ইয়া আল্লাহ্
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০২ মার্চ, ২০১৫, ১১:৪১:১৯ রাত
কোথায় থাকে স্মৃতির পাতা
যায় না কভু দেখা
কেমন করে মানসপটে
আঁকে নানান রেখা।
হরেকরকম ভালোবাসা
কোথা হতে আসে
হৃদয় মাঝে সুখের ভেলা
কেমন করে ভাসে!
কোন সাগরে জমা পানি
অশ্রু হয়ে ঝরে
কষ্ট পেলে বুকের ভিতর
দীর্ঘশ্বাস বাড়ে।
দুঃখ বিষাদ অনুভূতি
কেমন তাদের রঙ
কেউ জানেনা ভাব দেখানো
যেমন সাজে সং।
কোথা থেকে শ্বাস ঢোকে
কেমন করে ছাড়ে
একটু কম বেশী হলে
সবার নজর কাড়ে।
কোথায় থাকে রূহ মোদের
দেখতে নাহি পাই।
রূহ ছেড়ে গেলে মোদের
কারো রক্ষা নাই।
এক নিমিষে তাজা প্রাণ
নিথর পড়ে রয়
হাজারো কান্দিলে তথা
সাড়া নাহি দেয়।
বিষয়: বিবিধ
১৬৬৯ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো। বোনের জন্যও দোয়া রাখবেন সবসময়।
মহান রাব্বুল আলামীন আমাদের সকলকেই ক্ষমা করুণ এবং সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো।
নিথর পড়ে রয়
হাজারো কান্দিলে তথা
সাড়া নাহি দেয়।
এমুন কৈরে কবিতা লেখেনে ক্যা আপু? আমার কান্দন আসে
মহান রাব্বুল আলামীন আপ্নাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো। বোনের জন্যও দোয়া রাখবেন সবসময়।
চমৎকার ছন্দময়তা মুগ্ধ করল!
রহমতের বিশালতায় দূর্বল বান্দা কে ঢেকে রাখার একজনই আছেন! আর তিনি হলেন করুণাময় মহান রব আল্লাহ তায়ালা!
আলহামদু লিল্লাহি আলা নিয়ামিহ....
সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
অনেক সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
ছড়াটি খুব ভালো লাগ্লো
কোথায় থাকে স্মৃতির পাতা
যায় না কভু দেখা
কেমন করে মানসপটে
আঁকে নানান রেখা।
হরেকরকম ভালোবাসা
কোথা হতে আসে
হৃদয় মাঝে সুখের ভেলা
কেমন করে ভাসে!
প্রথম আট লাইন সবচেয়ে বেশী ভালো লেগেছে।
কোথা হতে আসে
হৃদয় মাঝে সুখের ভেলা
কেমন করে ভাসে এটি উপলব্ধি করা দরকার।
মন্তব্য করতে লগইন করুন