কুসুমিত জীবনের পথরেখা অঙ্কিত করে চলে গেলে তুমি

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৬ অক্টোবর, ২০১৪, ১২:১৫:৫৪ রাত



ভোরের মায়াবী নরম আলোয় ও হৃদয় জুড়ানো মৃদুমন্দ হিমেল বাতাসে নয়নাভিরাম দৃশ্যের ভিতর দিয়ে হেডফোনে আমার প্রাণপ্রিয় মানুষের কণ্ঠে কোরআন তেলোওয়াত শুনতে শুনতে কর্তব্যকাজের দিকে যাচ্ছিলাম। সাথে প্রাত্যহিক খবরের কাগজে চোখ বুলানো। পথে বের হলে যা আমার কম বেশী নিত্যদিনের অভ্যাস। হঠাৎ একটি খবরের দিকে আমার দৃষ্টি আটকিয়ে গেলো। শিরোনাম “স্মাইলিঙ মারটার এইজড টেন”। রুদ্ধশ্বাসে পড়ে ফেলি। সিরিয়ার এই দশ বছর বয়সী শহীদ বীর যোদ্ধার নাম আবু উবায়দাহ। কিন্তু ততক্ষণে হৃদয়ে বিদ্যুতের চমক অনুভব করলাম। ভিতরে বয়ে যাচ্ছিল ঝড়ের তাণ্ডব। গাল বেয়ে বর্ষণ শুরু হল আমার। হাজারো প্রশ্ন বিঁধতে থাকলো বুকে। কেননা দেশে দেশে মুসলমানদের জন্য আজ বড়ই দুর্দিন ও বদনসীব যে তারা আজ অন্যায় মোকাবিলায় সংঘর্ষের আশঙ্কায় জিহাদ ও শাহাদতের তামান্নাকে কবরস্থ করে, আল্লাহ্‌র পথে জান ও মাল দেয়ার পরিবর্তে তসবী ও জায়নামাযকে নাজাতের অসিলা বানিয়েছে। যা অত্যন্ত নিন্দনীয়, গর্হিত ও নিকৃষ্ট পন্থা।



এমনি ক্ষণে নির্ভীক মুজাহিদের এই অতুলনীয় অনুপম ত্যাগ ও গৌরবদীপ্ত জীবন উৎসর্গ বিশ্বের নামধারী মুসলমানদের জন্য এক মারাত্মক লজ্জাকর গ্লানি। যাদের ইসলাম চেতনা বিরোধী কর্মকাণ্ড গোটা মুসলিম ঊম্মাহকে নিঃসন্দেহে প্রশ্নবিদ্ধ করে, করে বিস্মিত। সরিসৃপের ন্যায় পলায়নপর সুযোগসন্ধানী এসব মুসলমানের কলঙ্কময় কর্ম শুধু অপমানজনক, অবমাননাকর বা হতাশাব্যঞ্জকই নয়, রীতিমত পশুসুলভ, বাহ্যিক ক্ষেত্রে এর থেকেও নিকৃষ্ট। ন্যক্কারজনক ঘৃণ্য মুসলমানরূপী মানুষের বিবেকের পরিবর্তনে যথার্থ শিক্ষা ও ভ্রম সংশোধনের জন্য আল্লাহ্‌র দ্বীনকে বিজয়ী করতে এবং সত্য ও ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে এসব ক্ষুদে অবিচলচিত্ত সংগ্রামী বীর মুজাহিদদের পদাঙ্ক অনুসরণীয়, অনুকরণীয় ও বরণীয় হয়ে থাকবে। তাঁর আবেদনময়ী এবং হৃদয়স্পর্শী ঈমাণী চেতনা ও চরম আত্মত্যাগের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হল সারা বিশ্বের শ্রেষ্ঠতম কিতাব আল কোরআন এবং শ্রেষ্ঠতম দ্বীন ইসলাম আর শ্রেষ্ঠতম মানুষ মোমেন মুসলমান। এটাই প্রকৃত মোমেনের ঊজ্জ্বলতম উত্তরাধিকারের গর্বিত আত্মপরিচয়। তাইতো খন্দক, তাবুক, হুনাইন, কাদেসিয়া এবং কারবালার প্রান্তর মুসলমানদের অধিক প্রিয় ও পৃথিবী বক্ষে চির অবিস্মরণীয় শিক্ষাপ্রদ ঘটনা।



বিশ্ব জুড়ে আদর্শের লড়াইয়ে আবু উবায়দাহ-এর এই অমূল্য সাহসী আত্মত্যাগ ইমাম হোসেন (রাঃ) এর সর্বস্ব কোরবাণীর অনন্য নজিরবিহীন ইতিহাস নতুন করে আবারও প্রাণে তাজা সতেজ ঈমান ও অদম্য স্পৃহা-স্পন্দের ঢেঊ জাগিয়ে তুললো। মনে হল যারা প্রকৃত সৈনিক আক্ষরিক অর্থে তাদের কোন বিরাম বা বিশ্রাম নেই। বয়স, স্থান, কাল এবং পাত্র তাদের কাছে গ্রাহ্য বা বিবেচ্য বিষয় নয়। ইসলামের যে শ্বাশত বাণী, মানবতা রক্ষার যে চিরন্তন অপরিহার্য দাবী সেটা সারা বিশ্বময় আবার যেন অক্ষয় অমর হয়ে জ্বল জ্বল করে নব উদ্দীপনায় জ্বলে উঠলো। যে আলোর মশাল কেউ কোনদিন নিভাতে পারেনি আর কোনদিন পারবেও না। আল্লাহ্‌র যমীনে হক প্রতিষ্ঠায় আবাহমানকাল থেকে সংগ্রাম প্রতিরোধ অব্যাহত আছে এবং রোজ কেয়ামত পর্যন্ত চলবেই ইনশাল্লাহ।

অকুতোভয় মুজাহিদ আবু উবায়দাহকে ইসলামিক ওয়েব সাইটে একজন সর্বকনিষ্ঠ জ্বিহাদী হিসাবে বর্ণনা করা হয়েছে। যে তাঁর বাবার সাথে যুদ্ধে শরীক হয়েছিল। মৃত্যুর কিছুক্ষণ পূর্বে তোলা তাঁর হাসিমাখা ছবিটি যেকোন পাষাণ হৃদয়কেও স্পর্শ করে। যা খুবই হৃদয়বিদারক, মর্মান্তিক ও অপ্রত্যাশিত। কিন্তু আকস্মিক বা অস্বাভাবিক নয়। যে নিজেই আনন্দচিত্তে রণে অবতীর্ণ হয়েছিল। জিহাদের ময়দানে এই অকুতোভয় মুজাহিদের অনিঃশেষ ত্যাগ ও আত্মদানের মহিমা আমাদেরকে শিক্ষা দেয় হক ও বাতিলের দ্বন্দ্বে ন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য হৃষ্ট পুষ্ট দেহের প্রয়োজন নেই, শুধু দরকার ঈমানের বলিষ্ঠতায় মহৎ কর্ম সম্পাদনের ইচ্ছা ও সুতীব্র আকাঙ্ক্ষা। কারণ মুসলমানের হৃদয়ে যুদ্ধে জয় পরাজয়ের হিসাব বিন্দুমাত্র রেখাপাত করে না। তাঁরা জানে বিজয় অর্জিত হলে তা উত্তম এবং শাহাদাত নসীব হলে সেটা আরও উত্তম। কেননা আনুষ্ঠানিক ইবাদতের ফলাফল সম্পর্কে আল্লাহ্‌ ও রাসূল (সাঃ) এর কোন গ্যারান্টি না থাকলেও শাহাদতের প্রাপ্তি জান্নাত তা অবধারিত। ইসলাম তাই আমাদের নিকট আল্লাহ্‌ পাকের দেয়া এক শ্রেষ্ঠ নেয়ামত, অফুরন্ত অমূল্য রত্ন ভাণ্ডার।

শাহাদতের ঐশ্বর্যের আলোকবর্তিকা এভাবেই অনন্তকাল আল্লাহ্‌র অভিপ্রায় বাস্তবায়নে সর্বোৎকৃষ্ট মোমেন সর্বস্ব বিলিয়ে তাই আল্লাহ্‌র সন্তুষ্টিই তাঁর জীবনের শ্রেষ্ঠতম সাফল্য এই উত্তম পথ রেখা প্রতিটি প্রাণে প্রাণে গ্রথিত করবে (দেখুন সূরা তাওবাহ)। ইসলামের সুমহান চিরন্তন বিধান পালন করে জান্নাতি জীবনের গ্যারান্টির এটাই একমাত্র পথ, এটাই সৎকর্মশীলদের জন্য উত্তম পুরুস্কার। তাইতো তুমি আমাদের পথিকৃৎ হয়ে এই জীবনের মহতী আলো জ্বালিয়ে উত্তম পথরেখা অঙ্কিত করে চলে গেলে অনন্ত স্বর্গীয় ভূবণে।



বিষয়: বিবিধ

১৫৯৮ বার পঠিত, ৬৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274795
১৬ অক্টোবর ২০১৪ রাত ১২:৫৮
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

ঘটনা ও আপনার বর্ণনা - দুটো ই খুব হৃদয়গ্রাহী

আল্লাহতায়ালা তাকে অতি উচ্চ মর্যাদা দান করুন

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ
১৬ অক্টোবর ২০১৪ রাত ০১:১৯
218763
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমাস সালাম ওয়ারাহমাতুল্লাহ্ ......... শ্রদ্ধেয় আবু সাইফ ভাইয়া। প্রথম আপনার হৃদয়স্পর্শী অনিন্দ্য সুন্দর মন্তব্যটি পড়ে সত্যিই অভিভূত হলাম। প্রেরনাসহ সুন্দর মন্তব্যের জন্য অন্নেক অন্নেক শুভেচ্ছা ও দোয়া রইলো। ভালো থাকবেন খুব ভালো। বারাকাল্লাহু ফিক।
আপনার দোয়ায় আমীন।
Good Luck Good Luck Good Luck
274815
১৬ অক্টোবর ২০১৪ রাত ০৪:০৯
কাহাফ লিখেছেন :

"জিহাদ কেয়ামত পর্যন্ত জারী থাকবে।"
প্রিয় নবী সাঃ এর অমীয় বানীর মনগড়া ব্যাখ্যা-বিশ্লেষণ মুসলিমদের বর্তমান অধঃপতন-অবহেলা-নির্যাতিত-নিপিড়িত হওয়ার মূল কারণ।

নিজেদের কে মেকী আধুনিক-শান্তিপ্রিয় প্রমাণের নির্বোধ প্রতিযোগীতা মুসলিমদের কে পতনের চরমে নিয়ে গেছে।
অত্যন্ত নিন্দনীয়-গর্হিত ওনিকৃষ্ট পন্হা তাসবী-জায়নামাজে নাজাতের উসিলা খোজা কত বড় বোকামী তা 'আবু য়বায়দা' চোখে আংগুল দিয়ে দেখিয়ে গিয়েছে।
জান্নাতের গ্যারান্টিযুক্ত অমুল্য নেয়ামত এই'জিহাদ'এর প্রকৃততা,এর প্রয়োজনীয়তা সঠিক ভাবে মুসলিমদের অনুধাবনের তাওফিক করুণাময় আল্লাহ দান করুন,এই ই দোয়া।
অসাধারণ নান্দিকতায় একান্ত প্রয়োজনীয় বিষয়ের হ্রদয়গ্রাহী যুক্তিক উপস্হাপনার জন্যে জাযাকুমুল্লাহু খাইরান ফিদ্ দুনিয়া ওয়াল আখিরাহ.....। Rose
১৬ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪৭
218945
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় কাহাফ ভাইয়া। আপনার সুন্দর ও তীক্ষ্ণ মেধার সমাহারে যে গুরুত্বপূর্ণ মন্তব্য রেখেছেন তা এক কথায় অতুলনীয়। আমার লিখার চেয়ে অন্নেক অন্নেক গুরুত্ববহ ও হৃদয়স্পর্শী। আপনার মন্তব্যে আমি অন্নেক কিছু শিক্ষণীয় বিষয় খুঁজে পাই যা অসাধারণ তাৎপর্য বহন করে।

আপনার মূল্যবান ও মর্মস্পর্শী দোয়ায় আমীন। সবসময় ভালো থাকবেন খুউব ভালো। অন্নেক অন্নেক দোয়া রইলো। জাজাকাল্লাহু খাইর ভাইয়া।Good Luck Good Luck Good Luck
274818
১৬ অক্টোবর ২০১৪ রাত ০৪:৪০
ভিশু লিখেছেন : অপূর্ব, অসাধারণ লেখা ও উপস্থাপনা!
জাযাকাল্লাহ খাইর।
১৬ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫৪
218946
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় ভিশু ভাইয়া। দীর্ঘদিন পর আমার লিখায় আপনার মূল্যবান উপস্থিতিতে হৃদয়ে খুশীর বন্যা বয়ে গেল। আপনার বিশেষণে আমি দ্বিধান্বিত ও সঙ্কোচবোধ করি বটে তবে একইসাথে অনুপ্রাণিতও হই। সবসময় ভালো থাকবেন খুউব ভালো। অন্নেক অন্নেক শুভেচ্ছা ও দোয়া রইলো। বারাকাল্লাহু ফিক।Good Luck Good Luck
274828
১৬ অক্টোবর ২০১৪ সকাল ০৬:০৫
বাজলবী লিখেছেন : অাস্সালামু অালাইকুম, চমৎকার বর্ণনা যা হূদয়স্পর্শী ,অাল্লাহ তাঅালা অাপনাকে দুনিয়া ও অাখেরাতে উত্তম জাযা দান করুন অামিন।
১৬ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫৭
218947
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমাস সালাম ওয়ারাহমাতুল্লাহ্ ......... শ্রদ্ধেয় বাজলবী ভাইয়া। আপনার অনিন্দ্য সুন্দর মন্তব্যটি পড়ে সত্যিই অভিভূত হলাম। প্রেরনাসহ সুন্দর মন্তব্যের জন্য অন্নেক অন্নেক শুভেচ্ছা ও দোয়া রইলো। আপনার দোয়ায় আমীন।
ভালো থাকবেন খুব ভালো। বারাকাল্লাহু ফিক।Good Luck Good Luck Good Luck
274843
১৬ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৩৭
মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু..
খুবই প্রাঞ্জল ভাষায় হৃদয়গ্রাহী করে বিষটি তুলে ধরেছেন এজন্য আপনাকে ধন্যবাদ।
আল্লাহপাক তাঁকে অনেক বড় মর্তবা দান করুণ। অন্যরাও এই মর্তবা লাভে এগিয়ে আসুক।
অনেক ভালো লিখেছেন।
জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose Good Luck Good Luck Good Luck
১৬ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫৯
218948
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমাস সালাম ওয়ারাহমাতুল্লাহ্ ......... শ্রদ্ধেয় মামুন ভাইয়া। আপনার হৃদয়ছোঁয়া অনিন্দ্য সুন্দর মন্তব্যটি পড়ে সত্যিই অভিভূত হলাম। প্রেরনাসহ সুন্দর মন্তব্যের জন্য অন্নেক অন্নেক শুভেচ্ছা ও দোয়া রইলো। আপনার দোয়ায় আমীন।
ভালো থাকবেন খুব ভালো। বারাকাল্লাহু ফিক।Good Luck Good Luck Good Luck Happy Happy Happy Happy Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
১৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
219009
সন্ধাতারা লিখেছেন : I did try to send a message yesterday but cud not. I am really sorry mamun vaiya.Good Luck Good Luck Good Luck
274851
১৬ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৫১
দিশারি লিখেছেন : অসংখ্য ধন্যবাদ আপু। আপনার মত করে যদি ভাবতো আজ সব মুসলিম, তাহলে আমাদেরকে আর অসহায়ের মত চিৎকার করে কাঁদতে হতো না
১৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০৪
218951
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম। কষ্ট করে পড়ে গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য খুব ভালো লাগলো। প্রেরনাসহ সুন্দর মন্তব্যের জন্য অন্নেক অন্নেক শুভেচ্ছা ও দোয়া রইলো। ভালো থাকবেন খুব ভালো। বারাকাল্লাহু ফিক।Good Luck Good Luck Good Luck
274852
১৬ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৫২
বুড়া মিয়া লিখেছেন : মর্মান্তিক একই সাথে আশাব্যাঞ্জক!

এখনকার অনেক মুসলমান মনে হয় বাদ হয়ে যাবে ভয়ে এবং লোভে, নতুন মুসলমানরা মনে হয় শাসন করবে ভবিষ্যৎ
১৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০৬
218952
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম। কষ্ট করে পড়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য খুব ভালো লাগলো। সেদিনের প্রতীক্ষায় আমরা প্রহর গুনছি। প্রেরনাসহ সুন্দর মন্তব্যের জন্য অন্নেক অন্নেক শ্রদ্ধা ও দোয়া রইলো। ভালো থাকবেন খুব ভালো। বারাকাল্লাহু ফিক।Good Luck Good Luck Good Luck
274862
১৬ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৪৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার পোস্ট। শিক্ষণীয় ঘটনা। আসলে আমি কিছুই বলার ভাষা খুঁজে পাচ্ছিনা।
১৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১১
218954
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম শ্রদ্ধেয়া সুপ্রিয় আপুজি। ভাষা খুঁজে পাওয়া ছাড়াই আপনার গুরুত্বপূর্ণ হৃদয়ছোঁয়া অনিন্দ্য সুন্দর মন্তব্যটি পড়ে সত্যিই অভিভূত হলাম। প্রেরনাসহ সুন্দর মন্তব্যের জন্য অন্নেক অন্নেক শ্রদ্ধা ও দোয়া রইলো। ভালো থাকবেন খুব ভালো। বারাকাল্লাহু ফিক।Good Luck Good Luck Good Luck Good Luck
১৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:০৫
218968
ফাতিমা মারিয়াম লিখেছেন : ওয়াআলাইকুম আসসালাম।
১৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
219006
সন্ধাতারা লিখেছেন : Many many shukria my beloved apuji. Good Luck Good Luck Good Luck
274870
১৬ অক্টোবর ২০১৪ সকাল ১০:১৯
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে। আল্লাহ এবং তাঁর রাসুল (এর) এর নির্দেশ আমরা মন মতো ও সুযোগ মতো ব্যবহার করি। যেটা মানলে বা ব্যবাহর করলে আমাদের লাভ শুধু সেটাকেই হাইলাইট করি। বাকিগুলো ইগনোর করি। এর নাম আর যাই হোক ঈমান নয়, ঈমানী চেতনা নয়।
১৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৭
218956
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় শাব্বির ভাইয়া। অনেক দিন পর মূল্যবান উপস্থিতিতে হৃদয়ে খুশীর বন্যা বয়ে গেল। বর্তমান প্রেক্ষাপটে আপনার মূল্যবান ব্যাখ্যা অন্নেক তাৎপর্যপূর্ণ ও মূল্যবান। আপনার অভিজ্ঞতার সাথে সহমত। সুন্দর মন্তব্যের জন্য অন্নেক অন্নেক শ্রদ্ধা ও দোয়া রইলো। ভালো থাকবেন খুব ভালো। বারাকাল্লাহু ফিক।Good Luck Good Luck Good Luck
২০ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০১
220269
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ওয়ালাইকুম সালাম, সন্ধ্যা আপু। আসলে ইদানিং ব্যস্ততার জন্য বেশি সময় পাই না। রাত সাড়ে ১১ টার যেটুকুও পাই তখন দেখা যায় এ ব্লগে ঢুকতেই পারি না। এই যেমন আজ ৪/৫ দিন পর ঢুকতে পারলাম।
আপনার সুন্দর শব্দ চয়ন এবং প্রশংসামূলক উপস্থাপনায় আমার অন্তর বিগলিত।
আমাদের সকলকে বেশি বেশি করে পড়াশুনা করা প্রয়োজন। আর মুসলমান পড়াশুনা না করলে মুসলমানিত্ব থাকে কীভাবে? যেখানে আমাদের রাসুল (সঃ) এর ওপর আল্লাহর প্রথম নির্দেশ, পড়...। যাক, আমরা বেশি করে পড়লেই সব ভ্রান্তি থেকে মুক্ত থাকতে পারব ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে সহীহ আমল করার মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জনের তাওফিক দান করুন। আমীন।
২০ অক্টোবর ২০১৪ রাত ০৯:৩১
220428
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম.. শ্রদ্ধেয় শাব্বির ভাইয়া। আশাকরি ভাল আছেন। কামনাও করি তাই। আপনার অনুভূতিতে আমিও মুগ্ধ হলাম। একেই সমস্যায় আমিও দুর্ভোগ পোহাচ্ছি। আপনার পরামর্শের সাথে সহমত।
আপনার দোয়ায় আমীন।Good Luck Good Luck Good Luck
১০
274875
১৬ অক্টোবর ২০১৪ সকাল ১০:৪৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :
আমিতো প্রথম ছবিটা দেখেই আটকে গেছি Chatterbox এত্ত সুন্দর ছবি! এত সুন্দর ফুল! Day Dreaming
১৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০৮
218953
পবিত্র লিখেছেন : আসলেই, অন্নেক সুন্দর ফুল! MOney Eyes MOney Eyes
১৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৮
218958
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম সুপ্রিয় হ্যারি। শুধু ছবি আর ফুল!!!! Worried Worried Worried Worried
১৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৭
218989
সন্ধাতারা লিখেছেন : ভালোলাগা ফুলগুলো আপনি ও আমার প্রাণপ্রিয় ছেলে হ্যারিকে উৎসর্গ করলাম।Good Luck Good Luck Good Luck
১৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
218993
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওয়াও.... আমি কি করে যে এই খুশিটা প্রকাশ করবো বুঝতে পারছি না খালামণি..... লাভইউ আমার প্রাণপ্রিয় খালামণি Good Luck Good Luck Good Luck
১৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
219008
সন্ধাতারা লিখেছেন : Harry where is the comment of my writing?!!
১৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
219029
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : খালামণি ..... কমেন্টএ আমি যেটা লিখতাম, সেটা পবিত্রপু লিখে ফেলছে। তাই এখন কিছু লিখলেই উনি বলবে যে আমি উনারটা কপিপেস্ট করছি Broken Heart Broken Heart পবিত্র লিখেছেন : মাশাআল্লাহ! অন্নেক সুন্দর বর্ণনা ও উপস্থাপনা। অসাধারণ! Surprised Surprised
১৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
219030
পবিত্র লিখেছেন : শ্রদ্বেয়া আপুজ্বী, শুকরিয়া।

১৬ অক্টোবর ২০১৪ রাত ১০:৪২
219066
সন্ধাতারা লিখেছেন : I can realise it harry!Good Luck Good Luck Good Luck
১৬ অক্টোবর ২০১৪ রাত ১০:৪৪
219067
সন্ধাতারা লিখেছেন : Many many shukria for your amaizing flowers my beloved pobitro apuji.Good Luck Good Luck Good Luck
১৭ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪২
219196
সন্ধাতারা লিখেছেন : Harry.... Plz continue your writing my son.Good Luck Good Luck Good Luck awaiting....Happy Happy Happy
১৯ অক্টোবর ২০১৪ সকাল ০৭:০২
219776
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Surprised Surprised আমাকে দিয়ে আর যাইহোক লেখালেখি হপে না Broken Heart Broken Heart
১৯ অক্টোবর ২০১৪ সকাল ১০:১৩
219832
সন্ধাতারা লিখেছেন : I do not believe that harry... !!Good Luck Good Luck Good Luck
১১
274927
১৬ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০১
আবু জান্নাত লিখেছেন : দ্বীনি মুজাহিদীনদের অমূল্য এক বর্ণনা, পড়ে অনেক আনন্দ পেলাম, পুলকিত হলাম, হে আল্লাহ! আমাদেরকে শহীদি মৃত্যু দান করিও।
১৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৩
218961
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম...। আপনার গুরুত্বপূর্ণ হৃদয়ছোঁয়া অনিন্দ্য সুন্দর মন্তব্যটি পড়ে সত্যিই অভিভূত হলাম। প্রেরনাসহ সুন্দর মন্তব্যের জন্য অন্নেক অন্নেক শ্রদ্ধা ও দোয়া রইলো। ভালো থাকবেন খুব ভালো। আপনার প্রার্থনায় শরীক হয়ে আমিও বলছি মহান রাব্বুল আলামীন যেন আমাদের সবাইকে শহীদি মৃত্যু দান করেন। আমীন। বারাকাল্লাহু ফিক।Good Luck Good Luck Good Luck
১২
274939
১৬ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩২
আফরা লিখেছেন : ঘটনা ও আপনার বর্ণনা অপূর্ব, অসাধারণ হয়েছে আপু ।আল্লাহ অাপনাকে দুনিয়া ও অাখেরাতে উত্তম জাযা দান করুন। অামিন।
১৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৭
218963
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম আমার অন্নেক অন্নেক সুপ্রিয় আফ্রামনি। তোমার গুরুত্বপূর্ণ হৃদয়ছোঁয়া অনিন্দ্য সুন্দর মন্তব্যটি পড়ে সত্যিই আনন্দে অভিভূত হলাম। প্রেরনাসহ সুন্দর মন্তব্যের জন্য এত্তো এত্তো দোয়া রইলো।
তোমার দোয়ায় আমীন। বারাকাল্লাহু ফিক।
Good Luck Good Luck Good Luck
১৩
274972
১৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০৬
পবিত্র লিখেছেন : মাশাআল্লাহ! অন্নেক সুন্দর বর্ণনা ও উপস্থাপনা। অসাধারণ! MOney Eyes MOney Eyes MOney Eyes Day Dreaming Day Dreaming
১৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৫
218985
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম আমার অন্নেক অন্নেক শ্রদ্ধেয়া সুপ্রিয় আপুজি। আপনার গুরুত্বপূর্ণ হৃদয়ছোঁয়া অনিন্দ্য সুন্দর মন্তব্যটি পড়ে সত্যিই অভিভূত হলাম। প্রেরনাসহ সুন্দর মন্তব্যের জন্য অন্নেক অন্নেক শ্রদ্ধা ও দোয়া রইলো। ভালো থাকবেন খুব ভালো। বারাকাল্লাহু ফিক।Good Luck Good Luck Good Luck
১৪
275078
১৬ অক্টোবর ২০১৪ রাত ১১:০৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপু!!!!! কমেন্ট করার সাহস পাচ্ছিনা, কি লিখতে গিয়ে কি ভুল করে বসি!!!!

লিখাটি পড়ে আমার মত অনেকের মাঝে কিছু সময়ের জন্য হলেও শাহাদাতের তামান্না জেগে উঠেছে সন্দেহ নেই। অনেক ধন্যবাদ আপু, আল্লাহ আপনার মঙ্গল করুন।
১৭ অক্টোবর ২০১৪ রাত ১২:৪২
219091
সন্ধাতারা লিখেছেন : Chalam Gaji vaiya. Your presence and comment are always great pleasure for me. I am not getting any clue why are u scared to comment!! Your valuable comments give me strength n encouragement for writing. Amin in your dua. I do dua for you as well. Jajakallahu khair. Good Luck Good Luck Good Luck
১৫
275104
১৭ অক্টোবর ২০১৪ রাত ১২:৪৮
ফেরারী মন লিখেছেন : অসাধারণ লিখেছেন আপু। কি লিখে যে আপনার প্রশংসা করি ভাষা খুঁজে পাচ্ছি না
১৭ অক্টোবর ২০১৪ রাত ০১:২৩
219093
সন্ধাতারা লিখেছেন : Chalam ferary vaiya. Your comment is simply heart melting though I do believe I do have that sort of quality in me. I do pray for you vaiya. Jajakallahu khair.Good Luck Good Luck Good Luck
১৬
275121
১৭ অক্টোবর ২০১৪ রাত ০২:৪২
তিমির মুস্তাফা লিখেছেন : ‘শহীদি অনূপ্রেরনায় উদ্ভাসিত লেখা- সত্যিই অপূর্ব! পুরনো দিন হলে বলতাম- আপনার সোনার দোয়াত কলম হোক! এখন বলছিঃ আপনার সোনার মনিটর আর হীরার কিবোর্ড হোক!
১৭ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২৪
219174
সন্ধাতারা লিখেছেন : Chalam timir vaiya. It is a great comment what touches my heart. Your unique presence in my blog with lovely comment is beautiful. May Allah gives you the best return for it. Jajakallahu khair.
১৭ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২৫
219175
সন্ধাতারা লিখেছেন : Are you new vaiya in bd today if do not mind?
১৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
219257
সন্ধাতারা লিখেছেন : আন্তরিকভাবে দুঃখিত তিমির ভাইয়া। এইমাত্র আপনার নিকটি প্রিয়তে রাখতে গিয়ে জানতে পেলাম আপনি নতুন নন। দেখে লজ্জিতবোধ হল এই ভেবে যে, না চেক করেই জানতে চেয়েছি। আশাকরি ভুল বুঝবেন না ভাইয়া। Good Luck Happy Good Luck
১৭
275134
১৭ অক্টোবর ২০১৪ রাত ০৩:৪১
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম! রক্তে শিহরন জাগানিয়া লিখাটি পড়ে খুব ভালো লাগলো আপু!জাযাকিল্লাহু খাইর। Good Luck Rose Angel Love Struck
১৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
219251
সন্ধাতারা লিখেছেন : Oyalaikum.... My respected and beloved apuji. I am really delighted to see your presence with heart melting comment though I think I do not have this sorts of quality in me. How are you apumoni? Barakallahu Fik. Good Luck Good Luck Good Luck
১৮
275281
১৭ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:০৪
ইক্লিপ্স লিখেছেন : চমৎকার লিখেছেন।
আজ একদিকে মুসলমানরা পৃথিবীর বুকে নির্যাতিত অন্যদিকে কিছু মুসলিম বিলাসী জীবন যাপনে লিপ্ত! অথচ তারা যদি সবাই ঐক্যবদ্ধ থাকতে পৃথিবীর বুকে কোন ইহুদির সাহস হত না মুসলিম নিধনের।
১৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
219253
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম.. শ্রদ্ধেয়া সুপ্রিয় আপুজি। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে মুসলমানদের চরিত্রের আলোকে আপনার গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও হৃদয়ছোঁয়া অনিন্দ্য সুন্দর মন্তব্যটি পড়ে সত্যিই অভিভূত হলাম। আপনার সাথে একশত ভাগ সহমত। প্রেরনাসহ সুন্দর মন্তব্যের জন্য অন্নেক অন্নেক শ্রদ্ধা ও দোয়া রইলো। বারাকাল্লাহু ফিক।Good Luck Happy Good Luck
১৯
275360
১৭ অক্টোবর ২০১৪ রাত ০৮:৩১
বৃত্তের বাইরে লিখেছেন : একজন মুমিনের ভাল কাজের জন্য শুধু এতটুকুই দরকার ঈমানের বলিষ্ঠতায় মহৎ কর্ম সম্পাদনের ইচ্ছা ও সুতীব্র আকাঙ্ক্ষা। ধন্যবাদ আপু আপনাকে। আল্লাহ্‌ আপনার লেখনীতে আরও বারাকাহ দান করুন। Praying আমিন। Good Luck Rose
১৭ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৮
219311
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম.. অন্নেক অন্নেক শ্রদ্ধেয়া সুপ্রিয় আপুজি। আপনার প্রেরনাময় হৃদয়ছোঁয়া মন্তব্য ও আন্তরিক দোয়া সবসময় আমার ব্যক্তিগত তথা লিখার জগতে পাথেয় হয়ে থাক। আপনার জন্য অন্নেক অন্নেক শুভেচ্ছা, শ্রদ্ধা ও দোয়া রইলো। লিখার জগতে আপনার মত একজন দরদী বোন পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি। বারাকাল্লাহু ফিক।
কেমন আছেন আপুনি?
Good Luck Happy Happy Good Luck
১৯ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৫২
219770
বৃত্তের বাইরে লিখেছেন : আলহামদুলিল্লাহ্‌ ভাল আছি আপু। নেটের সমস্যার কারনে ব্লগে ঢুকা হয়না। আমিও সব মিলিয়ে সময় পাইনা। ধন্যবাদ আপুকে। দোয়া করবেন।Good Luck Happy
১৯ অক্টোবর ২০১৪ সকাল ১০:১৯
219836
সন্ধাতারা লিখেছেন : Chalam apuji. I do always have dua for you apuni. Plz try to continue you writing. Jajakallahu khair.Good Luck Good Luck Good Luck
২০
276039
১৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:০২
ইবনে আহমাদ লিখেছেন : সবাই আমরা এমন সন্তান ও পরিবার গঠনে ভুমিকা রাখা প্রয়োজন। সেই চেষ্টাটা কতটুকুন আমরা করি?
আপনাকে ধন্যবাদ। আপনার বর্ণনা খুবই চমতকার।
২১
276129
১৯ অক্টোবর ২০১৪ রাত ১০:১৯
সন্ধাতারা লিখেছেন : Chalam my respected vaiya. I am really happy to see your comment in my writing after long time. It is true that we are not giving enough time to our family for nurturing them in the correct way. Jajakallahu for giving me inspiration. All the best.
২২
278200
২৬ অক্টোবর ২০১৪ সকাল ০৭:২৬
ইবনে হাসেম লিখেছেন : আসসালামু আলাইকুম আপু। ওহ্, কি যে লজ্জা পেলাম, এতো গুরুত্বপূর্ণ একটি পোস্ট কিভাবে যে এতোদিন দৃষ্টির আড়ালে পড়ে থাকলো। অদ্ভূত সুন্দর কথামালার মাধ্যমে তুলে ধরেছেন এ যুগের মুয়াজ'দের সাহস ও বীরত্বগাঁথা, যা আমাদের জন্য চেতনার এক অনুপম বাতিঘর হয়ে থাকবে। জাযাকিল্লাহ। আল্লাহ আপনার লিখনীকে আরো শক্তিশালী এবং হৃদয়স্পর্শী করে দিন, আমিন।
২৭ অক্টোবর ২০১৪ রাত ০১:১৩
222275
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমাস সালাম ওয়ারাহমাতুল্লাহ্ ......... শ্রদ্ধেয় ইবনে হাসেম ভাইয়া। আপনার হৃদয়ছোঁয়া অনিন্দ্য সুন্দর মন্তব্যটি পড়ে সত্যিই অভিভূত হলাম। যদিও এর যোগ্য আমি নই। আপনার হৃদ্যতাপূর্ণ অসাধারণ দোয়ায় আমীন।
আপনার জন্য রইলো শ্রদ্ধামিশ্রিত অন্নেক অন্নেক দোয়া। ভালো থাকবেন খুব ভালো। জাজাকাল্লাহু খাইর।
Good Luck Good Luck Good Luck
২৩
283470
১২ নভেম্বর ২০১৪ সকাল ০৭:০৮
নাছির আলী লিখেছেন : গঠনা হৃদয়গ্রাহী প্রানজ্ল ভাষায় বর্ণনা করেছেন। ভাল লাগলো শুভকামনা রইল । যাযাকাল্লাহু খাইরান
১২ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৩২
226770
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় নাছির আলী ভাইয়া। আপনার মন্তব্যটি অসাধারণ লাগলো। আপনার দেয়া প্রেরণা ও উৎসাহ আমার লিখার মানসিকতাকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। বারাকাল্লাহু ফিক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File