হে দয়াময় প্রভূ!!

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৭ মার্চ, ২০১৫, ১২:৩১:৫১ রাত
কী অপরূপ তোমার
সৃষ্টি ভাণ্ডার।
যতো দেখি ততো দহি
বিস্মিত অন্তর।।
তোমার অনুকম্পা প্রভূ
দাও পুরুস্কার।
এই মন সদা যাচে
ভিক্ষা তোমার।।
স্বপ্নাচ্ছন্ন মন তুলি আঁকে
বর্ণ সুকুমার
সমূদ্র তটে বসে হিয়া
করে তোলপাড়।
তোমার দয়া ছাড়া
জীবন অসাড়।
তুমি দয়াল প্রভূ
মালিক আমার।।
উদ্বেল আঁখি দুটি
রাত্রির কিনার
বিশ্বাসে ভরে উঠে
প্রাপ্তির মিনার।।
বিষয়: বিবিধ
১৩৫১ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকিল্লাহ খাইর, দারুন লিখছেন।
আপনার মূল্যবান উপস্থিতি এবং অনুপ্রাণিত করা মন্তব্যে উজ্জ্বীবিত হলাম।
আপনার জন্য প্রাণভরা দোয়া ও অনিঃশেষ শুভকামনা রইলো।
জাযাকাল্লাহু খাইর।
কেন কী হয়েছে?
আমি তো ভেবেছিলাম আপনার বড় ধরণের কোন বিপদ হল নাকি। আমিও প্রায় নানা ধরণের সমস্যার মুখামুখি হয়ে ভাবি আমার ল্যাপ টপের সমস্যা! এখন তো দেখছি অন্য কিছু!!
শুভকামনা রইলো।
উজ্জ্বীবিত করা মন্তব্যের জন্য জাযাকাল্লাহু খাইর।
তোমাদের সবার জন্য প্রাণভরা দোয়া ও অনিঃশেষ শুভকামনা রইলো।
স্রষ্টার প্রতি অগাধ বিশ্বাস, তাঁর দয়া ছাড়া নিজের অক্ষমতা, অসারতার কথা অত্যন্ত সুন্দর ভাবে উপস্থাপিত হয়েছে আপনার কবিতায়। সুন্দর আত্মউপলব্দিও।
এ শুধু কবিতা নয়, বরং কবিতার মাধ্যমে স্রষ্টার শ্রেষ্ঠত্ব তুলে ধরা এবং প্রভূ কর্তিক বান্দার প্রতি বেশুমার দানের বিষয়টি স্মরণ করিয়ে দেয়া। আল্লাহ্ আপনাকে উত্তম জাযা দিন।
এরূপ অভিভূত করা মন্তব্যের প্রতি মন্তব্য করার যোগ্যতা আমার কোথায় বলুন?
আপনার জন্য প্রাণভরা দোয়া ও অনিঃশেষ শুভকামনা রইলো আপুনি।
বোনের জন্য দোয়া করবেন যেন... প্লিজ...।
নিয়মিত হবেন প্রত্যাশা করি।
বোনের জন্য দোয়া করবেন যেন প্লিজ...।
জাজাকাল্লাহ খাইরান আপু
তারপরও কোথায় জানি একটু অসম্পূর্ণতা রয়ে গেল। ঠিক বুঝতে পাচ্ছি না...!!!
আপনার জন্য প্রাণভরা দোয়া ও অনিঃশেষ শুভকামনা রইলো।
বোনের জন্য দোয়া করবেন যেন প্লিজ...।
আপনার মূল্যবান উপস্থিতি ও রেখে যাওয়া অসাধারণ অনুভূতির জন্য জাযাকাল্লাহু খাইর।
আপনার জন্য প্রাণভরা দোয়া ও অনিঃশেষ শুভকামনা রইলো।
বোনের জন্য দোয়া করবেন যেন প্লিজ...।
আপনার জন্য প্রাণভরা দোয়া ও অনিঃশেষ শুভকামনা রইলো।
বোনের জন্য দোয়া করবেন যেন প্লিজ...।
মন্তব্য করতে লগইন করুন