“ব্লগ সম্রাটের আগমন - শুভেচ্ছা স্বাগতম” (ভিশু ভাইয়ার সৌজন্যে)
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:৫২:১৫ বিকাল
এসেছে যোদ্ধা সম্মুখপানে নত নাহি করে শির
আমৃত্যু লড়ে যাবে সত্যের পথে, হারতে জানে না বীর।
পথভ্রষ্টদের গলে শোভা পায় বাহবার মালা
বীরের বীরত্ব ত্যাগ, সংযম আর জ্বালা।
ধরিত্রীর প্রয়োজন শ্রেষ্ঠ বীরসন্তান
উড়াতে হবে মোদের জয়ের নিশান।
অন্যায়, অসত্য তিরস্কারে পায়না সেতো ভয়
অদম্য স্পৃহায় পথ খুঁজে মিশন করতে জয়।
সত্য-ন্যায়ের পথে বীর থাকে অবিচল
মূল্যবোধের আকাঙ্ক্ষা করে সমুজ্জ্বল।
দুঃখ, অনুতাপ, অভিমান দু’পায়ে ঠেলে সব
জাগ্রত সৈনিক তুমি মেনে নাওনি পরাভব।
দায়িত্ববোধের চেতনা হোক অফুরাণ
উদার-মহত্বে ভরে উঠুক ব্লগের প্রাণ।
পার্থিব চাওয়া পাওয়া দু’হাতে মলে
সৌন্দর্যের উৎকর্ষতা দাও শুধু ঢেলে।
ন্যায়ের আলোয় পুষ্ট-সমৃদ্ধ হোক ব্লগ কানন
তোমার প্রত্যাবর্তনে তাই শুভেচ্ছা স্বাগতম।
বিষয়: বিবিধ
১৫৪৫ বার পঠিত, ৬২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
_______হারাতে চাইনা তোমায়, রবে তুমি মোদের হৃদয়ে
_______টুডে ব্লগে প্রাণবন্ত তোমাকে চাই!
যদিও খুব সঙ্কোচ বোধ করি আমার শ্বশুর বয়সে এখনো অন্নেক ছোট জেনে। আপনার ভালোলাগা অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর। ভালো থাকবেন খুব ভালো দোয়া রইলো। আমার জন্যও দোয়া রাখবেন।
তোমাকে যে আসতেই হবে ফিরে
আমরা আর তোমাকে হারাতে চাই না
দুঃখ, অনুতাপ, অভিমান দু’পায়ে ঠেলে সব
জাগ্রত সৈনিক তুমি মেনে নাওনি পরাভব।
কপি পেস্ট করিছি আপনি যেন আমার কথা ভুলে না যান
আমার মনেহয় আমাকে আগের মতো দেখতে পারেন্না আপনি, তাই আমি কেমন আছি, সেই প্রশ্ন করতেছেন্না
সন্ধাতারা আপু কে বলছি খুব ভালো লাগলো কবিতা টি।
আপনার প্রাণস্পর্শী প্রেরণা সাথে রইলো। ভালো থাকবেন খুব ভালো দোয়া রইলো। আমার জন্যও দোয়া রাখবেন। জাজাকাল্লাহু খাইর।
আপনার উপস্থিতি ওণ্ণেক ভালো লাগছে আপুনি।
কিন্তু না-খেয়ে কতক্ষণ থাকা যায়!
চুপিচুপি দাদী বা ফুফু আমার প্যান্টের পকেট ভরে দিতেন চালভাজা দিয়ে- আর সারাদিন ভাত না খাবার 'অনশন' চলতো, শেষে দাবী আদায়!
আমাদের ডাক্তার ভিশু তেমন কিছু করেছেন কিনা কে জানে!! ) )
সবার মতো আমিও আনন্দিত ভিশু ভাইয়ের ফিরে আসায়,সাথে সাথে আমিও আবার ফিরে আসলাম পঠন-মন্তব্যে বাবার সাথে প্রিয় মদিনায় দেখা করার পরে।
দোয়া করবেন আমার বাবার যেন হজ্জ্বে মাবরুর নসীব হয়।
অনেক ধন্যবাদ আপনাকে লেখনির জন্যে।
কর্মস্হল রিয়াদে ফিরে এসেছি রাতে।কয়েক জনের নামোল্লেখ সহ সকল ব্লগার বৃন্দের তরফ থেকে প্রিয় রাসুল সাঃ এর রাওজা মোবারকে 'সালাম' পৌছি দিয়েছি।
মহান আল্লাহ আমাদের সবাইকে পবিত্র বাইতুল্লাহ ও রাওজা মোবারক যেয়ারতের তৌফিক দিন, আমিন।
আবারো ধন্যবাদ ও জাযাকুমুল্লাহ.....।
কাঁচা হাতের লিখা এতে কোনই সন্দেহ নেই কিন্তু আমার প্রিয় ভিশু ভাইয়ার অনুপস্থিতির একবুক কষ্ট ও আন্তরিকতা মিশে আছে মনে একশত ভাগ তা আমি হলফ করে বলতে পারি। ঈদ পরবর্তী ঈদ শুভেচ্ছা। ভালো আছেন তো? ঈদ কেমন কাটলো?
মন্তব্য করতে লগইন করুন