শুভ্র মেঘ বিদূরিত করবে বিষাদের কালো ছায়া

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৪ নভেম্বর, ২০১৪, ০৬:৪৪:৫৯ সন্ধ্যা



ক্ষমতা, ধনৈশ্বর্য, মসনদপ্রীতি আজ এতই প্রবল ও ভয়াবহ আকার ধারণ করেছে যে, বাংলাদেশকে কেন জানি এখন মনে হয় ফেরাউনের দেশ। কৃত্রিমসুখ ও ক্ষণস্থায়ী ক্ষমতার মোহে বিভোর হয়ে ফেরাউন যেমন ইসলাম ধর্ম, শিক্ষা, আল্লাহ্‌র প্রতি ঈমাণী চেতনাকে ধংস করার জন্য হিংস্রতায় মেতে উঠেছিল ঠিক তেমনি আজ আবারও একটি চক্র ফেরাউনী কায়দায় সংঘবদ্ধভাবে অতি নিকৃষ্ট পন্থায় ইসলাম তথা মুসলিম নিধনে তৎপর। তারা বোধকরি ফেরাউনের করুণ পরিণতির কথা বেমালুম ভুলে গেছে। ইতিহাস থেকে তাদের আবারও শিক্ষা নেয়া উচিৎ। আমরা সকলেই জানি পাষণ্ড ফেরাউন যার বাল্য নাম ছিল কাবুস তার ক্ষমতা পাকাপোক্ত ও প্রলম্বিত করার জন্য মিশরে ইসলামী শিক্ষা বন্ধ করে দিয়েছিল। তার দর্শন ছিল সুশিক্ষিত ধর্মপরায়ণ লোকেরা কোরআনের আলোকে তার কথা যুক্তি বুদ্ধি দিয়ে উপেক্ষা করবে। আর অশিক্ষিত লোকদের সে যেভাবে বুঝাবে তারা সেভাবেই বুঝবে। তাই সে মিশরের স্কুল, কলেজ, মাদ্রাসা, ধর্মীয় আলোচনা, ওয়াজ নছীহত সব বন্ধ করে দিয়েছিল। আইন অমান্য করার অপরাধে তাদের জন্য কঠোর শাস্তির বিধান করেছিল। দেশকে অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত করে, ন্যায়পরায়ণ বহু লোককে দেশ ছাড়া করে, কারাগারে বন্দী করে শুলে চরিয়েছিল, চল্লিশ হাজার আলেমকে জবাই করা হয়েছিল। এমনকি তার সাথে দ্বিমত পোষণ করায় ক্ষমতার লোভে উন্মাদ-উন্মত্ত হয়ে নিজের স্ত্রী বিবি আছিয়াকে পিটিয়ে, মাথায় ছুরি চালিয়ে ও সন্তানদেরকে উত্তপ্ত তৈলপূর্ণ কড়াইয়ে ডুবে মেরেছিল।

একইভাবে মূসা (আঃ) ও তাঁর অনুসারীগণের উপর ফেরাউন নির্যাতন চালিয়েছিল। বিশ্ব জগতের মালিক মূসা (আঃ) কে পাঠিয়েছিলেন ফেরাউনকে হেদায়ত করার জন্য কিন্তু তার ভাগ্যে হেদায়ত জোটে নাই, তার গোমরাহী ও গরিমার জন্য। পাপের ভারে নিমজ্জিত তার এই নাফরমানীর জন্য শাস্তিস্বরুপ লোহিত সাগরের পানিতে পানিতে তাকে ডুবিয়ে মারা হয়েছিল। দুনিয়ার জীবনেই তার জুটেছিল অপমানজনক মৃত্যু এবং আখেরাতেও রয়েছে তার জন্য||| লাঞ্ছনাদায়ক শাস্তি। এই মহাপাপী ফেরাউনের লাশ মিশরে মমি করে জাদু ঘরের আলমারিতে রেখে দেয়া হয়েছে। যাতে করে এই নরপিশাচ নিষ্ঠুর পাষাণের পরিণতি দেখে মানুষ শিক্ষা নিতে পারে।

আজ দিবালোকের মত সুস্পষ্ট যে, গোটাবিশ্ব ইসলাম তথা মুসলিম নিধনে তাদের হিংস্র দাবা জঘন্যভাবে জীবনের সর্বত্রই ছড়িয়ে দিয়েছে। ইসলামিক কর্মকাণ্ড বন্ধে তারা পৈশাচিক উল্লাসে মেতে উঠেছে। তাইতো শুধুমাত্র নামায আদায় করার অপরাধে ছাত্রীত্ব বাতিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থীর!! হলের সিট বাতিল করে তাদেরকে হস্তান্তর করা হয়েছে অভিভাবকের কাছে!! এই না হলে মুসলিম প্রধান দেশ!!! স্বাধীনতার নামে পরাধীনতা, ভোট দেয়ার অধিকার নেই, সত্য কথা বলা যাবে না, ঘরের কোণে ধর্ম পালনে জুলুম-নির্যাতন, কদর্যপূর্ণ মিথ্যের বেশাতি করে গুণী ও প্রতিভাধর আলেমদেরকে ফাঁসিকাষ্ঠে ঝুলানো, এসব কীসের আলামত?

তারপরও রাজনৈতিক ও ধর্মীয় দুর্যোগপূর্ণ ভয়াবহ বিপদের ক্ষণে, বিচারকের রায়ের মুহূর্তের ফাঁসিকাষ্ঠে দাঁড়িয়ে, পরম নিশ্চিন্তে ভাবনাহীন নিরুদ্বেগ মানসে, মুখে দীপ্তিময় আনন্দ মিশ্রিত প্রশান্তির হাসি নিয়ে, আচরণে অকৃত্রিম নম্র বিনয়ী অভিব্যক্তি ফুটিয়ে পরম করুণাময়ের প্রতি অশেষ আস্থা এবং অসীম ধৈর্যের চিত্র আমাদেরকে অনেক কিছুই শিক্ষা দেয়। এই উত্তাল অগ্নিময় পরিস্থিতিতে মুসলমানদের ঈমানের পরীক্ষা হবে, এটাই আল্লাহ্‌ পাকের অভিপ্রায়। আল্লাহ্‌ পাকের এই পরীক্ষায় প্রমাণিত হবে আল্লাহ্‌র দ্বীনের জন্য কার মধ্যে কতটুকু সংগ্রামী চেতনা ও কোরবানীর তামান্না আছে। এজন্যই কোরআন মজীদে আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলেছেন, “আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাজিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাসসাবিরীন”– তোমরা কি এই ভেবে রেখেছ যে, তোমরা জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ্‌ এখনো পরীক্ষা গ্রহণই করেননি, কে তোমাদের মধ্যে জিহাদকারী এবং জিহাদে কে কতখানি অটল অবিচল। (সূরা আল ইমরান)

এই ঘোষণা স্পষ্ট করে যে, জিহাদ ও জিহাদের ময়দানে অটল, অবিচল ও দৃঢ় মানসিকতা জান্নাতের পূর্বশর্ত। বর্তমান প্রেক্ষাপটে শ্বাসরুদ্ধকর এই অবস্থা থেকে পরিত্রাণের একটিই পথ আল্লাহ্‌র নির্দেশিত মহাগ্রন্থ আল-কোরআনের সুশীতল ছায়াতলে নির্মোহ-নিঃশর্ত আত্মসমর্পণ। এটাই মুসলমানদের জন্য ফরয কাজ। কোর’আনের ছায়ায় যুগে যুগে নিরবচ্ছিন্নভাবে মহান নেতাদের আত্মত্যাগ, বীরত্বগাঁথা সাহসিকতা, অবিচল ঈমানী চেতনা, দৃঢ়তা ও রক্তের কোরবানী আগামী প্রজন্মের জন্য নক্ষত্রের ন্যায় উজ্জ্বল অনির্বাণ শিখা হয়ে জ্বলবে। এই মহতী ত্যাগ ও কোরবানী জান্নাতী আলোর অবদমিত শিখা হয়ে অনন্তকাল ধরে শুভ্র মেঘে প্রশান্তি ছড়িয়ে বিদূরিত করবে বিষাদের কালো ছায়া। ইনশাল্লাহ।



বিষয়: বিবিধ

১৭৮৮ বার পঠিত, ৫৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281182
০৪ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
মামুন লিখেছেন : খুব সুন্দর লিখেছেন! অসাধারণ অনুভূতি! ভালো লাগা রেখে যাচ্ছি। Thumbs Up Rose Rose
০৪ নভেম্বর ২০১৪ রাত ০৮:২২
224806
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম শ্রদ্ধেয় মামুন ভাইয়া। প্রথম পদার্পণ করে অসাধারণ অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর। দোয়া ও শুভ কামনা রইলো।
০৪ নভেম্বর ২০১৪ রাত ১১:২৭
224891
মামুন লিখেছেন : আমি এখন মন্তব্য করতেও একটু বিব্রত বোধ করছি আপুজি। ফখরুল ইসলাম নামের একজন ব্লগার আমার এ ধরণের কপি পেষ্ট মন্তব্যের দ্বারা ভীষণ কষ্ট পেয়েছেন। আমার শীর্ষ মন্তব্যকারী হওয়াটাও ওনার কষ্টকে আরো বাড়িয়ে দিয়েছে। এখন পরীক্ষার খাতার মত তো আমার পক্ষে প্রতিটি পোষ্টের রচনামূলক ব্যাখ্যা দেয়া সম্ভব নয়। তবে কি মন্তব্য করাটাই বাদ দিলে ভালো হবে? এমন কিছু কি ব্লগ সম্পাদক করতে পারেন, যাতে আমি শীর্ষ মন্তব্যকারী থেকে সরে যেতে পারি? আমার মন্তব্যগুলো ডিলিট করলেই বোধ হয় এটা সম্ভব।
এই সব সিলি ব্যাপার নিয়ে ব্লগারদের মত সৃষ্টিশীল মানুষেরা একে অপরের পিছনে লেগে থাকবে, আইম এ লিটল বিট শকড আপু। আমার প্রতিটি লিখাতেই কিছু অনুভূতি রেখে যেতে ইচ্ছে হয়। আমি প্রতিটি পোষ্টই পড়ি, কিছু শিখার চেষ্টা করি। আমি শব্দনীড় নামের ব্লগটিতেও লিখছি। সেখানেও অন্যান্য ব্লগারদের পোষ্টে কমেন্ট করি, এতে অন্যদের সাথে হৃদ্যতা বাড়ে, নতুন ব্লগারগণ উৎসাহ বোধ করে।
আমি এই ব্লগে লিখবার বযাপারে উদ্যম হারিয়ে ফেলছি আপুজি।
কি করা উচিত আমার? কমেন্ট করা একেবারেই কি ছেড়ে দিবো?Good Luck
০৫ নভেম্বর ২০১৪ রাত ০১:১৪
224903
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম শ্রদ্ধেয় মামুন ভাইয়া। আপনার লিখাটুকু পড়ে আমিও যারপর নেই আহত হলাম। আমি বেশ কিছুদিন যাবত ব্যস্ততা এবং নেট সমস্যার কারণে নিয়মিত ছিলাম না তাই এসব ব্যাপার আমার দৃষ্টিগোচর হয়নি। তবে কারও উস্কানি কিংবা বিরূপ মন্তব্যে ব্লগে না লিখা কিংবা মন্তব্য করা থেকে বিরত থাকা আমার মতে যৌক্তিক নয়। আমরা এখানে অধিকাংশ ব্লগার শুধুমাত্র আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য লিখে থাকি। ব্যক্তি, সমাজ ও বিশ্বে বিদ্যমান অসঙ্গতি, অন্যায়ের প্রতিবাদ করা, ন্যায়ের পথে চলার জন্য উদ্বুদ্ধ করা ইত্যাদি। তাই সঙ্গত কারণে বিবাদ এড়িয়ে চলুন এবং নিজের সৃজনশীল সত্তাকে বিকশিত রাখুন যার একমাত্র উদ্দেশ্য হবে দু’নো জগতের কল্যাণ। আমি শুরুতেই সে কারণে কিছু বার্তা আপনাকে দিতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশতঃ সেটা আর সম্ভবপর হয়নি। ভালো থাকবেন এই প্রত্যাশা রইলো।
০৫ নভেম্বর ২০১৪ রাত ০৪:০৬
224930
কাহাফ লিখেছেন : আস্ সালামু আলাইকুম শ্রদ্ধেয় মামুন ভাই, আপনার কাছে অনুরুধ-ছেড়ে যাবেন না আমাদের! 'সুন্দর ও ভালো লেখা' অধিক পরিমানে পঠনের সাথে সাথে মন্তব্যের ঘরে ভাল লাগার প্রকাশ দু'এক শব্দ রেখে যাওয়া দুষণীয় নয় মোটেই! এতে ক্ষুত ধরনেওয়ালারা ঠিক কাজ করছেন না! আমিও খুব অল্প কথায় হয়তো মন্তব্য করি,তা সাধ্যমত ভাল লেখকদের আরো উৎসাহিত করতেই!!

শ্রদ্ধেয়া সন্ধাতারা আপু! বরাবরের মতই আনেক সুন্দর লেখনী আপনার মন কে ছোয়ে গেল!আল্লাহর কাছে আপনার সহ সবার সর্বাংগীন কল্যান কামনা করছি!
ফেরাউনের আলোচনায় ইসলাম ও কোরআন শব্দের ব্যবহার আমাদের মত সাধারণ পাঠককে ভূল বুঝাবে!Good Luck Good Luck Good Luck
০৫ নভেম্বর ২০১৪ সকাল ০৭:২০
224939
মামুন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম শ্রদ্ধেয়া আপু।
আপনার মন্তব্যে মনটা শান্ত হল, ভালো লাগল। হ্যা, ইনশা আল্লাহ এরপর থেকে কারো উস্কানিমূলক মন্তব্যে প্রতিক্রিয়া দেখাবো না।
অনেক ধন্যবাদ আপনাকে।

@ কাহাফ ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ। আপনাদের সাথেই আছি ইনশা আল্লাহ সবসময়। ধন্যবাদ।
০৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১৫
225094
সন্ধাতারা লিখেছেন : Chalam kahaf vaiya. Jajakallah for your valuable opinion and appreciation. Could you plz give an idea what you are talking about in regards of the quran n Islam mixing up with discussion of feraun. It is not clear to me to be honest!
০৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১৮
225095
সন্ধাতারা লিখেছেন : Chalam mamun vaiya. I am pleased to see your thought n wise decision. Jajakallahu khair.
281183
০৪ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০০
আফরা লিখেছেন : বর্তমান প্রেক্ষাপটে শ্বাসরুদ্ধকর এই অবস্থা থেকে পরিত্রাণের একটিই পথ আল্লাহ্‌র নির্দেশিত মহাগ্রন্থ আল-কোরআনের সুশীতল ছায়াতলে নির্মোহ-নিঃশর্ত আত্মসমর্পণ। এটাই মুসলমানদের জন্য ফরয কাজ। কোর’আনের ছায়ায় যুগে যুগে নিরবচ্ছিন্নভাবে মহান নেতাদের আত্মত্যাগ, বীরত্বগাঁথা সাহসিকতা, অবিচল ঈমানী চেতনা, দৃঢ়তা ও রক্তের কোরবানী আগামী প্রজন্মের জন্য নক্ষত্রের ন্যায় উজ্জ্বল অনির্বাণ শিখা হয়ে জ্বলবে। এই মহতী ত্যাগ ও কোরবানী জান্নাতী আলোর অবদমিত শিখা হয়ে অনন্তকাল ধরে শুভ্র মেঘে প্রশান্তি ছড়িয়ে বিদূরিত করবে বিষাদের কালো ছায়া। ইনশাল্লাহ। ইনশা আল্লাহ ।

অনেক ভাললাগা একটা লেখা অনেক ধন্যবাদ আপু ।
০৪ নভেম্বর ২০১৪ রাত ০৮:২৪
224811
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম আফ্রাম্নি। সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর। অন্নেক অন্নেক দোয়া ও শুভ কামনা রইলো।Good Luck Good Luck Good Luck
281184
০৪ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০১
অনেক পথ বাকি লিখেছেন : বিজয় বেশী দুরে নয়। ঐতো শুভ্র মেঘের কোলে বসে হাতছানি দিয়ে ডাকছে। Praying
০৪ নভেম্বর ২০১৪ রাত ০৮:২৭
224814
সন্ধাতারা লিখেছেন : অনেক পথ পাড়ি দিয়ে এখন বিজয়ের দ্বারপ্রান্তে। হৃদয় ছোঁয়া অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর। অন্নেক অন্নেক দোয়া ও শুভ কামনা রইলো।Good Luck Good Luck Good Luck
281186
০৪ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০২
এস এম আবু নাছের লিখেছেন : আজ হোক কিংবা কাল। জুলুম আর অত্যাচারের শেষ পরিণতি হবে বড্ড ভয়াবহ। যেমন আল্লাহ বলেছেন- "তারাও চক্রান্ত করেছিল, আর আল্লাহ করেছিলেন পরিকল্পনা; নিশ্চয় আল্লাহ সর্বোত্তম কুশলী"। আর আল্লাহ যখন কাউকে পাপের ব্যাপারে, জুলুমের ব্যাপারে ছেড়ে দিয়ে রাখেন তখন সেইটি খুব ভয়াবহ ইঙ্গিত বহন করে। যুগে যুগে তাই হয়ে এসেছে। ফেরাউন, কারুন, হামান সবাইকে আল্লাহ ছাড় দিয়ে দিয়ে শেষতক এমন শাস্তি দিয়েছেন যা বিশ্ববাসীর কাছে আজও অবাধ্যতার পরিণতির ব্যাপারে চরম দৃষ্টান্ত হয়ে রয়েছে। আল্লাহই জানেন, আজকের দুনিয়ায় যারা নির্বিচারে জুলুম করছেন তাদের কপালে আরও কত ভয়াবহ শাস্তি রয়েছে। ভেবে দেখুনতো, একটি সাগরের মাঝে রাস্তা তৈরি হওয়ার কথা কেউ চিন্তাও করেনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামীন তাই করেছেন। সকল দিক যখন বন্ধ তখন আল্লাহর সহায়তা পৌঁছেছে। আর অপরদিকে আল্লাহ জালেম ফেরাউনকে শুধু পরাজিত করলেন না। একদম সমূলে ধ্বংস করে দিলেন। টোটাল এনিহিলেশন। এটিই আল্লাহর কাজের সুন্নাহ। তিনি সীমালঙ্ঘনকারীকে সামান্য ফুরসত দেন কিন্তু শেষে চরম পরিণতিতে নিয়ে যান। ভাবুন, নমরূদের কথা, লুত, আদ ও সামুদ জাতির কথা। তাহলে আল্লাহ কেন চুপ করে আছেন তার জবাব পেয়ে যাবেন। তিনি চান টোটাল এনিহিলেশন। যা দৃষ্টান্ত হয়ে থাকবে যুগযুগ। আরও একটি বিষয়, দুনিয়া যেহেতু পরীক্ষাক্ষেত্র তাই পরীক্ষার্থীদের সকল সরঞ্জাম সরবরাহ করে পরীক্ষক চুপ থেকে পর্যবেক্ষণ করবেন এটিই স্বাভাবিক। তাই সালাত ও সবরের মাধ্যমে আল্লাহর সাহায্যের মোহতাজ হয়ে তার দেখানো পথে চলাটাই মুমিনের কর্তব্য। আপনি বা আমি যা পাচ্ছিনা তার হিসেব আল্লাহ চাইবেন না। বরং যা পেয়েছি তার ব্যবহার সম্পর্কে জানতে চাইবেন।
০৪ নভেম্বর ২০১৪ রাত ০৮:৩২
224817
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম শ্রদ্ধেয় নাছের ভাইয়া। আপনার অমূল্য সুন্দর মন্তব্যটি পড়ে মনটা শান্তিতে ভরে উঠলো আলহামদুলিল্লাহ্‌। চমৎকার উপমা টেনেছেন। আপনার সদয় উপস্থিতি ও মূল্যবান প্রেরণা পাথেয় হোক থাক। জাজাকাল্লাহু খাইর।
০৪ নভেম্বর ২০১৪ রাত ০৮:৩৯
224823
এস এম আবু নাছের লিখেছেন : বারাকাললাহু ফিকুম। আপুজ্বী।
০৪ নভেম্বর ২০১৪ রাত ০৮:৪৭
224835
সন্ধাতারা লিখেছেন : অন্নেক অন্নেক শুকরিয়া ভাইয়া। বারাকাল্লাহু ফিক। শ্রদ্ধেয় নাছের ভাইয়া। Good Luck Good Luck Good Luck
281187
০৪ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৪ নভেম্বর ২০১৪ রাত ০৮:৩৫
224821
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম শ্রদ্ধেয় সুশীল ভাইয়া। আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণা পাথেয় হোক থাক। জাজাকাল্লাহু খাইর।
281190
০৪ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২০
চিরবিদ্রোহী লিখেছেন : "এখন একথা বলছ! অথচ তুমি ইতিপূর্বে না-ফরমানী করছিলে। এবং পথভ্রষ্টদেরই অন্তর্ভুক্ত ছিলে। অতএব আজকের দিনে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমার দেহকে যাতে তোমার পশ্চাদবর্তীদের জন্য নিদর্শন হতে পারে। আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না।" (সূরা ইউনুস, আয়াত:৯১-৯২)
কিন্তু এরপরও তারা ঈমান আনবে না, কারণ তারা অন্ধ, মুক ও বধিরে পরিণত হয়েছে। আর তাদের অন্তর হয়েছে মোহরকৃত।
যে মুসলমান জিহাদ হতে ভয় পায়, জিহাদের কথা শুনলে যার রক্তে দোল দেয় না, হৃদয় পুলকিত হয় না, আত্মা দিয়ে ওঠে না, তার ঈমানের অবস্থা একমাত্র আল্লাই ভালো জানেন। "হে ঈমানদারগণ, তোমাদের কি হল, যখন আল্লাহর পথে বের হবার জন্যে তোমাদের বলা হয়, তখন মাটি জড়িয়ে ধর, তোমরা কি আখেরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে পরিতুষ্ট হয়ে গেলে? অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনের উপকরণ অতি অল্প।" (সূরা আত-তাওবাহ, আয়াত: ৩৮)

"মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক বানিজ্যের সন্ধান দিব, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে? তা এই যে, তোমরা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে নিজেদের ধন-সম্পদ ও জীবনপণ করে জেহাদ করবে। এটাই তোমাদের জন্যে উত্তম; যদি তোমরা বোঝ।"
অসাধারণ পোস্টটির জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খইর

** ছোট্ট একটা সংশোধনী, মুসা (আঃ) আল্লাহর হুকুমে লোহিত সাগর দ্বিখন্ডিত করে পাড়ি দিয়েছিলেন। নীল নদ নয়।
০৪ নভেম্বর ২০১৪ রাত ০৮:৪০
224824
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম শ্রদ্ধেয় চির বিদ্রোহী ভাইয়া। আপনার মূল্যবান উপস্থিতি, প্রেরণাপূর্ণ মন্তব্য, গুরুত্বপূর্ণ সংশোধনী এবং উপদেশ চলার পথে পাথেয় হয়ে থাক। জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck Good Luck
০৪ নভেম্বর ২০১৪ রাত ০৮:৪১
224826
সন্ধাতারা লিখেছেন : আনাস (রাঃ) থেকে বর্ণিত, রসূলুল্লাহ (সঃ) বলেছেন, জান্নাতে প্রবেশের পর দুনিয়ায় আসা ও দুনিয়ার লভ্য বস্তুর আকাংখা শহীদের চেয়ে বেশী আর অন্য কারো হবে না। শহীদগণ শুধু একবার নয়, দশ বার পৃথিবীতে ফিরে আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হওয়ার ইচ্ছা প্রকাশ করবেন। কারণ শহীদদেরকে যেসব জিনিস দেয়া হবে বিশ্ব জগতের কোন সৃষ্টিকে তা দেয়া হবে না। (বোখারী, মুসলিম, মালিক)চির বিদ্রোহী ভাইয়া।Good Luck Good Luck Good Luck
281213
০৪ নভেম্বর ২০১৪ রাত ০৮:২৪
নোমান২৯ লিখেছেন : Happy Happy Happy
সুন্দর পোস্ট| Applause Applause Thumbs Up Thumbs Up
জিহাদকে যতদিন আমরা ধর্মবিধান বলে না মানব ততদিন আমাদের এ অবস্থা চলতে থাকবে|অন্নেক ধন্যবাদ আপু Rose Rose|যাযাকাল্লা খাইর| Good Luck Good Luck
০৪ নভেম্বর ২০১৪ রাত ০৮:৪৬
224831
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম শ্রদ্ধেয় নোমান ভাইয়া। আপনার মূল্যবান উপস্থিতি এবং গুরুত্বপূর্ণ সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর। অন্নেক দোয়া ও শুভ কামনা রইলো।Good Luck Good Luck Good Luck
০৪ নভেম্বর ২০১৪ রাত ০৮:৫২
224843
সন্ধাতারা লিখেছেন : নোমান ভাইয়া এতো দিন কোথায় ছিলেন? ভালো আছেন?
281230
০৪ নভেম্বর ২০১৪ রাত ০৯:১২
স্বপন২ লিখেছেন : আপু লেখাটা,প্রানবন্ত এবং হৃদ্বয় ছুঁয়ে যায়।
আল্লাহ যেন আপনার হাতকে আর গতিশীল
করেন।
০৪ নভেম্বর ২০১৪ রাত ০৯:১৯
224846
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম শ্রদ্ধেয় স্বপন২ ভাইয়া। আপনার মূল্যবান উপস্থিতি, উৎসাহব্যঞ্জক প্রেরণাময় একটি গুরুত্বপূর্ণ সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর। অন্নেক দোয়া ও শুভ কামনা রইলো।Good Luck Good Luck Good Luck
281237
০৪ নভেম্বর ২০১৪ রাত ০৯:২৮
হককথা লিখেছেন : যাজাকাল্লাহ খাইর। এরকম উদ্দীপক লেখা বেশী বেশী করে লেখার অনুরোধ থাকলো। অনেক মূল্যবান একটা লেখা।
০৪ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩৬
224850
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম শ্রদ্ধেয় হককথা ভাই। আপনার মূল্যবান উপস্থিতি, উৎসাহব্যঞ্জক ও প্রেরণাময় একটি গুরুত্বপূর্ণ সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক। আমার জন্য বেশী বেশী করে দোয়া করবেন যাতে কলমের প্রাণ আল্লাহ্‌ পাক শাণিত রাখেন। আপনার জন্য অন্নেক দোয়া ও শুভ কামনা রইলো।Good Luck Good Luck Good Luck
১০
281252
০৪ নভেম্বর ২০১৪ রাত ১০:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার শিক্ষনিয় এবং সময়পযোগি লিখাটির জন্য অনেক ধন্যবাদ।
আমরা এখন জাহিলিয়াত এর যুগে ফিরে ফিরে যাচ্চি।
০৪ নভেম্বর ২০১৪ রাত ১০:১৬
224864
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম শ্রদ্ধেয় রিদওয়ান কবির ভাইয়া। আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাসহ একটি গুরুত্বপূর্ণ সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
আপনি ঠিকই বলেছেন, অবিশ্বাস্যজনকভাবে একটি মুসলিম প্রধান দেশে কীভাবে এতসব ঘটনা ঘটছে ভাবলেও গাঁয়ের লোম শিউরে উঠে।
আপনার জন্য অন্নেক দোয়া ও শুভ কামনা রইলো।

১১
281289
০৪ নভেম্বর ২০১৪ রাত ১১:৫৫
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : খুব গুরুত্বপূর্ণ একটি লেখা। চারদিকে ইসলামের শত্রুরা দামামা বাজাচ্ছে। যাদের অন্তরে ঈমানের চেতনা আছে তাদেরকে খুব সতর্কভাবে পা ফেলে চলতে হবে।
০৫ নভেম্বর ২০১৪ রাত ০১:২১
224906
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম শ্রদ্ধেয় শাব্বির হোসাইন ভাইয়া। আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাসহ একটি গুরুত্বপূর্ণ সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
আপনি ঠিকই বলেছেন, অবিশ্বাস্যজনকভাবে একটি মুসলিম প্রধান দেশে ইসলামের শত্রুরা দামামা বাজাচ্ছে। এতসব ঘটনা ঘটছে ভাবলেও গাঁয়ের লোম শিউরে উঠে। আমাদেরকে তাই ঘরে বসে থাকলে চলবে না। সময়োচিত পদক্ষেপ নিতে হবে। আপনার জন্য অন্নেক দোয়া ও শুভ কামনা রইলো।
Good Luck Good Luck Good Luck
১২
281292
০৫ নভেম্বর ২০১৪ রাত ১২:০৯
লজিকাল ভাইছা লিখেছেন : নমরুদ, ফেরাউন ও এই রকম ছিল। আল্লাহ্‌ তাদের পতনকে, মানুষের জন্য নিদর্শন হিসাবে রেখেদিলেন। সে জন্য ঈমানের চূড়ান্ত পরীক্ষা দিতে হবে, আর সে পরীক্ষা এখন চলছে। ধন্যবাদ আপু । যাজাকাল্লাহ খাইর ।
০৫ নভেম্বর ২০১৪ রাত ০১:২৫
224908
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম শ্রদ্ধেয় লজিকাল ভাইছা ভাইয়া। আপনার সাথে একমত হয়ে বলছি এই দুঃসময়ে আমাদেরকে ঈমানের চূড়ান্ত পরীক্ষা দিতে হবে। এটাই মুসলমানদের জন্য একমাত্র করণীয়। আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাসহ একটি গুরুত্বপূর্ণ সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক। আপনার জন্য অন্নেক দোয়া ও শুভ কামনা রইলো। ভালো থাকবেন।Good Luck Good Luck Good Luck
১৩
281387
০৫ নভেম্বর ২০১৪ সকাল ১১:০৩
প্রবাসী মজুমদার লিখেছেন : িক বলেছেন। এটিই বাস্তবতা। এ অনুভূতিকে ধারণ করেই জেগে আছে লাখো কমী।

এই মুজাহিদ,থমকে দাঁড়াও
নিতে দাও পদদুলি,
তোমার আশায় জেগে আছি আজও
ডরিনা মিথ্যে বুলি।

তোমার কন্ঠের কোরানের বাণী
আজো বাজে মোর কানে,
হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই
ছুটিত 'প্যারেডের' পানে।

মাহফিল নয়, মহা সমুদ্র
বর্ষায় ভরা নদী,
বজ্র কন্ঠে বাতিল কাঁপিত
হারানোর ভয়ে গদী।

নাগিনী-যুগিনী মেতেছে আজি
মাতমে ফাটায় বুক,
কলিজা কাঁপানো জানাযার মিছিলে
না জানি হারায় সুখ।

হতাশা নয়, রুখে দাঁড়াও
নেই পথ পালাবার,
শহীদ কাফেলার কাফনের মিছিল
শবযাত্রা কারবালার।

অভিমানীরাও আজি ছূটেছে জিহাদে
মুখে কোরানের বানী,
রক্তাক্ত জনপদের আর্তনাদ শূনো
ঘুচাতে হবে সব গ্লানি।

তোমার শব্দে পতঙ্গের মত
ছূটে এসেছে লাখো ভাই,
হারানোর কিছু নেই জগতে
নীড় ছেড়েছে তাই।


অশ্রু নয়নে যাবেনা তুমি
চেয়ে দেখো পেছন ফিরে,
কসম(সত্বার), তোমার মুক্তি নাহলে
ফিরবোনা আর নীড়ে।
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২৬
225023
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : খুব সুন্দর হয়েছে প্রবাসী মজুমদার ভাই।
০৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২৫
225101
সন্ধাতারা লিখেছেন : Chalam probasi Mojumdar vaiya. I am really amaized to see your touchy comment. Plz try to continue your writing for the sake of society n akhirah. Jajakallahu khair.Good Luck Good Luck Good Luck
০৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২৭
225104
সন্ধাতারা লিখেছেন : Jajakallah shabbier vaiya for showing your nice feelings.
১৪
281520
০৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২৫
মহিলা কর্ণার লিখেছেন : ভালো লাগলো আপু অন্নেক ভালো Rose Rose
০৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৩২
225107
সন্ধাতারা লিখেছেন : I am really delighted to see your presence in my blog first time giving inspiration. Jajakallahu khair my respected apuji.Good Luck Good Luck Good Luck
১৫
281684
০৬ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৪৫
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহু খায়রান।
আমরা আজ আল্লাহর একত্ব ভুলতে বসেছি। আজ শির্ক করলেও তাতে কেউ বাধা দেয় না বরং উৎসাহ দেয় তাই মনেহয় আল্লাহ আমাদের উপর জালেম শাসক দিয়ে আমাদেরকে শায়েস্তার করতেছে। এটা আমার মত আল্লাহু আ'লাম।
০৬ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
225341
সন্ধাতারা লিখেছেন : Chalam imran vaiya. I do agree with your realisation. I do have the same. What we are facing now it's actually gained by us. Barakallahu Fik. Chalam for vabi.
২৯ নভেম্বর ২০১৪ রাত ০৩:১৬
233050
সন্ধাতারা লিখেছেন : bd blog is missing you imran vaiya.
১৬
281713
০৬ নভেম্বর ২০১৪ দুপুর ০১:০৫
আব্দুল গাফফার লিখেছেন : বেশ সুন্দর লেখা ,নতুন এক সূর্যদয়ের অপেক্ষায় আছি । চমৎকার পোষ্টের জন্য জাজাকাল্লাহ খায়ের ।
০৬ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
225342
সন্ধাতারা লিখেছেন : Chalam gaffar vaiya for your inspiration and encouragement. We are waiting for victory... Barakallahu Fik vaiya.
১৭
283286
১১ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৯
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : খালামণি....... এখানে আমার কোন কমেন্ট নেই কেনু? Sad Sad Crying Crying Crying Crying Crying
১১ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
226557
সন্ধাতারা লিখেছেন : You did not read and comment that's why! My son... Happy Happy Happy
১৮
284371
১৫ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৪০
গাজী সালাউদ্দিন লিখেছেন : এই মহতী ত্যাগ ও কোরবানী জান্নাতী আলোর অবদমিত শিখা হয়ে অনন্তকাল ধরে শুভ্র মেঘে প্রশান্তি ছড়িয়ে বিদূরিত করবে বিষাদের কালো ছায়া। ইনশাল্লাহ।
জালিম সরকারের হাতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অত্যাচার নির্যাতনে নিস্পেষিত বাংলা ইসলামী আন্দোলনের কর্মীদের মাঝে চরম হতাশার
দিনে এমন সুন্দর আশার বাণী সত্যি হতাশার কালো মেঘে শুভ্র মেঘ প্রশান্তি ছড়াবে।

আমরা প্রায় হতাশ হয়ে পড়ি, এতো অনাচার অবিচার দেশে বরাজ করছে, কিভাবে কি, ভাবতেই দারুণ হতাশা পেয়ে বসে, কিন্তু যখন ভাবি আল্লাহর রাসূলের নবুয়্যত প্রাপ্তির প্রাথমিক অবস্থার কথা, দেখতে পাই, উনার চতুর পার্শ্বে অজ্ঞতা, অশ্লীলতা, বেহায়াপনার বিরাজ করছে, চার পাঁচ সঙ্গী নিয়ে এই ঘোর অন্ধকার দূর করা কি করে সম্ভব! কিন্তু তিনি হতাশ হয়ে পড়েন নি, আশায় বুক বেধেছেন সুদিন আসবেই, অনঅ্যাায় অপশক্তি পরাভূত হবেই। হয়েছেও।
যাই হোক, আপু লিখাটি অসম্ভব ভাল লেগেছে, এতো ভাল কেমন করে লিখেন!!!! খুব ইর্ষা হয় আপনাকে।
দোয়া করবেন আপনার মত করেই যেন লিখতে পারি।
শ্রদ্ধা ও ভালবাসা দিলাম, নিতে ভুলবেন না কিন্তু!
১৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:০০
227676
সন্ধাতারা লিখেছেন : Chalam vaiya. It is a mind blowing comment for me though I am not able to get that. I carry in my heart always your dua and inspiration. I am at work at time so do not mind vaiya that I am expressing my feelings in English. I do pray for you. All the best. Jajakallahu khair.
১৯
285380
১৮ নভেম্বর ২০১৪ সকাল ০৭:০৫
নাছির আলী লিখেছেন : অনেক অনেক সুন্দর হয়েছে।বাংলাদেশ আসলেই ফেরাউনের যোগ অতিক্রম করছে।আপনার এই নম্র সহিনষ হৃদয়স্পী সৌন্দর্যপু্র্ন লিখার জন্য অনেক মুবারকবাদ।যাযাকাল্লাহু খাইরান
২১ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১৮
229958
সন্ধাতারা লিখেছেন : সন্ধাতারা লিখেছেন : Chalam vaiya. Jajakallahu khair for inspiration.
২০
286446
২১ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৬
যা বলতে চাই লিখেছেন : আল আলহামদুলিল্লাহ। আপনার এত উন্নত চিন্তাধারা এবং মূল্যবোধ দেখে গর্ববোধ করছি। সামনে চলার সাহস যেন আরো বেড়ে গেলো। আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুণ আমিন।
২১ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২০
229959
সন্ধাতারা লিখেছেন : Chalam vaiya. Thanks a millions for your beautiful encouragement and inspiration. Jajakallahu khair.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File