হীরকের দ্বিতীয় জন্মদিনে সবার দোয়া প্রত্যাশী
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৬ জানুয়ারি, ২০১৫, ১০:১১:৪০ রাত
মোর গগণের চাঁদ
মমতামাখা মখমল সাজে মনের আকাশে চাঁদ
সুখের তরঙ্গে স্বপ্নস্নাত নতুন দিনের প্রভাত।
সুরভিত আজ স্বর্গ মর্ত গগণে সন্ধ্যাতারা
ঝলকে ঝলকে তারার আলোকে ভূবণ মাতোয়ায়া।
প্রাপ্তির আশা আনন্দ, বুকে তোলে অন্তহীন ঢেউ
চাঁদনীর মুগ্ধ পরশে ডুবেছিনু আমি, জানে তো কেউ।
জীবন সমূদ্রের অনুপম ক্ষণটি মহাকল্লোলে মাতোয়ারা উদ্বেল
বর্ণীল রঙে রঙে কল্প পাখীরা হৃদয়ে জাগায় দোল।
স্বপ্নের ঘোরে আলোড়িত করে স্বর্গ হতে ভেসে এলো চাঁদ
নিমিষেই উবে গেল জীবনের সব দুঃখ গ্লানি যত অবসাদ।
ন্যায় সত্যের আলোকোজ্জ্বল পথ, করো অশেষ
অন্তরাত্মা মানব প্রেমে ভরে দাও, জাগাও আবেশ।
সুখে দুঃখে, সজনে বিজনে সকল সত্তায় প্রেমময় তুমি
জনে নির্জনে মনের মাধুরী ঢেলে শুধু তোমারিই নমি।
অধরা জানি তুমি, তৃষিত বুক তাই প্লাবিত আঁখি
শয়নে স্বপনে হৃদয় কাননে, শুধু তোমা ছবি আঁকি।
বিস্ময়কর সৃজন তোমার আসমান যমীন
পলকে পলকে সদা যেন সে, করে আস্বাদন।
আবেগমথিত কৃতজ্ঞচিত্ত ব্যাকুল পেখম মেলে
সপে দিয়ে সব রবের কাছে হৃদয়ের মিনতি ঢেলে।
চন্দ্র সূর্য, ফুল পাখী, নদী নালা, বৃক্ষ বনানী
অপরূপ বিশ্বের স্রষ্টা তুমি, তুমিই সর্বোত্তম দামী।
তুমিই শুধু হও তার জীবনের গভীর আকর্ষণ
প্রেমানুভূতির সমূদ্র সৌন্দর্য ঢেলে, করো উত্তরণ।
প্রভূ তোমার পরম প্রেমের উষ্ণতা করো তারে দান
পুষ্পের ডালি ভরা অনিঃশেষ প্রেমে হোক মানস গঠন।
দ্বীনের জীবন্ত স্রোতে রাখিও তারে সদা বহমান
দরদী দিল যেন খুঁজে পায় সদা তোমা প্রভূর দর্শন।
বিষয়: বিবিধ
১৩২৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দরদী দিল যেন খুঁজে পায় সদা তোমা প্রভূর দর্শন।
অনেক অনেক শুভ কামনা থাকলো জন্মদিনে।
অনেক অনেক শুভ কামনা থাকলো হীরকের জন্মদিনে ।
আপু মনের মাঝে একটা প্রশ্ন করেই ফেলী সোনামনির তৃতীয় জন্মদিনে ও দুয়া করেছি ১১ই জুন । এদের পরিচয় কি আমি কি এদের খালামনি ?
অনেক অন্নেক দিন পর তোমার উপস্থিতি দেখে ভীষণ আনন্দিত হলাম। তোমাকে না দেখে তোমার লিখায় খোঁজ করতে গিয়ে দেখি তোমার অনেক নতুন লিখা নেই। কারণটা বোধগম্য হলো না! এখন ব্লগে অনিয়মিত কেন? তুমি ভালো আছোতো? লিখছো না কেন? নিয়মিত লিখার চেষ্টা করবে আশাকরি।
সোনামণির ৩য় জন্মদিনে দোয়া করেছো জেনে ভীষণ ভালো লাগলো। কোনটা হলে বেশী খুশী হবে আফ্রাম্নি?
তোমার মূল্যবান উপস্থিতি ও সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
হৃদয়ছোঁয়া দোয়ায় আমীন। ছুম্মা আমীন।
আপনি কেমন আছেন ভাইয়া?
সবকিছু ঠিকঠাক চলছে তো?
অপুর্ণতার বেড়াজাল ছিন্ন করে প্রকৃত চির কল্যাণের সমুহ সম্ভাবনা নিয়ে অনাগত জীবনের প্রতিটি ক্ষণ হোক চির সত্য কে সাথে নিয়ে- প্রিয় হীরকের জন্যে পরাক্রমশালী করুণাময়ের কাছে এই প্রার্থানা আমাদের!!
اعطى هم الله حياة طيبة بالدين القيوم و جعلهم الله تعالى قائد المسلمين...
আপনার হৃদয়ছোঁয়া অসাধারণ দোয়ায় আমীন। ছুম্মা আমীন।
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো।
আল্লাহপাক ওকে কবুল করুন-আমীন।
আপনার দোয়ায় আমীন।
মঙ্গলময় সর্বাবস্থায় আপনাকে ভালো ও সুস্থ রাখুন এই কামনা করি। আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক পরম করুণাময়ের নিকট এই প্রার্থনা রইলো।
রহমতের ফল্গুধারা প্রবাহিত হোক তোমার উপর বৃষ্টির মত সকাল-সাঁজে।
কবুল করুক খোদা তোমায় মুখলিস,
মুত্তাকী, নেককার বান্দাদের সাথে।
পরকালের জীবন তোমার হয় যেন শ্রেষ্ঠ ও সুন্দরতম দুনিয়ার জীবনের সাথে।
আজকের এই সুভক্ষণে তোমার জন্য যে প্রার্থনা সব চেয়ে বেশী দরকার।
তাই যাচিয়াছে আজি রবের কাছে, তোমার শুভাকাংখী এম. এম. সরকার।
আপনার প্রেরনাময় উপস্থিতি ও মূল্যবান মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর। মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রার্থনা রইলো।
মন্তব্য করতে লগইন করুন