মনের মঞ্জিলে বিজয়ের সুবহেসাদেক
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ৩১ অক্টোবর, ২০১৪, ১১:১৯:৪৭ রাত
মহান স্রষ্টার সৃষ্টি সুজলা সুফলা, সবুজ শস্য শ্যামলিমা ও চোখ ধাঁধানো মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা শান্তিময় উদ্যানে কলকাকলীর গুঞ্জরনে মুখরিত করা সুমিষ্ট সুর, নদীর ঢেউয়ের কুলু কুলু কলতান, বটের ছায়ায় প্রাণ জুড়ানো শীতল পরশ, পথে-প্রান্তরে কৃষক-মাঝির সুখী হাসিমাখা মুখ, সন্ধ্যা ঘনিয়ে এলে দিনশেষে ঘর্মাক্ত শরীরে কুটীরে ফিরে প্রতীক্ষিত সোহাগী বধূর অধীর আগ্রহে চেয়ে থাকা মুখ, সর্বোপরি সন্তানদের প্রাণস্পর্শী ভালোবাসায় যে বাগিচা জান্নাতি রূপ লাভ করতো আজ তা যেন ভয়াবহ আতঙ্কিত বিধ্বস্ত এক শ্মশানের নাম। বিশ্বব্যাপী মুসলমানদের উপর শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সর্বত্রই আজ বিরাজ করছে উদ্বেগ, উৎকণ্ঠা, অনিশ্চয়তা, ধর্ষণ, হয়রানী, জেল, জুলুম, গুমাতঙ্ক, বোমাতাংক, জঙ্গী বিমান, সাঁজোয়া জান, রকেট হামলাসহ বীভৎস আক্রমণ।
হায় আফসোস! বিশ্বময় যে মুসলিম জাতি একদিন দোর্দণ্ড প্রতাপে শাসনভার নিজেদের করায়ত্ব করে উপহার দিয়েছিল ইতিহাসখ্যাত সোনালী যুগের সুখ শান্তিময় কল্পনাতীত অধ্যায়, জন্ম দিয়েছিল মুহম্মদ বিন কাসিম, সালাহদীন আইয়ুবী, খালিদ মুসান্না, তারিক বিন জিয়াদসহ অগনিত আপোষহীন বীরযোদ্ধাদের, কালের পরিক্রমায় তারাই আজ ইহুদী নাসারা ও পৌত্তলিকদের করুণা ভিখারী। সে যুগে মুসলিম উম্মাহ নৃশংস নির্বিচার, অন্যায় জুলুম ও অপ শাসনরোধে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ঠেকাতে দুর্নিবার জ্বিহাদী তামান্না নিয়ে ঝাঁপিয়ে পড়েছে যুদ্ধের ময়দানে, ঝরিয়েছে রক্ত ফোঁটায় ফোঁটায়, বিলিয়ে দিয়েছে অকাতরে নিজের প্রাণ। অথচ আজকের অধিকাংশ মুসলমান দাড়ি, টুপি আর জায়নামাজেই সন্তুষ্ট। পশুরূপী হায়েনাদের অন্যায় অত্যাচারের যাঁতাকলে নিষ্পেষিত হয়ে দেয়ালে অসহায় মানুষের পিঠ ঠেকে গেছে তারপরও শান্তির অন্বেষণে মসজিদকেই তারা নিরাপদ আশ্রম বানিয়েছে।
এই বিষময় পরিস্থিতিতে মুসলমানগণ দ্বিধা বিভক্তির সর্বোচ্চ নজরানা পেশ করে কাফের মুশরিকদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপনে প্রতিযোগিতা করছে। তাদের আত্মঘাতী সখ্যতা ও উদারতার ভয়াবহ পরিণতির দায়ভার পুরা মুসলিম উম্মাহ বহন করছে। কাশ্মীর, ফিলিস্তিন, বাংলাদেশসহ বহুদেশে মুসলমানদের বেঁচে থাকার জন্য ন্যুনতম ন্যায্য দাবী ভূলুণ্ঠিত হচ্ছে। মুসলমানদের ধর্মীয় পোশাক, আবেগ, অনুভূতি ও অনুশীলন নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যেচার ও বিষোদাগার করা হচ্ছে। নব্বই শতাংশ তাওহিদী জনতার দেশ বাংলাদেশে এই হিংস্র আস্ফালন খুবই লজ্জাজনক, অবমাননাকর। মুসলিম অনুশাসন অনুশীলন নিধনে খরিদকৃত রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, ধর্ম ব্যবসায়ী ও মিডিয়াগুলো দুর্বৃত্তপনার যে পরিচয় অব্যাহত রেখেছে তার ভয়াল রূপ ও কুৎসিত অবয়ব বলে দেয় দেশে দেশে মুসলিম আপামর জনতা আপন আলয়ে পরবাসী ভৃত্য।
বিদ্যমান অসহনীয় এই প্রতিকূল পরিস্থিতিতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে নিঃসন্দেহে আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছে পৃথিবীব্যাপী একদল সংগ্রামী তরুণ নওজোয়ান। এই বিপ্লবী সেনাদের অন্তর প্রকম্পিত করা বুলন্দ আওয়াজ প্রতিটি মুহূর্তে ধ্বনিত প্র্তিধ্বনিত হচ্ছে বিশ্বময়। মহান রাব্বুল আলামীন ঘোষণা করেছেন, “ ওয়া লাকাদ কাতাবনা ফিযযাবুরি মিম বাদিয জিকরি আন্নাল আরদা ইয়ারিছুহা ইবাদিইইয়াছ ছালিহুন”- আমি লাওহে মাহফুজের উপর আসমানী কিতাবে উল্লেখ করেছি, বিশ্বজাহানের বৈধ উত্তরাধিকারী আমার সালেহীন বান্দাগণ (সূরা আম্বিয়া)।
তাওহিদী মুসলিম মিল্লাত দুর্নিবার গতিতে ও দৃঢ় প্রত্যয়ে আবারও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে কাফের মুশরিকদের অবৈধ দখলদারিত্বের এই বন্দীদশা থেকে মুক্ত করে মুমিনের বৈধ অধিকারকে ফিরিয়ে দিবে ইনশাল্লাহ। মুসলমানগণ আজ বিজয়ের দ্বারপ্রান্তে। বিশ্বব্যাপী চলমান এ লড়াইয়ে মুসলিম উম্মাহর বিজয় অবধারিত। এটাই মহান আল্লাহ্ পাকের ওয়াদা এবং ফয়সালা। দুর্যোগপূর্ণ সঙ্কট মোকাবিলায় ও দুঃসময়ের আবর্তে পিষ্ট জীবনের বাঁকে বাঁকে লুকিয়ে আছে মুমীনের জন্য এক চরম ঈমানী পরীক্ষা। আর তার অনতিদুরেই অপেক্ষা করছে প্রত্যাশিত মঞ্জিলের চিরকাঙ্ক্ষিত দুর্লভ মুহূর্তের বিজয়ী সুবহেসাদেক।
বিষয়: বিবিধ
১৬৬৬ বার পঠিত, ৪১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যতদিন পর্যন্ত না আমরা আল্লাহ ও তাঁর রাসূলের (সাঃ) রঙে পূর্ণাঙ্গভাবে জীবনকে রাঙাতে পারবো, এমন লাঞ্ছনা প্রতি পদে আমাদের সহ্য করে যেতে হবে।
অনেক ভাল লাগলো। জাযাকাল্লাহ খইর।
মঙ্গলময় আপনাকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করে দ্বীনের হক পূর্ণ করার তৌফিক দান করুন। আপনার জন্য অনেক দোয়া রইলো। বেশী বেশী লিখুন।
উদ্দীপ্ত ও উজ্জীবিত করা মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
বিশ্ব জাহানের বৈধ উত্তরাধিকারী আল্লাহর সালেহীন বান্দাদের সন্তানরা বর্তমানে ক্ষুদ্র বৈশ্বয়িক স্বার্থের মায়াজালে আবদ্ধ হয়ে অপরিসীম সম্ভাবনাময় ঈমানী সম্পদ কে অবহেলায় নষ্ট করে ফেলেছে যেন!ফলশ্রুতি্তে ভোগ করছে অত্যাচার-নির্যাতন-নিষ্পেষণের সংকটময় দুর্যোগগ্রস্ত কঠিন এক সময়!
পরাক্রমশালী আল্লাহর উপর পুর্ণ আস্থা ও ঈমানী বলে শক্তিমান হয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে পুর্ণ সক্রিয় না হলে এই অবস্হার পরিবর্তন কখনই সম্ভব হবে না!
বেহুশী ঘুমে আচ্ছন্ন আত্মা কে একটু হলেও জাগানোর চেষ্টা করবে আপনার অসাধারণ দরদপু্র্ণ নান্দনিক এই উপস্হাপনা!
মহান করুণাময়ের কাছে সুস্হ্য-সুন্দর তথা হায়াতে তায়্যেবা কামনা করছি আপনার-আমার-সবার জন্যে।
اللهم احفظ الاسلام والمسلمين حفظا كاملة....
আপনার সকাল সন্ধ্যার দোয়ায় আমাদেরকেও শরীক রাখবেন এই কামনা। জাযাকাল্লাহু খাইরান।
আমি কোন মন্তব্য করা মানে "এত্ত সুন্দর সাজানো-গোছানো মানসম্মত" লেখাটির সৌন্দর্য্য নষ্ট করার মতোই হবে। তাই আমি শুধু উপস্থিতি জানিয়ে গেলাম।
দোআ করছি - আপনার কলম যেন চলতে থাকে সত্য-ন্যায় এর পক্ষে, আল্লাহ'র সন্তুষ্টির অর্জনের লক্ষে।
যাজাকিল্লাহু খাইর খালামণি
অসাধারণ জাজাকাল্লাহ।
খুব ভালো লাগলো শুকরান শুকরিয়া।
আমিন!
সুনদর হোক আপনার জিবনী।
দাওয়াতে হোন মোমেনী
মেহমান হবেন জান্নাতী।
এই সুন্দর লেখার মাঝে মন্তব্য কারার সাহস নেই ।কলম চালিয়ে যান । যাযাকাল্লাহু খাইরান
ভালো থাকুন, সুস্থ থাকুন সব অবস্থায় এই কামনা। আল্লাহ্ পাক আমাদের সকলকেই নেক হায়াত দান করুণ এবং জীবনকে পুণ্যময় করার তৌফিক দিন। আমীন
মন্তব্য করতে লগইন করুন