“মধুর মহীতলে ভালোবাসায় সিক্ত”

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৪ মে, ২০১৪, ০১:৫৬:২০ রাত



গভীর মায়াময় সঞ্জীবনী সাড়া পেয়ে ও মধুর ভালোবাসার নির্মল পরশে অন্তরের অমিয় সুধা ঢেলে দিয়ে, পরম মোহাব্বতপূর্ণ আবেগে যারা প্রশান্তিময় সৌভাগ্যপূর্ণ সমুজ্জ্বল জীবন লাভের আরাধনায় লিপ্ত এই মহীতলে, মঙ্গলময়ী সুখবর তাদের জন্যেই অপেক্ষমাণ। মহোৎসাহে মাধবী কুঞ্জে অতি নিরালায় মনের মাধুরী মিশিয়ে মর্মভেদী মাধুর্য আহরণ ও মর্মোদ্ধারের নেশায় তারাই মশগুল যাদের জীবন মহাদ্যুতিময়। এই মোহনীশক্তি যে মানব-মানবীকে আলিঙ্গন করেছে তারা ভ্রম প্রবণতার অনেক দূরে এবং মহিমাময় স্রষ্টার ভালোবাসায় সিক্ত হয়ে তাঁর নৈকট্যে নিবিষ্ট চিত্তে মোহময় জগতে নিজেকে আটকিয়ে ফেলেছে।

কেননা আল্লাহ্‌ সোবহানাহু তা’য়ালার বিচারের মানদণ্ডে মানবোচিত ভালোবাসায় সিক্ত সেই শশী মুখগুলো নিজের অর্জিত ধনভাণ্ডারের পুরুস্কার প্রাপ্তিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে, পরিতৃপ্ত ও পরম আনন্দে উচ্ছ্বসিত হবে সেদিন কেয়ামতের মাঠে...

১। যারা সৎকর্মশীল (সূরা আল-বাকারাঃ ১৯৫) Rose

২। তওবাকারী (সূরা আল-বাকারাঃ ২২২) Rose

৩। মুত্তাকী ( আত তাওবাঃ ৪,৭ ও আল-ইমরানঃ ৭৬) Rose

৪। ধৈর্যশীল (আল-ইমরানঃ ১৪৬) Rose

৫। তাওয়াক্কুলকারী (আল-ইমরানঃ ১৫৯) Rose

৬। ন্যায়পরায়ণ (সূরা আল মায়িদাঃ ৪২) Rose

৭। পবিত্রতা অর্জনকারী (সূরা আত তাওবাঃ ১০৮) Rose

৮। আল্লাহ্‌র পথে সংগ্রামী (সূরা আস সাফঃ ৪) Rose

আরশের মালিক আমার মহামহিম পরওয়ারদিগার রাহমানুর রাহীম আকাঙ্ক্ষিত-প্রত্যাশিত ও হৃদয়ে লালিত স্বপ্নের সকলকেই উল্লিখিত গুণাবলী অর্জন করার সৌভাগ্য নসীব করে দুনো জাহানের মহা কল্যাণ লাভের যোগ্য করুণ। আমীন।



বিষয়: বিবিধ

১৩২১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

221236
১৪ মে ২০১৪ রাত ০৩:১৬
শেখের পোলা লিখেছেন : আমিন৷
১৪ মে ২০১৪ দুপুর ০৩:২২
168883
সন্ধাতারা লিখেছেন : ছুম্মা আমীন।
221315
১৪ মে ২০১৪ সকাল ০৯:৫৪
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
221412
১৪ মে ২০১৪ দুপুর ০৩:২৪
সন্ধাতারা লিখেছেন : পড়ে মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ। দোয়া রইলো।
221631
১৫ মে ২০১৪ রাত ১২:৩৭
হককথা লিখেছেন : আমিন ইয়া রাব।
221633
১৫ মে ২০১৪ রাত ০১:১৮
সন্ধাতারা লিখেছেন : শুকরান। জাজাকাল্লাহ খাইরান।
287044
২৩ নভেম্বর ২০১৪ রাত ০৪:১৪
নাছির আলী লিখেছেন : আমিন । ভালো লাগলো অনেক ধন্যবা.যাযাকাল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File