মনের মুকুরে জ্বলে

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৬ জুলাই, ২০১৪, ০১:৫৭:৪৯ রাত



মহান আল্লাহ্‌র বিধান যেখানে বিদ্যমান, মনের প্রশান্তিও সেখানে অফুরান। বিডি ব্লগে পদার্পণের পূর্বে ব্লগ সম্পর্কে তেমন একটা অভিজ্ঞতা ছিল না আমার। প্রথম পদার্পণের পর সিনিয়র-জুনিয়রসহ এমন অনেক বিশেষ মহৎপ্রাণ ব্যাক্তিত্বের সান্নিধ্য পেয়েছি যা আমাকে উজ্জীবিত করেছে, দিয়েছে এক নতুন প্রাণ। সঞ্চার করেছে আশার আলো, দিয়েছে অভূতপূর্ব অনুপ্রেরণা আর প্রাণঢালা ভালোবাসা। শেয়ার করেছেন নিজেদের ভালো-মন্দ, আবেগ-উচ্ছাস, রাগ-অভিমান, চিন্তা-ভাবনা, অসুস্থতা, বিপদাপদসহ অনেক কিছু। আবার কখনও করেছেন সংশোধন এবং দিয়েছেন গঠনমূলক উপদেশ। তাঁদের পরিচয় না জানলেও মনে হয় কত জনম জনমের আপন! নামের তালিকা অনেক দীর্ঘ হবে তাই নামগুলো দেয়া হল না। তবে তাঁরা বেঁচে থাকবেন মনের মণিকোঠায় আমৃত্যু। আলোকিত করবেন হৃদয়কে সমস্ত অন্ধকার থেকে। মনের মুকুরে জ্বলবেন জ্বল জ্বল করে। আর তাইতো মনে হয় বিডি ব্লগের সন্মানিত/সন্মানিতা ব্লগারবৃন্দ আমার মহান প্রভূর এক অপূর্ব নেয়ামত (দু-একজন ব্যতিক্রম ব্লগার ছাড়া)। বিভিন্ন বয়সের হলেও সমমনা হওয়ায় এ যেন সত্যিই এক পবিত্র পরিশুদ্ধ প্রাণের মেলা, আশা জাগানিয়া।

প্রত্যেক প্রতিভাধর সৃজনশীল লেখক-লেখিকার নানাবিধ বিষয়ভিত্তিক বিশিষ্টপূর্ণ লিখায় কিছু না কিছু শিক্ষামূলক আবেদন, আল কোরআন এবং হাদীসের প্রানবন্ত আলোচনা, অন্যায় জুলুম অত্যাচারের সোচ্চার প্রতিবাদ, সচেতনতা সৃষ্টি, নিজেদের প্রাত্যহিক জীবনের চিন্তা-চেতনা, সৌজন্যমূলক রসিকতা, দেশ মাতৃকা ও গোটা বিশ্ব নিয়ে শঙ্কা ভাবনাসহ অনুপ্রেরণামূলক প্রতিদিন অনেক হৃদয় জুড়ানো লিখা পড়ে মাঝে মাঝে মনে হয় সকলকেই প্রিয়তে রেখে দিই। তাইতো তাঁদের উপস্থিতি যেমন আনন্দিত করে তেমনি তাঁদের অনুপুস্থিতিও আশাহত করে, কষ্ট বাড়িয়ে দেয় অনেকখানি, করে ব্যথিত।

কারণ আমরা ব্লগে একে অপরকে ভালবাসি, শ্রদ্ধা করি, মনে রাখি শুধুমাত্র রাব্বুল আলামীনের সন্তুষ্টির জন্য। আবার কাউকে কখনও নিন্দা বা ঘৃণা করলে সেটাও করি কেবলমাত্র আমাদের রবের জন্যেই। ব্লগের বন্ধন হল পরিশুদ্ধ, খাঁটি। এখানে কোন চাওয়া-পাওয়া বা বিনিময়ের স্বার্থ নেই। তাই বুঝি এতো পরিতৃপ্তি। এটাকেই বলে ঈমানী স্বাদ বা হৃদয়ের গভীর প্রশান্তি। রমযানের রহমত, বরকত, মাগফিরাত ও পবিত্রতা আমাদেরকে আন্দোলিত করলেও গাজার করুণ মুখগুলি আমাদেরকে বিষাদময় করে রাখে প্রতিটি মুহূর্তে। ঈদের আনন্দ আমাদেরকে স্পর্শ করবে না জানি। তারপরও আগামী শেষ দশ রমযানে কোন পোষ্ট হয়তো দেয়া সম্ভব হবে না, মন্তব্য করা ছাড়া। সেজন্য বিশেষভাবে ভিশু ভাইকে আন্তরিক অভিনন্দন অনেক শ্রম দিয়ে রমযান আলোচনাকে প্রানবন্ত করে রাখার জন্য। সেইসাথে বিডি ব্লগ কতৃপক্ষসহ ব্লগের শুভাকাঙ্ক্ষী সকলকেই পরিবার পরিজনসহ আগাম ঈদ শুভেচ্ছা। ঈদ মোবারক।

মহান রাব্বুল আলামীন জান্নাতেও আমাদের সকলকে একই পরিবারভুক্ত রাখুন। আমীন।



বিষয়: বিবিধ

১৭৩৬ বার পঠিত, ৪৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245058
১৬ জুলাই ২০১৪ রাত ০২:০৭
হককথা লিখেছেন : আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেশী বেশী করে লেখার ক্ষমতা দিন। আমরাও আপনার লেখা পড়ে উপকৃত হই। ধন্যবাদ।
১৬ জুলাই ২০১৪ রাত ০৩:৫৯
190350
সন্ধাতারা লিখেছেন : আপনাদের নিখাদ, নিঃস্বার্থ ও প্রাণ উজাড় করা দোয়া যেন মহান রাব্বুল আলামীন কবুল করে বেশী বেশী লেখার যোগ্যতা দান করেন। সেইসাথে আপনাদের জ্ঞানগর্ভ লেখা পড়ে জানার ও বাস্তব জীবনে প্রয়োগের তৌফিক দান করেন। আমীন।
245062
১৬ জুলাই ২০১৪ রাত ০২:২৪
ইবনে হাসেম লিখেছেন : ঠিক বলেছেন, অনেক প্রথিতযশা ব্লগার যাঁদের পোস্টের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষায় থাকতাম তাঁদের অনুপস্থিতি মনকে পীড়া দেয়।
১৬ জুলাই ২০১৪ রাত ০৪:০৭
190352
সন্ধাতারা লিখেছেন : সহমত। ইবনে হাসেম ভাইয়া। আমরা সকলেই আজকের এই মহতী সময়ে একান্ত বিনয়ের সাথে সকল হারিয়ে যাওয়া বা অনুপস্থিত সন্মানিত ব্লগার বৃন্দকে একান্তভাবে আন্তরিক অনুরোধ জানাই তাঁরা যেন আমাদের ভুল ভ্রান্তিগুলো শুধরিয়ে দিয়ে মন থেকে ক্ষমা করে দেন এবং অতি দ্রুত আমাদের মাঝে ফিরে এসে আমাদেরকে আবার জীবন্ত করে তোলেন।
245064
১৬ জুলাই ২০১৪ রাত ০২:৩২
নুরুজ্জামান লিখেছেন : হৃদয় ছোয়া ব্লগের মেলা টুডে ব্লগ।আহ্ খুব মজা পাই এই ব্লগে বিচরন করে।
১৬ জুলাই ২০১৪ রাত ০৪:১০
190353
সন্ধাতারা লিখেছেন : একদম মনের কথাটি বলেছেন নুরুজ্জামান ভাইয়া। এ ব্লগে একদিন আসতে না পারলে মনে হয় যেন দিনটি অপূর্ণই থেকে গেল!!
245069
১৬ জুলাই ২০১৪ রাত ০২:৫১
আফরা লিখেছেন : এক্কেবারে আমার মনের কথা গুলো এত সুন্দর করে গুছিয়ে লিখেছেন মনটা ভরে গেল ভাইয়া ।

মহান রাব্বুল আলামীন জান্নাতেও আমাদের সকলকে একই পরিবারভুক্ত রাখুন। আমীন।
১৬ জুলাই ২০১৪ রাত ০৪:২০
190356
সন্ধাতারা লিখেছেন : আফ্রাম্নি...। তুমি আমাদের সকলের নয়নমণি। লক্ষ্মী অতি আদুরের দুলালী বোনটি। তোমার লিখা পড়ে তো আমি রীতিমত স্তব্ধ হয়ে যাই যে মহান রব তোমাকে এই বয়সে এতো বিজ্ঞতা দান করেছেন মাশাআল্লাহ। তোমার মন্তব্যটি পড়ে আমার মনটিও ভরে গেল বোনটি। ভালো থেকো খুব ভালো। সবসময় কেমন......।
245072
১৬ জুলাই ২০১৪ রাত ০২:৫৭
ভিশু লিখেছেন : আপনার অত্যন্ত আকর্ষণীয়, জ্ঞানগর্ভ, দরদভরা, সযত্ন ও উৎসাহব্যাঞ্জক পোস্ট এবং মন্তব্যগুলো সত্যিই অনেক অনুপ্রেরণাদায়ক, অনেক মমতার, অনেক ভালোবাসার! ব্লগকে চিনেছি, জেনেছি, ভালোবাসতে চেষ্টা করেছি অন্যান্য ভাইয়া-আপুদের মতো আমিও ঠিক ওভাবেই! অসংখ্য কৃতজ্ঞতা জানবেন! ঈদ শুভেচ্ছা আপনাকেও! কিন্তু ঈদের আগে আরো থাকতে/লিখতে হবে কিন্তু...Rolling Eyes Sad Day Dreaming Happy Good Luck Rose
১৬ জুলাই ২০১৪ রাত ০৪:৪৩
190362
সন্ধাতারা লিখেছেন : ভিশু ভাইয়া...। আসস্লামুয়ালাইকুম। সত্যিই ভাইয়া হৃদয় দিয়ে বলছি আপনাদের মত এমন মহৎপ্রাণ ব্যুক্তিত্বের সান্নিধ্য পাওয়া আসলেই সৌভাগ্যের ব্যাপার। আপনারা এ পৃথিবীতে বিচরণ করেন বলেই ধরণীটা এখনো এতো সুন্দর মমতাময়। আপনার জন্য সবসময় প্রাণভরে দোয়া করি। মহান রাব্বুল আলামিন আপনাকে আরও অন্নেক অন্নেক মহৎ কাজে ব্রতী হওয়ার তওফীক দান করুণ।
245091
১৬ জুলাই ২০১৪ রাত ০৪:৩৩
জোনাকি লিখেছেন : আমীন। অনেক ভাল্লাগ্লো। ঈদের শুভেচ্ছা নিবেন।আর ভিশু ভাইয়ার মত আমিও বলি আরো থাকতে হবে কিন্তু; সকালে শুকতারা সন্ধ্যায় সন্ধ্যাতারা হয়ে আলো দিতে হবে ব্লগে।
১৬ জুলাই ২০১৪ রাত ০৪:৫৫
190366
সন্ধাতারা লিখেছেন : জোনাকি আপুনি। আসস্লামুয়ালাইকুম। আপনার মমতামাখা মন্তব্যটি পড়ে চোখে দু’টো ঝাপসা এসে গেল। আপনাদের আলো নিয়ে সামনের পথগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে অবশ্যই শুকতারা কিংবা সন্ধাতারা হয়ে নয়। কিংবা জোনাকির আলো হয়েও নয়। দোয়া করবেন আমার জন্য।
245104
১৬ জুলাই ২০১৪ সকাল ০৬:০০
রাইয়ান লিখেছেন : এমন হৃদয়কাড়া মমতা ভরে ডাকলে কে সাড়া না দিয়ে পারে ! দারুন সুন্দরভাবে অভিব্যক্তির প্রকাশ ঘটিয়েছেন আপুনি , আর প্রতিটি লেখায় এত যত্ন করে মন্তব্য করেন , আসলেই মন ভরে যায়। আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো প্রিয় সন্ধ্যাতারা !
১৬ জুলাই ২০১৪ সকাল ০৬:১৮
190372
সন্ধাতারা লিখেছেন : অন্নেক অন্নেক প্রিয় রাইয়ান আপুনি। আপনি একজন পথিকৃৎ। আলোর দিশারী। আপনার লিখা পড়ে আমি মন্ত্রমুগ্ধের ন্যায় অনেকক্ষণ তন্ময় হয়ে ভাবছিলাম। তারপর যতটুকু স্মরণে আছে মনে হয় এভাবে মন্তব্য করেছিলাম, কেন লিখাটি তাড়াতাড়ি শেষ হল? মনে হচ্ছিল যতই পড়ছি ততই তৃষ্ণা বেড়ে যাচ্ছে!!! তারপর আফসোসে কষ্ট পাচ্ছিলাম একদম বোকার মত। আপনার সূচিত ও প্রস্ফুটিত মনের শুভকামনা ও দোয়া পরম যত্নে হৃদয়ে তুলে রাখলাম। মহান আল্লাহ্‌ আপনাকে জ্ঞানে-মানে-ধনে ও শান্তি-সুখে ভরিয়ে রাখুন এই কামনায়।
245125
১৬ জুলাই ২০১৪ সকাল ০৮:৫২
বাজলবী লিখেছেন : অনেক সুন্দর পোষ্ট যা হূদয়ে প্রশান্তির ছৌঁয়া স্পর্শ করলো।অাল্লাহর কাছে ফরিয়াদ অারো মাধুর্যযুক্ত পোষ্ট যেন লিখতে পারেন।অাল্লাহ অাপনাকে উভয় জাহানে কল্যাণ দান করুক।অামিন। ঈদ শুভেচ্ছা আপনাকেও।
১৬ জুলাই ২০১৪ দুপুর ০৩:৩৬
190448
সন্ধাতারা লিখেছেন : Your comment is also heart touching. We wish May Allah accepts all. Jajakalla khair.
245144
১৬ জুলাই ২০১৪ সকাল ১০:৪৪
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : আপনার লিখায় কেমন যেন হাসনাহেনার সুগন্ধি ছড়িয়ে আছে । আমাদের ভালবাসা ও অপছন্দতো একমাত্র মহান আল্লাহর সনত্তষ্টির জন্যই । ধন্যবাদ ।
১৬ জুলাই ২০১৪ দুপুর ০৩:৩৯
190449
সন্ধাতারা লিখেছেন : It is very unique and heart trembling comment. Nur uddin vhaiya. Jajakalla khair.
১০
245164
১৬ জুলাই ২০১৪ দুপুর ০১:৫০
মোহাম্মদ লোকমান লিখেছেন : আগাম ঈদ মুবারক। সুন্দর লেখাটির জন্য অনেক ধন্যবাদ।
১৬ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫১
190454
সন্ধাতারা লিখেছেন : Many many Heartful thanks for your nice comment. Jajakalla khair.
১১
245214
১৬ জুলাই ২০১৪ বিকাল ০৫:০৬
সাদাচোখে লিখেছেন : নির্মোহ, নিষ্কলুষ, নির্বিবাদ, পরিচ্ছন্ন, প্রশান্তিময় একটি লিখা। চমৎকার লিখেছেন।

রমজানুল মোবারক। আল্লাহ আমাদেরকে সিরাতুল মোস্তাকিম এর পথে পরিচালিত করুন, ঠিক তাদের পথ যাদের প্রতি তিনি অনুগ্রহ করেছেন। ধন্যবাদ।
১৬ জুলাই ২০১৪ বিকাল ০৫:৩৩
190497
সন্ধাতারা লিখেছেন : How beautiful comment it is!!! Jajakalla khair vhaiya. May Allah accepts your wonderful doua. Ramadan kareem.
১৬ জুলাই ২০১৪ বিকাল ০৫:৩৭
190498
সন্ধাতারা লিখেছেন : I do have one request to you vhaiya. Why do you not write regularly. I always wait and expect for your valuable writing to be honest.
১৭ জুলাই ২০১৪ রাত ০৪:৫৪
190575
সাদাচোখে লিখেছেন : প্রশংসার জন্য ধন্যবাদ বোন। বয়স হলে দায়িত্ব যেমন বাড়ে, সম্ভবতঃ মানুষ আলসেও বেশী হয়। লিখা শুরু করি কিন্তু বিভিন্ন কারনে আর শেষ করা হয়না। দোয়া করবেন।
১৭ জুলাই ২০১৪ সকাল ০৫:২৮
190576
সন্ধাতারা লিখেছেন : I do pray for you wholeheartedly vhaiya. May Allah gives you more strength and energy to write valuable writings. Ramjanul kareem.
১২
245234
১৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমাদের ভালোবাসা ও লিখালেখি একমাত্র আল্লাহর জন্য হোক। সুন্দর সমাজে যখন অপসংস্কৃতির তুফান চলতেছে সেখানে আমাদেরকে অবস্যই মজবুদ থাকতে হবে আর সেই মজবুদ থাকতে হবে শালীন লিখা দিয়ে সুষ্ট সংস্কৃতি দিয়ে।
আপনাকে আমি সিলেটি ভাষায় খইয়ার আফনে যে ভালা ভাইয়া
১৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
190506
সন্ধাতারা লিখেছেন : সন্ধাতারা লিখেছেন : Very valuable comment vhaiya. You are right we have to fight with appropriate writing against existed nasty culture. Ki ta mat matlen vhaijan... I do respect n love love sheletti people because I lived with them in same house for two years with my family. When I came in uk first time. They were so helpful, kind and respectful. We still maintain our relationship like a family. If do not mind are you born in sylhet? Vhaiya.
১৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
190507
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সিলেটি বলে কথা নয় মানবতা সমাজের মানুষকে বুঝার চেষ্টা করে ঈমানের দৃঢ়তা সবাইকে আপন করে। ধন্যবাদ আপু
১৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
190508
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনি মনে হয় ভাইয়া ??
১৩
245243
১৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
সন্ধাতারা লিখেছেন : What do you think?!!
১৪
245245
১৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
শারিন সফি অদ্রিতা লিখেছেন : আপু, আসসালামুয়ালাইকুম!
আপু জানো, তোমার এবং তোমার মতন আরো অনেকের গঠনমূলক মন্তব্য এবং অনুপ্রেরণার উসিলায় আল্লাহ্‌ রব্বুল আ'লামীন আমাকে যেন আরো বেশি বেশি লিখার শক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ্‌!
সে জন্যে আপুনি কখনো বলা হয়নি, আজকে বলি- আমি তোমাকে আল্লাহ্‌ রব্বুল আ'লামীনের জন্যে ভালোবাসি Love Struck ! আপু, নানান কারণে ব্লগে সময় দিতে পারিনা! অবসরে বসে লেখা গুলি কপি-পেস্ট করেই ব্যস উধাও হয়ে যাই!
তারপরো, সবসময় উদার পাঠকের মতন, একজন মুসলিমাহ্‌ বোনের মতন সময় নিয়ে সবসময় তোমাকে দেখেছি এ ব্লগে আমার পাশে!
সে জন্যে অনেক অনেক বেশি শুকরিয়া বোন! জাজাকিল্লাহ খইর! আল্লাহ্‌ রব্বুল আ'লামীন তোমাকে দুনিয়া-আখিরাতের সকল কল্যাণ দিক এবং টুডে ব্লগ পরিবারকে কবুল করে নিক তাঁর প্রিয় বান্দাদের দলে। আমীন । Rose Rose Praying Rose
১৫
245248
১৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
সন্ধাতারা লিখেছেন : Olaikumus Salam my respected apuni. It is a great pleasure and nice for me to get such a wonderful comment with beautiful doua Masha Allah. May Allah accepts us in both worlds. I do love your writing from my heart. That's why I try to attend in your post. Though it is not possible all time. Plz take care of you. Shukran.
১৬
245347
১৭ জুলাই ২০১৪ সকাল ০৫:১৭
নোমান২৯ লিখেছেন : Khub khub valo laglo. ekkkebare moner kotha gulo likhechen ....

mne hocche amr mner sathe apni amr ogocore jogajog kore mner kotha gulo lukhechen....

jai houk , Dhonnobad ......
১৭ জুলাই ২০১৪ সকাল ০৫:৩১
190577
সন্ধাতারা লিখেছেন : I am really glad to see your presence with lovely comment Noman vhaiya. Yes I can read your mind that's why I have expressed what you thought exactly. Ramjanul Mubarak.
১৭
245495
১৭ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
চিরবিদ্রোহী লিখেছেন : অনেক ভালো লাগলো। জাযাকাল্লাহু খইর।
১৮ জুলাই ২০১৪ রাত ০১:৪৭
190773
সন্ধাতারা লিখেছেন : আমার লিখায় আপনার মন্তব্য ও দোয়ায় অনুপ্রাণিত হলাম। বারাকাল্লাহ ফিক।
১৮ জুলাই ২০১৪ দুপুর ০২:৪৬
190832
সন্ধাতারা লিখেছেন : I do appreciate very gladly for your first comment in my blog. Jajakalla khair.
১৮
245555
১৭ জুলাই ২০১৪ রাত ১০:৩৮
বৃত্তের বাইরে লিখেছেন : অনেক মমতা আর ভালবাসায় পূর্ণ লেখার প্রতিটা অক্ষর। আপনি ব্লগের নতুন-পুরাতন সবার লেখা পড়েন এবং অনেক যত্ন করে মন্তব্য, প্রতিমন্তব্য করেন। আপনার সক্রীয় অংশগ্রহন ব্লগের সকলের অনুপ্রেরণা । শুভ কামনা রইল আগামীর জন্য, আরও সামানে এগিয়ে যাবেন আশা করি Love Struck Happy

আপনার দোয়ায় আমাদের শামীল রাখবেন শ্রদ্ধেয়া আপু। আগাম ঈদের শুভেচ্ছা রইল Love Struck Good Luck Rose
২৭ জুলাই ২০১৪ রাত ০৮:১৫
193327
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম আপুনি। এমন উজ্জীবিত করে মন্তব্য করেছেন যে প্রতিমন্তব্যের ভাষা হারিয়ে ফেলেছি। এতো গুণের যোগ্যতা আমার নেই। তবে আপনাদের হৃদয়পূর্ণ দোয়ার বরকতে হয়তো রাব্বুলে ইজ্জত দুকলম লিখার তৌফিক দেন। অবশ্যই দোয়ায় থাকবেন। আপনিও সাথে রাখতে ভুলবেন না যেন। ভালো থাকবেন। অনেক ভালো......। Good Luck Good Luck Good Luck
১৯
247021
২২ জুলাই ২০১৪ রাত ০৩:৩৫
সন্ধাতারা লিখেছেন : কম্পিউটারের ত্রুটির কারণে আপনার অপূর্ব মন্তব্যটি এবং আমার প্রতি মন্তব্যটি হারিয়ে ভীষণ মনোকষ্ট পেলাম। খুব সম্ভব বুড়ো চাচা। প্রতি মন্তব্যটি আপনার উদ্দেশ্যে আবারও পেশ করলাম।

হৃদয়স্পর্শী প্রেরণাপ্রসূত অতি চমৎকার একটি মন্তব্যের জন্য অনিঃশেষ দোয়া ও শুভেচ্ছা। জাযাকাল্লাহ খাইর। কলম প্রেমীদের হৃদয় যদি মুহূর্তের জন্যও ছুঁয়ে যায় তাহলেই আমার লেখার উদ্দেশ্য সার্থক হবে।

যখন আমি ল্যাপটপ ছাড়া থাকি তখন বাধ্য হয়েই ইংলিশ ব্যবহার করি। কারণ মোবাইলে বাংলা টাইপ একেবারে ভুলে ভরা। এটা আমার একান্ত অনিচ্ছাকৃত অপরাধ। স্বাচ্ছন্দ্যও বোধ করি না। কিন্তু লেখকদের লিখা পড়ে মন্তব্য না করলে অতৃপ্ত থেকে যাই। অস্বস্তিবোধ করি। তাই শেষ অবলম্বন হিসাবে ইংলিশকেই বেঁচে নেয়া আর কি!! আর উপরের ছবিটা নেট থেকে নেয়া। আশাকরি আমার সমস্যাটুকু হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারবেন। রমজানুল মোবারক।
২৭ জুলাই ২০১৪ রাত ০৮:২০
193334
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম বুড়া মিয়া। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি অনিচ্ছাকৃত ভুলের জন্য।Good Luck Good Luck Good Luck
২৯ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
193701
সন্ধাতারা লিখেছেন : It is a great pleasure vhaiya@bura miah
২০
247024
২২ জুলাই ২০১৪ রাত ০৩:৩৯
সন্ধাতারা লিখেছেন : আমার ব্লগে আপনার প্রথম মন্তব্য দেখে খুবই আনন্দিত হয়েছিলাম কিন্তু নিমিষেই তা হারিয়ে গেল। আশাকরি ভুল বুঝবেন না আমাকে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। Rose Rose Rose Rose
২৭ জুলাই ২০১৪ রাত ০৮:২০
193335
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম বুড়া মিয়া। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি অনিচ্ছাকৃত ভুলের জন্য।Good Luck Good Luck Good Luck
২৭ জুলাই ২০১৪ রাত ১০:১০
193394
বুড়া মিয়া লিখেছেন : ওয়ালাইকু আসসালাম
ওহ! সত্যলিখনের ব্লগে লেখা বিষয়টা এখন পরিস্কার হয়েছে।
কেমানিক এর সাথে আলোচনা করতে করতে ব্যাপারটা বুঝতে একটু দেরী হলো।
ধন্যবাদ আপনাকে।
২১
248816
২৭ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
বিনীত তারেকুল ইসলাম লিখেছেন : আপনি যথারীতি সুন্দর লিখেছেন। ঈদ মোবারক আপনাকে। ইস্, আমি যদি নিয়মিত ব্লগে থাকা এবং ব্লগিং করার সময় পেতাম, উফ কতই না ভালো লাগত। নিজে লিখতাম, অন্যরে লেখায় কমেন্ট করতাম, বিতর্ক করতাম- এরকম অনেক দারুণ সময় কাটাতে পারলে ভালো হতো। নিয়মিত তো হয়ে ওফে না, তাই মাঝে মাঝে হুটহাট এসে আর কতইবা করা যায়।
২৭ জুলাই ২০১৪ রাত ০৮:২৭
193347
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম তারেক ভাইয়া। আপনার প্রেরণামূলক মন্তব্য রেখে যাওয়ার জন্য জাযাকাল্লাহ। তবে কিছু মনে করবেন না আমিও ফুল টাইম জব করে এখানে নিয়মিত সবাই দিই শুধুমাত্র প্রাণের টানে। মঙ্গলময় আপনাকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন। আপনার জন্য অনেক দোয়া রইলো। আপনাকেও ঈদ মোবারক।Good Luck Good Luck Good Luck
২২
286103
২০ নভেম্বর ২০১৪ সকাল ১০:২৫
নাছির আলী লিখেছেন : আস সালামু আলাইকুম। আপনার লেখাই আমার মন্তব্য করার ভাষা নেই ।নেই কোন যোগ্যতা।যে কোন বিষয় এত সুন্দর করে গুছিয়ে বর্ণনা করেন যা একজন পাঠক কে পড়ার প্রতি আকৃষ্ট করে।এই পোস্ট টা টার ব্যত্রুম হয় নি ।আপনার এই দরদময় লিখনির দ্বারা দিনের সূ্র্য ও রাত্রের চন্দ্রের ন্যয় আলো ছড়িয়ে যান। সুস্থ্যময় দীর্ঘায়ূ কামনা করি।যাযাকাল্লাহু খাইরান
২৩
286110
২০ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৪
সন্ধাতারা লিখেছেন : Chalam vaiya. I am really speechless after reading your comment. Plz make dua for me. Barakallahu Fik.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File