Crying Crying হিজাব প্রসঙ্গে নারী প্রধানমন্ত্রী-নেতানেত্রী ও ধর্মীয় নেতাগণ নীরব কেন? Crying Crying

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ৩০ জানুয়ারি, ২০১৫, ০৭:৪৬:৪৫ সন্ধ্যা



মহান সৃষ্টিকর্তা, তাঁর প্রিয় হাবীব (সাঃ) ও ইসলাম ধর্মকে কটাক্ষ করা এবং কামরিপু জাগ্রত করার উপাদান সমৃদ্ধ কর্ম এবং বক্তব্যে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মন্ত্রীমহোদয়গণের জুড়ি মেলা ভার। সম্প্রতি আরও একটি কলঙ্কিত অধ্যায় যোগ হয়েছে এতে। সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী বীরদর্পে ঘোষণা দিয়েছেন, বোরকা পরে কলেজের ছাত্রী হতে পারবে না। মেয়েদেরকে দেশের বীর প্রতীক হতে হবে এবং পুরুষকে ধাক্কা দিয়ে সামনে অগ্রসর হতে হবে। ইউরোপে বোরকা পরা মেয়েদেরকে ঘৃণার চোখে দেখে, ধিক্কার দেয় এবং ইসলামী জঙ্গী মনে করে। এসব কথার সারমর্ম তাহলে কী দাঁড়ায়? আল্লাহ্‌র মনোনীত বিধান পর্দাকে লঙ্ঘন করে শিক্ষার্জন করতে হবে। পুরুষের সাথে ধাক্কাধাক্কি করতে হবে তাহলে কেউ ইসলামী জঙ্গি মনে করবে না?!! বাহ কী চমৎকার যুক্তি!! আল্লাহ্‌, রাসূল (সাঃ) ও ইসলামের বিরুদ্ধে কী যুৎসই ষড়যন্ত্র ও চক্রান্ত! একেই বলে “মদিনা সনদ” অনুযায়ী দেশ শাসিত হচ্ছে!

কী দুর্দশাগ্রস্ত মুসলিম জাতি আমরা! নব্বই ভাগ মুসলিম অধ্যুষিত দেশে নারী প্রধানমন্ত্রীসহ অগণিত নেতানেত্রী ও ধর্মীয় আলেমদের নাকের ডগায় ঘটছে এসব ন্যাক্কারজনক ঘটনা যা সত্যিই বিস্ময়কর বটে! এসব নর পশুদের যৌন তৃষ্ণা থেকে আমাদের সন্তান সন্ততিদেরকে বাঁচাতে কেউ কি এগিয়ে আসবে না?



বিষয়: বিবিধ

১৮১৬ বার পঠিত, ৩৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302226
৩০ জানুয়ারি ২০১৫ রাত ০৮:২৫
আফরা লিখেছেন : কি বলব আপু বাংলাদেশের রাজনীতি বাজীদের কথা শুনলে উনাদের আমার মানুষই মনে হয় না ।
৩০ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৩৬
244460
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আফ্রাম্নি। তোমার সাথে একমত। আদর্শহীন কুরুচিসম্পন্ন মানুষগুলোকে জনপ্রতিনিধি বানিয়ে কল্যাণের নামে অকল্যাণ ও কুৎসিত কর্মে ছেলে মেয়েদের ঠেলে দেয়া হচ্ছে। যা জাতির জন্য মারাত্মক সর্বনাশ ডেকে আনছে।
তোমার মূল্যবান প্রথম সরব উপস্থিতি ও আন্তরিক গুরুত্বপূর্ণ বিশ্লেষণাত্মক অনুভূতির জন্য বারাকাল্লাহু ফিক।
মহান রাব্বুল আলামীন তোমাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো।
302228
৩০ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৩২
তবুওআশাবা্দী লিখেছেন : সন্ধাতারা: আমাদের দুর্ভাগ্য যে এই ধরনের লোকগুলো আজ আমাদের দেশ চালানোর দায়িত্ব পেয়েছে! এদের কথা শুনে লজ্জা পাওয়া ছাড়া আর কিছু করার নেই!
৩০ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৪২
244462
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার মূল্যবান উপস্থিতি ও আন্তরিক গুরুত্বপূর্ণ বিশ্লেষণাত্মক অনুভূতির জন্য বারাকাল্লাহু ফিক। এ অবস্থা আসলে একদিনে তৈরি হয়নি। মুসলিম উম্মাহ আজ মূক বধির ও অন্ধ হয়ে জাতির দুর্দশায় ঘাপটি মেরে বসে আছে। যা অবিশ্বাস্যকর। এভাবে চলতে থাকলে এর শেষ কোথায় ভাবতেও গা শিউরে উঠে।

মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো।
302233
৩০ জানুয়ারি ২০১৫ রাত ০৯:২১
sarkar লিখেছেন : হাসিনার সরকারে কোন লোকটা ভাল? কেউ কি বলতে পারেন?
৩০ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৪৭
244468
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া। যেমন গুরু তেমন শিশ্য ভাইয়া।
আপনার মূল্যবান উপস্থিতি ও আন্তরিক গুরুত্বপূর্ণ অনুভূতি রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
302235
৩০ জানুয়ারি ২০১৫ রাত ০৯:২৬
নারী লিখেছেন : সব তো নাস্তিকের দল। বাংলাদেশ তো মানে মাত্র মুসলিম বলে। এজন্যই এই বিধান দেওয়ার এত সাহস হয়।
৩০ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৫০
244469
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদেরকে যে কোন মূল্যে রুখতেই হবে। আপনার মূল্যবান উপস্থিতি ও আন্তরিক গুরুত্বপূর্ণ অনুভূতি রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
302244
৩০ জানুয়ারি ২০১৫ রাত ১০:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই মন্ত্রিদের আচরন এমনই যে এদের কথাকে কেউ এখন গুরুত্ব ও দেয়না। সরকার যদি পরিবর্তন হয় তাহলেই কিছু হবে।
৩০ জানুয়ারি ২০১৫ রাত ১০:০৭
244470
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবুজ ভাইয়া। আপনার সাথে সহমত প্রকাশ করেই বলছি সেই লক্ষ্যে পৌঁছাতে হলে একযোগে কাজ করা চাই। এতবড় অশুভ শক্তি এমনি এমনি নিপাত হবে বলে মনে হয় না।
এদেরকে যে কোন মূল্যে হোক রুখতেই হবে। আপনার মূল্যবান উপস্থিতি ও আন্তরিক গুরুত্বপূর্ণ অনুভূতি রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
302246
৩০ জানুয়ারি ২০১৫ রাত ১০:১৬
মোতাহারুল ইসলাম লিখেছেন : মদীনা সনদের কথা বললেন! এরা কি মদীনা চেনে? এদের কাছে মদীনা মানেতো একজন সংসদ সদস্যের মালিকানাধীন ব্যাবসায়িক প্রতিষ্ঠানের নাম। তার সনদ যা হতে পারে, সে অনুযায়ীই তো দেশ চলছে।
৩০ জানুয়ারি ২০১৫ রাত ১০:২৫
244472
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া। আমাদের জানা নেই মুসলিম উম্মাহ আর কতকাল এসব ভয়ার্ত মানুষগুলোর বিষময় আচরণের স্বীকার হবে!! ঠিকই বলেছেন ভাইয়া মদীনা সনদ সম্পর্কে নুন্যতম জ্ঞান ও শ্রদ্ধাবোধ থাকলে এরূপ পরিস্থিতির স্বীকার হতো না জনগণকে।

আপনার মূল্যবান উপস্থিতি ও আন্তরিক গুরুত্বপূর্ণ অনুভূতি রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
302254
৩১ জানুয়ারি ২০১৫ রাত ১২:৩৬
সজল আহমেদ লিখেছেন : যেই মন্ত্রী পতিতাদের পুনর্বাসন করে এবং পতিতাদের বহালতবিয়তে থাকার জন্য নির্দেশ দিয়ে পতিতা উচ্ছেদকারীদের কল্লায় কোপ দিয়ে নামিয়ে ফেলার হুমকি দেয় !যার চোখে নারী মাত্রই পতিতা ,মা কিংবা বোন নয় ,আজ সেই মহাসীন বোরকার বিপক্ষে বক্তব্য দিয় নারীদের জাগ্রত করতে চায় ?
ইউরোপে বোরকা পরা মেয়েদের হীনচোখে দেখা হয় মানলাম কারন ইউরোপ ধর্মহীন রাষ্ট্র ।কিন্তু বাংলাদেশ ও কি তাই ?
বোন আপনি তো একজন নারী ।আপনাকেই প্রশ্ন করি ,
বোরকা পরলে কি আপনার নিজেকে নিজের কাছে হীন মনে হয় ?
মনে হয় কি আপনি জঙ্গী?
যদি উত্তর হয় না ,তাহলে মহাসীন তোমার দুটো জুতোর বারি পাওয়ানা রইল ।
৩১ জানুয়ারি ২০১৫ রাত ১২:৫৭
244477

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : আরে ধাৎ, আপনার আল্যার/টাল্যার বিধান দিয়ে মানুষ চলবে নাকি! নারীকে কালো কাপড়ে ঢেকে ইসলামের যৌনদাসী বানিয়ে রাখার দিন এখন নেই, এটা বুঝেন তো??
৩১ জানুয়ারি ২০১৫ রাত ০১:০২
244478

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : ইউরোপে বোরকা পরা মেয়েদের হীনচোখে দেখা হয় মানলাম কারন ইউরোপ ধর্মহীন রাষ্ট্র ।কিন্তু বাংলাদেশ ও কি তাই ?

আরে ছাগু, ইউরোপের মত ধর্মহীন রাষ্ট্র হলে বাংলাদেশ মানুষ হয়ে যেত। চোর, চোট্টা, ভেজাল, আখেরী মোনাজাত, মলমপার্টি, আজান, নামাজ, দুর্নীতি কিছুই থাকত না।
৩১ জানুয়ারি ২০১৫ রাত ০৩:২২
244481
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সজল ভাইয়া। আপনার মূল্যবান উপস্থিতি ও আন্তরিক গুরুত্বপূর্ণ অনুভূতি রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
বাস্তবতার আলোকে আপনার ব্যাখ্যার সাথে সহমত। আমি বোরকা পরে নিজে গর্ব অনুভব করি। কেননা বোরকা আমার নিরাপত্তা, মান, সম্ভ্রম ও শালীনতা সবকিছুই আমানত রাখে। নিজেকে জঙ্গী ভাবার প্রশ্নই আসে না।
শাস্তিটা একটু কম হয়ে গেল না ভাইয়া?!!
৩১ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:১৮
244510
সজল আহমেদ লিখেছেন : ধন্যবাদ বোন সন্ধ্যাতারা ।
বোন সন্ধ্যাতারা আপনি দয়াকরে নিচের মন্তব্য দেখবেন না ।
এইবার আসি মুক্তিযুদ্বের কন্যার কাছে ।
আচ্ছা তুমি আমাকে ছাগু ডাকিলা বলি মুক্তিযুদ্ধের সময় তোমার বাপ কয়টা পাকি মারছে ?
আমার বাপ মুক্তিযুদ্ধা আছিলো ১১নং সেক্টরে চন্দ্রদ্বীপ এলাকার।

তোমার বাপ কত নং সেক্টরে আছিলো ?
আমার বড় ভাই পাকির গুলিতে মরছে বলি তোমার কোন ভাই পাকির গুলিতে মরছে ?
আমার বড় ভাই মুক্তিযোদ্ধা আজাদের স্মরনে বরিশাল প্রতিবছর হাজার হাজার মানুষ দোআ করে ,তোমার ভাইয়ের ?
এইবার শোন বলি ,ব্লগে আইসা মুক্তিযুদ্ধের কন্যা নিক নিলেই মুক্তিযুদ্ধের কন্যা হয়না ,ফাতরামি চুদাইয়া যাকে তাকে ছাগু উপাধি দিলে ভবিষ্যতে পুটুমারা খাইয়া ব্লগ থেইকা ভাইগা যাওয়া ছাড়া উপায় থাকবনা।
ইউরোপে চোর চোট্টা নাই ?
দূর্ণিতী নাই ?
ইউরোপের কয়টা রাষ্ট্র চিনো ?
ইউরোপের সবগুলা রাষ্ট্র আবার ধর্মহীন রাষ্ট্র না ।
সেই রাষ্ট্রগুলায় চুরি ছ্যাচড়ামি কম এইটা জানতো ?
নাকি ব্লগে আইসা ফাতরামি করতে ভুলভাল তথ্য ল্যাদাও ?
302258
৩১ জানুয়ারি ২০১৫ রাত ১২:৫৬

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : আরে ধাৎ, আল্যার/টাল্যার বিধান দিয়ে মানুষ চলবে নাকি! নারীকে কালো কাপড়ে ঢেকে ইসলামের যৌনদাসী বানিয়ে রাখার দিন এখন নেই, এটা বুঝেন তো??
302259
৩১ জানুয়ারি ২০১৫ রাত ০১:৪৩
হককথা লিখেছেন : খুবই সুন্দর পোষ্ট। ধন্যবাদ আপনাকে। এখানে কেউ কেউ ঘেউ ঘেউ করবেই, এইসব নেড়ি কুকুরকে উপেক্ষা করুন। ওদের কোনো কথার জবাব দেবার কোনো দরকারই নেই বলে আমি মনে করি।
৩১ জানুয়ারি ২০১৫ রাত ০৩:২৪
244482
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হককথা ভাই। আপনার মূল্যবান উপস্থিতি ও আন্তরিক গুরুত্বপূর্ণ অনুভূতি রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
সহমত। যথার্থই বলেছেন।
১০
302275
৩১ জানুয়ারি ২০১৫ সকাল ০৬:৩৯
কাহাফ লিখেছেন :
সমাজের বিবেকবান সমাজ যখন নিষ্কৃ্য় হয়ে পড়ে পার্থিব জগতের মোহ-মায়ায় তখন কুদর‍্তী ফায়সালায় এমন নেতৃত্ব উপরে চেঁপে বসে অক্টোপাশের মত!
এমন পরিস্হিতি মুসলিম সমাজের সামগ্রিক উদাসীনতার ফল!
আল্লাহ নিজ কৃপায় ইসলাম ও মুসলিমদের হেফাযত করুন! আমিন!!
৩১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
244528
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ কাহাফ ভাইয়া। অনেক সুন্দর কাব্যিকতার ছোঁয়ায় সত্য কথাগুলো তুলে ধরেছেন। আপনার মূল্যবান উপস্থিতি ও আন্তরিক গুরুত্বপূর্ণ অনুভূতিকে গভীরভাবে শ্রদ্ধা জানাই। বারাকাল্লাহু ফিক।
আপনার মর্মস্পর্শী দোয়ায় আমীন। ছুম্মা আমীন। সবসময় ভালো থাকবেন। খুব ভালো। দোয়া রইলো।
১১
302286
৩১ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:৪১
শেখের পোলা লিখেছেন : দুর্ভাগ্য বললে অন্যায় বলা হবে৷৷আমি বলি এটা আমাদের কর্মফল৷ ৪৪ বছর আগে আমরা হয়তো এমনটাই চেয়ে ছিলাম৷ পেয়েছি৷ প্রতিকার হল নাকে খৎ দিয়ে আল্লাহর কাছে তওবা করা৷
৩১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
244529
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। হতভাগ্যরাই দূরদর্শিতার অভাবে কর্মফল ভোগ করে। যার খেসারত দিচ্ছে পুরো জাতি।

আপনার মূল্যবান উপস্থিতি ও আন্তরিক গুরুত্বপূর্ণ অনুভূতিকে গভীরভাবে শ্রদ্ধা জানাই। বারাকাল্লাহু ফিক।
১২
302318
৩১ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:১৬
লজিকাল ভাইছা লিখেছেন : ১৬ কোটি মানুষ আজ কিছু নেড়ি কুত্তার হাতে বন্ধী। আজ জাতির দরকার একজন তারিক বিন জিহাদ , একজন সালাউদ্দিন আয়ুবী ।
৩১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
244530
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। খুবই গুরুত্বপূর্ণ উপলব্ধি ভাইয়া। আপনার গভীর প্রজ্ঞাপূর্ণ অনুভূতির সাথে সহমত। জাজাকাল্লাহু খাইর।
০১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৪৩
244600
লজিকাল ভাইছা লিখেছেন : ও কাজালিকা
০৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:০০
245068
সন্ধাতারা লিখেছেন : বহুত শুকরিয়া ভাইয়া।
১৩
302647
০২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৩২
গাজী সালাউদ্দিন লিখেছেন : কেও এগিয়ে আসুক আর না আসুক, যারা এর মাহাত্ম বুঝে পালন করে, মুহসিনদের হুমকী ধমকী সত্ত্বেও পালন করেই যাবে! এটাইতো মুমিনের জন্য পরীক্ষা। পরীক্ষার মানেতো এই নয়, সব মেয়ের জন্য হিজাব ব্যবহার উন্মুক্ত করে দেয়া হবে। এটা কেবল ইসলামী রাষ্ট্রেই সম্ভব।

৯০কোটি মুসলিম প্রধান দেশ, কিন্তু ৯০ কোটি সাচ্ছা মুসলমান নয়!

আমাদের অন্তর দারুণভাবেই জ্বলে, যখন হিজাবধারীদের নিয়ে কঠাক্ষ শোনতে হয়, আমরা চাইলে আকস্মিক অনেক কিছুই করতে পারি, কিন্তু পারব কি তাদের সজোরে প্রতি আক্রমনণ ঠেকাতে যতদিন না ঠ্যাকাতে
হাতে ক্ষমতা আসে?

তাই ৯০ কোটি মুসলিমের কাছে আকুতি জানানো আর অরণ্যে রোদন একই কথা।

০৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:০৯
244818
সন্ধাতারা লিখেছেন :
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। হিজাব বা পোশাক পরিধান করা একজন মানুষের ব্যক্তিগত অধিকার। এই অধিকার রাষ্ট্রীয় পর্যায় থেকে হরণ করার অপচেষ্টা করা হবে একটি মুসলিম দেশে আর দেশের শিক্ষিত, ক্ষমতাসীন ও আলেম সমাজ প্রতিবাদ করবেন না এটা মেনে নেয়া যায় না, উচিতও নয়। যদি তাই হতো তাহলে আমাদের রাসূল (সাঃ) দ্বীন প্রচার করে চুপ করে ঘরে বসে থাকতেন। যুদ্ধের ময়দানে অস্ত্র ধরতেন না, ইসলামের দুশমনদের বিরুদ্ধে।
আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি তাইতো মোনাফিকরা সমাজের কাঁধে জেঁকে বসেছে। মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
১৪
303202
০৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:৪৪
যা বলতে চাই লিখেছেন : উপরের মন্তব্য-প্রতিমন্তব্য গলো সহ পোষ্টটি পড়লাম,ভাল লাগলো। আমার মা মাঝে মাঝে একটি প্রবাদ বলতেন, সেটি এরকম- ‌‌'আমার লাখ টাকার বাগান খাইল দেড় টাকার ছাগলে।'দেশ চলছে এখন এসব দেড় টাকার ছাগলের ছেয়ে মূল্যহীন, অথর্ব, অকার্যকর, অপাংক্তেং, অর্বাচীণ আর অসভ্য দ্বারা। আশাই করব কী, আর আলোচনা সমালোচনাই বা করব কী?
০৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২৬
245310
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর। আমার বক্তব্য হল লাখ টাকার বাগান যদি ছাগলের জন্য অবারিত রাখি তাহলে ছাগলে তো মহানন্দে খেতেই থাকবে। তারপর একদিন বাগান ছেড়ে বাড়ীতে ঢুকে তাণ্ডব চালাবে। তখনও কী চুপ করে থাকবেন ভাইয়া? আমাদের অবস্থাও আজ তদ্রূপ। ছাগল আজ বাগানে নয় ঘরে ঢুকে হত্যাযজ্ঞ চালাচ্ছে নির্বিচারে।
আমাদের নবী (সাঃ) মাত্র ৩১৩ জন সাহাবী নিয়ে আবু জেহেলের বিশাল বাহিনীর বিরুদ্ধে সরাসরি সশস্ত্র মোকাবিলা করেছিলেন। পরবর্তীতে বিদায় হজ্বের ভাষণে কয়েক লক্ষ সাহাবীর উপস্থিতি দেখে নবীজি নিজেও আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন। তাই হাল ছেড়ে দিয়ে, আশাহত হয়ে নীরব নিশ্চুপ ভূমিকা পালন করা আমাদের নবীজির শিক্ষা নয়। অতএব নিজ নিজ সাধ্য অনুযায়ী অন্যায়ের বিরুদ্ধে জিহাদ কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে ইনশাআল্লাহ। এটাই ইসলামের শিক্ষা। হতাশ হওয়া নয়।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
০৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:১৭
245316
যা বলতে চাই লিখেছেন : আল্লামা সাইদী স্বীয় আলোচনায় একটি কথা আক্ষেপের সাথে প্রায়ই বলতেন তা হলো-‌ হায়রে 'কপাল পোড়া জাতি'। প্রিয় আপু, রক্ত যতদিন দেহে প্রবাহমান থাকবে ততদি আপনার অসংখ্য ভাই রাসূলের আদর্শ অনুস্বরণে হাজারা কন্টকাকীর্ণ পথে দ্বিনের কাজ চালিয়ে যাবে। মোটেই হতাশ নয় তারা। তবে আপসোস শুধু এতটুকুই, প্রতিপক্ষ শয়তান গুলো যদি একটু যোগ্য বা জাতের হত! আমাদেরকে আদর্শিক সংগ্রাম করতে হচ্ছে অতি ন্ম্মিমানের এবং নিতান্তই আদর্শহীন কিছু বদ্ধপাগলের সাথে।
আজ বন্ধকরে বিবেকের দুয়ার অন্ধ সেজেছে জাতি
ঘরে ঘরে শত্রুতা ছড়িয়ে নিভিয়েছে আশার বাতি।
০৭ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৪০
245369
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর। আপনার সাথে সহমত পোষণ করেই বলছি শয়তানের কাজ সবসময় নিকৃষ্ট চিন্তা ও ঘৃণ্য কাজের মধ্যে অপরের গুরুতর অনিষ্ট সাধন করা। এদের কাছ থেকে ন্যূন্যতম মানবিকবোধ আশা করা দুরাশার নামান্তর। আপনার শেষের লাইন দুটি অসাধারণ তবে আমি সবসময় আশাবাদী ভাইয়া। কেননা মহান রাব্বুল আলামীন বলেছেন, “তোমরা নিরাশ হয়ো না, আমার সাহায্য তোমাদের অতি সন্নিকটে”।
আল্লাহ্‌পাক আমাদের সকলকেই এই কঠিন মুহূর্তে ধৈর্যধারণ করার তৌফিক দিন। আমীন।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File