Cheer হীরকের দ্বিতীয় জন্মদিনে সবার দোয়া প্রত্যাশী Cheer

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৬ জানুয়ারি, ২০১৫, ১০:১১:৪০ রাত



মোর গগণের চাঁদ

মমতামাখা মখমল সাজে মনের আকাশে চাঁদ

সুখের তরঙ্গে স্বপ্নস্নাত নতুন দিনের প্রভাত।

Star

সুরভিত আজ স্বর্গ মর্ত গগণে সন্ধ্যাতারা

ঝলকে ঝলকে তারার আলোকে ভূবণ মাতোয়ায়া।

Star

প্রাপ্তির আশা আনন্দ, বুকে তোলে অন্তহীন ঢেউ

চাঁদনীর মুগ্ধ পরশে ডুবেছিনু আমি, জানে তো কেউ।

Star

জীবন সমূদ্রের অনুপম ক্ষণটি মহাকল্লোলে মাতোয়ারা উদ্বেল

বর্ণীল রঙে রঙে কল্প পাখীরা হৃদয়ে জাগায় দোল।

Star

স্বপ্নের ঘোরে আলোড়িত করে স্বর্গ হতে ভেসে এলো চাঁদ

নিমিষেই উবে গেল জীবনের সব দুঃখ গ্লানি যত অবসাদ।

Star

ন্যায় সত্যের আলোকোজ্জ্বল পথ, করো অশেষ

অন্তরাত্মা মানব প্রেমে ভরে দাও, জাগাও আবেশ।

Star

সুখে দুঃখে, সজনে বিজনে সকল সত্তায় প্রেমময় তুমি

জনে নির্জনে মনের মাধুরী ঢেলে শুধু তোমারিই নমি।

Star

অধরা জানি তুমি, তৃষিত বুক তাই প্লাবিত আঁখি

শয়নে স্বপনে হৃদয় কাননে, শুধু তোমা ছবি আঁকি।

Star

বিস্ময়কর সৃজন তোমার আসমান যমীন

পলকে পলকে সদা যেন সে, করে আস্বাদন।

Star

আবেগমথিত কৃতজ্ঞচিত্ত ব্যাকুল পেখম মেলে

সপে দিয়ে সব রবের কাছে হৃদয়ের মিনতি ঢেলে।

Star

চন্দ্র সূর্য, ফুল পাখী, নদী নালা, বৃক্ষ বনানী

অপরূপ বিশ্বের স্রষ্টা তুমি, তুমিই সর্বোত্তম দামী।

Star

তুমিই শুধু হও তার জীবনের গভীর আকর্ষণ

প্রেমানুভূতির সমূদ্র সৌন্দর্য ঢেলে, করো উত্তরণ।

Star

প্রভূ তোমার পরম প্রেমের উষ্ণতা করো তারে দান

পুষ্পের ডালি ভরা অনিঃশেষ প্রেমে হোক মানস গঠন।

Star

দ্বীনের জীবন্ত স্রোতে রাখিও তারে সদা বহমান

দরদী দিল যেন খুঁজে পায় সদা তোমা প্রভূর দর্শন।



বিষয়: বিবিধ

১৩২৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300442
১৬ জানুয়ারি ২০১৫ রাত ১০:২০
অনেক পথ বাকি লিখেছেন : দ্বীনের জীবন্ত স্রোতে রাখিও তারে সদা বহমান
দরদী দিল যেন খুঁজে পায় সদা তোমা প্রভূর দর্শন। Thumbs Up

অনেক অনেক শুভ কামনা থাকলো জন্মদিনে। Rose Rose Rose
১৬ জানুয়ারি ২০১৫ রাত ১১:৪৫
243125
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম............. শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। আপনার মূল্যবান উপস্থিতি ও সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
300452
১৬ জানুয়ারি ২০১৫ রাত ১১:৫৩
আফরা লিখেছেন : আপু আসসালামু আলাইকুম । কেমন আছেন ?
অনেক অনেক শুভ কামনা থাকলো হীরকের জন্মদিনে । Rose Rose Rose

আপু মনের মাঝে একটা প্রশ্ন করেই ফেলী সোনামনির তৃতীয় জন্মদিনে ও দুয়া করেছি ১১ই জুন । এদের পরিচয় কি আমি কি এদের খালামনি ?
১৭ জানুয়ারি ২০১৫ রাত ১২:০৭
243128
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুম আস সালাম ........ আফ্রাম্নি। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ্‌। হীরকের জন্য দোয়া ও শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ।
অনেক অন্নেক দিন পর তোমার উপস্থিতি দেখে ভীষণ আনন্দিত হলাম। তোমাকে না দেখে তোমার লিখায় খোঁজ করতে গিয়ে দেখি তোমার অনেক নতুন লিখা নেই। কারণটা বোধগম্য হলো না! এখন ব্লগে অনিয়মিত কেন? তুমি ভালো আছোতো? লিখছো না কেন? নিয়মিত লিখার চেষ্টা করবে আশাকরি।
সোনামণির ৩য় জন্মদিনে দোয়া করেছো জেনে ভীষণ ভালো লাগলো। কোনটা হলে বেশী খুশী হবে আফ্রাম্নি?
তোমার মূল্যবান উপস্থিতি ও সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
300470
১৭ জানুয়ারি ২০১৫ রাত ০৩:৫৯
ইবনে হাসেম লিখেছেন : আসসালামু আলাইকুম আপা, আশা করি দয়াময়ের কৃপায় ভালো আছেন। আপনার নাতীর(?) শুভ জম্মদিনের চমৎকার উপহারটি যেন সে বড় হয়ে বার বার পড়ে এবং কবিতাটির মর্মোদ্ধার করে সে অনুযায়ী জীবন গড়তে পারে এই দোয়া ও শুভেচ্ছা।
১৭ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৩০
243213
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুম আস সালাম ........ শ্রদ্ধেয় সুহৃদ ইবনে হাসেম ভাইয়া। আপনার গুরুত্বপূর্ণ উপস্থিতি ও চমৎকার অনুভূতি সম্বলিত মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
হৃদয়ছোঁয়া দোয়ায় আমীন। ছুম্মা আমীন।
আপনি কেমন আছেন ভাইয়া?
সবকিছু ঠিকঠাক চলছে তো?
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
300481
১৭ জানুয়ারি ২০১৫ সকাল ০৬:১৫
কাহাফ লিখেছেন :
অপুর্ণতার বেড়াজাল ছিন্ন করে প্রকৃত চির কল্যাণের সমুহ সম্ভাবনা নিয়ে অনাগত জীবনের প্রতিটি ক্ষণ হোক চির সত্য কে সাথে নিয়ে- প্রিয় হীরকের জন্যে পরাক্রমশালী করুণাময়ের কাছে এই প্রার্থানা আমাদের!!
اعطى هم الله حياة طيبة بالدين القيوم و جعلهم الله تعالى قائد المسلمين...
১৭ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৩৭
243214
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম............. শ্রদ্ধেয় সুহৃদ কাহাফ ভাইয়া। আপনার অপূর্ব ভঙ্গীতে সুন্দর শব্দ চয়নে রেখে যাওয়া অনুভূতি সত্যিই অভাবনীয়, তুলনাহীন। মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এটাই প্রার্থনা।
আপনার হৃদয়ছোঁয়া অসাধারণ দোয়ায় আমীন। ছুম্মা আমীন।
300495
১৭ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:৫৮
মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম।
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো।
আল্লাহপাক ওকে কবুল করুন-আমীন। Rose Rose Rose
১৭ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৪১
243215
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম............. শ্রদ্ধেয় সুহৃদ মামুন ভাইয়া। অনেক অন্নেক দিন পর আপনার মূল্যবান উপস্থিতি পেয়ে খুবই আনন্দিত হলাম। আপনার সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার দোয়ায় আমীন।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
300525
১৭ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৩৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ম্যানি ম্যানি দোয়া এন্ড ভালোবাসা ও শুভকামনা থাকলো। Rose Rose Rose
১৭ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৪৬
243216
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম............. শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। আপনার আন্তরিক সুন্দর অনুভূতি মেশানো দোয়া, ভালোবাসা আর শুভকামনা রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
মঙ্গলময় সর্বাবস্থায় আপনাকে ভালো ও সুস্থ রাখুন এই কামনা করি। আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক পরম করুণাময়ের নিকট এই প্রার্থনা রইলো।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
300601
১৮ জানুয়ারি ২০১৫ রাত ১২:০৮
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : Roseসুস্বাস্থ্য-সুন্দরমন নিয়ে হাটি-হাটি পা-পা করে বেড়ে উঠো সবার মাঝে।
রহমতের ফল্গুধারা প্রবাহিত হোক তোমার উপর বৃষ্টির মত সকাল-সাঁজে।Rose

Roseকবুল করুক খোদা তোমায় মুখলিস,
মুত্তাকী, নেককার বান্দাদের সাথে।
পরকালের জীবন তোমার হয় যেন শ্রেষ্ঠ ও সুন্দরতম দুনিয়ার জীবনের সাথে।Rose

Roseআজকের এই সুভক্ষণে তোমার জন্য যে প্রার্থনা সব চেয়ে বেশী দরকার।
তাই যাচিয়াছে আজি রবের কাছে, তোমার শুভাকাংখী এম. এম. সরকার।Rose
Rose
১৮ জানুয়ারি ২০১৫ রাত ০১:০৪
243229
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম.............শ্রদ্ধেয় সুহৃদ মা. স. আযহারী ভাইয়া। বরাবরের মত অসাধারন ছন্দকাব্যে মেশানো আপনার অতি মূল্যবান মন্তব্যটি হৃদয় ছুঁয়ে গেল। খাছ দিলে অভিভূত করা আপনার চাওয়াগুলো মহান রাব্বুল আলামীন কবুল করে নিন কায়মনোবাক্যে আমারও সেই আকুল প্রার্থনা।
আপনার প্রেরনাময় উপস্থিতি ও মূল্যবান মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর। মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রার্থনা রইলো।

Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File