কাশবণে কালো সাপ
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৪ ডিসেম্বর, ২০১৪, ০৭:৩৮:১৯ সন্ধ্যা
দু’বছর আগের কথা বাংলাদেশে বেড়াতে গিয়ে আমার শাশুড়িকে সাবেক পি জি হাসপাতালে ভর্তি করাতে হয়েছিলো। সেখানে গিয়ে জানতে পারি পর্দা করার অপরাধে অনেক দ্বীনি সেবিকা বোনদেরকে অসহ্য অকথ্য বাক্যবাণে প্রতিনিয়ত তাদের কর্মজীবন বিষময় করে তুলছিল ভিসিসহ তার অনেক সাঙ্গপাংরা। অনেককে পরিবার পরিজন, ছেলেমেয়ের লেখাপড়াকে শতছিন্ন করে মেনে নিতে হচ্ছে শাস্তিমূলক বদলী। বাধ্য হয়ে ভোগ করতে হচ্ছে বেতন ভাতাদি বন্ধসহ নানাবিধ অসহনীয় প্রশাসনিক উপদ্রব। এর মূল কারণ বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানগুলোর প্রধান অমুসলিম। তাদের উদ্দেশ্যপ্রণোদিত পরিকল্পনা বাস্তবায়নের কারণে মুসলমান ভাই বোনদের এখন ঈমান আকিদা নিয়ে পেশাগত দায়িত্বপালন অসম্ভবপর হয়ে উঠেছে।
নার্সিং একটি মহৎ পেশা। এই মহান পেশায় নিয়োজিত ভাই বোনেরা দেশে বিদেশে কৃতিত্বের সাথে উচ্চ শিক্ষা (এম এস সি, পি এইচ ডি) ডিগ্রী অর্জন শেষে বিভিন্ন বিষয়ে গবেষণামূলক কার্যক্রমে তাঁদের মেধা, মনন ও সৃজনশীল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিরন্তর ভূমিকা পালন করছে। শুধু তাই নয় পেশার মান বজায় রাখতে স্বৈরশাসক ও দুশ্চরিত্র এরশাদ আমলে ১৪৪ ধারা ভেঙ্গে অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল সেবক সেবিকারা। গড়ে তুলেছিল অপ্রতিরোধ্য অন্দোলন সংগ্রাম। আন্দোলনের মাধ্যমে তাঁদের ন্যায্য দাবী আদায় করে বিজয়ীর বেশে সেদিন ঘরে ফিরেছিল তাঁরা। তাইতো কুচক্রী সরকারের মদদে আজ তৈরি করা হয়েছে তাদের মনোঃপুত দালাল নেতৃত্ব। যাদেরকে দিয়ে চাকুরিতে নিয়োগ, বদলী, উচ্চতর প্রশিক্ষণ, বিদেশে প্রেরণ, পদোন্নতিসহ বিভিন্ন উপায়ে মন্ত্রাণালয়ের যোগসাজসে হাতিয়ে নেয়া হচ্ছে কোটি কোটি টাকা।
উপরন্তু এই মহান পেশার অর্জিত মান সন্মান ও গৌরবদীপ্ত মর্যাদা ধুলোয় মিশাতে মাতাল মন্ত্রীরা উঠে পরে লেগেছে। ইউরোপসহ বিভিন্ন অমুসলিম দেশে ড্রেস কোড অনুযায়ী স্কার্ফ পরিহিত অবস্থায় কাজ করার অধিকার ও প্রচলন অব্যাহত থাকলেও বাংলাদেশের সরকার ও মদ্যপ মন্ত্রীদের এ বিষয়ে গাত্রদাহ কেন তা বাংলাদেশের জনগণ জানতে চায়? আমার মমতাময়ী মা এবং বোন দ্বীনি কার্যক্রমে নিয়মিতভাবে সময় ব্যয় করে বিধায় প্রায় সময়ে শুনতে পাই তাঁদেরকে নানা কৌশলে হেনস্থা ও ভয়ভীতি দেখানো হয়!! যদিও তাঁদের ঈমান আকিদা অনেক মজবুত এবং শক্তিশালী।
বাংলাদেশের মাটি আর মানুষের মন কাশফুলের মত শুভ্র, সরল, পবিত্র ও সুন্দর। এই শ্বাশত সুন্দরের সৌন্দর্য কবরস্থ করার জন্য যৌন বিকৃত গোলামী মানসিকতার বিক্রীত মাসোয়ারা প্রাপ্ত মন্ত্রীরা ইসলাম ধর্মের আদর্শিক চেতনায় উদ্বুদ্ধ ও নিবেদিত মানুষের ভিতরে যৌনতার বাহনে কালো সাপের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাঁদের অন্তর্মূলে আজ প্রকাশ্যে মরণ বিষ ঢোকানো হচ্ছে!! জনগণের কষ্টার্জিত টাকা মহা ধুমধামে ব্যয় করে তাঁদেরই মহা সর্বনাশ করা হচ্ছে। সন্মানিত দ্বীনি আলেমদেরকে অসন্মানজনকভাবে বিশ্বময় মিথ্যাচার করে সাজানো বিচারের নামে জঘন্য কায়দায় করা হচ্ছে হত্যা! হায় আফসোস; এসব মহা মানবদের একটি কথা ও আচরণে একজন পাষণ্ড জল্লাদের দেল গললেও নরপশুদের পাপাচারে পূর্ণ অন্ধকার অন্তর এতটুকু বিগলিত হয় না!! বরং এসব হায়েনার দল মানুষের উপর জুলুম করে প্রতিরোধ গড়ে বলপূর্বক বিষাক্ত পরিবেশের দিকে ঠেলে দিচ্ছে। এরা সাপের চেয়েও ভয়ংকর। সর্প ছোবল দিলে শুধু প্রাণ বিসর্জন দিতে হয় কিন্ত এরা আমাদের এহকাল পরকাল দু’টিই ধ্বংস করছে। গত কয়েকদিন থেকে নেট সমস্যার কারণে ব্লগে ঢোকা দুরূহ ছিল। তাই গতকাল ব্লগে ঢুকেই দুটি লিখা পড়ে যন্ত্রণা উপশমের নিমিত্তে আজকের এই লিখা। শ্রদ্ধেয় শহীদ আব্দুল কাদের মোল্লার ছেলেমেয়ের হৃদয়স্পর্শী লিখা যে কোন কঠিন মনের মানুষকেও নাড়িয়ে দিয়েছে, করেছে অশ্রুসিক্ত। জাতিকে আজ বিধর্মী ও বেশরম বানানোর জন্য সেবিকাদেরকে পর্দাহীন করার নীল নকশার বাস্তবায়ন হচ্ছে। আমরা নামাযী ও তাহাজ্জুদ আদায়কারী সরকারের অন্তরালে লুকিয়ে থাকা কুৎসিত মানুষগুলোর ঘৃণ্য চিন্তা, পরিকল্পনা ও মন্তব্যের তীব্র নিন্দা জানাই এবং সেইসাথে মানুষের ধর্মীয় অধিকারবোধ সমুন্নত রাখার জোর দাবী জানাই।
আমাদের প্রত্যাশা আলেম ওলামাদের পবিত্র রক্তে ভেজা দেশের পুণ্য মাটিতে শত শত শহীদের আত্মত্যাগ ও সর্বজন শ্রদ্ধেয় মরহুম আব্দুল কাদের মোল্লার জীবনাদর্শে গড়া হাজার হাজার আলোর দিশারীগণ নিশ্চয়ই একদিন মীরজাফরীয় এসব কালো সর্পের বীজ সমূলে উৎপাটন করে বাংলার যমীনে আবারো সত্য ও ন্যায়ের শুভ্র কাশফুলে ভরিয়ে দেবেই দেবে ইনশাল্লাহ।
বিষয়: বিবিধ
১৬৪০ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সময়ের দাবীকে লক্ষ রেখে গুরুত্ব পূর্ণ লেখার জন্য অনেক ধন্যবাদ আপু ।
আপনার এই কথাটুকু কে কিভাবে নেবে জানিনা৷ আপনার আক্ষেপ, আমাদের অনেকেরই আক্ষেপ৷ তবুও বলি এই 'আবারো' বলার মত পরিস্থতিরকি বড়ই প্রয়োজন ছিল?
বিজ্ঞ অনুভূতি রেখে যাওয়ার জন্য অনিঃশেষ দোয়া। ভালো থাকুন, সুস্থ থাকুন সব অবস্থায় এই কামনা রইলো। বারাকাল্লাহু ফিক।
আসসালামু আলাইকুম..... . মাই লাভ্লী সান আওণ। মন্তব্য কোথায়?
বুঝে খুব ভালো লাগ্লো...
আপনার জন্য অন্নেক অন্নেক দোয়া ও শুভেচ্ছা রইলো। মহান রাব্বূল আলামীন আমাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ও মেহনতকে কবুল করুণ। বারাকাল্লাহু ফিক।
নার্সিং এর আদর্শ হিসেবে যাকে ধরা হয় সেই ফ্লোরেন্স নাইটেঙ্গেল এর সব ছবিতেই স্কার্ফ পরিহিত দেখা যায়।
সুন্দর দোয়ায় আমীন। মহান রাব্বূল আলামীন আমাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ও মেহনতকে কবুল করুণ এই কামনা রইলো।
সমস্ত অপকর্ম আর অনাচারে দ্ব্যর্থহীন সমর্থনকারী এই সব অমানুষদের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়া আমাদের উদাসিনতা আর বেদ্বীনীর জন্যে ধার্য্যকৃত অভিশাপ!
ধ্বংশের প্রলয়ংকরী ঝড়ে বাছ-বিচার চলে না!
জনতার এক ও নেক হওয়া ছাড়া বিদ্যমান অসহ্য মুহুর্ত থেকে পরিত্রাণ অসম্ভব!
সমসাময়িক প্রয়োজনীয় বিষয়ে নান্দনিক সাবলীল উপস্হাপনা অনুভূতির গভীরে নিয়েই যাবে! ভাল লাগা ও জাযাকিল্লাহু খাইরান নিরন্তর!!
আপনার অনুপম সুন্দর ও হৃদয়স্পর্শী দোয়ায় আমীন। আপনার মূল্যবান সময়ের বেশ খানিকটা ব্যয়ে এভাবে সর্বদা পাশে থেকে আমাদেরকে উদ্বুদ্ধ ও উজ্জ্বীবিত করার জন্য অনিঃশেষ দোয়া ও শুভ কামনা রইলো ।বারাকাল্লাহু ফিক।
মন্তব্য করতে লগইন করুন