হিজাব প্রসঙ্গে নারী প্রধানমন্ত্রী-নেতানেত্রী ও ধর্মীয় নেতাগণ নীরব কেন?
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ৩০ জানুয়ারি, ২০১৫, ০৭:৪৬:৪৫ সন্ধ্যা
মহান সৃষ্টিকর্তা, তাঁর প্রিয় হাবীব (সাঃ) ও ইসলাম ধর্মকে কটাক্ষ করা এবং কামরিপু জাগ্রত করার উপাদান সমৃদ্ধ কর্ম এবং বক্তব্যে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মন্ত্রীমহোদয়গণের জুড়ি মেলা ভার। সম্প্রতি আরও একটি কলঙ্কিত অধ্যায় যোগ হয়েছে এতে। সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী বীরদর্পে ঘোষণা দিয়েছেন, বোরকা পরে কলেজের ছাত্রী হতে পারবে না। মেয়েদেরকে দেশের বীর প্রতীক হতে হবে এবং পুরুষকে ধাক্কা দিয়ে সামনে অগ্রসর হতে হবে। ইউরোপে বোরকা পরা মেয়েদেরকে ঘৃণার চোখে দেখে, ধিক্কার দেয় এবং ইসলামী জঙ্গী মনে করে। এসব কথার সারমর্ম তাহলে কী দাঁড়ায়? আল্লাহ্র মনোনীত বিধান পর্দাকে লঙ্ঘন করে শিক্ষার্জন করতে হবে। পুরুষের সাথে ধাক্কাধাক্কি করতে হবে তাহলে কেউ ইসলামী জঙ্গি মনে করবে না?!! বাহ কী চমৎকার যুক্তি!! আল্লাহ্, রাসূল (সাঃ) ও ইসলামের বিরুদ্ধে কী যুৎসই ষড়যন্ত্র ও চক্রান্ত! একেই বলে “মদিনা সনদ” অনুযায়ী দেশ শাসিত হচ্ছে!
কী দুর্দশাগ্রস্ত মুসলিম জাতি আমরা! নব্বই ভাগ মুসলিম অধ্যুষিত দেশে নারী প্রধানমন্ত্রীসহ অগণিত নেতানেত্রী ও ধর্মীয় আলেমদের নাকের ডগায় ঘটছে এসব ন্যাক্কারজনক ঘটনা যা সত্যিই বিস্ময়কর বটে! এসব নর পশুদের যৌন তৃষ্ণা থেকে আমাদের সন্তান সন্ততিদেরকে বাঁচাতে কেউ কি এগিয়ে আসবে না?
বিষয়: বিবিধ
১৮১৬ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোমার মূল্যবান প্রথম সরব উপস্থিতি ও আন্তরিক গুরুত্বপূর্ণ বিশ্লেষণাত্মক অনুভূতির জন্য বারাকাল্লাহু ফিক।
মহান রাব্বুল আলামীন তোমাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো।
আপনার মূল্যবান উপস্থিতি ও আন্তরিক গুরুত্বপূর্ণ অনুভূতি রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
এদেরকে যে কোন মূল্যে হোক রুখতেই হবে। আপনার মূল্যবান উপস্থিতি ও আন্তরিক গুরুত্বপূর্ণ অনুভূতি রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
আপনার মূল্যবান উপস্থিতি ও আন্তরিক গুরুত্বপূর্ণ অনুভূতি রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
ইউরোপে বোরকা পরা মেয়েদের হীনচোখে দেখা হয় মানলাম কারন ইউরোপ ধর্মহীন রাষ্ট্র ।কিন্তু বাংলাদেশ ও কি তাই ?
বোন আপনি তো একজন নারী ।আপনাকেই প্রশ্ন করি ,
বোরকা পরলে কি আপনার নিজেকে নিজের কাছে হীন মনে হয় ?
মনে হয় কি আপনি জঙ্গী?
যদি উত্তর হয় না ,তাহলে মহাসীন তোমার দুটো জুতোর বারি পাওয়ানা রইল ।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : আরে ধাৎ, আপনার আল্যার/টাল্যার বিধান দিয়ে মানুষ চলবে নাকি! নারীকে কালো কাপড়ে ঢেকে ইসলামের যৌনদাসী বানিয়ে রাখার দিন এখন নেই, এটা বুঝেন তো??A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : ইউরোপে বোরকা পরা মেয়েদের হীনচোখে দেখা হয় মানলাম কারন ইউরোপ ধর্মহীন রাষ্ট্র ।কিন্তু বাংলাদেশ ও কি তাই ?আরে ছাগু, ইউরোপের মত ধর্মহীন রাষ্ট্র হলে বাংলাদেশ মানুষ হয়ে যেত। চোর, চোট্টা, ভেজাল, আখেরী মোনাজাত, মলমপার্টি, আজান, নামাজ, দুর্নীতি কিছুই থাকত না।
বাস্তবতার আলোকে আপনার ব্যাখ্যার সাথে সহমত। আমি বোরকা পরে নিজে গর্ব অনুভব করি। কেননা বোরকা আমার নিরাপত্তা, মান, সম্ভ্রম ও শালীনতা সবকিছুই আমানত রাখে। নিজেকে জঙ্গী ভাবার প্রশ্নই আসে না।
শাস্তিটা একটু কম হয়ে গেল না ভাইয়া?!!
বোন সন্ধ্যাতারা আপনি দয়াকরে নিচের মন্তব্য দেখবেন না ।
এইবার আসি মুক্তিযুদ্বের কন্যার কাছে ।
আচ্ছা তুমি আমাকে ছাগু ডাকিলা বলি মুক্তিযুদ্ধের সময় তোমার বাপ কয়টা পাকি মারছে ?
আমার বাপ মুক্তিযুদ্ধা আছিলো ১১নং সেক্টরে চন্দ্রদ্বীপ এলাকার।
তোমার বাপ কত নং সেক্টরে আছিলো ?
আমার বড় ভাই পাকির গুলিতে মরছে বলি তোমার কোন ভাই পাকির গুলিতে মরছে ?
আমার বড় ভাই মুক্তিযোদ্ধা আজাদের স্মরনে বরিশাল প্রতিবছর হাজার হাজার মানুষ দোআ করে ,তোমার ভাইয়ের ?
এইবার শোন বলি ,ব্লগে আইসা মুক্তিযুদ্ধের কন্যা নিক নিলেই মুক্তিযুদ্ধের কন্যা হয়না ,ফাতরামি চুদাইয়া যাকে তাকে ছাগু উপাধি দিলে ভবিষ্যতে পুটুমারা খাইয়া ব্লগ থেইকা ভাইগা যাওয়া ছাড়া উপায় থাকবনা।
ইউরোপে চোর চোট্টা নাই ?
দূর্ণিতী নাই ?
ইউরোপের কয়টা রাষ্ট্র চিনো ?
ইউরোপের সবগুলা রাষ্ট্র আবার ধর্মহীন রাষ্ট্র না ।
সেই রাষ্ট্রগুলায় চুরি ছ্যাচড়ামি কম এইটা জানতো ?
নাকি ব্লগে আইসা ফাতরামি করতে ভুলভাল তথ্য ল্যাদাও ?
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
সহমত। যথার্থই বলেছেন।
সমাজের বিবেকবান সমাজ যখন নিষ্কৃ্য় হয়ে পড়ে পার্থিব জগতের মোহ-মায়ায় তখন কুদর্তী ফায়সালায় এমন নেতৃত্ব উপরে চেঁপে বসে অক্টোপাশের মত!
এমন পরিস্হিতি মুসলিম সমাজের সামগ্রিক উদাসীনতার ফল!
আল্লাহ নিজ কৃপায় ইসলাম ও মুসলিমদের হেফাযত করুন! আমিন!!
আপনার মর্মস্পর্শী দোয়ায় আমীন। ছুম্মা আমীন। সবসময় ভালো থাকবেন। খুব ভালো। দোয়া রইলো।
আপনার মূল্যবান উপস্থিতি ও আন্তরিক গুরুত্বপূর্ণ অনুভূতিকে গভীরভাবে শ্রদ্ধা জানাই। বারাকাল্লাহু ফিক।
৯০কোটি মুসলিম প্রধান দেশ, কিন্তু ৯০ কোটি সাচ্ছা মুসলমান নয়!
আমাদের অন্তর দারুণভাবেই জ্বলে, যখন হিজাবধারীদের নিয়ে কঠাক্ষ শোনতে হয়, আমরা চাইলে আকস্মিক অনেক কিছুই করতে পারি, কিন্তু পারব কি তাদের সজোরে প্রতি আক্রমনণ ঠেকাতে যতদিন না ঠ্যাকাতে
হাতে ক্ষমতা আসে?
তাই ৯০ কোটি মুসলিমের কাছে আকুতি জানানো আর অরণ্যে রোদন একই কথা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। হিজাব বা পোশাক পরিধান করা একজন মানুষের ব্যক্তিগত অধিকার। এই অধিকার রাষ্ট্রীয় পর্যায় থেকে হরণ করার অপচেষ্টা করা হবে একটি মুসলিম দেশে আর দেশের শিক্ষিত, ক্ষমতাসীন ও আলেম সমাজ প্রতিবাদ করবেন না এটা মেনে নেয়া যায় না, উচিতও নয়। যদি তাই হতো তাহলে আমাদের রাসূল (সাঃ) দ্বীন প্রচার করে চুপ করে ঘরে বসে থাকতেন। যুদ্ধের ময়দানে অস্ত্র ধরতেন না, ইসলামের দুশমনদের বিরুদ্ধে।
আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি তাইতো মোনাফিকরা সমাজের কাঁধে জেঁকে বসেছে। মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
আমাদের নবী (সাঃ) মাত্র ৩১৩ জন সাহাবী নিয়ে আবু জেহেলের বিশাল বাহিনীর বিরুদ্ধে সরাসরি সশস্ত্র মোকাবিলা করেছিলেন। পরবর্তীতে বিদায় হজ্বের ভাষণে কয়েক লক্ষ সাহাবীর উপস্থিতি দেখে নবীজি নিজেও আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন। তাই হাল ছেড়ে দিয়ে, আশাহত হয়ে নীরব নিশ্চুপ ভূমিকা পালন করা আমাদের নবীজির শিক্ষা নয়। অতএব নিজ নিজ সাধ্য অনুযায়ী অন্যায়ের বিরুদ্ধে জিহাদ কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে ইনশাআল্লাহ। এটাই ইসলামের শিক্ষা। হতাশ হওয়া নয়।
আজ বন্ধকরে বিবেকের দুয়ার অন্ধ সেজেছে জাতি
ঘরে ঘরে শত্রুতা ছড়িয়ে নিভিয়েছে আশার বাতি।
আল্লাহ্পাক আমাদের সকলকেই এই কঠিন মুহূর্তে ধৈর্যধারণ করার তৌফিক দিন। আমীন।
মন্তব্য করতে লগইন করুন