মৃত্যু বনাম মঞ্চনাটক এবং হেফাজত

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৬ জানুয়ারি, ২০১৫, ০৩:০৭:১৮ রাত



বিভিন্ন অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে কথা এবং স্বল্পদুর থেকে দেখা হলেও পেশাজীবী সংগঠনের কেন্দ্রীয় সভানেত্রীর পদে দায়িত্ব পালনকালে তাঁর সাথে আমাদের পাঁচ সদস্যবিশিষ্ট এক প্রতিনিধি দলের আলোচনা বৈঠক হয়েছিল। সেই আলচনায় তাঁর বিনয়ী নম্র ও প্রাণবন্ত বন্ধুসুলভ আচরণে উপস্থিত সকলেই ছিলাম মুগ্ধ। যদিও আমাদের সংগঠনটি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না। একজন মানুষ হিসাবে সে কারণেই বেগম খালেদা জিয়ার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা ও ভালোলাগা মিশে আছে। তাই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফত রহমান কোকোর মৃত্যুর সংবাদে শোকাহত এক নির্বাক মাকে নিয়ে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত যে রাজনীতির মঞ্চনাটক চলছে তা অবলোকনে চুপ থাকা দায় হলো যেন।

দেশনেত্রীর এই মানসিক দুর্যোগপূর্ণ মুহূর্তে একদিকে সমবেদনা জ্ঞাপনের মঞ্চ নাটক ও অপরদিকে একই সময়ে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে সরকার যে হিংস্রতা ও অমানবিকতার দৃষ্টান্ত উপস্থাপন করলেন তা সত্যিই নজীরবিহীন এবং নিন্দনীয়। সাজানো মামলা ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হলো “সমবেদনা” শব্দটিকে চরমভাবে অপমানিত করা হয়েছে। বেদনাদায়ক শত কঠিন পরীক্ষিত মুহূর্তের মধ্য দিয়ে যিনি আপোষহীন দেশনেত্রীর মুকুট ললাটে ধারণ করেছেন এই দুর্দিনে তাঁর এই ব্যথায় ও শোকে পুরো জাতি তাই শোকাহত। এই চরম দুঃসময়ে আল্লাহ্‌ পাক তাঁকে এবং গোটা পরিবারকে ধৈর্যদান ও কষ্ট কাটিয়ে উঠার তৌফিক দিন এটাই সকলের আন্তরিক প্রার্থনা।

এই মুহূর্তে বিভিন্ন দলের অনেক নেতৃবৃন্দ ও বুদ্ধিজীবীগণ যখন সমবেদনার পক্ষে বিপক্ষে ঝড় তুলছেন তখন হেফাজতে ইসলামের বিবৃতি অনেক দায়িত্বপূর্ণ এবং মানবিক। হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ বলেছেন পুত্র হারানোর শোক একজন মায়ের জন্য অত্যন্ত মর্মন্তুদ ও হৃদয়বিদারক। দেশের এই তীব্র রাজনৈতিক সঙ্কটকালীন সময়ে পুত্রের মৃত্যুসংবাদ বেগম জিয়ার মানসিক অবস্থাকে স্বাভাবিকভাবেই আরও কঠিন করে তুলেছে। তবুও দেশের বর্তমান দুঃসময় ও ক্রান্তিকালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মানসিকভাবে ভেঙ্গে না পড়ার পরামর্শ ও অনুরোধ জানিয়েছেন তাঁরা যা তাৎপর্যপূর্ণ, গুরুত্ববহ এবং অভিনন্দনযোগ্য। কারণ গোটা জাতি এই অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তির অপেক্ষায় এখন বেগম খালেদা জিয়ার দিকে চেয়ে আছে।



বিষয়: বিবিধ

১২১৩ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301756
২৬ জানুয়ারি ২০১৫ রাত ০৩:৫২
লজিকাল ভাইছা লিখেছেন : অনেক অনেক ভাল লাগায়, ধন্যবাদ।
২৬ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:৩০
244124
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন পর আপনার মূল্যবান উপস্থিতিতে অনেক ভালো লাগলো লজিকাল ভাইছা ভাইয়া।। মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
২৬ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:৩৮
244126
সন্ধাতারা লিখেছেন : এতোদিন কোথায় ছিলেন লজিকাল ভাইছা ভাইয়া? আবার হারিয়ে যাবেন নাতো?!
২৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৭
244173
লজিকাল ভাইছা লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।
ভেবেছিলাম ব্লগকে তালাক দিয়ে চলে যাব, মডুদের আচারন হাসিনার মত। কিন্তূ আপনাদের ভালবাসার মায়ায় ফিরে আসলাম ।
২৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৩৮
244179
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক শুকরিয়া ভাইয়া যে আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। আমরা তো ব্লগিং করি মহান রাব্বুল আলামীনের সন্তুষ্টির কথা হৃদয়ে রেখে তাই না লজিকাল ভাইছা ভাইয়া?
301758
২৬ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:০০
কাহাফ লিখেছেন :
চমৎকার লেখনী মুগ্ধ করল বরাবরের মতই!
কাজের চাপ বেশী বিধায় অনুভূতিই জানিয়ে গেলাম শুধু!!!!
২৬ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:৩৫
244125
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কাহাফ ভাইয়া। শত ব্যস্ততা সত্ত্বেও আপনার মহামূল্যবান উপস্থিতি ও প্রেরণাময় অনুভূতি রেখে যাওয়ার জন্য সত্যিই কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করলেন।

মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
301765
২৬ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:৪৯
আহমেদ নিজামী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৪২
244180
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমেদ নিজামী ভাইয়া। আপনার অতিমূল্যবান উপস্থিতি ও সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো।

301767
২৬ জানুয়ারি ২০১৫ সকাল ০৬:৩০
রক্তলাল লিখেছেন : জিয়া পরিবার এই জনপদের অহংকার।

তৃতীয় বিশ্ব এবং মুসলিম দেশ হওয়া সত্বেও আধুনিক বাংলাদেশের রূপকার এই জিয়া পরিবার।

কিউবা, নর্থ কোরিয়া, ইরাক, লিবিয়ার মতই একটা দেশ হত যদি না জিয়া পরিবার থাকত।

রাষ্ট্রপতি জিয়া তার নিজের জামা ছোট করে তার সন্তানদের পরতে দিতেন। এমন রাষ্ট্রনায়ক ও আধুনিক বিশ্বে ছিল আর তা আমাদের বাংলাদেশের। গর্বে বুক ফুলে যায়।
২৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৪৩
244181
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সাথে সহমত ভাইয়া। আপনার অতিমূল্যবান উপস্থিতি ও সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো।
301784
২৬ জানুয়ারি ২০১৫ সকাল ১০:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
সুশিল রা আসলে কতটুক শ্লিল যারা এতদিন চোখ বন্ধ করে ছিলেন তারা এখন বুঝতে পারবেন!
২৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৪৬
244182
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবুজ ভাইয়া। অন্ধ বধির মানুষগুলোর চক্ষু কর্ণ সচল হোক এটা আমারও প্রত্যাশা।
আপনার অতিমূল্যবান উপস্থিতি ও সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো।
301805
২৬ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:২৭
লিচু চোর ০০৭ লিখেছেন : আসলেই তিনি একজন ভদ্র, নম্র ও প্রাণবন্ত মানুষ। আর এই জন্যই তার উপর এত বিপদ, এটাই এই নিষ্ঠুর পৃথিবীর নিয়ম।
২৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৪৮
244183
সন্ধাতারা লিখেছেন : আপনার অতিমূল্যবান উপস্থিতি ও সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক। আপনার সাথে সহমত ভাইয়া। আপনার অতিমূল্যবান উপস্থিতি ও সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো।
301844
২৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৪৩
মোতাহারুল ইসলাম লিখেছেন : সত্যের সত্যায়ন করেছেন। ভালো লাগল।
২৭ জানুয়ারি ২০১৫ রাত ০৪:৩৬
244251
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। পড়ে অনেক সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
301857
২৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
আফরা লিখেছেন : এই দুর্দিনে তাঁর এই ব্যথায় ও শোকে পুরো জাতি তাই শোকাহত। এই চরম দুঃসময়ে আল্লাহ্‌ পাক তাঁকে এবং গোটা পরিবারকে ধৈর্যদান ও কষ্ট কাটিয়ে উঠার তৌফিক দিন।আমীন ।

ধন্যবাদ আপু ।
২৭ জানুয়ারি ২০১৫ রাত ০৪:৩৭
244252
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আফ্রাম্নি। আমীন! ছুম্মা আমীন।
301863
২৬ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৪০
সালাম আজাদী লিখেছেন : খারাপ লাগছে খালেদা জিয়ার জন্য, দুআ করি কোকোর জন্যও। এ সম্পর্কে লিখে আমাদের ধন্যবাদার্হ হলেন।
২৭ জানুয়ারি ২০১৫ রাত ০৪:৪৫
244253
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বাধিক শ্রদ্ধেয় গুরুজন। আপনার অতিমূল্যবান উপস্থিতি, দোয়া ও ব্যথাতুর অনুভূতি রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক। উৎসাহ ও প্রেরণাদানের জন্য কেবলি দোয়া থাকলো। আমার জন্য বেশী বেশী করে দোয়া চাই।

মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দ্বীনের কাজে অবিচলিত রেখে দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই অধম বান্দির আকুল প্রার্থনা রইলো।
১০
302073
২৯ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : সত্যি খালেদা জিয়া স্বল্প শিক্ষিত হতে পারে কিন্তু সুন্দর ব্যবহার আর শত ঝড় তোফানেও আপোষহীন নেতৃত্বে অতুলনীয়।

সামনেও আপোষহীনতা অব্যাহত রাখবেন বলেই আশা করি।
৩০ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
244453
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া । আপনার চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। সেইসাথে আপোষহীন নেতৃত্বের প্রশ্নে একই প্রত্যাশা আমারও। জাজাকাল্লাহু খাইর।
১১
302075
২৯ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫৮
সাদাচোখে লিখেছেন : ইদানিং শেখ হাসিনার প্রতিটি কথা, কাজ, আচার আচরন - এমনকি ওনার সাজ সজ্জা - সবই আমার কাছে রীতিমত একজন বিপথগামী গাফেল এর মত মনে হচ্ছে।

আমার কাছে আরো মনে হচ্ছে - নির্বাচনের আগে পয্যন্ত বুঝিবা আল্লাহ ওনাকে সংশোধনের কিছু সুযোগ দিয়ে রেখেছিলেন - উনি সেই সুযোগ নিলেন না - ঠিক যেমন আবদুল্লাহ ইবনে উবাই বার বার সুযোগ পাওয়া স্বত্তেও নিলেন না।

একজন মুসলিম হিসাবে আমি ভদ্রমহিলার সংশোধন চাই - আর একজন বাংলাদেশী হিসাবে আমি ওনার চুড়ান্ত রকমের শাস্তি চাই - ওনার প্রতারনাপূর্ন পলিটিক্স এর জন্য কিংবা পলিটিক্সকে উনি প্রতারনা হিসাবে স্টাবলিশ করার জন্য।

হেফাজত এর স্টেইটমেন্ট টিকে আমারকাছে পলিটিক্যালী সঠিক বলে মনে হয়েছে।

আপনাকে ধন্যবাদ অনেকের চিন্তাভাবনাকে ঘুচিয়ে উপস্থাপন করার জন্য।
৩০ জানুয়ারি ২০১৫ রাত ০৮:০২
244454
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া । আপনার মূল্যবান সরব উপস্থিতি, আন্তরিক গুরুত্বপূর্ণ বিশ্লেষণাত্মক অনুভূতি, প্রেরণায় উদ্ধুদ্ধকরণ ও দোয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো। আমার জন্যও দোয়া করবেন ভাইয়া।
১২
303286
০৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:০৪
যা বলতে চাই লিখেছেন : মুহতারামা আপুকে অসংখ্য ধন্যবাদ। সরকার হয়ত পরিবর্তন হবে। নতুন আঙ্গিকে হয়ত নতুন আরেকটি সরকার প্রতিষ্ঠিত হবে। ভোগ বঞ্চিত ভোগবাদীরা সেখানে হয়ত কিছু আশার আলো দেখলেও দেখতে পারেন। কিন্তু ইসলামি আন্দোলনের সংগ্রামী সমর্থকদের মনে রাখতে হবে, এটি আমাদের গন্তব্য নয় বরং যাত্রাপথে একটু বিরতি হতে পারে সর্বোচ্চ, আবার তা নাও হতে পারে। প্রতিটি মৃত্যুই বেদনার এতে কোন সন্দেহ নেই। একজন মধ্য বয়সি অসুস্থ্য মানুষের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নিয়ে কোন মন্তব্য করার প্রয়োজন বোধ করিনা। বিশেষ করে যখন চোখের সামনে নিষ্পাপ তরতাজা তরুণদের লাশের মিছিল দেখতে দেখতে আমি ক্লান্ত। কেউ কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File