সোনামণির “৩য়” তম জন্ম দিনে সবার দোয়া কামনা
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১১ জুন, ২০১৪, ০২:২৭:৪০ দুপুর
“অনুভূতির অতলান্তে”
অন্তরে অঙ্কুরিত অনন্তমূলে করো অধ্যাসন;
মোর অধর কোণে তোমার অদ্ভুত দর্শন।
অঞ্জলিবদ্ধ অতলস্পর্শে হয়ে চমকিত;
অদম্য সুধা রসে অধিবাস রঙে প্লাবিত।
অত্যুজ্জ্বল দ্বীপ শিখা মনোহরী অতুলন;
জাগিয়েছো বীণা সেথা সদা মম দর্পণ।
অনিরুদ্ধ অনিমেষ নেত্রে ভাবি অনুক্ষণ;
পূর্ণ করেছো, সিক্ত করেছো, করি অনুধ্যান।
হে অনুষঙ্গী মোর হৃদয়ের অনুশ্রবণ;
সুনিপুণ যাদুতে করো অন্তঃপ্রবেশন।
অবধান প্রীতিমাখা তুলতুলে হাত;
নিমিষেই মুছে যায় শত অবসাদ।
অভীষ্ট গন্তব্য তোমা তরে, করি অভিসরণ;
নিশি দিন ডাকি প্রভু ঢেলে তনু মন।
অধীশ্বরী তুমি, অধীর চিত্তের আকর্ষণ;
এ ধরায় তুমি মোর অনঙ্গ মোহন।
অনাবিল আনন্দ তুমি, অনিঃশেষ প্রাণ;
তুমি মোর মহান স্রষ্টার অনুপম অমূল্য দান।
বিষয়: বিবিধ
২৫৯৬ বার পঠিত, ৭১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু অনেক কষ্টে ধরলাম।
তাও বারবার দেখে।
এ কবিতার ভাবার্থ নিয়ে আরেকটা কবিতা চাই।
আমার এত উচ্চাঙ্গের শব্দমালা বোঝার সাধ্য নাই।
১০০বার পড়লেও বুঝবোনা।
তবে বেশ ভালো লেগেছে ভালো লাগা জানিয়ে গেলাম।
অনেক শুকরিয়া।
এত্তো এত্তো দোয়া রইলো প্রাণভরে।
শুরু কিন্তু আপনিই করেন!! @হারি
কপি পেস্ট মন্তব্য হলেও আপু আমার জন্যও দোয়া করে দিছেন, সো নো টেনশন! @হারি
আপ্ননি কি বলেন?
ঐ পিচ্চিটা আপনার কি হয়?
এখন বুঝেছেন?
সে আমার অ-নে-ক, অ-নে-ক, অ-নে-ক আপনজন! আমার সমগ্র পৃথিবী, আদর, ভালোবাসা, অনুভব, স্পন্দন, প্রেরণা, জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি......।
ইসলাম কে সঠিক ও পরিপূর্ণভাবে জেনে, বুঝে, মেনে চলে, প্রতিষ্ঠা করতে পারার তৌফিক দান করেন। আমীন।
"
অনিরুদ্ধ অনিমেষ নেত্রে ভাবি অনুক্ষণ;"অনুধ্যান"
অতলান্তে= গভীরের সীমানা বিহীন গভীরতম সীমানায়। অনুভূতির প্রগাঢ়তা ও গভীরতার ভাব প্রকাশ্যে ব্যবহৃত হয়েছে।
অঞ্জলিবদ্ধ= আল্লাহ্ তাঁর নিজ হস্তে দান করেছেন মহামূল্য রত্ন। ( a present to a deity with folded palms).
অধিবাস= পরিশুদ্ধকরণ, পবিত্রকরণের ভাব সঞ্চার করে এমন। ( ceremonial purification of a person on the eve of a solemn function)
অনিরুদ্ধ= মিনতি পূর্ণ প্রার্থনা, দৃষ্টি। ভিক্ষা চাওয়া, কাকুতি- মিনতি/ অনুনয় করা।
অনুক্ষণ= সর্বদা, আজন্ম, প্রতি মুহূর্তে (at every moment).
অনুধ্যান= সদা/প্রতি মুহূর্তে সুন্দর ইচ্ছাগুলো প্রতিফলিত/ প্রতিবিম্বিত বা বিবর্ধিত হয়। (continuous thinking, or reflection or recollection, act of wishing well, well wishing)
নজরুলকে খুজেঁ পেয়েছি আপনার লেখার মাঝে। যদিও আমি জম্মদিন পালনে বিশ্বাসি নই!
নিমিষেই মুছে যায় শত অবসাদ।
অভীষ্ট গন্তব্য তোমা তরে, করি অভিসরণ;
নিশিদিন ডাকি প্রভু ঢেলে তনু মন।
অধীশ্বরী তুমি, অধীর চিত্তের আকর্ষণ;
এ ধরায় তুমি মোর অনঙ্গ মোহন।
প্রতিটি লাইনের প্রতিটি শব্দে নবজাতকে পাওয়ার আনন্দের অনুভুতির গভীরতা সত্যিই চমৎকার। মেয়ে সন্তান সত্যিই যেন কলিজার টুকরা। একজন বাবার সবটুকুন কলিজা দখল করা সোনামনিকে নিয়ে লিখার কবিতায় আল্লাহর শুকরিয়া থেকে শুরু করে যেন সব কিছুই বিধৃুত হয়েছে। ধন্যবাদ হে কবি।
সকালে বিকেলে রাত্রী নিশীথে
ঘরে ফিরে খুঁজি খুকি কৈ?
অভিমানি মুখে বায়না ধরে
শুয়ে আছে মা মানি ঐ।
কি হয়েছে মাগো কেন এত রাগ
বলনা বাবা কে খুলে,
কপালে চুমু দিতেই খুকি
জড়িয়ে ধরে মোর গলে।
এত সময় পর ফিরলে কেন বাবা
মোর মন যে দেরী সয়না,
তাইতো আমি শুয়ে আছি রাগে
মিছে শূয়ে আছি করে বাহানা।
মাগো তোমার রাগে অামি হাসি
তুমি যেন মার বাগানের ফূল
তোমাকে দেখে জুড়াই এ প্রান
ভুলে যাই সব ভূল।
আমি বিষ্মিত অন্য এক কারণে, সেটা হলো, ভাষার গাঁথুনী যে এত শক্তিশালী, তা বোঝাবার মত ভাষা আমার নেই।
বাংলঅ সাহিত্যে এক মক্তিশালী নারী কবির আবির্ভাব দেখতে পাচ্ছি! স্বাগতম, সুস্বাগতম!!
.....
..
..
.....
age ei kobita miss korlam kn tar jonno onutapvodh korci.....
tobu o kichu na bollei noy , osadharon,otulonio ......
banglish er jonno sorry. ...
Chotto Moni'r♡ jonno late shuveccha ebong doa.....
ebong mon valo hye zai.....
কবিতাটা অনেক সুন্দর হয়েছে । ভাল লাগলো ।বারাকাল্লআহু ফি কুম
মন্তব্য করতে লগইন করুন