মহাসত্য জেনেও...!!!!!!??

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৪ মে, ২০১৪, ১১:০৫:৪৯ রাত



সকল ঘটনার পেছনেই রয়েছে মহাশক্তিমান আল্লাহ্‌র অনস্বীকার্য অস্তিত্ব ও অবধারিত ইচ্ছা, যা পূরণে এবং বাস্তবায়নে তিনি কারো জ্ঞান-গবেষণা, শক্তি বা ক্ষমতার মুখাপেক্ষি নন। এটাই চিরন্তন সত্য। সৃষ্টি প্রক্রিয়ার সূচনা পর্ব থেকে শুরু করে আজ অবধি তা জোরালোভাবে প্রমাণিত হচ্ছে। কোরআন মজীদের বক্তব্য ও ভাষণ চিরন্তন ও অপরিবর্তনীয়। এখানে স্পষ্ট করে বলা হয়েছে, প্রথমে তোমরা মৃত্যু ছিলে তিনিই তোমাদের প্রাণ দিয়েছেন, আবার তিনিই তোমাদের মৃত্যু দিবেন এবং পুনরায় জীবন দান করবেন। এভাবে একদিন তাঁর কাছেই ফিরে যেতে হবে। যিনি পৃথিবীর সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন এবং উহাকে সাত আসমান রূপে সুবিন্যস্ত করলেন, তিনি সর্ব বিষয়ে মহা জ্ঞানী। (সূরা আল বাকারাঃ ২৮-২৯)

এই মহাসত্য প্রত্যক্ষ ও আল্লাহদ্রোহিতার অবশ্যম্ভাবী পরিণাম জেনেও মানুষ হেদায়াতের আলোকবর্তিকার পরিবর্তে গোমরাহীর পথ বেঁচে নিয়েছে। অথচ প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, পার্থিব জীবন প্রবঞ্চনার সামগ্রী ব্যতীত আর কিছুই নয়! (সূরা আল ইমরান-১৮৫ )

জ্ঞানী ও চিন্তাশীলদের বিষয়টি গভীরভাবে ভেবে দেখা উচিৎ নয় কি?

বিষয়: বিবিধ

১১০৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

221607
১৪ মে ২০১৪ রাত ১১:১৮
ভিশু লিখেছেন : বুদ্ধিমানদের বিষয়টি অবশ্যই ভেবে দেখা উচিত!
১৪ মে ২০১৪ রাত ১১:৩১
169057
সন্ধাতারা লিখেছেন : সঠিক কথা বলেছেন ভাইয়া। এই মহা সত্যটি যত তাড়াতাড়ি অনুধাবন করবো ততই আমাদের জন্য কল্যাণ। দোয়া রইলো।
221638
১৫ মে ২০১৪ রাত ০১:২২
গেরিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৫ মে ২০১৪ রাত ০১:২৪
169085
সন্ধাতারা লিখেছেন : পড়া এবং মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ। দোয়া রইলো।
222090
১৫ মে ২০১৪ রাত ১০:৩০
হককথা লিখেছেন : অনেক ধন্যবাদ লেখাটার জন্য।
২২ মে ২০১৪ বিকাল ০৪:০১
171944
সন্ধাতারা লিখেছেন : পড়ে মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান।
288672
২৭ নভেম্বর ২০১৪ সকাল ০৭:২৬
নাছির আলী লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File