবরায় আছেন কিনা?

অনেক দিন পর আমার লিখায় আপনার মূল্যবান স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

আপনারা সবাই নিয়মিত হলে এই ব্লগ ময়দান আবার উজ্জ্বীবিত ও প্রাণবন্ত হয়ে উঠবে ইনশআল্লাহ্‌। আবার আমরা ফিরে পাবো আমাদের সেই হারানো দিনের পুরনো আলো ঝলমলে আনন্দগাঁথা গৌরবময় সোনালী দিনগুলো।

আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
Good Luck Good Luck Love Struck Love Struck Good Luck Good Luck
৩৯
317258
২৮ এপ্রিল ২০১৫ রাত ০২:০৭
আব্দুল গাফফার লিখেছেন : মাসা'আল্লাহ !হৃদয়স্পর্শী প্রাণ জুড়ানো লেখা । খুব ভাল লাগলো আপা ।আপনার জন্য Happy


২৯ এপ্রিল ২০১৫ দুপুর ০১:২৫
258568
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি, উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতি এবং সেইসাথে সুন্দর ফুল পেয়ে ভীষণ ভীষণ আনন্দিত হলাম।

আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। বোনের জন্য দোয়া রাখবেন বেশী বেশী করে আবেদন রইলো।
৪০
317262
২৮ এপ্রিল ২০১৫ রাত ০৩:০৬
প্রবাসী মজুমদার লিখেছেন : কিছু বলার নেই। এক কথায় অপুর্ব। শব্দের গাথূনী ছিল চমতকার। একটি ভ্রমন কে কতটুকু মনে দাগ কেটেছিল,তা লিখা থেকেই বুঝা যায়। প্রতিটি শব্দ চয়নে দারুণ এক প্রত্যয় ছিল। এক কথায় অসাধারণ। ধন্যবাদ পাঠকদেরকে আপনার ঘুরে আসায় জায়গার সচিত্র অনুভূতি দেয়ার জন্য।
২৯ এপ্রিল ২০১৫ দুপুর ০১:২৯
258570
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বিদ্রোহী ভাইয়া। আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি, উৎসাহব্যঞ্জক ও উদ্দীপ্ত করা সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
যদিও জানি এতোসব বিশেষণের যোগ্য আমি নই তারপরও অনেক ভালোলাগা ছুঁয়ে দিলো।

আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। বোনের জন্য দোয়া রাখবেন বেশী বেশী করে আবেদন রইলো।
Good Luck Good Luck Love Struck Love Struck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File