লাখো মানুষের ঢল দেখছি, ভালবাসা আর শ্রদ্ধায় মোড়ানো হৃদয়ের প্লাবন দেখছি কী?

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৫ অক্টোবর, ২০১৪, ১০:৩৬:১২ রাত



সৌভাগ্যবশতঃ দুইজন বাংলাদেশী একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবত চাকুরী করার সুবাদে তাঁর ব্যক্তিগত চিন্তা-চেতনা, আচার-আচরণ, ধর্মীয়বোধ, অনুভূতি, অনুশীলন, ত্যাগ সম্বন্ধে বেশ কিছুটা আঁচ করতে পারতাম। তিনি বিডি পরিবারে আমাদের সবার কাছে “হককথা” নামে পরিচিত।

শ্রদ্ধেয় মরহুম জনাব কাদের মোল্লা এবং জনাব অধ্যাপক গোলাম আযম সাহেবের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে তাঁর প্রাণের আকুলতা, অস্থিরতা ও মানসিক কষ্টবোধ ছিল সত্যিই ব্যতিক্রম, অবিশ্বাস্য। যা নিজ চোখে অবলোকন করে আমার অন্তর কেঁদে উঠেছে। তাঁর বিষণ্ণ চেহারা, অশ্রু প্লাবিত রক্তজবা চোখ, ভেজা কণ্ঠ দেখে মনে হয়েছে সে তাঁর জন্মদাতা পিতাকে হারিয়েছে। খাবারের প্রসঙ্গ আসাতে জানতে পেয়েছিলাম তিনি সহ পরিবারের সকলেই এমনকি তাঁর বৃদ্ধা মা পর্যন্ত সকলেই নফল রোযা ও ইবাদত বন্দেগীতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মনে হল আমরা টিভির পর্দায় লাখো মানুষের উপচে পড়া ভীড় দেখছি ঠিকই কিন্তু নির্জনে নিভৃতে অন্তরের অন্তঃস্থলের এই উথলে উঠা শ্রদ্ধা ভালোবাসা, নীরব কান্না, ত্যাগ, প্রার্থনা, প্রাণের আহাজারি আর আকুতি দেখছি কী?

অগণিত মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত এই মহান ব্যক্তিটির আল্লাহ্‌র দ্বীন প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের পুরাধা হিসাবে বৃদ্ধ বয়সে তাঁদের এই শাহাদতবরণ সত্যিই এক মাইলফলক। ইসলামের অগ্রপথিক, আপোষহীন মুজাহিদ এই বীর সৈনিক দ্বয়ের নাম সংগ্রামী ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে অমর অম্লান হয়ে অনন্য মর্যাদায় চিরদিন অভিষিক্ত হয়ে থাকবে। মহান রাব্বুল আলামীন তাঁদেরকে জান্নাতের শ্রেষ্ঠ মেহমান বানিয়ে নিন। আমীন।



বিষয়: বিবিধ

১৭৮৬ বার পঠিত, ৪৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278132
২৫ অক্টোবর ২০১৪ রাত ১০:৫২
সুশীল লিখেছেন : ওগুলো সব জামাতি ক্যাডার ছিল। সাধারণ মানুষ কই পাইলেন?
২৫ অক্টোবর ২০১৪ রাত ১১:১৮
221944
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম.. শ্রদ্ধেয় সুশীল ভাইয়া। প্রথম মন্তব্যকারী হিসাবে এই প্রথম আপনার মুখ ও দিলের কথা জানতে পেলাম। আমি ব্যক্তিগতভাবে কোন দলভুক্ত নই। তবে নুন্যতম বিবেক বুদ্ধি ও আভিজ্ঞতার আলোকে অন্তত এটুকু অনুধাবন করেছি এবং উপলব্দ্ধিতে এসেছে যে, আর অন্যসব দলের নেতা কর্মীর চেয়ে জামাত শিবিরের ছেলে মেয়েরা খোদাভীরু, সৎ এবং ত্যাগী। আর সেজন্যই আমি তাঁদেরকে মন থেকে শ্রদ্ধা ও সম্মান করি। এ কারনেই বোধ হয় লক্ষ লক্ষ দেশের মানুষ তাঁদের কৃতকর্মে অনুপ্রাণিত হয়ে আপনার ভাষায় জামাতি ক্যাডার হয়েছে!!!
278135
২৫ অক্টোবর ২০১৪ রাত ১১:০২
চিরবিদ্রোহী লিখেছেন :
শ্রদ্ধেয় মরহুম জনাব কাদের মোল্লা এবং জনাব অধ্যাপক গোলাম আযম সাহেবের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে তাঁর প্রাণের আকুলতা, অস্থিরতা ও মানসিক কষ্টবোধ ছিল সত্যিই ব্যতিক্রম, অবিশ্বাস্য।


আপু, মৃত্যু কখনো অনাকাঙ্খিত বা আকষ্মিক হয় না। মৃত্যুর প্রকৃত সময় জানেন আল্লাহ, সে সময়ের নড়চড় হয় না। মৃত্যু তখনই আসে যখন তার আসার সময়, যখন তাকে আসতে হুকুম দেয়া হয়েছে। আর মুসলমান মাত্রই তো ঈমানী মৃত্যুর জন্য অপেক্ষায় থাকে, কেননা মৃত্যুর ওপারে তার পরম আরাধ্য প্রভু জান্নাতের উপহার নিয়ে তার জন্য অপেক্ষা করছে।

ব্যক্তিগত ভাবে গোলাম আযম সাহেবের মতাদর্শের সাথে পুরোপুরি একমত হতে না পারলেও, উনি সত্যিই দেখিয়ে দিয়েছেন ইসলামী আন্দোলন মখমলের চাদরে শুয়ে আসে না, সোনার মহলে আয়েশ করে আসে না; আসে রাজপথে রক্ত আর ঘাম ঝরিয়ে, আসে অন্ধকার প্রকষ্ঠে দিনের পর দিন কাটিয়ে।

জাযাকাল্লাহ খইর।
২৫ অক্টোবর ২০১৪ রাত ১১:৩৬
221946
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম.. শ্রদ্ধেয় চিরবিদ্রোহী ভাইয়া। অনেক দিন পর আমার পোষ্টে বিদ্রোহ করার জন্য আপনাকে অন্নেক অন্নেক আন্তরিক মোবারকবাদ। আপনার সাথে আমি সম্পূর্ণ একমত হয়েই বলছি যে, প্রত্যেকটি জীবের মউত কাল একমাত্র আল্লাহ্‌ পাকই জানেন এবং তিনিই নির্ধারিত করেন। তবে ওনাদের মত জ্ঞানী, সম্মানী, ঈমানী বিশ্বাসে বলীয়ান ব্যক্তিদ্বয়কে যেভাবে অসম্মানজনকভাবে বিশ্বে দরবারে উপস্থাপিত করে মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত অন্যায়ভাবে হেনস্থা করা হয়েছে, ফাঁসিতে ঝুলিয়েছে সেটাই অত্যন্ত কষ্টকর, বেদনাদায়ক এবং অনাকাঙ্ক্ষিত।
পরিশেষে অত্যন্ত চমৎকারভাবে ও বিজ্ঞতার সাথে ইসলামী আন্দোলনের যে চিত্র এঁকেছেন তা অতুলনীয়। আপনার কাছে বিদ্রোহী কবিতা চাই। বিদ্রোহী কবি ভাই। বারাকাল্লাহু ফিক।
Good Luck Good Luck Good Luck
278137
২৫ অক্টোবর ২০১৪ রাত ১১:৩৯
ইক্লিপ্স লিখেছেন : খুব সুন্দর লিখেছেন আপু। আজকে সত্যি অবাক হয়েছি! মিডিয়ার মাধ্যমে সাজিয়ে রাখা হয়েছিল গোলাম আজব বাংলাদেশের সব থেকে ঘৃণিত লোক। আসলেই কি তাই? তার উত্তর আজকে গোটা দেশ দেখেছে। দেখেছে গোটা বিশ্ব। গোলাম আযম সত্যি সফল একজন মানুষ যিনি সব অপবাদে পায়ে ঠেলে লক্ষ্যের দিকে এগিয়ে গেছেন।
২৫ অক্টোবর ২০১৪ রাত ১১:৫২
221954
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম.. শ্রদ্ধেয়া ইক্লিপ্স আপুজি। আমার ব্লগে আপনার সুন্দর গঠনমূলক মন্তব্য ও প্রেরনাময় উপস্থিতিকে আন্তরিক অভিনন্দন। সত্যিই আমারও মনে হয় আপু, সত্যের অনিঃশেষ দাবানলকে কখনও মিথ্যার চাদরে ঢেকে আড়াল করা যায় না। কোটি বাধা ছিন্ন করে সে তার দ্বীনের শক্তি ও আপন প্রভুর দয়ার বলে নির্ধারিত গন্তব্যে পৌঁছাবেই। শ্রদ্ধেয় অধ্যাপক গোলাম আযম ও কাদের মোল্লা সেটা গোটা বিশ্বকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। বারাকাল্লাহু ফিক।Good Luck Good Luck Good Luck
278151
২৬ অক্টোবর ২০১৪ রাত ০২:১৬
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : আল্লাহু আকবর
জাযাকুমুল্লাহ খাইর।
২৬ অক্টোবর ২০১৪ রাত ০২:৪৮
221963
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম….। মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর। Good Luck Good Luck Good Luck
278157
২৬ অক্টোবর ২০১৪ রাত ০২:৪১
শেখের পোলা লিখেছেন : আমিন৷
২৬ অক্টোবর ২০১৪ রাত ০২:৪৯
221964
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম….। ছুম্মা আমীন।Good Luck Good Luck Good Luck
278158
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৩:৪৯
ভিশু লিখেছেন : অধ্যাপক গোলাম আযম এবং আব্দুল কাদের মোল্লাদের মতো অসাধারণ ব্যক্তিত্বদের দীনদারী, খুলুসিয়াত, নেতৃত্বের পরশে এই উপমহাদেশের লক্ষ লক্ষ সত্যানেষী মানুষের চোখ খুলে গেছে, জীবনে বৈপ্লবিক পরিবর্তন এসেছে, মহান আল্লাহর কাছে জবাবদিহির ভয়, শুধু তাঁর কাছেই সাহায্য চাওয়ার অভ্যাস সৃষ্টি, মানুষ হিসেবে পৃথিবীতে জন্ম নেয়ার আসল উদ্দেশ্য জানা এবং সে লক্ষ্যে কি কি কিভাবে করতে হবে তা বুঝা, আত্মস্থ করা এবং বাস্তবে রূপ দেয়ার অত্যাধুনিক পদ্ধতি, সমাজ পরিবর্তনের প্রচেষ্টা, সর্বোপরি মহানবী সা.এর উম্মত হিসেবে সফলভাবে দায়িত্বপালনে উৎসাহিত-উদ্বুদ্ধ হয়েছেন অসংখ্য বিদগ্ধ মানুষ। তাঁদের ব্যক্তিগত জীবন ছিলো আরো অনেক অনেক শিক্ষার। তরুণরাও এপথে আরো এগিয়ে আসছেন/আসবেন, ইনশাআল্লাহ। তাঁদের সাথে একই পদ্ধতিতে শাহাদাত বরণকারী শাইখুল হাদীস মাওলানা এ কে এম ইউসুফের নামটিও অবশ্যই উল্লেখযোগ্য। ধন্যবাদ আপনার চমৎকার উপস্থাপনার জন্য।
২৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
222151
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম.. শ্রদ্ধেয় সুহৃদ ভিশু ভাইয়া। সময় স্বল্পতার কারণে যা বলতে চেয়েছি তা আর লিখা হয়ে উঠেনি। আপনার শাণিত সুন্দর মন্তব্যে হৃদয়গ্রাহী হয়ে প্রকৃত সত্য ফুটে উঠেছে। যে মুসলিম দেশে নাক ফুল বিক্রি করে কাফনের কাপড় কেনার অনুরোধ করে একজন গর্ভধারিণী মা তার সন্তানকে বৃদ্ধাশ্রম থেকে, সেই দেশের মানুষ তাঁদের একজন প্রাণপ্রিয় আদর্শিক নেতার গুণমুগ্ধতার কারণে মহানবী (সাঃ) আদর্শে অনুপ্রাণিত হয়ে এই ত্যাগ এবং হৃদয়ের করুণ আর্তি প্রমাণ করে সারা দুনিয়ার মুসলমান আসলেই একটি দেহতুল্য।

অধ্যাপক গোলাম আযম, জনাব কাদের মোল্লা, শ্রদ্ধেয় শাইখুল হাদীস ও মাওলানা এ কে এম ইউসুফ সহ অগণিত শহীদি আত্মার আবেদনের যে মর্মবাণী এবং শিক্ষণীয় চিত্র তা মুসলিম উম্মাহকে অন্যায় ও জুলুম প্রতিরোধে উৎসাহ উদ্দীপনার সাথে জান মালের কোরবানী দিতে উদ্বুদ্ধ করছে। মুসলমানদের বিজয় অবধারিত। ইনশাল্লাহ। জাজাকাল্লাহু খাইর।
278159
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৩:৫০
কাহাফ লিখেছেন :
আস্ সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ.... শ্রদ্ধেয়া সন্ধাতারা আপু, অনেক অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ জানবেন অসাধারণ ভালো একটি লিখনীর জন্যে।
'আশিদ্দাউ আলাল কুফ্ফারি ওয়া রুহামাউ বাইনাহুম'এর প্রকৃষ্ট উদাহরণ এগুলো। সমাজে-রাষ্ট্রে কুরআনের অনুশাসন বাস্তবায়নে নিবেদিত প্রাণ মুমিনদের প্রতি শ্রদ্ধা-ভালবাসা তাদের জন্যে অন্তরের গহীন থেকে প্রার্থনা,ত্যাগ,আহাজারী তাদের জন্যে, এগুলো ইসলামী ভ্রাত্তিত্বের অনুপম নিদর্শন। ঈমানের পুর্ণতা।
করুণাময় আল্লাহ মরহুমদ্বয় কে প্রিয় মেহমান হিসেবে জান্নাতে উচ্চ মাকামে অধিষ্ঠিত করুন,এই আর্জি জানাচ্ছি........। Rose
২৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
222153
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমাস সালাম ওয়ারাহমাতুল্লাহ্ ......... শ্রদ্ধেয় কাহাফ ভাইয়া। আপনার হৃদয়ছোঁয়া অনিন্দ্য সুন্দর মন্তব্যটি পড়ে সত্যিই অভিভূত হলাম। আপনার বিজ্ঞ মন্তব্যে একজন মুমিনের স্বচ্ছ চরিত্র রুপায়িত হয়েছে। আর এটাই ঈমানের দাবী।
আপনার দোয়ায় আমীন। বারাকাল্লাহু ফিক।
278173
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৪:৫৩
বৃত্তের বাইরে লিখেছেন : সুন্দর লিখেছেন আপু। আপনার দোয়ায় আমীন।
২৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
222154
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম.. শ্রদ্ধেয়া বৃত্তের বাইরে আপুজি। ব্যস্ততা সত্বেও আপনার সুন্দর গঠনমূলক মন্তব্য ও প্রেরনাময় উপস্থিতিকে আন্তরিক অভিনন্দন। আপনার দোয়ায় আমীন। বারাকাল্লাহু ফিক।
278196
২৬ অক্টোবর ২০১৪ সকাল ০৭:১০
ইবনে হাসেম লিখেছেন : মরহুম অধ্যাপক গোলাম আযম! বাংলার এক ক্ষণজম্মা মহাপুরুষ! বাংলার দিকহারা মুসলমানদের জন্য আল্লাহ প্রেরিত এক অনুপম প্রেরণার আধার!! ইসলামের প্রচার ও প্রতিষ্ঠায়, ইসলাম ধর্মকে রাষ্ট্র ও সমাজে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠায় তাঁর গুরু মরহুম মাওলানা সৈয়দ আবুল আ’লা মওদূদীর সংগ্রামী যোগ্য উত্তরসূরী এবং বর্তমান শতাব্দীর এক নির্ভীক সিপাহশালার!! বাংলাদেশের ইসলামী আন্দোলনের এক কিংবদন্তীসম প্রাণপুরুষ!!! ছোট বড়, ছেলে বুড়ো, শিক্ষিত, অশিক্ষিত, শ্রমিক, কৃষক তথা আপামর জনসাধারণের জন্য ইসলামী চেতনার জাগরণ, ইসলামী জ্ঞান আহরণ ও বিতরণ এবং ইসলামী আন্দোলনের ক্ষেত্র বিনির্মানে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব তিনি। অধ্যাপক গোলাম আযম বাংলার দিগভ্রান্ত জনতার জন্য আল্লাহ প্রদত্ত বিষম্য়কর এক প্রতিভা এবং বিরামহীন উদ্দীপণার নাম। বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে আল্লাহর জমীনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে সমগ্র জীবন ও যৌবনকে বিলিয়ে দেয়ার এক অকুতোভয়, সংগ্রামী এবং বিপ্লবী নেতৃত্বের প্রতিকৃতি অধ্যাপক গোলাম আযম।
২৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
222162
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম.. শ্রদ্ধেয় ইবনে হাসেম ভাইয়া। অত্যন্ত অসাধারণ শব্দশৈলীর সম্ভারে হৃদয়স্পর্শী করে এই মহান ব্যক্তটির যে চিত্র এঁকেছেন তা উনার জন্য যথার্থ উপযুক্ত এবং মানানসই নিঃসন্দেহে। এরূপ মহৎপ্রাণ ব্যক্তিদের বিস্ময়কর অবদান আজকের দুনিয়ায় খুবই বিরল। তাঁর সমগ্র জীবনের অবিশ্বস্মরনীয় অনুপম ত্যাগ মুসলিম উম্মাহকে দ্বীনের পথে কয়েকধাপ এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ।
১০
278212
২৬ অক্টোবর ২০১৪ সকাল ০৮:২৬
মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম আপু। লেখাটি খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
২৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
222169
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম.. শ্রদ্ধেয় মামুন ভাইয়া। আপনার সুন্দর গঠনমূলক মন্তব্য ও প্রেরনাময় উপস্থিতিকে আন্তরিকভাবে অভিনন্দন। আপনার জন্যও দোয়া ও শুভেচ্ছা রইলো। জাজাকাল্লাহু খাইর।
১১
278261
২৬ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
এত মানুষ সবাই যদি জামায়াত এর সদস্য হয় তা হলে এই দেশে আরকোন রাজনৈতিক দল নাই!!
২৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
222186
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম.. শ্রদ্ধেয় রিদওয়ান কবির সবুজ ভাইয়া। আপনার সুন্দর গঠনমূলক গুরুত্বপূর্ণ মন্তব্যটি অসাধারণ। সত্যিই বলেছেন আপামর জনগণের একমাত্র হিতৈষী বন্ধু এবং রাজনৈতিক দল বর্তমানে একমাত্র জামাত শিবির। নিজের জান মাল কোরবানীর চরম পরীক্ষায় আজ তারা উত্তীর্ণ হয়েছে বলেই লক্ষ মানুষ জামাতের ছায়াতলে তাঁদের হৃদয়ের শ্রদ্ধা ও ভালোবাসা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে বিলিয়ে দিতে এসেছে কোন কিছুর বিনিময় ব্যতিরেকে। এটি আজ প্রমাণিত। জাজাকাল্লাহু খাইর।
১২
278279
২৬ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩৩
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : অনেক ভালো লাগল.। ধন্যবাদ
২৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
222192
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম.. শ্রদ্ধেয় রিদওয়ান বিন ফয়েজ ভাইয়া। আপনার সদয় সুন্দর মন্তব্য ও প্রেরনাময় উপস্থিতিকে আন্তরিক অভিনন্দন। জাজাকাল্লাহু খাইর।
১৩
278321
২৬ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আল্লাহ তার প্রিয় বান্দাকে কবুল করুন আমিন
২৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
222193
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম.. শ্রদ্ধেয় ভাইয়া। আপনার সদয় সুন্দর মন্তব্য ও প্রেরনাময় উপস্থিতিকে আন্তরিক অভিনন্দন। জাজাকাল্লাহু খাইর।
আপনার দোয়ায় আমীন। ছুম্মা আমীন।
১৪
278342
২৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:০৮
আফরা লিখেছেন : অনেক ভাল হয়েছে আপু ভাল ও লেগেছে আপু । জাজাকাল্লাহ খাইরান ।
২৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০০
222194
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম.. আফ্রামনি। তোমার ভালোলাগা মিশ্রিত সুন্দর মন্তব্য ও প্রেরনাময় উপস্থিতিকে আন্তরিক অভিনন্দন। দোয়া ও শুভেচ্ছা রইলো। বারাকাল্লাহু ফিক।
১৫
278595
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫৪
লজিকাল ভাইছা লিখেছেন : অনেক ধন্যবা। ভালো লাগলো ।
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০১
222388
সন্ধাতারা লিখেছেন : Chalam vaiya. Jajakallahu khair for your comment.
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০৩
222389
লজিকাল ভাইছা লিখেছেন : thank you
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪০
222403
সন্ধাতারা লিখেছেন : Many many shukria vaiya. Barakallahu Fik.
১৬
278640
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৪
নোমান২৯ লিখেছেন : Awesome ....
২৭ অক্টোবর ২০১৪ রাত ০৯:০০
222476
সন্ধাতারা লিখেছেন : Chalam vaiya. Jajakallahu khair for your inspiration.
১৭
279253
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ০১:১২
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : খালামণি ... আপনাকে ও জিয়া আঙ্কেলকে আমার পক্ষথেকে সালাম। ........ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.. .... আমার জন্য দোআ করবেন। Good Luck Good Luck Good Luck Good Luck
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪৪
223374
সন্ধাতারা লিখেছেন : Oyalai...... My lovely son harry. I have conveyed your chalam. I do pray for you my son. How r u?
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৪
223379
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আলহামদুলিল্লাহ্ আমি ভালো আছি খালামণি। আপনার ব্যস্ততা মনেহয় দিন দিন বেড়ে যাচ্ছে Sad Sad আমিও আপনার জন্য দোআ করি নিয়মিত। Rose Rose @খালামণি
১৮
279680
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৮
সন্ধাতারা লিখেছেন : I am very pleased to hear from you. I am having some problems in my net on n off harry. So it is difficult for me to enter in the blog most of the time. Jajakallah for your dua my son.
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪৯
223406
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying Crying Crying Crying
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫০
223409
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : I miss u Khalamoni Crying Crying Crying Crying Crying
৩০ অক্টোবর ২০১৪ রাত ০৯:৫৪
223508
সন্ধাতারা লিখেছেন : I miss u too my beloved son.Good Luck Good Luck Good Luck
৩০ অক্টোবর ২০১৪ রাত ০৯:৫৬
223509
সন্ধাতারা লিখেছেন : Straight Face Straight Face Angel Straight Face
১৯
284083
১৪ নভেম্বর ২০১৪ সকাল ০৫:৩০
নাছির আলী লিখেছেন : আমি ব্যক্তিগত ভাবে কোন দল করিনা যারা বলে এরা জামাতি ক্যডার তারা তাদের মতের বাহিরে যারা আছে তাদেরকে বুঝাচ্ছে।মরহুমদ্বয় আবারো প্রমান করলেন যে
ইসলাম জীন্দা হুতা হে
হার কারবালা কি বাদ।
অত্যন্ত অসাধারন শব্দ গাথুনি ও হৃদ্য়স্পর্শী করে পোস্ট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। যাযাকাল্লাহু খাইরান
১৫ নভেম্বর ২০১৪ রাত ১২:৪৫
227467
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম......। শ্রদ্ধেয় সুহৃদ নাছির আলী ভাইয়া। আমার লিখাগুলো অনেক কষ্ট করে পড়ে অনেক লিখায় মন্তব্য করায় আমি সত্যিই অভিভূত, অনুপ্রাণিত এবং ভীষণ আনন্দিত।
ইসলামের জয়গান কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে ইনশআল্লাহ্‌। আপনার মত অতুলনীয় অনুপম সৌন্দর্যে ভরা মন মানসিকতার ত্যাগী সংযমী ভাইয়েরা তা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ইনশাল্লাহ।

আপনার জন্য অনিঃশেষ দোয়া ও শুভেচ্ছা রইলো। আপনার অসাধারণ আন্তরিকতার অনন্য ছোঁয়ায় মিশানো শুভ কামনা ও অনুপম দোয়ার জন্য বারাকাল্লাহু ফিক।

ভালো থাকুন, সুস্থ থাকুন সব অবস্থায় এই কামনা। আল্লাহ্‌ পাক আমাদের সকলকেই নেক হায়াত দান করুণ এবং জীবনকে পুণ্যময় করার তৌফিক দিন। আপনার দোয়ায় আমীন।

২০
284329
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৪:০৫
নাছির আলী লিখেছেন : আমিন । আপনার মংগল ও সুসাস্হ কামনা করি মহান রাব্বুল
আলামিন এর নিকট।
১৫ নভেম্বর ২০১৪ সকাল ১১:১৪
227555
সন্ধাতারা লিখেছেন : Many many shukria vaiya. Jajakallahu khairan.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File