ইসলাম ইজ ভায়ওল্যাণ্ট!! ঈমানী চেতনায় ছত্রাক!!?
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০১ মার্চ, ২০১৫, ০৭:৩২:১৫ সন্ধ্যা
প্রকাশ্য দিবালোকে পুলিশ বেষ্টনীর মধ্যে লেখক ও ব্লগার অভিজিত রায়ের খুনের ঘটনাকে ইস্যু বানিয়ে রাজনীতির অক্টোপাসে ইসলামকে বন্দী করে এক শ্রেণীর মতলববাজ দালাল আবারো ফায়দা লুটার পাঁয়তারা করছে। রাজধানীর বুকে প্ল্যাকার্ডে ইসলাম ইজ ভায়ওল্যাণ্ট (ইসলাম হিংস্র, অতুগ্র) লিখে দর্পভরে মিছিল করার হিম্মত দেখাচ্ছে!! ইসলামকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কলঙ্কিত করার দুঃসাহস দেখাচ্ছে অথচ আমরা রক্তশূন্য ৮৫ শতাংশ মুসলমান নামধারী আল্লাহ্র বান্দাগণ এ দৃশ্য রুখে দেয়ার পরিবর্তে রয়েছি নীরব নির্বিকার!
অত্যন্ত পরিকল্পিতভাবে ঠাণ্ডা মাথায় চাপাতি দিয়ে খুনের ঘটনাটি ঘটিয়ে অভিজিতের খুনীদের নিরাপদে পালিয়ে যেতে পুলিশ যে সহায়তা করেছে তা স্পষ্টরূপে প্রতীয়মান হওয়া সত্ত্বেও খুদ কুঁড়ে ইমরান গংরা আবার ইসলামের বিরুদ্ধে উঠে পরে লেগেছে দাদা বাবুদের ইশারায় যা অত্যন্ত ঘৃণ্য ও ন্যাক্কারজনক।
আজ সরকারের কাছে জনগণের একটিই প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় প্রচণ্ড নিরাপত্তা বেষ্টিত পুলিশ প্রহরায় কীভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হলো? এখন পর্যন্ত খুনিদের গ্রেফতার না হওয়া এবং কোন প্রকার তথ্য প্রমাণাদি ব্যতিরেকে ইসলামকে দায়ী করার এহেন কুৎসিত কূটকৌশল থেকে এটাই কী প্রতীয়মান হয় না যে এ কাজটি ইসলাম বিরোধীরাই ঘটিয়েছে তাদের হীন স্বার্থসিদ্ধি হাসিল করার জন্য? বিদ্বেষপ্রসূত হয়ে এই অবিশ্বাস্য নোংরা কাহিনী একের পর এক সাজানো হচ্ছে শুধুমাত্র ইসলামকে প্রশ্নবিদ্ধ ও কটাক্ষ করার জন্য তা এখন একটি শিশুরও বুঝতে কী খুব কষ্ট হয়?! এহেন কর্মকাণ্ডের জন্য আমরা মুসলমানরাই মূলত দায়ী কেননা আমাদের ঈমানের মধ্যে রয়েছে ছত্রাক!
অথচ মহান সৃষ্টিকর্তা মহাগ্রন্থ আল কোরআনে সমস্ত মুসলিম উম্মাহকে ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকার বিশেষ তাগিদ এরশাদ করেছেন। বলা হয়েছে, “তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধর, আর পরস্পর পৃথক হয়ো না” (সূরাঃ আল-ইমরান, আয়াতঃ ১০৩ )। হাদীস শরীফে বর্ণিত মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা (সা ইরশাদ করেন, “আল্লাহর সাহায্য দলবদ্ধ জামাতের উপর”। ঐক্যবিহীন জাতির খোদায়ী সাহায্য আশা করা আকাশ-কুসুম প্রত্যাশা ছাড়া আর কিছুই নয়। এ থেকে সহজেই অনুমেয় দেশে দেশে মুসলমানদের অধঃপতনের পিছনে মূল রহস্য কী?
ঘটনাবহুল অমানবিক ঘটনায় একথা আজ দিবালোকের মত সত্যিই যে, চলমান এই দুঃসহনীয় সমস্যাসঙ্কুল কঠিন ষড়যন্ত্রের মধ্যেও ঈমানী চেতনার দাবীদার আমরা মুসলমানগণ ঐক্যবদ্ধভাবে এ সমস্ত উৎকট দুর্গন্ধময় আবর্জনাকে চিরতরে নির্মূল করতে ভীষণভাবে ব্যর্থ হচ্ছি কেবলমাত্র ঈমানী চেতনায় ছত্রাকের কারণে!!!!
সুপ্রিয় পাঠক আপনাদের অভিমত কী?
বিষয়: বিবিধ
১২৮৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার মূল্যবান উপস্থিতি ও গুরুত্বপূর্ণ প্রেরণাময় অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
কিন্তু বেইমানদের মনে রাখা দরকার "রাত যত গভীর হয় প্রভাতের সূর্য তত নিকটতম হয়" জাযাকাল্লাহ খাইর, সালাম রইল।
তবুও সুদিনের প্রত্যাশায়...। আল্লাহ্ মজলুমদের সহায় হউন। বারাকাল্লাহু ফিক।
"كنتم خير امة اخرجت للناس تأمرون بالمعروف و تنهون عن المنكر......." মুসলিমদের দায়িত্ব-কর্তব্য নির্ধারণী এই আয়াত কে যথাযথ ভাবে পালন না করায় বাংলাদেশ তথা বিশ্ব মুসলিমদের বর্তমান দূর্দশা-অপদস্থতা!
ঈমানী চেতনার পারদ সর্বনিম্ন স্তরে অবস্হান করছে আজকের মুসলিমদের! ফলশ্রতিতে-গজবের মহাস্রোতে ভাসতে হচ্ছে সবাইকে!
আল্লাহ আমাদের ঈমানী শক্তি মজবুত করে দিন!আমিন!
নির্মম করুণ হলেও আপনার নান্দনিক উপস্হাপনার সাথে সহমত পোষণ করতেই হয়!!
মহান রাব্বুল আলামীন আপ্নাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো। বোনের জন্যও দোয়া রাখবেন সবসময়।
মন্তব্য করতে লগইন করুন