পুণ্যতাই পরিতৃপ্তি
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২২ ডিসেম্বর, ২০১৪, ০৩:০৬:৫৫ দুপুর
আমি তখন এডিনবরার একটি সরকারী প্রতিষ্ঠানে কর্মরত। চাকুরীর প্রারম্ভে সেখানে সৌভাগ্যবশতঃ উচ্চপদস্থ ভালো মানসিকতার মানুষের সাথে আমার হৃদ্যতা গড়ে উঠে। ভালো সম্পর্কের সুবাদে তারা কাজের ফাঁকে ফাঁকে কৌতূহলপ্রবণ জিজ্ঞাসু মন নিয়ে ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছিল। যার মধ্যে আমার হিজাব পরিধানের বিষয়টিও ছিল। কিছুদিন পর হঠাৎ জ্ঞাত হলাম যে আমার ম্যানেজিং ডিরেক্টর বদলী হয়ে অন্যত্র চলে যাচ্ছেন। মনের অজান্তেই কিছু কষ্টানুভূতি ও অজানা আশংকা বুকের মধ্যে দানা বেঁধে উঠলো। আমার এই শঙ্কার কিছুটা যৌক্তিক কারণও ছিল। আমার ব্রিটিশ এক কলিগের কাছ থেকে শুনেছিলাম সব বসের মানসিকতা এক নয়। ননমুসলিম এক কলিগ মুসলিম হওয়ার অপরাধে তাকে চাকুরীর ক্ষেত্রে চড়া মূল্য দিতে হয়েছিল। তার ব্যক্তি ও পারিবারিক জীবন করে তুলেছিল বিষময়। প্রায় তার গাড়ির এবং বাসার জানালার গ্লাস ভেঙ্গে দেয়া, ঘরের বাহিরে এলে পেছন থেকে ঢিল ছুঁড়ে আহত করা, পথে অকথ্য অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা এবং কর্মক্ষেত্রে নানান অজুহাতে মিথ্যা অভিযোগ দাড় করিয়ে তার জীবনকে নাস্তানাবুদ করা হয়েছিল। পরিশেষে একপর্যায়ে জব ছেড়ে দিতে সে বাধ্য হয়েছিল ।
কাকতালীয়ভাবে অন্য একটি বিভাগের আর একজনের সাথে একদিন পরিচয় হল আমার সেও কনভার্টেড। প্রথম পরিচয়ের পর থেকে আমরা টেলিফোনে আমাদের যোগাযোগ অব্যাহত রাখি। তারও অনেক অভিজ্ঞতা শোনার ও জানার সৌভাগ্য হয়েছিল আমার। হৃদয় দিয়ে গভীরভাবে উপলব্ধি করলাম জন্মগতভাবে আমরা যারা মুসলিম তাদের অনেকের চেয়ে এই বোনদের মানসিক শক্তি আর উপরওয়ালার উপর আস্থা আর দৃঢ় বিশ্বাস অনেক অনেক মজবুত আলহামদুলিল্লাহ্। তাঁদের সততা, ত্যাগ তিতিক্ষা, অসীম ধৈর্য, ন্যায় কর্মপরায়ণতা, নিত্যদিনের অনুশীলন আর ঈমানের তীব্রতা ও গতি আমাকে অভিভূত করলো।
তাঁদের কাছ থেকে যেন পুণরায় নতুন করে হৃদয়ঙ্গম করলাম একজন পুণ্যবান ব্যক্তি সবকিছুর মধ্যে যে বিষয়টির উপর সর্বাধিক গুরুত্বারোপ করে তা হল অন্তরের বিশুদ্ধতা। আর এই অন্তরের বিশুদ্ধতাই প্রতিটি সৎকর্মের উপর প্রতিফলিত হয়। পক্ষান্তরে মনের কুচিন্তা অসৎ ইচ্ছা বা বাসনা মানুষকে নীচতার কাছে, পাপ পঙ্কিলতার দিকে ঠেলে দেয়। তাই কিয়ামতের দিন যেমন বাহ্যিক কাজকর্মের হিসাব গ্রহণ করা হবে, তেমনিভাবে আভ্যন্তরীণ বিশ্বাস, আকীদা ও চিন্তা ভাবনা বিষয়াদিরও জবাবদিহিতা হবে। হিসাব নিকাশ শেষে ভুল ত্রুটির কারণে পাকড়াও করা হবে। এসব বিধিবিধান পালনের ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হল ইখলাছ ও আন্তরিক নিষ্ঠা। ইখলাছ অন্তরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। সব সৎকর্মের সংকল্প ও বিশুদ্ধতা মানুষের অন্তরের বুনিয়াদী ফসল যা আমাকে আবারো নতুন করে ভাবিত করলো। পুণ্যকর্মের পরিতৃপ্তির অকৃত্রিম স্বাদ অপার বিমুগদ্ধতায় দু’নয়ন ভরে অবলোকন করে দুর্নিবার আকাঙ্ক্ষায় আমিও পুণ্যতার সমুদ্রে অবগাহন করলাম যেন ...।
বিষয়: বিবিধ
১৫৪৮ বার পঠিত, ৬৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব সুন্দর
আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা। আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক এই প্রার্থনা।
সাথে সাথে ভারতীয় কালচার এর প্রভাব আমাদের পরিবারগুলোর ভীত নড়বড়ে করে দিচ্ছে । চিন্তা-চেতনায় মূল্যবোধের জায়গাটা দখল করে নিচ্ছে । কিন্তু নওমুসলিমদের ব্যাপারটা ভিন্ন। তারা পূবের. গোটা লাইফস্টাইটা ত্যাগ করে জেনেবুঝে ইসলাম গ্রহণ করে তাই তাদের ভীত খুব মজবুত হয়।
আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা। আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক এই প্রার্থনা।
জাযাকাল্লাহ।
আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা। আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক এই প্রার্থনা।
আমরা জন্মসুত্রে মুসলমান পদবী পেয়েছি। আর তারা সম্পুরন্য বিপরীত অবস্থানে থেকে সত্যকে অনুসন্ধান করে, সত্যকে গ্রহন করেছেন। নিশ্চয় তারা বিশ্বাস এবং মর্যাদার দিক থেকে আমাদের থেকে অনেক অনেক উপরে। এই জন্য তারা চাকরি হারাতে রাজি কিন্তু বিশ্বাস না। আল্লাহ তাদের সাথে সাথে আমাদের কেও রহম করুন । দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করুন । আমীন ছুম্মা আমীন। যাজাকাল্লাহহু খাইর,সন্ধাতারা আপু ।
আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা। আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক এই প্রার্থনা।
আপনার হৃদয় ছোঁয়া দোয়ায় আমীন। ছুম্মা আমীন।
আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা। আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক এই প্রার্থনা।
আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা। আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক এই প্রার্থনা।
ইসলামের নিয়ামত আমরা এত সহজে পয়েছি বলেই হয়ত এর সঠিক কদর আমরা করতে শিখিনি!চমৎকার মন ছোঁয়া লিখাটির জন্য আন্তরিক শুকরিয়া
আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা। আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক এই প্রার্থনা।
হৃদয়ছোঁয়া দোয়ায় আমীন। ছুম্মা আমীন।
আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা। আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক এই প্রার্থনা।
আমার কাছেও সিসটার এবং ব্রাদার উভয়কে।
শক্ত ঈমানের উপর দাড়িয়ে আছে,এমনটি মনে হয়। বাইবেল এবং কোরান উপর যথেষ্ট পড়াশুনা রয়েছে। সবাই বলছে,Back to fundamental of Islam. এ ছাড়া কোন উপায় নেই। মুক্তির এক পথ, ইসলামী
বিপ্লব। দুনিয়াটা ভেজাল ইসলামে ভরে গেছে।
আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা। আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক এই প্রার্থনা।
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
হৃদয়ছোঁয়া দোয়ায় আমীন। ছুম্মা আমীন।
আপনার প্রেরণাময় হৃদয়স্পর্শী মন্তব্যের জন্য জাজাকাল্ললাহু খাইর।
মঙ্গলময় আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন দোয়া রইলো।
বাপ-দাদার রেখে যাওয়া বৈষয়িক সম্পদের প্রতি এতটা টান থাকে না,নিজের কষ্টার্জিত সম্পদের প্রতি যেমন থাকে!
বর্তমানে দ্বীন ও বিশ্বাস কে ঐ পর্যায়ে নিয়ে গেছি আমরা!চরম বৈরী পরিবেশেও যারা ইসলামের সুশীতল ছায়ায় আসছে পেরেছে তাঁদের বিশ্বাসের গাথুনী আমাদের চেয়ে অনেক মজবুত!
বরাবরের মতই শেখা ও চিন্তা করার উপকরণ ছড়িয়ে গেল নান্দনিক সুন্দর উপস্হাপনা!
জাযাকুনুল্লাহু ওয়া ইয়্যানা খাইরাল জাযাই!!
মন্তব্য করতে লগইন করুন