হে মহিমাময়... !!!!
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৩ এপ্রিল, ২০১৫, ১১:০৪:১২ রাত
প্রবল খরায় তুমি
বৃষ্টির প্লাবন।
হেনার সুবাসে ভরে
দাও তনু মন।।
দুঃখের মাঝে সদা
তুমি সান্ত্বনা।
ধ্বংসের কোণে মিলে
মুক্তির ঠিকানা।।
উত্তাল সমূদ্র তীরে
গড়ো সুখ নীড়।
চৈত্রের তাপদাহে
ছায়া সুনিবিড়।।
এহেন বন্ধু পেলে
নাহি আর ভয়।
যখন যেভাবে থাকি
হবে মোর জয়।।
অন্ধকারে আলো তুমি
দ্বারপ্রান্তে আনি।
চিত্ত মোর শান্ত করো
জুড়াও নয়ন মণি।।
এহেন বন্ধু বলো
কোথা পাবো আর।
তোমাতেই সাথে রেখো
তরী করো পার।।
বিষয়: বিবিধ
১৪৩৫ বার পঠিত, ৫০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সত্যি এর চেয়ে বড় বন্ধু হয়য় না! যদিও আমরা হতভাগারা প্রকৃত বন্ধুকে চিনতে সর্বদাই ভুল করে থাকি।
একই শীরোনামে আগেও লিখেছেন, অথচ এটা ধারাবাহিক লিখা নয়!
মর্মস্পর্শী মন্তব্য!! ভীষণ ভালো লাগলো। এটাই হৃদয়ের একান্ত অনুভূতি এবং চরম বাস্তবতা পেরিয়ে চূড়ান্ত প্রাপ্তি, আমার জীবনের প্রতিটি পদক্ষেপে ।
শিরোনাম দেয়ার সময় বিষয়টি মনে এসেছিল কিন্তু ভেবেছিলাম ...
সংশোধন করে দিলাম। হাজারো হলেও ভাইয়ের কথা কী উপেক্ষা করা যায়!
আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ
হলেই বুঝতে সক্ষম বন্ধু কি?
বন্ধুকে চিনতে না পরলে
ভিজে উটবে দুটো আঁখি!
বন্ধু চিনতে তাই সময়কে
করতে হবে ব্যয়,
ত্যাগ শিকার করতে পারলে
বন্ধুত্বের বন্ধন অভয়।
ভালো লাগলো ধন্যবাদ।
ভীষণ ভালোলাগার এক অভিভূত করা অনুভবে একদম হৃদয় ছুঁয়ে গেল।
আপনাদের সকলের জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
চমৎকার ছন্দমালায় কবিতাটি অসাধারন লাগলো! জাযাকিল্লাহু খাইর!
তোমাদের সকলের জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
প্রেরণাময় ও হৃদয়গ্রাহী সুন্দর ভালোলাগা অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনাদের সকলের জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
ব্যাস, এইটুকুই যথেষ্ট। জাযাকিল্লাহ খাইর।
শেষের অংশটুকুর জন্য ঠিক বলেছেন আংকেল।
আপনাদের সকলের জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
প্রেরণাময় ও হৃদয়গ্রাহী সুন্দর ভালোলাগা অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
আল্লাহ্ কবুল করুন।
আপনার স্বতঃস্ফূর্ত উপস্থিতি, প্রেরণাময় উৎসাহ এবং হৃদয়গ্রাহী সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
অন্ধকার ঘোর অমানিশায় প্রজ্জ্বলিত মশাল হাতে দাড়িয়ে থাকা প্রকৃত বন্ধু কে চিনতে বরাবরই আমরা ভূল করি!
আল্লাহই আমাদের আমাদের প্রকৃত বন্ধু-মালিক!!
কেমন আছেন ভাইয়া?
এই দুনিয়ার প্রেম সাগরে
সাঁতার দিওনা।
নিজের পায়ে নিজের হাতের্
কুড়াল মেরোনা।
যুবক/যুবতীদের প্রেমের ফাঁদে
যেজন পরে হায়।
মহা মূল্যবান সোনার জীবন
অসহায় হয়ে যায়।
আল্লাহ ও তাঁর রাসূল (সঃ) এর প্রেমে
হও রে দিওয়ানা।
আখেরাতে শান্তি পাবে
জান্নাত হবে ঠিকানা!
আল্লাহ সকলের সহায় হোন! আমিন!
আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি, প্রেরণাময় উৎসাহ এবং হৃদয়গ্রাহী সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার সুন্দর দোয়ায় আমীন। ছুম্মা আমীন।
ভালো লাগলো।
ধন্যবাদ।
আপু কবিতা চমৎকার হয়েছে ।
সুন্দর দোয়ায় আমীন। ছুম্মা আমীন।
বোনের জন্যও দোয়ার অনুরোধ রইলো।
তোমার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। মঙ্গলময় তোমাকে সর্বাবস্থায় ভালো রাখুন এই কামনা। সেইসাথে খালাম্নির জন্য বেশী বেশী করে দোয়া করার জন্য বিশেষ অনুরোধ থাকলো।
মন্তব্য করতে লগইন করুন