তারার মেলায় কিছুক্ষণ
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৩ জানুয়ারি, ২০১৫, ০১:৪২:৪৮ রাত
প্রিয় ব্লগাদের উদ্দেশ্যে
অভিমানী দুই ছেলে আওন ও হ্যারি
আনন্দ উচ্ছ্বাসে নেই কোন জুড়ি।
মিলেমিশে থাকে সদা হ্যারি ও আওন
দরদে পূর্ণ প্রাণ, যেন আষাঢ় শ্রাবণ।
কোথায় হারিয়ে গেল ইমরান ভাই?
নতুন বছরে তাঁকে ব্লগে যেন পাই।
হাজারও ঝঞ্ঝায় বলে, ভাই হককথা
ঈমানী চেতনায়, মেনে সব ব্যথা।
মেধা আর জ্ঞানে ভরা ভাই আছে ভিশু
হঠাৎ হারিয়ে যায়, মনটা যে শিশু!
জ্ঞানে গুণে বিজ্ঞ, ভাই মোর কাহাফ
যুক্তির বাঁধনে দিলে, জাগে ইনসাফ।
জ্ঞানের আঁধার, দরদী ভাই ইবনে হাসেম
অসামান্য লিখনীতে পুড়ে শুধু জালেম।
দায়িত্ব কর্তব্যবোধে তুখোড় ভাই নোমান
অন্যায় প্রতিরোধে দিতে পারে জান।
ইতিহাস বোদ্ধা ভাই আছে মোদের সবুজ
শিক্ষণীয় লিখা পড়ি আমি এক অবুঝ।
বিদ্রোহী কবি খ্যাত প্রবাসী মজুমদার
কবিতার দ্রোহে পুড়ে অন্যায় ছারখার।
নিভৃতে থাকে সদা ভাই নিছার আলী
উৎসাহ না দিলে লাগে শুধু খালি।
উৎসাহের পাখী ভাই লজিকাল ভাইছা
দখল দখল সুখে প্রাণে যাই মুর্ছা।
ইতিহাসবোদ্ধা সংগ্রামী ভাই চির বিদ্রোহী
আপোষহীন যোদ্ধা লড়ে যায় হারে কভু নাহি।
মায়াভরা আপু মোর বৃত্তের বাইরে
প্রাণের স্পর্শ সদা খুঁজে কেন পাইরে?
ছোট্টমণি আদরিণী বোন মোর আফরা
ব্লগের বুলবুলি সকলের প্রাণ কাড়া।
সুখানন্দ বিলায়, বোন মোর মারিয়াম
মজার আড্ডা ও পিঠার, করে তাই আঞ্জাম।
হৃদয় শীতল করে সাদিয়া মুকীম
লিখার পরশ যেন নক্ষত্রের চুম।
নীরবে বিলিয়ে দেয় শুভ্র গন্ধসুধা
লিখায় অনন্য সে অসামান্য মেধা!
জ্ঞানো শিখা জ্বেলে রাখে আপু আ হাসান
যাদুকরী লিখনী তাঁর, রবের অনুপম দান।
ব্লগে চাঁদের আলোয় আপু রেহনুমা
হাতের ছোঁয়ায় ফোঁটে মুগ্ধ অনুপমা।
বিঃ দ্রষ্টব্যঃ লিখাটি অনেক দীর্ঘ হওয়ায় অনেক প্রিয় ব্লগারগণকে উপস্থাপন করতে পারিনি বিধায় আন্তরিকভাবে দুঃখিত। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার বিনীত অনুরোধ রইলো।
বিষয়: বিবিধ
১৪১১ বার পঠিত, ৮৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অসম্ভব সুন্দর ও সূখপাঠ্য।
আমিন
মঙ্গলময় সর্বাবস্থায় আপনাকে ভালো ও সুস্থ রাখুন। আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক পরম করুণাময়ের নিকট এই প্রার্থনা রইলো।
ভালো থেকো খুব ভালো দোয়া রইলো।
আমিন
আমিন
আমিন
আমিন
মঙ্গলময় সর্বাবস্থায় আপনাকে ভালো ও সুস্থ রাখুন। আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক পরম করুণাময়ের নিকট এই প্রার্থনা রইলো।
আস সালামু আলিকুম ওয়ারাহমাতুল্লাহ..... শ্রদ্ধেয়া আপুজ্বী!
পুর্ণতায় সিক্ত করে কিছু মানব-মানবী কে পরাক্রমশালী মহান রব পাঠান এ ধরায়, যাদের পরশে পবিত্রতার ছোঁয়া পায় পংকিলতায় নিমজ্জিত সাধারণ রা! তেমনি 'একজন আপনি'!
অন্তর থেকেই এসে যায়-'আলহামদু লিল্লাহ আলহামদু লিল্লাহ আলহামদু লিল্লাহ'!!!
আমিন
'শ্রদ্ধেয়া আপুজ্বী সন্ধাতারা' কে দয়াময় আল্লাহ শিফা-ই কামেলাহ দান করুন! আমিন আমিন ছুম্মা আমিন ইয়া রাব্বাল আলামীন!!
মঙ্গলময় সর্বাবস্থায় আপনাকে ভালো ও সুস্থ রাখুন। আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক পরম করুণাময়ের নিকট এই প্রার্থনা রইলো।
প্রাণস্পর্শী দোয়ার জন্য জাজাকাল্ললাহু খাইর কাহাফ ভাইয়া।
আমিন
মঙ্গলময় সর্বাবস্থায় আপনাকে ভালো ও সুস্থ রাখুন। আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক পরম করুণাময়ের নিকট এই প্রার্থনা রইলো।
আমিন
মঙ্গলময় সর্বাবস্থায় আপনাকে ভালো ও সুস্থ রাখুন। আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক পরম করুণাময়ের নিকট এই প্রার্থনা রইলো।
আমিন
আমিন
বারাকাল্লাহু ফিক।
জাজাকাল্লাহু খাইরান।
মঙ্গলময় সর্বাবস্থায় তোমাকে ভালো ও সুস্থ আনন্দময় রাখুন। আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক পরম করুণাময়ের নিকট এই প্রার্থনা রইলো।
বারাকাল্লাহু ফিক।
লগইন না করে পারলাম না আর।
অবাক প্লাস খুশি হয়েছি আমাকে মনে রাখার জন্য। সুন্দর লিখনির জন্য অন্নেক দোআ রইলো। জাযাকুমুল্লাহু খাইর প্রিয় খাম্মুণি....... অনেক অনেক থ্যাংক্স।
আমার জন্য বিশেষ করে দোআ করবেন।
মঙ্গলময় সর্বাবস্থায় তোমাকে ভালো ও সুস্থ রাখুন। আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক পরম করুণাময়ের নিকট এই প্রার্থনা রইলো।
মঙ্গলময় সর্বাবস্থায় আপনাকে ভালো ও সুস্থ রাখুন। আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক পরম করুণাময়ের নিকট এই প্রার্থনা রইলো।
মঙ্গলময় সর্বাবস্থায় আপনাকে ভালো ও সুস্থ রাখুন। আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক পরম করুণাময়ের নিকট এই প্রার্থনা রইলো।
তিনি হচ্ছেন আমাদের আপু সন্ধাতারা
অসাধারণ হয়েছে কবিতাটি আপুজ্বি।
মঙ্গলময় সর্বাবস্থায় আপনাকে ভালো ও সুস্থ রাখুন। আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক পরম করুণাময়ের নিকট এই প্রার্থনা রইলো।
সুন্দর দোয়ায় আমীন আপুম্নি।
মঙ্গলময় সর্বাবস্থায় আপনাকে ভালো ও সুস্থ রাখুন। আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক পরম করুণাময়ের নিকট এই প্রার্থনা রইলো।
মন্তব্য করতে লগইন করুন